View Full Version : ট্রেড শুরু করবো করবো বলে শুরু করা হয় না
riponinsta
2018-02-18, 03:39 PM
ফরেক্স মার্কেট এ অনেকে আসতে চাই আর ট্রেড শুরু করবো করবো বলে শুরু করে না পরে তারা ১ বছর পর শুরু করে বা তার ও অনেক পরে তখন তারা বলে কেন যে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আগে শুরু করি নাই আগে শুরু করলে আরও বেশি শিখতে পারতাম এতো দিন এ আমার ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা তুলতে পারতাম । তাই যারা শুরু করতে চাই তাদের সময় নষ্ট না করে শুরু করা উচিত । আপনার কি বলেন ?
iloveyou
2018-02-18, 08:06 PM
হ্যা ভাই এখানে আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে। কারন যে সময়টা একবার মানুষের জীবন থেকে চলে যায় সেটা আর ফিরে আসে না। কাজেই আপনি যদি চিন্তা করেন যে ফরেক্সে ব্যবসা করবেন, তাহলে আর দেরি না করে তখনি উচিত হবে আপনার ডিসিসনে যাওয়া। কারন এখানে এই ব্যবসাটা ভালভাবে বুঝতে, জানতে ও শিখে এটাকে প্রপারলী ট্রেডিং এ কাজে লাগাতে হলে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে তাই।
maziz6989
2018-02-18, 08:20 PM
ফরেক্স মার্কেট এ অনেকে আসতে চাই আর ট্রেড শুরু করবো করবো বলে শুরু করে না পরে তারা ১ বছর পর শুরু করে বা তার ও অনেক পরে তখন তারা বলে কেন যে ফরেক্স মার্কেট এ ট্রেড করা আগে শুরু করি নাই আগে শুরু করলে আরও বেশি শিখতে পারতাম এতো দিন এ আমার ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা তুলতে পারতাম । তাই যারা শুরু করতে চাই তাদের সময় নষ্ট না করে শুরু করা উচিত । আপনার কি বলেন ?
যেহেতু এখানে নগদ টাকার খেলা - তাই এখানে তাড়াহুড়া করে নিজের পকেটের টাকা নষ্ট করার বিশেষ কোন যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। সময় নিন। ঠিক ভাবে শিখুন। তার পরে লাইভ মার্কেট এ আসুন। যদি মনে করেন দেরী হয়ে যাচ্ছে তবে তা ভিন্ন। ভাল লাগল আপনার পোস্ট।
Mamun13
2018-02-21, 08:04 PM
আমরা বাংলাদেশী অধিকাংশই বিভিন্ন ব্যাবসায় বা পেশায় ব্যার্থ হয়ে অনলাইনে সহজে ঘরে বসে আয় রোজগার করতে বিভিন্ন সাইট খোঁজাখুঁজি করি৷ফরেক্স মার্কেট নামটা শুনলে বা দেখলেও কাজ করার সঠিক নিয়ম না জানার কারনে এখানে আসতে দেরী হয়ে যায়৷যেহেতু ফরেক্স ট্রেড কঠিন বিষয় তাই এর প্রচার-প্রসার কম৷আর এজন্যই এখানে আসতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে৷
samun
2021-12-25, 09:27 AM
ফরেক্স ট্রেডিং বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যখন আপনি একজন লিডার হবেন তখন আপনার ওপর বেশ কিছু দায়িত্ব বর্তাবে অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে নিজের পেটে কতটুকু সফলতা এর দ্বারপ্রান্তে পৌঁছানো যায় ততটুকু অভিজ্ঞতা দিয়ে এবং জ্ঞান দিয়ে ফ্রেন্ড করতে হবে অবশ্যই নিজের মনকে লোভ মুক্ত রাখতে হবে
samun
2021-12-25, 09:28 AM
ফরেক্স ট্রেডিং বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যখন আপনি একজন লিডার হবেন তখন আপনার ওপর বেশ কিছু দায়িত্ব বর্তাবে অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে নিজের পেটে কতটুকু সফলতা এর দ্বারপ্রান্তে পৌঁছানো যায় ততটুকু অভিজ্ঞতা দিয়ে এবং জ্ঞান দিয়ে ট্রেড করতে হবে অবশ্যই নিজের মনকে লোভ মুক্ত রাখতে হবে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.