Log in

View Full Version : মার্কেট আনালাসিস এর ভাল দিন কোনটা



riponinsta
2018-02-14, 12:36 PM
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এর মধ্য মার্কেট আনালাইসিস এর ভাল দিন হল শনি বার ও রবি বার এই সময় মার্কেট বন্ধ থাকে তখন মার্কেট খুব মত আনালাইসিস করা যাই ।
আপনি যদি এই দিনে আনালাইসিস করেন তাহলে দেখবেন সেই সপ্তাহে আপনি ভাল লাভ করতে পারছেন ।

Mamun13
2018-02-22, 07:53 PM
মার্কেট এনালাইসিসের জন্য সঠিক দিন হবে সোমবার ও শুক্রবার৷এই দুইদিন ট্রেড না করে বরং এনালাইসিস করা টা ভালো হবে৷সোমবার শুধুই এনালাইসিস করা উচিৎ এবং তদানুযায়ী মঙ্গল,বুধ,বৃহষ্পতিবার ট্রেড করা ভালো৷আবার শুক্রবারে ট্রেড না করে এনালাইসিস করবেন যেন পরবর্তী সপ্তাহে কী ধরনের মুভমেন্ট হতে পারে তা অগ্রীম বুঝে নেওয়ার জন্য৷

iloveyou
2018-02-22, 08:39 PM
ভাই খুব ভাল একটা প্রশ্ন করেছেন। বেশ ভাল লাগল। তো আপনি যদি টেকনিক্যাল এ্যানালাইসিস করেন তাহলে বলল যে কোন দিনই আপনি এখানে সঠিক ভাবে সাপোর্ট রিজিসটেন্স গুলো বের করে নিয়ে ট্রেড করে প্রফিট করতে পারবেন। তবে সহযোগিতা স্বরুপ এতটুকুই বলতে পারি মার্কেট যখন একটা রেন্জের মধ্যে চলে,এবং ট্রেন্ড পরিবর্তন না করে থাকে, তাহলে তখন আপনি একটু সচেতন ভাবে এবং ভালভাবে এ্যানালাইসিস করে পজিশন গুলোতে ট্রেড নিলেই প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারবেন।

maziz6989
2018-02-22, 10:16 PM
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এর মধ্য মার্কেট আনালাইসিস এর ভাল দিন হল শনি বার ও রবি বার এই সময় মার্কেট বন্ধ থাকে তখন মার্কেট খুব মত আনালাইসিস করা যাই ।
আপনি যদি এই দিনে আনালাইসিস করেন তাহলে দেখবেন সেই সপ্তাহে আপনি ভাল লাভ করতে পারছেন ।

এর আগে কখনও এভাবে চিন্তা করে দেখি নি। বন্ধ দুই দিনই বন্ধ উপভোগ করেছি। এবার মনে হচ্ছে একটু ভিন্ন ভাবে চিন্তা করার সময় এসেছে। আইডিয়াটা এক কথায় অসাধারণ। আমি এই সপ্তাহ থেকে এই প্রাকটিশ শূরু করব। জানি না কতদূর কি করতে পারব কিন্তু শুরুটা তো করি!

Grimm
2018-02-22, 11:01 PM
মার্কেট এনালাইসিস এর জন্য আপনার যদি পর্যাপ্ত পরিমাণের জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে সব দিনই আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন আর সবদিনই আপনার জন্য ভাল হবে। আর তখন আপনাকে আর ভাল দিন খুজতে হবে না মার্কেট এনালাইসিস এর জন্য। তাই কোন কিছু করার আগে আপনি আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি করুন। যদি আপনি তা সফলভাবে করতে পারেন তাহলে আশা করা যেতে পারে আপনি কখনই নিরাশ হবেন না।

maziz6989
2018-02-23, 10:15 AM
মার্কেট এনালাইসিস এর জন্য আপনার যদি পর্যাপ্ত পরিমাণের জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে সব দিনই আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন আর সবদিনই আপনার জন্য ভাল হবে। আর তখন আপনাকে আর ভাল দিন খুজতে হবে না মার্কেট এনালাইসিস এর জন্য। তাই কোন কিছু করার আগে আপনি আপনার জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি করুন। যদি আপনি তা সফলভাবে করতে পারেন তাহলে আশা করা যেতে পারে আপনি কখনই নিরাশ হবেন না।

আপনার সাথে দ্বিমত করতেই হল। কারন লাইভ মার্কেট এ সবার উপরই কম বেশি প্রেসার থাকে। আর যদি সেই সময় আপনার কোন ট্রেড রানিং থাকে তবে তো কথাই নেই। তাই অফ ডে তে এনালাইসিসই ভাল হবে বলে আমারও বিশ্বাস। কিন্তু আপনি যে বললেন এনালাইসিস জানা - যারা সপ্তাহে ১০ টা ট্রেড এ এন্ট্রি নেয় তাদের জন্য হল এই প্রতিদিন এনালাইসিস এর থিউরী। ধন্যবাদ।

Sakib42
2021-09-17, 11:05 PM
মার্কেট বন্ধ থাকা কালিন এনালাইসিস করে কোন লাভ হবে কিনা আমার জানা নেই। শনি-রবিবার এনালাইসিস করে আপনি ভালো কিছু করতে পারবেন না কেন না সপ্তাহে যেদিন নিউজ থাকবে সেদিন নিউজ এর উপর ভিত্তি করে মার্কেটের বেশি মুভমেন্ট হবে সুতরাং আপনি আন্দাজে কিভাবে শনিবার বা রবিবার মার্কেট এনালাইসিস করে তার ওপর নির্ভর করে পুরো সপ্তাহ জুড়ে ট্রেডিং করবেন। একজন আদর্শ ট্রেডার প্রতিদিন মার্কেট এনালাইসিস করে, প্রতিদিন না করলেও অন্তত সোমবার অবশ্যই মার্কেট এনালাইসিস করে এবং যেইদিন নিউজ থাকে সেদিন বেশি বেশি মার্কেট এনালাইসিস করে।