PDA

View Full Version : কি ভাবে কম রিস্ক এ বেশি লাভ করা যায়



riponinsta
2018-02-15, 01:24 PM
ফরেক্স মার্কেট এ আপনাকে এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করতে হবে যেই সিস্টেম এ আপনি কম রিস্ক নিয়ে বেশি লাভ করতে পারবেন । ধরেন আপনি স্টপ লস দিলেন ১ ডলার তাহলে আপনার টিপি থাকবে মিনিমাম ৫ ডলার এমন ট্রেডিং সিস্টেম এ যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি যদি ১০ টা ট্রেড এর মধ্য ৩ টা ট্রেড লাভ করেন আর ৭ টা ট্রেড লস করেন তাহলেও আপনি লাভ এ থাকবেন

jasminbd
2018-02-15, 05:26 PM
আমার রিস্ক ম্যানেজমেন্টের উদাহরণ

যখন আপনি এই পরিমাণ ১০ ডলার
১০ রিস্ক ম্যানেজমেন্টের ব্যবহার ১০%=০.১৭% ঝুঁকিপূর্ণ
৫%= ০.০৮ মাঝারি ঝুঁকিপূর্ণ
২%= ০.০৩ সর্বশ্রেষ্ঠ

যখন আপনি এই পরিমাণ ৫০০ ডলার
৫০০ রিস্ক ম্যানেজমেন্টের ব্যবহার ১০%=০.৮৩% ঝুঁকিপূর্ণ
৫%= ০.৪২ মাঝারি ঝুঁকিপূর্ণ
২%= ০.১৭ সর্বশ্রেষ্ঠ

যখন আপনি এই পরিমাণ ৮০০ ডলার
৮০০ রিস্ক ম্যানেজমেন্টের ব্যবহার ১০%=০.১৩% ঝুঁকিপূর্ণ
৫%= ০.৬৩ মাঝারি ঝুঁকিপূর্ণ
২%= ০.২৭ সর্বশ্রেষ্ঠ

আমি অর্ডার ওপেন করার ক্ষেত্রে এই রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটি অনুসরণ করি।

iloveyou
2018-02-15, 07:12 PM
এক বাক্যে বলতে পারি আপনি যদি সঠিকভাবে আপনার মূল ব্যালেন্সের উপর মানি ম্যানেজ ম্যান্ট করে ট্রেড করতে পারেন তাহলে আপনার রিস্কের পরিমাণটা একেবারেই কমে আসবে। তাই আপনার রিস্ক রেওয়ার্ড রেসিও যেন ১.২ হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আর আপনার লিভারেজ যদি বেশি রাখেন তাহলে একটু আলাদাভাবে মানি ম্যানেজ ম্যান্ট করতে হবে। তবে মার্কেটের উপর আপনার সেরকম দক্ষতাও থাকতে হবে। আর এভাবেই আপনি কম রিস্ক নিয়ে বেশি লাভ করতে পারবেন।

maziz6989
2018-02-15, 10:30 PM
সত্যি কথা বলতে - সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করলে বাংলাদেশের শতকরা ৯৮% ট্রেডারের ট্রেড করার মত ব্যালান্স থাকার কথা নয়। আমি আমার নিজেকে দিয়েই বলি- এমন অনেক বার হইছে যে , একাউন্টে ১০ ডলার ইকুইটি রেখে ০.১০ ডলার লটে ট্রেড নিয়েছি। তাই আমাদের স্ট্রিক্ট মানি ম্যানেজমেন্ট না খুজে কিছুটা মডারেট একটা সিস্টেম খুজে বের করা দরকার। যেটাতে আমরা সবাই লাভবান হতে পারি। সবাইকে ধন্যবাদ।

Grimm
2018-02-15, 11:44 PM
আপনি যে রেশিওটা দেখাইছেন নতুনরা সাধারণত এই রেশিওতে কখনই ট্রেড করবে না। কারণ এই রেশিওতে ট্রেড করতে হলে অনেক ধৈর্য্যের প্রয়োজন হবে। এই সিস্টেমে শুধুমাত্র তারাই ট্রেড করতে পারবে যাদের ধৈর্য্য অনেক রয়েছে। আমিও ডেমোতে একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তা বেশিদিন করতে পারি নাই। কারণ আমার ধৈর্য্য তুলনামূলক অনেক কম। তাই বর্তমানে আমি চেষ্টা করি কম পিপস নেওয়ার। কারণ কম পিপস খুব সহজেই এই ব্যবসা হতে নেওয়া যায় আর এর জন্য বেশি অপেক্ষা করতে হয় না।

Mamun13
2018-04-06, 08:54 AM
আপনি যে risk reward ratio 1:5 দেখিয়েছেন তা অত্যন্ত বেশি এবং তা সব সময় প্রয়োগ করা সম্ভব হয় না৷সাধারণত reward ratio 1:3 হলেই যথেষ্ট profit চলে আসে এবং এটি সর্বাধিক গ্রহণযোগ্য৷1:5 risk reward ratio খুব কঠিন একটি ratio৷প্রথমতঃ আমার প্রশ্ন হল-আপনার ট্রেডিং স্ট্রাটেজি যদি সঠিক এবং কার্যকরী হয়ে থাকে তাহলে দশটি ট্রেডের মধ্যে সাতটি ট্রেড কেন লস হবে ?? দ্বিতীয়তঃ খুব কম রিস্ক নিয়ে বেশি প্রফিট করার জন্য এমন কোন trading strategy আপনার জানামতে আছে ?? যদি থাকে তা আমাদের সকলের জন্য এখানে সবিস্তারে প্রকাশ করতে দ্বিধা করবেন না৷এখানে আমরা সবাই পরিষ্কারভাবে জানতে চাই যে খুব কম রিস্ক নিয়ে বেশি প্রফিট করার trading strategy কি এবং এটি কোথায় পাওয়া যায় ?? আপনি নিজে কি পেয়েছেন ? ফরেক্স মার্কেটে আসলে এই ধরনের কোন trading strategy নাই যে খুব কম রিস্ক নিয়ে আপনি খুব বেশি লাভ করতে পারবেন৷তবে কিছু কিছু profit নিয়মিত করা সম্ভব৷আর তার জন্য আমাদেরকে বেশ কয়েক বছর নিয়মিত মার্কেটে স্টাডি করতে হয়৷

expkhaled
2018-04-06, 12:15 PM
ভাই প্রথমত বলতে চাই যে রিস্ক রিওয়ার্ড রেশিও এক এক জনের জন্য এক এক রকম। নতুন অবস্থায় ১:২ ব্যবহার করতে পারেন তাহলে তারাতারি হিট করবে। একটু অভিজ্ঞতা হলে তখন ১:৩ তে চলতে থাকবে তারপর অভিজ্ঞতা হওয়ার পর আর কাউকে বলে দিতে হবে না কত রেশিও ব্যবহার করা উচিত কারন তখন একজন ট্রেডার নিজেই বুঝতে পারবেন কতটুকু রিস্ক নেওয়া উচিত। আসলে রিস্ক নির্ভর আপনার ট্রেডিং সিস্টেম এর উপর আপনার সিস্টেম যত উন্নত তত আপনি ভাল ফলাফল পাবেন। আর ১০টি ট্রেড যদি ৭ টিতে উইন না করেন তাহলে আপনার সিস্টেম এ সমস্যা, সিস্টেম চেক করুন।

Grimm
2018-04-06, 04:14 PM
আপনি যদি দীর্ঘ মেয়াদী ট্রেড করেন তাহলে আমার মনে হয় কম ঝুকি নিয়ে বেশি মুনাফা করা সম্ভব। কিন্তু আপনি যদি স্বল্প মেয়াদী ট্রেড করে থাকেন তাহলে আপনি কখনই কম ঝুকি নিয়ে বেশি মুনাফা করতে পারবেন না। তাছাড়া ঐই সময় আপনি নিজেকে নিয়ন্ত্রণও করতে পারবেন না। তাই ভাল পরিমানের মুনাফা যদি কম ঝুকি নিয়ে করতে চান তাহলে অবশ্যই অাপনি দীর্ঘ মেয়াদী ট্রেড করার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন।

saraa
2020-03-16, 01:10 PM
কঠিন কাজই জীবনের যে কোনও ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি। আমরা এক্সচেঞ্জিং ইন্সটাফরেক্স কাঠামোটি গ্রহণের অফ অবকাশে, সেই সময়ে আমরা দেখতে পাই যে একটি বিনিময় এবং যারা পুরো প্রতিশ্রুতি এবং কঠিন কাজ নিয়ে এই মুহুর্তে এই সমাবেশ থেকে দুর্দান্ত সুবিধা পেয়েছে। অধ্যবসায় ছাড়া সত্য হিসাবে আমরা ফ্রেমওয়ার্কের বিনিময় থেকে দুর্দান্ত সুবিধা এবং বিভিন্ন সুবিধা কখনই পেতে পারি না।