PDA

View Full Version : আপনি কি কখনও বেশি লস করার পর বিষন্নতায় পড়ে



Grimm
2018-02-18, 11:05 PM
আপনি কি কখনও বেশি লস করার পর বিষন্নতায় পড়েছেন?

আমি যখন নতুন নতুন এই ব্যবসা শুরু করি তখন একবার বড় ধরনের লস করেছিলাম আর সেটা আমাকে অনেক দিন পর্যন্ত কাদিয়েছিল। তবে বর্তমানে আমি লস করার পর কোন ধরনের বিষন্নতায় ভোগী না। মাঝে মাঝে একটু মন খারাপ হয় তবে তা বেশিক্ষণ স্থায়ী থাকে না। আমার মনে হয় সবারই এইরকম হয়। আপনি কি কখনও বড় ধরনের লস করেছেন? আর লস করার পর কি আপনি কখনও বিষন্নতায় ভোগেছেন?

riponinsta
2018-02-19, 10:32 AM
আমি কখনো ফরেক্স মার্কেট এ বেশি লস করি নাই কারন আমি ফরেক্স মার্কেট এ ১ % থেকে ২ % রিস্ক নিয়ে ট্রেড করি না তারকারন এ আমার ফরেক্স মার্কেট এ লস কম হয়ে আর লস হলেও আমার ট্রেডিং সিস্টেম এ রিস্ক রেওয়াড এর কারন এ সেই লস খুব সহজ এ তুলতে পারি । আমার এই কারন এ লস কম হয় আর লাভ বেশি হয় ফরেক্স মার্কেট এ

expkhaled
2018-02-19, 10:40 AM
ফরেক্স এ লস হয় সবারই আবার কস্টও লাগে সবার। তবে যিনি এই লসকে কাটিয়ে উঠতে পারেন তার জন্য কোন ব্যপার নয়। আসলে পিছনে কি হলো সেটা নিয়ে চিন্তা না করে সামনে কি হতে সেটা নিয়ে ভাবা উচিত সবার সুতরাং আমাদের সকলকে ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট এর সাথে লেগে থাকতে হবে। তাহলে এক সময় আমাদের সব কিছুই আয়ত্বে চলে আসবে।

iloveyou
2018-02-19, 12:15 PM
হ্যা ভাই নতুন অবস্থায় আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে শুরু করি, তখন-তো এই মার্কেট সম্পর্কে সেরকম কোন নলেজও ছিল না আমার। তো বার বার লস করতে করতে এক সময় আমি এক ধরণের বিশাল বড় ধরনের লসের শিকার হতে হয় আমাকে। সেই মুহুর্তে আমি একেবারেই বিষন্নতায় ভেঙ্গে পড়ি। কারন সেই সময় আমার এক্সট্রা ভাবে নিজের পকেট থেকেও ইনভেস্ট করার মত সেরকম কোন এবিলিটি ছিলনা।

Mahidul84
2018-02-19, 06:50 PM
আপনার মতে আমিও একমত কারণ আমিও প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে যখন আসি তখন বড় ধরনের লস করেছিলাম আর সেটা এখনও মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেয়। তবে তখন আমি লস করে অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যা পরবর্তীতে আমার ট্রেডিং এ প্রভাব পড়েছিল এই বিষন্নতার কারণে। তবে এখন আমি এই মার্কেট সম্পর্কে দক্ষতা অর্জন করেছি তাই লস করলেও মন আর খারাপ রাখি না। আর সে কারণেই পরবর্তীতে ট্রেডগুলোতে বিরুপ প্রতীক্রিয়া পড়ে না। যার ফলে লসটা কভার সম্ভব হয়।

maziz6989
2018-02-19, 07:48 PM
আমরা মানুষ। আমাদের সহজাত প্রবৃত্তি হল হেরে যাওয়ার পরেই হতাশ হয়ে পড়া। এখানে কেউ যদি বলে আমি লস করলে আমার মজা লাগে তাহলে আমি বলব হয় সে মিথ্যুক অথবা সে জুয়াড়ি। আপনি লস করলে খারাপ লাগতে আপনি বাধ্য। যদি না লাগে আমার সাজেশন হল আপনি আজই ডাক্তার দেখান। আপনার মানসিক সমস্যা থাকার সমূহ সম্ভাবনা আছে।

Mamun13
2018-02-19, 09:45 PM
ভাই,আমার নগদ টাকা একটু ভূলের জন্য চোখের সামনে লস হলে শুধু মন খারাপই নয় শরীরও খারাপ হয়ে যায়৷আমার ট্রেডিং লাইফের শুরুর দিকে লস ঘন ঘন এবং বেশী হলে শরীর অসুস্হ্য হয়ে যায়৷হার্ট দুর্বল হয়ে যায়,ঘুম হারাম হয়ে যায়,মাথার চুল ঝরতে থাকে,পাতলা পায়খানা হয়,বিছানায় পড়ে থাকি...তারপর ধীরে ধীরে ভাবলাম ভয়কে জয় করতেই হবে৷শক্ত হয়ে উঠে বসলাম এবং দৃঢ়প্রতিজ্ঞ হলাম যে ফরেক্স আমাকে শিখতেই হবে৷গত ৪ বছর যাবৎ লস দিয়ে দিয়ে এখন শিখেছি,বুঝেছি,জেনেছি...ফরেক্স ট্রেড আসলে লস না দিয়ে শিখা অসম্ভব৷

Grimm
2018-02-19, 10:59 PM
ফরেক্স এ লস হয় সবারই আবার কস্টও লাগে সবার। তবে যিনি এই লসকে কাটিয়ে উঠতে পারেন তার জন্য কোন ব্যপার নয়। আসলে পিছনে কি হলো সেটা নিয়ে চিন্তা না করে সামনে কি হতে সেটা নিয়ে ভাবা উচিত সবার সুতরাং আমাদের সকলকে ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট এর সাথে লেগে থাকতে হবে। তাহলে এক সময় আমাদের সব কিছুই আয়ত্বে চলে আসবে।

আপনি ঠিক বলেছেন, আমরা যদি এই ব্যবসা ধৈর্য্য সহকারে করতে পারি তাহলে অামরা খুব সহজেই সবকিছু আয়ত্তে আনতে পারবো। তবে হ্যা এখানে শুধুমাত্র ধৈর্য্য থাকলেই চলবে না, ধৈর্য্যের পাশাপাশি আমাদেরকে অবশ্যই ট্রেডিং এর সকল নিয়মকানুন মেনে চলতে হবে, আর পাশাপাশি অর্থ ব্যবস্থাপনা এবং ঝুকি ব্যবস্থাপনা খুবই সতকর্তার সহিত অনুসরণ করতে হবে। আমরা মুলত এগুলো অনুসরণ করি না বা করতে পারি না আর কারণ হলো আমরা অল্প সময়ের মধ্যে বেশি মুনাফা করার চিন্তা করি। আমরা যদি এই সকল চিন্তা বাদ দিয়ে এই ব্যবসা করতে পারি তাহলেই আমরা এখানে সফল হতে পারবো।

Sakib42
2021-09-17, 10:50 PM
প্রথম প্রথম অবস্থা তে যখন ক্ষতির সম্মুখীন হয়েছে তখন বেশ বিষন্নতায় কেটেছিল আমার সময়। তখন আসলেই বুঝতে পারতাম না ফরেক্স সম্পর্কে সবকিছু যার কারণে অর্থ চলে গেলে বেশ খারাপ লাগত এবং এই চিন্তা হতো যে আদৌ কি অর্থ ফিরে পাব কিনা বা পুনরায় ব্যালেন্স বাড়াতে পারব কিনা প্রফিট করতে পারব কি না। পরে দেখলাম তার জন্য আমার সারা দিন সময় খারাপ যাচ্ছে তাই ভাবলাম বিষন্নতা নিয়ে বসে থাকলে হবে না যেহুতু আমি একটি ব্যবসার সাথে জড়িত সুতরাং ব্যবসায় লাভ ক্ষতি উভয় হবে। তখন থেকেই বিষণ্ণতার কথা আর মনে করি না যখনই ক্ষতি হয় না কেন কিভাবে তা থেকে ধৈর্য ধারণ করে পুনরায় লাভ করা যায় সেই চিন্তা করি এবং আমি বলতে পারি ক্ষতির তুলনাহীনা লাভ আমার অনেক বেশি হয়েছে।