PDA

View Full Version : বোনাস প্রসঙ্গে



Grimm
2018-02-14, 02:56 PM
গত মাসে আমি সর্বমোট ৫০৭ টি পোষ্ট করেছিলাম সেক্ষেত্রে আমার বোনাস পাওয়ার কথা ছিল ১৫০ ডলারের উপরে কিন্তু আমি সর্বমোট ৯৭ ডলার পেয়েছি এটার কারণ কি? আর যদি এটাই আমার প্রাপ্য ছিল তাহলে ফোরাম প্রফাইলে একিউমুলেটেড বোনাস ১৫০ ডলার দেখাচ্ছে কেন?

jasminbd
2018-02-14, 04:02 PM
গত মাসে আমি সর্বমোট ৫০৭ টি পোষ্ট করেছিলাম সেক্ষেত্রে আমার বোনাস পাওয়ার কথা ছিল ১৫০ ডলারের উপরে কিন্তু আমি সর্বমোট ৯৭ ডলার পেয়েছি এটার কারণ কি? আর যদি এটাই আমার প্রাপ্য ছিল তাহলে ফোরাম প্রফাইলে একিউমুলেটেড বোনাস ১৫০ ডলার দেখাচ্ছে কেন?

আসলে এখন ফোরামের বোনাস প্রতি পোস্ট হিসাবে হিসাব করা হয় না। এটি এখন ISCA এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়। এই সিস্টেমে পোস্টগুলো খুবই তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন হতে হবে। এই সিস্টেমের মাজার বিষয় হতে আপনি একটি পোস্ট থেকে ৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন।
এই সম্পর্কে এটি আদালা থ্রেড রয়েছে। আপনি এই থ্রেড থেকে বিস্তারিত তথ্য পাবেন- http://forex-bangla.com/showthread.php?16772

Grimm
2018-02-14, 04:10 PM
আসলে এখন ফোরামের বোনাস প্রতি পোস্ট হিসাবে হিসাব করা হয় না। এটি এখন ISCA এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়। এই সিস্টেমে পোস্টগুলো খুবই তথ্যবহুল, আকর্ষণীয়, এবং মান সম্পন্ন হতে হবে। এই সিস্টেমের মাজার বিষয় হতে আপনি একটি পোস্ট থেকে ৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন।
এই সম্পর্কে এটি আদালা থ্রেড রয়েছে। আপনি এই থ্রেড থেকে বিস্তারিত তথ্য পাবেন- http://forex-bangla.com/showthread.php?16772


তারমানে আমার ৫০৭ টি পোস্টের মধ্যে একটিও ভাল পোস্ট হয় নাই? এটা কি করে সম্ভব? আমি গতমাসে থেংক্সও ভালই পেয়েছিলাম আর সেটা যদি আমি হিসাব করি তাহলে তো আমার এত কম বোনাস পাওয়ার কথা নয়।

Mahidul84
2018-02-15, 04:11 PM
ভাই আপনার মত আমারও একই অবস্থা আমি গত মাসে পোষ্টিং বাবদ বোনাস পাওয়ার কথা ছিল ১৫০ ডলার। কিন্তু বোনাস পেয়েছি মাত্র ৫৭ ডলার। তার মানে এই নয় যে আমি ৫০০ উপরে পোষ্টের মধ্যে ৩০০ পোষ্টের মান উন্নত হয় নাই এটাই কি বলতে চাইতেছেন। অথচ ধন্যবাদও মোটামুটি ভালই পেয়েছি। তাহলে সমস্যাটা কোথায় একটু বলবেন কি? jasminbd

jasminbd
2018-02-15, 05:07 PM
ভাই আপনার মত আমারও একই অবস্থা আমি গত মাসে পোষ্টিং বাবদ বোনাস পাওয়ার কথা ছিল ১৫০ ডলার। কিন্তু বোনাস পেয়েছি মাত্র ৫৭ ডলার। তার মানে এই নয় যে আমি ৫০০ উপরে পোষ্টের মধ্যে ৩০০ পোষ্টের মান উন্নত হয় নাই এটাই কি বলতে চাইতেছেন। অথচ ধন্যবাদও মোটামুটি ভালই পেয়েছি। তাহলে সমস্যাটা কোথায় একটু বলবেন কি? jasminbd

প্রতি পোস্টের জন্য .২০ সেন্ট এই নিয়মটি বাদ হয়ে গেছে অনেক আগেই। আমাদের প্রতিটি পোস্ট ইন্টেলিজেন্ট কন্টেন্ট সিস্টেমের আনাল্যসিস এর মাধ্যমে ISCA এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গুনগত মান যাচাই বাছাই করা হয়। শুধু Thanks এর উপর করে এই বোনাস হিসাব করা হয়। আমাদের অনেক পোস্ট যেগুলোতে কোন প্রকার তথ্য নেই, বা তথ্যবহুল নয় সেগুলো এই আটিফিসিয়াল ইন্টেলিজেন্ট ধরে ফেলে। এমনি একই IP থেকে যদি একাধিক Thanks আসে সেটিও তারা ধরে ফেলে। আমার খেয়াল আছে নতুন এই বোনাস সিস্টেমের সর্বচ্চ Thanks পেত ৩০-৫০ টি কিন্তু এখন ৫০০ এর উপরে Thanks পাই। এটা অবাক করা বিশয়।
সব চেয়ে বড় বিষয় হল এই বোনাস সিস্টেমে আপনি নিজে থেকে হিসাব করতে পারবেন না আপনি এই মানে কত বোনাস পাবেন।
এগুলো হল আমার নিজস্ব মতামত, যদি কেউ এই ব্যপারে কোনকিছু জেনে থাকেন তাহলে জানাবেন।

zahid4x
2018-02-15, 05:43 PM
গত মাসে আমি সর্বমোট ৫০৭ টি পোষ্ট করেছিলাম সেক্ষেত্রে আমার বোনাস পাওয়ার কথা ছিল ১৫০ ডলারের উপরে কিন্তু আমি সর্বমোট ৯৭ ডলার পেয়েছি এটার কারণ কি? আর যদি এটাই আমার প্রাপ্য ছিল তাহলে ফোরাম প্রফাইলে একিউমুলেটেড বোনাস ১৫০ ডলার দেখাচ্ছে কেন?

বর্তমানে যেহেতু স্বয়ংক্রিয়ভাবে বোনাস হিসেব করা হয় তাই এটা বলা কারো পক্ষে সম্ভব নয়। যাই হোক আপনি আপনার পোস্ট চালিয়ে যান আর চেষ্টা করবেন তথ্যবহুলভাবে আপনার পোষ্টগুলো করতে। আশা করি আগামী মাসে আপনি আপনার পরিশ্রমের ফল দেখতে পাবেন।



প্রতি পোস্টের জন্য .২০ সেন্ট এই নিয়মটি বাদ হয়ে গেছে অনেক আগেই। আমাদের প্রতিটি পোস্ট ইন্টেলিজেন্ট কন্টেন্ট সিস্টেমের আনাল্যসিস এর মাধ্যমে ISCA এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গুনগত মান যাচাই বাছাই করা হয়। শুধু Thanks এর উপর করে এই বোনাস হিসাব করা হয়। আমাদের অনেক পোস্ট যেগুলোতে কোন প্রকার তথ্য নেই, বা তথ্যবহুল নয় সেগুলো এই আটিফিসিয়াল ইন্টেলিজেন্ট ধরে ফেলে। এমনি একই IP থেকে যদি একাধিক Thanks আসে সেটিও তারা ধরে ফেলে। আমার খেয়াল আছে নতুন এই বোনাস সিস্টেমের সর্বচ্চ Thanks পেত ৩০-৫০ টি কিন্তু এখন ৫০০ এর উপরে Thanks পাই। এটা অবাক করা বিশয়।
সব চেয়ে বড় বিষয় হল এই বোনাস সিস্টেমে আপনি নিজে থেকে হিসাব করতে পারবেন না আপনি এই মানে কত বোনাস পাবেন।
এগুলো হল আমার নিজস্ব মতামত, যদি কেউ এই ব্যপারে কোনকিছু জেনে থাকেন তাহলে জানাবেন।

আপনার হয়তো জানার ভুল আছে। শুধুমাত্র ধন্যবাদের উপর আপনি কোন বোনসই পাবেন না। এটা আসলে বর্তমানে কিভাবে হিসেব করা হয় এই বিষয়ে আমার মনে হয় কারও ধারণা নেই। বর্তমানে বোনাসের জন্য অনেক বিষয়ের উপর ভিত্তি করে প্রতিপোস্টের বোনাস নির্ধারণ করা হয়। কারণ শুধুমাত্র ধন্যবাদের উপর ভিত্তি করে যদি দেওয়া হতো তাহলে Grimm মনে হয় আরও বেশি পেত, কারণ ফোরামের হোম পেইজে তার ধন্যবাদ অনেক বেশি দেখাচ্ছে। তাই এখানে শুধু ধন্যবাদ পাওয়ার উপর চিন্তা না করে আপনার পোষ্ট ভাল করেন অার চেষ্টা করেন তথ্যবহুল কিছু শেয়ার করতে।

Mamun13
2018-02-15, 09:11 PM
ভাই,আমার বোনাস আসছে ঠিক উল্টো ভাবে অর্থাৎ ফোরামের প্রোফাইল একুমোলেটেড বোনাসে দেখছি 28.5 $ আর ট্রেডিং একাউন্টে আসছে 60.5 $ ৷তার মানে লিখেছি কম আর বোনাস ব্যলেন্স পাইছি বেশি ? অথচ আামার Thanks সবচেয়ে কম আছে৷আসলে এটা নির্ভর করে ভালো, সঠিক,কার্যকরী,তথ্যবহুল ও বাস্তব সম্মত পোষ্ট লেখার উপর৷আমি আমার নিজের ৪ বছরের টানা কষ্টের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা থেকে এইসব পোষ্ট লিখি৷তাই নিজের পোষ্ট লেখার বিষয়ে আমি যথেষ্ঠ আস্হাশীল৷

Grimm
2018-02-15, 11:15 PM
ভাই,আমার বোনাস আসছে ঠিক উল্টো ভাবে অর্থাৎ ফোরামের প্রোফাইল একুমোলেটেড বোনাসে দেখছি 28.5 $ আর ট্রেডিং একাউন্টে আসছে 60.5 $ ৷তার মানে লিখেছি কম আর বোনাস ব্যলেন্স পাইছি বেশি ? অথচ আামার Thanks সবচেয়ে কম আছে৷আসলে এটা নির্ভর করে ভালো, সঠিক,কার্যকরী,তথ্যবহুল ও বাস্তব সম্মত পোষ্ট লেখার উপর৷আমি আমার নিজের ৪ বছরের টানা কষ্টের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা থেকে এইসব পোষ্ট লিখি৷তাই নিজের পোষ্ট লেখার বিষয়ে আমি যথেষ্ঠ আস্হাশীল৷

ভাই আমার দু:খ একটাই যে ৫০৭ টি পোস্টের মধ্যে আমার একটাও ভাল পোষ্ট নাই। যাই হোক আমি আশাহত হই নাই। আগামী মাসটা দেখি কি হয়। যদি ভাল কিছু পাই তাহলে নিয়মিত চালিয়ে যাব।

Grimm
2018-02-15, 11:16 PM
বর্তমানে যেহেতু স্বয়ংক্রিয়ভাবে বোনাস হিসেব করা হয় তাই এটা বলা কারো পক্ষে সম্ভব নয়। যাই হোক আপনি আপনার পোস্ট চালিয়ে যান আর চেষ্টা করবেন তথ্যবহুলভাবে আপনার পোষ্টগুলো করতে। আশা করি আগামী মাসে আপনি আপনার পরিশ্রমের ফল দেখতে পাবেন।



আপনার হয়তো জানার ভুল আছে। শুধুমাত্র ধন্যবাদের উপর আপনি কোন বোনসই পাবেন না। এটা আসলে বর্তমানে কিভাবে হিসেব করা হয় এই বিষয়ে আমার মনে হয় কারও ধারণা নেই। বর্তমানে বোনাসের জন্য অনেক বিষয়ের উপর ভিত্তি করে প্রতিপোস্টের বোনাস নির্ধারণ করা হয়। কারণ শুধুমাত্র ধন্যবাদের উপর ভিত্তি করে যদি দেওয়া হতো তাহলে Grimm মনে হয় আরও বেশি পেত, কারণ ফোরামের হোম পেইজে তার ধন্যবাদ অনেক বেশি দেখাচ্ছে। তাই এখানে শুধু ধন্যবাদ পাওয়ার উপর চিন্তা না করে আপনার পোষ্ট ভাল করেন অার চেষ্টা করেন তথ্যবহুল কিছু শেয়ার করতে।

ধন্যবাদ ভাই। আমারও এখন তাই মনে হয় যে এখানে থেংক্স আসলে তেমন কাজ দেয় না। আর এখন থেকে আরোও একটু ভালভাবে পোস্ট করার চেষ্টা করবো।

Mamun13
2018-02-19, 07:13 PM
বোনাস নিয়ে এখানে দুঃখ করার প্রশ্নই আসে না৷আপনার অধিকাংশ পোষ্টই যথেষ্ঠ ভালো হয়েছে৷আপনার ভূল হলো 'ধন্যবাদ' পাওয়ার আশা করা৷আপনি পেয়েছেন 'সর্বোচ্চ ধন্যবাদ' আর আমি পেয়েছি 'সর্বনিম্ন ধন্যবাদ'৷অথচ আপনার তুলনায় আমার বোনাস অনেক ভালো এসেছে৷কারন হলো আপনি 'ধন্যবাদ ও বোনাস' আশা করেছেন আর আমি তা কখোনোও আশা করি না৷শুধু নিয়মিত সঠিক ও কার্যকরী পোষ্ট লিখে থাকি৷এখানে শুধুমাত্র দুজনের দৃষ্টিভঙ্গীর ব্যাবধান৷তাই ফলাফল ভিন্ন হয়েছে৷মন খারাপ না করে নিয়মিত লিখতে থাকুন আর এটাই আপনার কাজ !!!

Grimm
2018-02-19, 09:15 PM
বোনাস নিয়ে এখানে দুঃখ করার প্রশ্নই আসে না৷আপনার অধিকাংশ পোষ্টই যথেষ্ঠ ভালো হয়েছে৷আপনার ভূল হলো 'ধন্যবাদ' পাওয়ার আশা করা৷আপনি পেয়েছেন 'সর্বোচ্চ ধন্যবাদ' আর আমি পেয়েছি 'সর্বনিম্ন ধন্যবাদ'৷অথচ আপনার তুলনায় আমার বোনাস অনেক ভালো এসেছে৷কারন হলো আপনি 'ধন্যবাদ ও বোনাস' আশা করেছেন আর আমি তা কখোনোও আশা করি না৷শুধু নিয়মিত সঠিক ও কার্যকরী পোষ্ট লিখে থাকি৷এখানে শুধুমাত্র দুজনের দৃষ্টিভঙ্গীর ব্যাবধান৷তাই ফলাফল ভিন্ন হয়েছে৷মন খারাপ না করে নিয়মিত লিখতে থাকুন আর এটাই আপনার কাজ !!!

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আসলে ভাই আমি মন এই জন্যই খারাপ করেছি কারণ ভাল পোষ্ট করার পরও আমি বোনাস বেশি একটা পেলাম না। আমার যদি সবগুলো পোষ্ট খারাপ হতো তাহলে কোন দু:খ ছিল না কিন্তু ভাল পোষ্ট করার পরও যদি এই অবস্থা হয় তাহলে ভাই মন কি কখনও ভাল থাকে? যাই হোক আমি আশা করি আগামী মাসে হয়তোবা ভাল বোনাস পেতে পারি আর সক্রিয় প্রতিযোগিতার বোনাস পেয়ে কিছুটা ভাল লাগলো।

Rokibul7
2019-08-07, 03:21 PM
ভাই আমি তো একেবারে নতুন,আমি বিন্দু শুনে না বুঝে পোষ্ট করি।আপনাদের মতামতে আমি পুরা হতশায় পরে যাচ্ছি।আমার পোষ্ট যদি মানসম্মত না হয় এবং যদি কোন লাইক না পাই তাহলে কি আমি কোন বোনাস পাবো না???জেও যানাবেন plz

abilkis7
2019-11-12, 09:20 PM
আল্লাহ রহমতে গতমাসে যা পোষ্ট করেছি তা মোটামুটি মানসম্মত হওয়ায় বোনাসের টাকা একটু বেশি দিয়েছে। দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভাল পোষ্ট করে আরো বেশি বোনাস পেতে পারি।