PDA

View Full Version : ওয়ান ক্লিক ট্রেডিং



SaifulRahman
2018-02-14, 06:18 PM
https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-9/22528282_605989526238298_3642213525763911681_n.jpg ?oh=54a32ea8d806a3c6e04a1782a78bbb8c&oe=5B065D3B
ইন্সটাফরেক্স গ্রাহকদের জন্য ওয়ান ক্লিক ট্রেডিং সুবিধা দেয়। এটা হচ্ছে এমন একটি সুবিধা যার প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেডিং কার্যক্রমকে শতভাগ নিখুঁত করা। ওয়ান ক্লিক ট্রেডিং এর নিখুঁত কার্যক্রম বলতে বুঝায় "ওয়ান ক্লিক" এর মাধ্যমে পূর্ব নির্ধারিত পরিমানে বাই বা সেল অর্ডারগুলো শুধমাত্র একটি ক্লিক এর মাধ্যমে সম্পাদন করা।
মুলত ওয়ান ক্লিক ট্রেডিং একটি স্বয়ংক্রিয় ট্রেডিং রোবট, ফাংশন লাইব্রেরি, ইন্টারফেস প্রোগ্রাম যা ট্রেডিং রোবটের মাধ্যমে সংযোগ দেওয়া থাকে।এই ট্রেডিং রোবটের প্রধান কাজ হচ্ছে মুল ইন্টারফেস প্রোগ্রামে অর্ডারসমূহ পাঠানোর মাধ্যমে তা সম্পাদন করা।
এই প্রোগ্রামটির মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে ৬টি স্বয়ংক্রিয় এবং স্বাধীন ট্রেডিং উইন্ডো, যার প্রত্যকটিতে বিভিন্ন ধরনের ট্রেডিংয়ের উপরকরণ ব্যবহার করা যাবে। ট্রেডিং উইন্ডো ব্যবহার করার মাধ্যমে আপনি ট্রেডিং উপরকরণগুলো নির্বাচন করতে পারবেন, যদি না আপনি একটি নতুন চার্ট উইন্ডোতে ওয়ান ক্লিক ট্রেডিং এর প্রথম সেটআপ করে থাকেন।
কিভাবে আপনার ট্রেডিং প্লাটফর্মে ওয়ান ক্লিক ট্রেডিং সেটআপ করবেন এবং এটার সুযোগ-সুবিধা বিস্তারিত জানতে ভিজিট করুন: https://goo.gl/U7jMbU

Rassel Vuiya
2018-02-28, 01:06 PM
ইন্সটাফরেক্স গ্রাহকদের জন্য ওয়ান ক্লিক ট্রেডিং সুবিধা দেয়। এটা হচ্ছে এমন একটি সুবিধা যার প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেডিং কার্যক্রমকে শতভাগ নিখুঁত করা। ওয়ান ক্লিক ট্রেডিং এর নিখুঁত কার্যক্রম বলতে বুঝায় "ওয়ান ক্লিক" এর মাধ্যমে পূর্ব নির্ধারিত পরিমানে বাই বা সেল অর্ডারগুলো শুধমাত্র একটি ক্লিক এর মাধ্যমে সম্পাদন করা।
কিভাবে আপনার ট্রেডিং প্লাটফর্মে ‘‘ওয়ান ক্লিক ট্রেডিং’’ সেটআপ করবেন এবং এটার সুযোগ-সুবিধা বিস্তারিত জানতে ভিজিট করুন: https://goo.gl/U7jMbU

কিভাবে ওয়ান ক্লিক ট্রেডিং সেবা ব্যবহার করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আপনি নির্দিষ্ট ভলিউমের ট্রেডিং কার্যক্রম মাউসের একটি ক্লিকের মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন।

https://www.youtube.com/watch?time_continue=28&v=eYePbVAF46Y

Tofazzal Mia
2018-03-19, 12:09 PM
আমার অ্যকাউন্টে আজ এই টুলস্ সেটআপ করলাম।
https://fxn.instaforex.com/i/img/register_demo_account/en/mt4_02.png
যদিও টেষ্ট করার জন্য প্রথমে ডেমো ব্যবহার করেছি কিন্তু ফল পেয়েছি এককথায় অসাধারণ। অতি দ্রুত আমি অনেকগুলো পেয়ারে এক ক্লিকে ট্রেডিং করতে পারছি, যা সত্যিই আমাকে নতুন করে ট্রেডিং স্ট্যাটেজি তৈরী করে লাইভে ট্রেডিং শুরু করতে উৎসাহ দিচ্ছে। দেখা যাক কি হয়।

SaifulRahman
2019-02-12, 02:00 PM
আপনার মেটাট্রেডার ফোর প্লাটফর্মে কিভাবে ওয়ান ক্লিক ট্রেডিং সেটআপ করবেন সেটা এখন আপনাদের সাথে উল্লেখ্য করছি। আপনি IFX OneClickTrading সেটআপ ফাইল ডাউনলোড করার পরে, আপনাকে এটি পিসিতে ওপেন বা চালু করতে হবে। তারপর ভাষা নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন।
তারপরে আপনাকে ডাটা ডিরেক্টরি সেট করতে হবে, যেখানে এই ফাইলটা ইনস্টল করা হয়েছে। যদি আপনি লিস্টে বা তালিকায় ট্রেডিং প্ল্যাটফর্মটি দেখতে না পান তবে ইনস্টলেশন নির্দেশিকাটি ম্যানুয়ালি সেট করুন এবং পরবর্তী ধাপ বা নেক্সড এ ক্লিক করুন। যেমন: https://fxn.instaforex.com/i/img/one_click_trading/3_en.png
ব্রাউজ ক্লিক করুন এবং ট্রেডিং প্ল্যাটফর্মের ফোল্ডারের গন্তব্য সেট করুন। তারপরে ওকে এবং পরবর্তী ধাপ বা নেক্সড এ ক্লিক করুন। আপনি যদি প্ল্যাটফর্মের রুট ফোল্ডারটি না জানেন তবে আপনি ফাইল -> ওপেন ডেটা ফোল্ডারটি ক্লিক করে প্ল্যাটফর্মের ডাটা ডিরেক্টরিটি দেখতে পারেন।
https://fxn.instaforex.com/i/img/one_click_trading/4_en.png
তারপরে ইনস্টল ক্লিক করুন।এরপর IFX OneClickTrading ইনস্টলেশন কার শেষ হবে। সেটআপ সম্পন্ন হওয়ার পরে InstaTrader চালান। ন্যাভিগেটর উইন্ডোটি খুলুন এবং এক্সপার্ট এডভাইজার লিস্ট থেকে IFX OneClickTrading খুঁজুন। একটি চার্ট এ টেনে আনুন এবং ড্রপ করুন।
https://fxn.instaforex.com/i/img/one_click_trading/8_en.png
আপনি যদি কমপ্লেক্সটিকে প্রথমবার চালু করেন, তাহলে প্রোগ্রাম সেটিং উইন্ডো দেখতে পাবেন (এটা পরবর্তী সময়ে আর দেখা যাবে না), যেখানে আপনি সর্বোচ্চ ছয়টি বিভিন্ন ধরনের ট্রেডিং উপকরণ ওয়ান ক্লিক ট্রেডিং এর জন্য নির্বাচন করতে পারবেন:আপনি প্রত্যেকটি উইন্ডোর জন্য নিচে দেওয়া ছয়টি উপকরণের যেকোনটি নির্বাচন করতে পারেন। সেটিং করার পর এপ্লাই বাটন ক্লিক করুন। সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য পৌছানোর সাথে সাথে, কমপ্লেক্সটি কাজ করা শুরু করবে:
https://fxn.instaforex.com/i/img/one_click_trading/10_en.png