PDA

View Full Version : বিটকয়েন কেনা কি সেইফ হবে!



maziz6989
2018-02-14, 10:37 PM
আমার একটা ইচ্ছা ছিল - যে শ খানেক ডলারের কয়েন কিনে রাখব। যদি আবারও আগেরমত একটা বড় মূভ পাই তবে এক্সিট করে ফেলব। কিন্তু এই মুহর্তে তা কেনা কতটা নিরাপদ হবে বুঝতে পারতেছি না। কেউ কি আমাকে একটু হেল্প করতে পারেন ডিসিশান নিতে।

Tofazzal Mia
2018-02-25, 05:48 PM
আমার একটা ইচ্ছা ছিল - যে শ খানেক ডলারের কয়েন কিনে রাখব। যদি আবারও আগেরমত একটা বড় মূভ পাই তবে এক্সিট করে ফেলব। কিন্তু এই মুহর্তে তা কেনা কতটা নিরাপদ হবে বুঝতে পারতেছি না। কেউ কি আমাকে একটু হেল্প করতে পারেন ডিসিশান নিতে।

বিটকয়েন পৃথিবীর প্রথম ক্রিপ্টো কারেন্সী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যদওি এর মূল্য স্বর্ণের দামের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সাল থেকে বিটকয়েনের মূল্য ১১ গুণ বেশি বেড়েছে। মাঝে মাঝে সুইং সত্ত্বেও, ক্রিপ্টো কারেন্সীটির দাম উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি দেখা যাচ্ছে, ফলে ট্রেডারদের যেমন অধিক মুনাফার উপার্জন করার সুযোগ রয়েছে, তেমনি লোকসানেরও সম্ভাবনা রয়েছে।
তাই ভাল করে যাচাই করে নিন https://www.instaforex.com/bd/chart/bitcoin

FXBD
2018-03-06, 05:54 PM
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলেও ডিজিটাল মুদ্রা ব্যবস্থা হবার কারনে এরকোনো ফিজিক্যাল বা বাস্তব রূপ নেই, তাই কিছু অসুবিধা রয়েছে যেমন. ০১-বিটকয়েন সম্পূর্ণ অফেরতযোগ্য। অর্থাৎ কেউ ভুল করে কোনো ভুল ঠিকানায় বিটকয়েন পাঠিয়ে দিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। ০২- বিটকয়েন লেনদেন প্রক্রিয়া কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না। প্রেরক-প্রাপক উভয়ের পরিচয়ই সম্পূর্ণ গোপন থাকে। ফলে অনেক অপরাধমূলক কাজে বিটকয়েন ব্যবহার করা সম্ভব। অবৈধ পণ্যের কেনা বেচাতেও বিটকয়েন ব্যবহৃত হয়। ইন্টারনেটের গোপন অংশ ডার্ক ওয়েবের সমস্ত লেনদেন হয় বিটকয়েনের মাধ্যমে। ০৩- নিয়ন্ত্রনকারী না থাকায় বিটকয়েনের মূল্য অনেকটাই অস্থিতিশীল। কখনো বিশাল পরিমাণে বাড়ে তো কখনো বিশাল ধস নামে।
5443
বাংলাদেশ ব্যাংক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ দেশে বিটকয়েনের সকল প্রকার লেনদেন থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানায়। অর্থাৎ বিটকয়েন লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাংলাদেশে বিটকয়েনের উপর এই নিষেধাজ্ঞা বজায় রয়েছে।

Tofazzal Mia
2018-03-11, 05:18 PM
বিটকয়েন ই - গোল্ড কয়েন যা তাৎক্ষণিক ভাবে অনলাইনে স্থানান্তর করা যায় এবং সকল স্থানান্তরই প্রকাশ্যে হয়। মুলত এটা হল ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজিটাল মানি। সুতরাং এর একক কোন মালিক নেই। এই পদ্ধতি পরিচালিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সার্ভার থেকে এবং সেগুলো থাকে অনেক জনের অধীনে এবং এই বিটকয়েন মুদ্রাস্ফীতির মত যেকোনো প্রকার সমস্যা থেকে নিরাপদে রাখার কারনে পৃথিবী ব্যাপী বিটকয়েন এর জনপ্রিয় ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক ট্রেডার বিটকয়েন এ বিনিয়োগ শুরু করেছেন। যদিও এটা ঝুকিপূর্ণ তাই আপনি বিটকয়েন সরাসরি না কিনেও আপনি বিটকয়েন কারেন্সীতে বিনিয়োগ করতে পারবেন। যেহেতু ইন্সটাফরেক্স ব্রোকার তার গ্রহাকদের যে কোন অ্যাকাউন্ট থেকে বিটকয়েন (#Bitcoin) উপকরনটিতে ট্রেড করার সুবিধা দিয়েছে। মুলত এই সুবিধাটি হল আপনি আপনার অ্যাকাউন্টে অন্য মাধ্যম দিয়ে ডিপোজিট করেও বিটকয়েন সিএফডি পণ্য তালিকায় বিটকয়েন ক্রয় করতে পারবেন। ইসস্টাফরেক্সের বিটকয়েন ট্রেডিং এর বিস্তারিত জানতে ভিজিট করুন: https://goo.gl/czctqc

FXBD
2018-03-29, 05:43 PM
এখন H4 টাইম ফ্রেমে Bitcoin প্রযুক্তিগত ছবিটি দেখুন।
https://forex-images.ifxdb.com/userfiles/20180329/analytics5abc947e50366.jpg
মার্কেটে দাম $ 7,253 এর লেভেলের খুব কাছাকাছি যা প্রধান ট্রেন্ড এর জন্য একটি খারাপ লেভেল। বর্তমান স্থানীয় কমপক্ষে 7,500 ডলারের লেভেলে দেখা যায় এবং এই কম তরঙ্গের (সি) তরঙ্গ 2 সামগ্রিক সংশোধনে পাঁচটি তরঙ্গের পতন শেষ হতে পারে। কম নিশ্চিত করার জন্য জায়গাটি ড্যাশ বায়োলেট ট্রেন্ড লাইনের উপরে দিয়ে হওয়া উচিত এবং যা $ 8,151 এর লেভেলে এর দিকে যাবে।