PDA

View Full Version : একজন ট্রেডার এর মন থাকা উচিত বা নয়!



maziz6989
2018-02-17, 03:44 PM
এক কথায় বলতে গেলে আমাদের ইমোশন লেস হিউম্যান বিং হতে হবে যদি আমরা সফল হতে চাই এই মার্কেট। কেন? অনেক সময় এমন অনেক সিচুয়েশন মার্কেট ক্রিয়েট করে যে আমাদের ইমোশন চালিকা শক্তির ভূমিকা নিয়ে নেয়। তাই আপনাকে হতে হবে ইমোশন লেস। নতুবা আপনি আমার মত দুলতেই থাকবেন দিনের পর দিন। এটা কি সত্যিই সম্ভব বলে আপনি মনে করেন?
হ্যা । খুব সম্ভব। আপনার ট্রেডিং এর সময়টাকে নির্দিষ্ট করে ফেলুন। এই সময়ে অন্য কোন কাজের দিকে ভূল করেও মন দিবেন না। তবেই হয়ে গেল সমাধান।

Mamun13
2018-03-12, 09:25 PM
এটাও আমাদের জন্য একটি ভাল সেন্টিমেন্টাল টনিক৷এগুলো মেনে চললে আমরা ফরেক্স মার্কেটে সফল হতে পারব এটা নিশ্চিত৷কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু আমরা জন্মগত ভাবেই দুর্বল চিত্তের,দুর্বল মন-মানসিকতার এবং অবশ্যই emotional মাইনডেড৷আমাদের তুলনায় ইউরোপ আমেরিকার মত উন্নত বিশ্বের মানুষগুলোর দিকে তাকালে পরিষ্কার বুঝা যায় যে তারা আমাদের তুলনায় অনেক বেশি সুস্হ-সবল মন-মানসিকতার মানুষ,100% emotional less এবং প্রফেশনাল৷যে কারণে ফরেক্স এর মত বিশ্বের সর্বাধুনিক ব্যবসা তাদের দখলেই রয়ে যাচ্ছে৷শুধুমাত্র একটি কারণে-”তারা অত্যন্ত সবল মন-মানসিকতার আর আমরা অত্যন্ত দুর্বল মন-মানসিকতার মানুষ"৷তবে অবশ্যই চেষ্টা করতে হবে নিজেকে প্রফেশনাল করতে৷এজন্য ইমোশানকে পাত্তা দেওয়া চলবে না৷

hasem79
2018-03-12, 10:22 PM
এটা লজিক লেস একটা টপিক আমার কাছে মনে হয় কারণ আপনি কোন ভাবেই ইমোশন লেস হতে পারবেন না বা তা সম্ভবও নয়। তাই আমি বলব আমাদের ইমোশন এর মাঝ খান থেকে এমন কিছু বের করে আনতে হবে যা দিয়ে আপনি আমি ভাল কিছু করতে পারি।

riponinsta
2018-03-13, 09:35 AM
আমার মনে হয় একজন ট্রেডার এর মন থাকা উচিত না কারন মন দিয়ে ট্রেড করেল লস হতে পারে আপনার ট্রেডিং সিস্টেম যা বলবে আপনি সেই মত কাজ করবেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ভাল করবেন যত জন চেক লিস্ট এ বাইরে যেয়ে ট্রেড করছে তাদের বেশির ভাগ লস করছে তাই আপনার ট্রেডিং সিস্টেম যা বলবে সেই ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে

Nishpap Papi
2018-03-13, 10:17 AM
ফরেক্স মার্কেট আমাদের আবেগ দিয়ে চল্বেনা, মার্কেট তার নিজের গতি পথেই চলবে, আমাদের কেই মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ার মার্কেটের সাথে তাল মিলাতে গিয়ে নিজের ট্রেডিং কে গুলিয়ে ফেলা যাবেনা। আবেগ মুক্ত হয়ে সথিক সিদ্ধান্ত নিতে হবে।

expkhaled
2018-03-13, 02:51 PM
আমার মনে হয় ইমোশণলেস হওয়া সম্ভব নয়। কিন্তু আপনি আপনার মনকে নিয়ন্ত্রন করতে পারেন যুক্তি তর্ক দিয়ে। আসলে আমাদের বাস্তবতা বুঝতে হবে ফরেক্স এ ট্রেড করতে হলে। আর বাস্তবতা হলো আমাদের সিস্টেম যা দিয়ে আমরা ট্রেড করবো যদি আপনি আপনার সিস্টেম কে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এমনিতেই কন্ট্রোল এ থাকবেন। আর যদি বেশী লাভের চিন্তায় সিস্টেমের বাইরে গিয়ে ট্রেড অপেন করতে থাকেন তাহলে আপনার লস তো হবেই। সুতরাং বাস্তবতাটা বুঝতে হবে তাইলেই হলো।

fxjaman
2019-07-16, 05:44 AM
ভাই ফরেক্স মার্কেটে বা ফরেক্স ট্রেডিং এর সময় আপনাকে সব সময় স্ট্রীক থাকতে হবে। এখানে ইমোশোনের কোন জায়গা নেই, মার্কেটকে আপনার সব সময় টেকনিক্যালী হেন্ডেল করা বা পরিচালনা করা জানতে হবে। আপনার মন-মানসিকতা হবে সম্পূর্ণ আলাদা। কারন আপনি এখানে অনেক রির্স্ক নিয়ে ব্যবসা করছেন, তাই আপনার এট্রাকশন থাকবে শুধু মার্কেটের উপর।