PDA

View Full Version : এক দিনে ২০ পিপ কৌশল



Tofazzal Mia
2018-02-15, 05:58 PM
ফরেক্স স্ক্যাল্পিং কৌশল "এক দিনে ২০ পিপ", একজন গ্রাহককে দৈনিক ২০ পিপ উপার্জন করতে সক্ষম করে তোলে, অর্থাৎ এক সপ্তাহে ৪০০ পিপ। এই কৌশল অনুযায়ী নির্দিষ্ট মুদ্রা জোড়া দিনব্যাপী সচল থাকে এবং যতটা সম্ভব পরিবর্তনশীল হয়। জিবিপি/ ইউএসডি এবং ইউএসডি/ সিএডি জোড়গুলোকে সবচেয়ে ভাল ভাবা হয়। অস্থির আমেরিকান সেশনের কারনে ট্রেডিং জিএমটি ১২.৩০ এর আগে শুরু করা যাবে না, শর্ত থাকে যে এই দিন অর্থনীতির উপর বিস্তারিত খবর থাকবে না। কিন্তু যদি থাকে, খবর প্রকাশিত হওয়ার পর বাজারে প্রবেশ করতে হবে। একটি আদর্শ গড় মোমেন্টাম ৫ সূচক ট্রেডিং টার্মিনালে স্থাপন করে ৩০ মিনিট ব্যাপ্তি নির্বাচন করার জন্য একজন বযবসায়ীকে সুপারিশ করা হচ্ছে।
https://fxn.instaforex.com/i/img/forex_articles/strategy_20_pips.png
২০ এসএমএ এর উপরের নিকটবর্তী একটি ক্যান্ডেল এবং গড় লেভেলের উপর স্থিরকৃত মোমেন্টাম সূচক অতিরিক্ত ক্রয়ের জন্য বাজারে প্রবেশের নির্দেশনা দেয়। যখন মূল্য চলমান গড়ের নিচে নেমে যায়, এবং মোমেন্টাম সূচক গড় মাত্রার নিচে অবস্থান করে, তখন ক্রয় লেনদেন শুরু করা উচিত। যখন একটি লেনদেন খোলা হয় এবং মূল্য ২০ এসএমএ লাইন অতিক্রম করার পথে থাকে, তখন পজিশন বন্ধ করতে হবে। ক্ষতি বন্ধ এবং মূনাফা গ্রহন ২০ পিপ লেভেলের উপর স্থাপন করা হয়। যেহেতু ব্যপ্তি খুবই ছোট, ট্রেইলিং স্টপ ব্যবহার করা সম্ভব (১ পিপ থেকে)। অন্য বিকল্পের ক্ষেত্রে, যখন মূল্য ১০ পিপ অতিক্রম করে তখন অর্ডার শূন্য থেকে স্থাপন করা যাবে। এই কৌশলের নির্মাতারা বিশ্বাস করেন, এক দিনে ২০ পিপ কৌশল সফল হবে যদি উপরে উল্লেখিত সুপারিশগুলো মেনে চলা হয়।

maziz6989
2018-02-21, 02:31 PM
জীবনের প্রথম একটা বস্তু দেখলাম যাতে ২০ পিপ স্ক্যাল্পিং করতে বলছেন। সত্যি সত্যি হাস্যকর মনে হল বস্তুটা আমার কাছে। পৃথিবীর এমন কোন স্ক্যাল্পার এর নাম কেউ আজ পর্যন্ত মনে হয় শুনে নি যিনি এক ট্রেড এ ২০ পিপ টেক করেন। যারা স্ক্যাল্পার তারা স্প্রেড বাদে সর্বোচ্ছ ৫ পিপে ট্রেড ক্লোজ করে। আর হ্যা - কোন স্ক্যাল্পার ২০০/৫০০ ডলার ব্যালান্স নিয়ে আর ০.০১ লটে ট্রেড করে না।

Tofazzal Mia
2018-02-27, 05:36 PM
জীবনের প্রথম একটা বস্তু দেখলাম যাতে ২০ পিপ স্ক্যাল্পিং করতে বলছেন। সত্যি সত্যি হাস্যকর মনে হল বস্তুটা আমার কাছে। পৃথিবীর এমন কোন স্ক্যাল্পার এর নাম কেউ আজ পর্যন্ত মনে হয় শুনে নি যিনি এক ট্রেড এ ২০ পিপ টেক করেন। যারা স্ক্যাল্পার তারা স্প্রেড বাদে সর্বোচ্ছ ৫ পিপে ট্রেড ক্লোজ করে। আর হ্যা - কোন স্ক্যাল্পার ২০০/৫০০ ডলার ব্যালান্স নিয়ে আর ০.০১ লটে ট্রেড করে না।

একদিনের ২০ পিপের কৌশলটি আপনি প্রথমে একবার হলেও ডেমোতে পরীক্ষ করে নিবেন, বাংলাদেশে ট্রেডাররা হয়তো ২০০/৫০০ ডলার ডিপোজিট করার ক্ষমতা নেই, কিন্তু সতিকারের ভাল ফলাফল পেতে হলে আপনাকে ২০০/৫০০ ডলার ডিপোজিট করে মানি ম্যানেজমেন্ট মেনে কম লটে ট্রেড করা যাবে না এরকম কোন কোন কারন আছে কি? ফরেক্স মার্কেটে আপনাকে অবশ্যই ধৈর্য্য রাছতে হবে, নতুবা অল্প দিনেই ফতুর হয়ে যাবেন এবং বাংলাদেশে ট্রেডারদের প্রতিনিয়ত এরকমটাই হচ্ছে। ধন্যবাদ

riponinsta
2018-03-11, 11:30 AM
ফরেক্স মার্কেট এ প্রতিদিন যদি কম রিস্ক নিয়ে ২০ পিপ্স লাভ করা যায় তাহলে এটা একটা ভাল ইনকাম হতে পারে তবে আপনার ট্রেডিং সিস্টেম এ কত % লাভ হয় তা জানালে ভাল হয় ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার আছে যারা ছোট ছোট লাভ করে কম ডলার নিয়ে ট্রেড শুরু করে এখন তাদের অ্যাকাউন্ট এ অনেক ডলার আছে কারন তারা তাদের লাভ ধরে রাখতে পারছে

jakaria991
2018-12-08, 10:47 PM
আসসালামুয়ালাইকুম, আমি যদিও ব্যবসার বিজ্ঞানের ছাএ না তবে ব্যবসার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি এইটুকু জানি যে, যে কোন ব্যবসায় প্রথমে লাভ পাওয়ার থেকে মার্কেটে মূলধন সহ টিকে থাকাটাই অনেক গুরুত্তপূ্ন্ন কেননা আপনি যদি মার্কেটে মূলধন সহ টিকে থাকতে পারেন তবে আপনার একদিন লাভ হবেই ইনশাল্লাহ । ফরেক্সে একটি জটিল মার্কেট । এখানে লাভ বেশি আশা না করে প্রথমে শুধু মাএ টিকে থাকার চেষ্টা করুন আর আপনার পযাপ্ত জ্ঞান থাকলে শুধু মাএ ২০ পিপস না আর বেশি লাভ করতে পারবে ।

md mehedi hasan
2018-12-09, 08:58 AM
এক দিনে ফরেক্স মার্কেট থেকে ২০ পিপস ইনকাম করা বিশাল ব্যাপার।আপনার এক দিনে ফরেক্স মার্কেট থেকে ২০ পিপস ইনকাম করার কৌশল টি আমার ভালো লেগেছে।কিন্তু এই সিস্টেম যেহেতু আমাদের কাছে নতুন আর তাই প্রথমে আমাদের এই পদ্ধতি নিয়ে ট্রেড করির আগে অবশ্যই ডেমো প্রাক্টিস করেনিতে হবে।

FXOCM
2018-12-09, 10:05 AM
এক দিনে ২০ পিপ আয় করতে হলে সর্ব প্রথম ঠিক করতে হবে

১.আপনার মাইন সেট-আপ ঠিক করতে হবে
২. ডোমো তে পার ডে ২০ পিপ্স আসার প্যাকটিস করতে হবে
৩.প্রতিদিন ২০ পিপ্স আসলে এভাবে ৩ মাস প্যাকটিস করতে হবে
৪.এরপর রিয়েল অ্যাকাউন্ট এ আয় করতে পারবেন ।

shohanjacksion
2019-01-22, 11:25 AM
ভাই, আপনি খুব সুন্দর লিখেছেন। আমি আপনা এই পদ্ধতিটি আমার ডেমো এবং রিয়েল এ দুইটি একাউন্ট এ দেখেছি এবং খুব ভাল ফলাফল পাচ্ছি। তবে, কেউ যদি বাজে মন্তব্য করতে চান করুন কিন্তু এই পদ্ধতিটি আপনার ডেমো একাউন্টে দেখে নিন। আমি আশা করব যে,এই সাধারণ পদ্ধতিটি দিয়েও আপনি অনেক বেশি উপকৃত হবেন। প্রকৃতপক্ষে, ফরেক্স থেকে যেকোন কৌশলেই হোকনা কেন আমাদের লাভ করাটাই বড় উদ্দেশ্য। ধন্যবাদ।

FX7
2019-12-12, 05:35 PM
এই পোষ্টে কিছু মতামতের পাথক পাওয়ায় যায়।স্ক্যাল্পিং সম্পর্কে আমি জানিনা।আনাকে কি কেও বলতে পারেন,নতুন অবস্থায় আমি কেন পেয়ারে টেড করবো।

Montu Zaman
2019-12-24, 03:43 PM
9667
ম্যাক্সিমাম ট্রেডারেরা বিনা পরিশ্রমে কম কস্টে টাকা রোজগার করতে চান। এখানেই ঘটে যত বিপত্তি। আপনিও যদি এইভাবে ট্রেডিং এর মাধ্যমে আপনার আয় বাড়াতে চান, সেটি একসময়ে আপনাকে চরম ইকোনোমিকাল ঝুঁকিতে ফেলে দিতে পারে। বর্নিত ধারনা নিয়ে আপনি যদি ট্রেডিং এ আসেন, ক্রমান্বয়ে আপনার মুলধন কমতেই থাকবে। মাস শেষে বা বছর শেষের হিসাব, মাইনাসের দিকেই যাবে।বেশীরভাগ সময় আপনার ট্রেডিং একাউন্ট বিশাল আকারে ড্রডাউনের শিকার হবে। মনের শক্তিকে দুর্বল করে দেবে। আপনি ট্রেডিং এ অনুৎসাহ অনুভব করবেন।একটি ব্যাবসায় নেমে যদি লাভের ধারাবাহিকতা না থেকে যদি শুধুই লসের ধারাবাহিকতা অব্যাহত থাকে, তবে সেই ব্যাবসায় আপনার না থাকাই ভালো। সময় নিন। লাভ-লসের হিসাব করুন। ভাবুন, আসলেই ট্রেডিং আপনার জন্যে সুইট্যাবল কিনা।

MotinFX1
2019-12-26, 06:07 PM
আমি মনে করি একদিনে ২০ পিপস না খেয়ে ট্রেড ক্লোজ না করে। আমাদের কে দীর্ঘ টাইমে ট্রেড করার অভ্যাস করতে তাহলে আমাদের একাউন্ট জিরো হবেনা।

mdmoshin1988
2020-01-05, 10:35 PM
একদিনের ২০ পিপের কৌশলটি আপনি প্রথমে একবার হলেও ডেমোতে পরীক্ষ করে নিবেন, বাংলাদেশে ট্রেডাররা হয়তো ২০০/৫০০ ডলার ডিপোজিট করার ক্ষমতা নেই, কিন্তু সতিকারের ভাল ফলাফল পেতে হলে আপনাকে ২০০/৫০০ ডলার ডিপোজিট করে মানি ম্যানেজমেন্ট মেনে কম লটে ট্রেড করতে হবে।

Fxhuman
2020-01-21, 01:11 AM
এক দিনে ফরেক্স মার্কেট থেকে ২০ পিপস ইনকাম করা বিশাল ব্যাপার।আপনার এক দিনে ফরেক্স মার্কেট থেকে ২০ পিপস ইনকাম করার কৌশল টি আমার ভালো লেগেছে।কিন্তু এই সিস্টেম যেহেতু আমাদের কাছে নতুন আর তাই প্রথমে আমাদের এই পদ্ধতি নিয়ে ট্রেড করির আগে অবশ্যই ডেমো প্রাক্টিস করেনিতে হবে।

Fxxx
2020-02-01, 04:33 PM
নিয়মটা ভালোই বলেছেন যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে এখান থেকে প্রতিদিন ২০ পিপসের মাধ্যমে ভালো প্রফিট কর সম্ভব হবে। আমি আপাদত ডেমোতে প্রাকটিস করে দেখবো যদি ভালো ফল পাই তখন রিয়েল মার্কেটে ব্যাবহার করার চেষ্টা করবো। ধন্যবাদ

SHARIFfx
2020-02-12, 12:13 AM
জামেলা নাই, ২০ পিপ্স অনেক সহজ আয় করা। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন। নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। আমরা জানি নিউজ প্রকাশ হবার পরে কেন্ডেলের আচার পরিবর্তন হয়। তাই বাই স্টোপ বা সেল স্টোপ নিয়ে টিপি আর স্টোপ লস ইউজ করে ২০ পিপ্স টিপি আর ৫০ পিপ্স স্টোপ লস নিয়ে সহজে ২০ পিপ্স আয় করতে পারেন।

saraa
2020-02-21, 10:10 AM
আমি যদি আমার সাম্প্রতিক লাভটি হারাতে পারি তবে আমার খুব খারাপ লাগে। তবে এটি আমার কৌশল এবং বৈদেশিক মুদ্রার বাজারের চলাচলের পরিস্থিতির উপর নির্ভর করে যে তখন কী চলছে তা আমি সিদ্ধান্ত নেব যে আমি লাভ করব এর পরেও বাণিজ্য চালিয়ে যাব। যদি এটি খুব ঝুঁকিপূর্ণ হয় তবে আমি কখনই চালিয়ে যাব না এবং আমি পরের দিন চেষ্টা করব।

Rokibul7
2020-02-22, 03:05 PM
ব্যাপারডা পড়ে বেশ সহজ মনে হলো তবে আমি কি ভাবে হ্যন্ডেল করতে পারবো তা জানি না।তবে আমি চেষ্টা করবো অবশ্যই।আসলে আমি আমার কিছু প্রবলেম খুজে পেয়েছি,আর সেগুলোর মধে সবচেয়ে বড় হলো আমি ভেড়ার পাল এবং সব কিছু একসাথে বুঝতে চাই।তা ছারা অস্থিররতা তো আছেই

FREEDOM
2020-06-16, 11:34 PM
আসলে আপনার ট্রেডিং সিস্টেমটা খারাপ না তবে সত্যি বলতে এটাই আমি ব্যাপারটা ভালো করে আয়ত্ত করতে পারি নি এবং আমার ট্রেডিং এর ক্ষেত্রে এটা তেমন কাজেও লাগাতে পারিনি। আসলে আমি নিজেকে একজন লং টাইম ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে যাতে করে আমি এক ট্রেডেই ২০০/৩০০ পিপস নিতে পারি তাতে যে কয়দিন অপেক্ষা করা লাগুক। কারন আমার কাছ স্ক্যাল্পিং মানেই লস মনে হয়। এজন্য আমি স্ক্যাল্পিং থেকে দুরে থাকি এবং লং ট্রেডের প্রতি মনোনিবেশ করতে চাই।

Md.shohag
2020-06-19, 01:57 PM
জীবনের প্রথম একটা বস্তু দেখলাম যাতে ২০ পিপ স্ক্যাল্পিং করতে বলছেন। সত্যি সত্যি হাস্যকর মনে হল বস্তুটা আমার কাছে। পৃথিবীর এমন কোন স্ক্যাল্পার এর নাম কেউ আজ পর্যন্ত মনে হয় শুনে নি যিনি এক ট্রেড এ ২০ পিপ টেক করেন। যারা স্ক্যাল্পার তারা স্প্রেড বাদে সর্বোচ্ছ ৫ পিপে ট্রেড ক্লোজ করে। আর হ্যা - কোন স্ক্যাল্পার ২০০/৫০০ ডলার ব্যালান্স নিয়ে আর ০.০১ লটে ট্রেড করে না।

Devdas
2020-06-29, 10:14 AM
ধন্যবাদ ভাই আপনি একটি সুন্দর পোস্ট এর জন্য। আমরা যখন ফরেক্স মার্কেট এ কাজ করতে বসি এবং ট্রেড করতে যাই তখন আমাদেরকে অনেকটা হিমশিম থেকে হয়। কারন মার্কেট সবসময় এক রকম থাকে না। আর ট্রেড করার সময় আমাদেরকে আবেগ এ ধাক্কা দেয় । তবে অনেক ধৈয্য সহকারে যদি আমরা টার্গেট অনুযায়ী 20 পিস টার্গেট করতে পারি তাহলে আমার মতে আমাদের লস ও কম হবে এবং আমরা অল্প অল্প করে আয় ও করতে পারব। ধন্যবাদ।