PDA

View Full Version : ইন্সটাওয়ালেট পদ্ধতি



Rassel Vuiya
2018-02-19, 04:40 PM
https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/21230882_586558691514715_4445903592362761594_n.jpg ?oh=a4b4f7ebff1baa033062370d34f79cda&oe=5B069B58
ইন্সটাফরেক্স এর একটি অ্যাকাউন্ট থেকে অন্য আর একটি অ্যাকাউন্টে অর্থ লেনদেন করার পদ্ধতিই হল ইন্সটাওয়ালেট পদ্ধতি। বিনামূল্যে এই সার্ভিসের মাধ্যমে কোন গ্রাহক ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টগুলোর মধ্যে কোন কমিশন ছাড়াই এক সেকেন্ডের কম সময়ে অর্থ স্থানান্তর করতে পারে। মুলত ইন্সটাওয়ালেট পদ্ধতি ব্যাবহার করে ফরেক্স সিগন্যাল এবং অভিজ্ঞ পরামর্শকগন, সাধারন ট্রেডারদের সাথে লেনদেন করে। এছাড়া এই সেবাটি কোম্পানির অভ্যন্তরীণ অর্থ স্থানান্তরের মাধ্যম হিসাবে কাজ করে এবং নিরাপদ লেনদেনের নিশ্চিত প্রদান করে।
ক্লাইন্ট ক্যাবিনেটে প্রবেশ করে ইন্সটাওয়ালেট বিভাগ থেকে খুব সহজেই এই সেবাটি চালু করা যায়। যেখানে মাত্র দুটি ধাপ পার করতে হয়ঃ - ইন্সটাওয়ালেট চুক্তিনামা গ্রহণ করা এবং একটি ডাকনাম বসানো। ইন্সটাওয়ালেট পদ্ধতিতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য খুবই গোপন থাকে। এমনকি তহবিল গ্রহিতা এবং প্রেরকদের কাছেও তা প্রকাশ করা হয় না।
ইন্সটাওয়ালেট ব্যবহার করে যে সেবাগুলো পাওয়া যায় তা হল:
>> বন্ধু এবং আত্মীয়দের কাছে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর;
>> কমিশন ফি মুক্ত অর্থ স্থানান্তর;
>> ইন্সটাফরেক্স ক্লায়েন্ট ক্যাবিনেটের মাধ্যমে সহজ সাইনআপ;
>>লেনদেন কার্য সম্পাদনে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা;
>>ক্লায়েন্ট ক্যাবিনেটে সুবিধাজনক ইন্টারফেস;
>>সর্বোচ্চ নিরাপত্তা পর্যায়ের এসএসএল সুরক্ষা;
>>বেনামে অর্থ প্রেরন এবং গ্রহণ;
>>অন্যান্য ইন্সটাফরেক্স অ্যাকাউন্টের সাথে সরাসরি সংযোগ;
>> সরাসরি ইন্সটাফরেক্স সহায়তা সেবা।
আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে ইন্সটাওয়ালেট সেবা চালু করুন এবং বন্ধু ও আত্মীয়দের কাছে এখনি অর্থ পাঠানো শুরু করতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন-
https://goo.gl/3kgsRp

maziz6989
2018-02-21, 01:06 PM
এখন পর্যন্ত ব্যবহার করিনি তবে খুব শীঘ্রই ব্যবহার করব। আমার কাছে ও মনে হয়েছে জিনিসটা বেশ দরকারি। তবে আলসেমির কারণে এর আগে ব্যবহার করা হয়ে উঠেনি।
এই বছরে ব্যবহার করব নিশ্চিত।

maziz6989
2018-02-21, 01:06 PM
এখন পর্যন্ত ব্যবহার করিনি তবে খুব শীঘ্রই ব্যবহার করব। আমার কাছে ও মনে হয়েছে জিনিসটা বেশ দরকারি। তবে আলসেমির কারণে এর আগে ব্যবহার করা হয়ে উঠেনি।
এই বছরে ব্যবহার করব নিশ্চিত।

BDFOREX TRADER
2018-03-08, 04:49 PM
এখন পর্যন্ত ব্যবহার করিনি তবে খুব শীঘ্রই ব্যবহার করব। আমার কাছে ও মনে হয়েছে জিনিসটা বেশ দরকারি। তবে আলসেমির কারণে এর আগে ব্যবহার করা হয়ে উঠেনি।
এই বছরে ব্যবহার করব নিশ্চিত।

আপনার বন্ধু ও পরিচিতজনের কাছে অর্থ স্থানান্তরের জন্য ইন্সটাওয়ালেট পদ্ধতি একটি সহজ এবং নির্ভরযোগ্য উপায়। ট্রেডিং অ্যাকাউন্টে আপনার জমা করা অর্থের পার্স নিজের মত করে পরিচালনা করতে পারবেন। এক্ষেত্রে, অতিরিক্ত বিরক্তিকর কোন পাসওয়ার্ড, লগইন এবং এই ধরণের অন্যান্য কঠিন বিষয়গুলোর ঝামেলা পোহাতে হবে না। কিন্তু কোন পাসওয়ার্ড ছাড়া কি দিয়ে আমরা নিশ্চিত হব যে ইন্সটাওয়ালেট পদ্ধতি পুরোপুরি নিরাপদ? ইন্সটাওয়ালেট নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে কিছু নীতি উপর ভিত্তি করে: সেগুলো হল
০১- ইন্সটাওয়ালেট পদ্ধতি থেকে অন্যান্য পদ্ধতিতে প্রতিবার অর্থ স্থানান্তরের সময় নিজেই পরীক্ষা করার ব্যবস্থা আছে। এমতাবস্থায় আমরা ট্রেডারের ইন্টারনেটের অগণিত ঝুঁকির বিরুদ্ধে নিরাপত্তা প্রদান করছে। ফলে আপনার অর্থের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবেন না, কারণ আমাদের বিশেষজ্ঞরা আপনার অর্থের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবে। এভাবে এই পদ্ধতিতে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের কার্যক্রম উপভোগ করুন এবং নিশ্চিত থাকুন যে আপনার অর্থ হ্যাকাররা উত্তোলন করতে পারবে না।
০২- সন্দেহজনক অর্থ লেনদেনের বিরুদ্ধে স্বয়ংক্রিয় সুরক্ষা হিসেবে লেনদেনের সময় এসএমএস এর মাধ্যমে জানানো হয়। এই ব্যবস্থা আপনার ইন্সটাওয়ালেট পার্স থেকে অন্য ওয়ালেটে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে।
০৩- ইন্সটাওয়ালেট পদ্ধতিতে উচ্চক্ষমতা সম্পন্ন বিশ্লেষণী সুবিধার মধ্য দিয়ে সার্বক্ষণিক জালিয়াতি পর্যবেক্ষণ করা হয়। তাই আপনি যদি বৈধভাবে ইন্সটাওয়ালেট ব্যাবহার করেন, তাহলে আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু এই পদ্ধতির ব্যবহারকারী আইন ভঙ্গ করলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব অল্প সময়ের মধ্যে সহজেই বিপদের উৎস সনাক্ত করতে পারবে।

নিরাপদ এবং নির্ভরযোগ্য ইন্সটাওয়ালেট ব্যবস্থায় যুক্ত হতে আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে থেকে ইন্সটাওয়ালেট সেবাটি চালু করে নিন।

FXBD
2018-04-03, 03:55 PM
মুলত ইন্সটা ওয়ালেট সিস্টেম ইন্সটাফরেক্স ব্রেকার গ্রাহকদের ট্রেডিং অ্যাকাউন্টের সাথে ভার্চুয়াল ওয়ালেট সিস্টেমকে সংযুক্ত করে থাকে। ইন্সটা ওয়ালেট সিস্টেম ট্রেডারদের “ক্লায়েন্ট ক্যাবিনেটের” মাধ্যমে একটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আরেকটি ট্রেডিং অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানাতর করতে সাহায্য করে। এছাড়াও ইন্সটাওয়ালেট অ্যাকাউন্ট থেকে অন্যান্য ওয়ালেট এ অর্থ স্থানান্তর করা যায় এবং অর্থ লেনদেনে স্বয়ংক্রিয় সুরক্ষা রয়েছে। এই পদ্ধতিতে উচ্চক্ষমতা সম্পন্ন বিশ্লেষণী সুবিধার মধ্য দিয়ে সার্বক্ষণিক জালিয়াতি পর্যবেক্ষণ করা হয়। আপনি যদি বৈধভাবে ইন্সটাওয়ালেট ব্যাবহার করেন, তাহলে আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু এই পদ্ধতির ব্যবহারকারী আইন ভঙ্গ করলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব অল্প সময়ের মধ্যে সহজেই বিপদের উৎস সনাক্ত করতে পারবে।

Tofazzal Mia
2018-04-22, 05:07 PM
ইন্সটাওয়ালেট সিস্টেমের সাথে পরিচয় হবার জন্য নিচের ভিডিওটি দেখুন।

https://www.youtube.com/watch?v=LytxcMKYXJ8
ইন্সটাওয়ালেট ব্যবহার করে অতি সহজে, দ্রুততার সাথে এবং সুরক্ষিত উপায়ে কোন ট্রেডারদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এই কোম্পানির অন্য গ্রাহকের অ্যকাউন্টে লেনদেন করা যায়* এবং একটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করা যায়।
ক্লায়েন্ট ক্যাবিনেটে থেকে কিভাবে ইন্সটাওয়ালেট অ্যাক্টিভ করবেন এর মাধ্যমে লেনদেন করবেন তা ভিডিওতে ধাপে ধাপে বিস্তারিত গাইড উপস্থাপন করা হয়েছে।

alamsat
2018-06-09, 04:20 PM
ইন্সটাফরেক্স এর ইন্সটাওয়ালেট পদ্ধতি আমি যতদূর জানতাম একটি একাউন্ট হতে অন্য একটি একাউন্ট এ ডলার লেনদেন করা যাই. কিন্তু এটির মাধ্যমে কি আমরা আমাদের ডলার আমাদের দেশের ব্যাংক গুলিতে নিতে পারবো কিনা এটি আপনি বলেন নি. যদি এমনটি হয় তাইলে কেউ আর নেটলার বা স্ক্রিল এ টাকা লেনদেন করবে না. কারণ যদি আমি আমার ফরেক্স এর একাউন্ট হতে সব করতে পারি তাইলে কেন এ সব পদ্ধতি ব্যবহার করবো. তাই দয়া করে বিষয়টি পরিষ্কার করে বললে খুব উপকৃত হতাম.