PDA

View Full Version : সুপেরিয়র ফরেক্স ডেস্ক



Montu Zaman
2018-02-15, 05:08 PM
https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/22489843_605988542905063_1911499848672804994_n.jpg ?oh=22cea84e009267b4bb26ec63090479c8&oe=5B249B9F
ইন্সটাফরেক্স ট্রেডারদের পেশাদার কার্যক্রমকে অারো লাভজনক করার জন্য কোম্পানী একটি অর্ডার ব্যবস্থাপনা টুলস্ সুবিধা প্রদান করেছে যা সুপেরিয়র ফরেক্স ডেস্ক নামে পরিচিত। এটি ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক মেটাট্রেডার ফোর প্ল্যাটফর্মে এর ট্রেডিং কার্যক্রমকে আরো সহজ করে ফেলেছে। সুপেরিয়র ফরেক্স ডেস্কের কারণে অর্ডার সেটিং এখন খুবই সহজে এবং দ্রুততাম সময়ে সম্পাদন করা যায় ফলে ট্রেডিং হয় লাভজনক।
এই প্রোগ্রামটির ইন্টারফেস তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত ট্রেডিং প্যানেল আকারে, যার মাধ্যমে ট্রেডের লট, স্টপ লস, ট্রেইলিং স্টপ লস, ব্রেকইভেন স্টপ, ম্যাক্সিমাম ডেভিয়েশন ও টেক প্রফিট নির্ধারণ করা যায়।
এই প্রোগ্রামটিতে সেটিং এবংব্যাপক ফাংশনালিটি কোম্পানির গ্রাহকদের নিম্নোক্ত সুবিধাগুলো প্রদান করে:
০১- বিশেষ কোনো ট্রেডিং ইন্সট্রুমেন্টে চলতি ডিল এবং নেট পজিশন দেখার সুযোগ,
০২- উন্নত ফাংশন থাকার কারণে ট্রেডারগণ সব পেনডিং অর্ডার ডিলিট, সব পজিশন ক্লোজ এবং বিপরীত দিকে পজিশন ওপেন করতে পারবে,
০৩- নির্ধারিত প্যারামিটারে এক ক্লিকেই ডিল ওপেন করা যাবে,
০৪- চলতি মার্কেট স্প্রেড দেখার সুবিধা পাবে,
০৫- একটি টেম্পলেট সংরক্ষণসহ, স্বয়ংক্রিয় টাস্ক সেটিং ইত্যাদি করার জন্য হট বাটন;
০৬- OCO-অর্ডার ওপেন করার সুযোগ (দুই বা ততোধিক প্যারালাল অর্ডারের সম্বনয়ে তৈরি OCO-অর্ডার);
০৭- সব অর্ডার অথবা নির্ধারিত অর্ডারকে ব্রেকইভেন পয়েন্টে নিয়ে যাওয়া;
০৮- বিশেষ ইন্সট্রুমেন্টের সম্পূর্ণ পজিশন লক করা অথবা বিশেষ ডিল লক করা।
সর্বোপরি সুপেরিয়র ফরেক্স ডেস্ক অর্ডার এর সেটিংস্ এ আরো বেশি সুফল এনে দিবে এবং সময় বাঁচাবে, ট্রেডারদের ট্রেডিং দ্রুত ও বেশী ফলপ্রসূ সেবা প্রদান করবে। ইন্সটাফরেক্স এর সকল গ্রাহকরা বিনামূল্যে এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারবে। এই প্রোগ্রামটি ব্যবহার করার জন্য মেটাট্রেডার ফোর প্লাটর্ফম থেকে শুধামাত্র একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে।
সুপেরিয়র ফরেক্স ডেস্ক সম্পর্কে এর বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে ভিজিট করুন: https://goo.gl/0LF1Hn

maziz6989
2018-02-23, 10:33 AM
এখনও টেস্ট করা হয় নি তাই কোন রিভিউ দিতে পারলাম না। তবে খুব শীঘ্রই এই বস্তুটাকে টেস্ট করতে হবে। যে কোন নতুন সুবিধা মানে অবশ্যই তা কাজের। দেখি এটা কতটুকু কাজে লাগে। নতুন উদ্যোগের জন্য ইন্সটা ফরেক্সকে ধন্যবাদ।

Montu Zaman
2018-02-27, 03:47 PM
এখনও টেস্ট করা হয় নি তাই কোন রিভিউ দিতে পারলাম না। তবে খুব শীঘ্রই এই বস্তুটাকে টেস্ট করতে হবে। যে কোন নতুন সুবিধা মানে অবশ্যই তা কাজের। দেখি এটা কতটুকু কাজে লাগে। নতুন উদ্যোগের জন্য ইন্সটা ফরেক্সকে ধন্যবাদ।

প্রকৃতপক্ষে মেটাট্রেডার 4 প্লাটফর্মের এটা একটি অসাধারন অর্ডার ম্যানেজমেন্ট টুলস, আশা করি ডেমো অ্যাকাউন্টে প্রথমে এটার কার্যাকারিতা দেখে আপনি নিজেই চমকে যাবেন। কেননা সুপেরিয়র ফরেক্স ডেস্কের কারণে অর্ডার সেটিং এখন খুবই সহজ, তাই সময় বাঁচিয়ে দ্রুততার সাথে ভালজনক ট্রেডিং সম্ভব হচ্ছে। শুধুমাত্র ইন্সটাফরেক্স এর সকল গ্রাহকরা বিনামূল্যে এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারবে এবং এই প্রোগ্রামটি ব্যবহার করার জন্য মেটাট্রেডার ফোর প্লাটর্ফমের প্লাগইনটি ডাউনলোড করুন (https://www.instaforex.com/downloads/superior_forex_desk/superior_forex_desk_setup.zip):
আপনার সুবিধার জন্য কিভাবে মেটাট্রেডার ফোর প্লাটর্ফমে যুক্ত করবেন সেটার একটি ইন্সটল করার ম্যানুয়াল (https://www.instaforex.com/downloads/superior_forex_desk/Superior_Forex_Desk_Manual_en.pdf) দেখে নিতে পারেন। ধন্যবাদ

Rassel Vuiya
2018-02-28, 01:28 PM
প্রকৃতপক্ষে মেটাট্রেডার 4 প্লাটফর্মের এটা একটি অসাধারন অর্ডার ম্যানেজমেন্ট টুলস, আশা করি ডেমো অ্যাকাউন্টে প্রথমে এটার কার্যাকারিতা দেখে আপনি নিজেই চমকে যাবেন। কেননা সুপেরিয়র ফরেক্স ডেস্কের কারণে অর্ডার সেটিং এখন খুবই সহজ, তাই সময় বাঁচিয়ে দ্রুততার সাথে ভালজনক ট্রেডিং সম্ভব হচ্ছে। শুধুমাত্র ইন্সটাফরেক্স এর সকল গ্রাহকরা বিনামূল্যে এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারবে এবং এই প্রোগ্রামটি ব্যবহার করার জন্য মেটাট্রেডার ফোর প্লাটর্ফমের প্লাগইনটি ডাউনলোড করুন (https://www.instaforex.com/downloads/superior_forex_desk/superior_forex_desk_setup.zip):
আপনার সুবিধার জন্য কিভাবে মেটাট্রেডার ফোর প্লাটর্ফমে যুক্ত করবেন সেটার একটি ইন্সটল করার ম্যানুয়াল (https://www.instaforex.com/downloads/superior_forex_desk/Superior_Forex_Desk_Manual_en.pdf) দেখে নিতে পারেন। ধন্যবাদ

আমার ট্রেডিংয়ে সুপেরিয়র ফরেক্স ডেস্ক ব্যবহার করে অসাধারন ফল পেয়েছি। কিভাবে এটা ব্যবহার করে সেটা আশি কিছু টিউটোরিয়াল স্ক্রিন শর্ট এর মাধ্যমে নিচে তুলে ধরছি যা আপনাকে এটা সেটআপ করা এবং এটা নিয়ে কাজ করতে আপনাকে সহায়তা করবে।
5351
প্রথমে সুপেরিয়র ফরেক্স ডেস্ক ইন্ডিকেটরে ডাবল ক্লিক করুন বা আপনার পছন্দের কারেন্সী পেয়ারে ড্রাগ করে আনুন
5352
আপনার বাই বা সেল নিধারন করার পর আপনার পছন্দ অনুসারে টেক প্রফিট, স্টপলস, ভলিউম ইত্যাদি সেট করুন
5353
আপনার ট্রেডিংকে নিখুত করার জন্য এ্যডভান্স সেট করুন
5354