PDA

View Full Version : ফরেক্স ক্যালেন্ডার



Rassel Vuiya
2018-02-19, 04:42 PM
https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/20727895_577869732383611_7633671939649672774_n.jpg ?oh=915b4b9ad8905346b1aad77a8b339100&oe=5B15D601
বৈশ্বিক আথিক মার্কেটে লেনদেনের জন্য সবসময় ট্রেডারকে চলমান ট্রেন্ড সম্পর্কে জানার পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আমেরিকার সবচেয়ে বড় আর্থিক কেন্দ্রগুলোর উপর নজর রাখতে হয়। কার্যত প্রতি সপ্তাহে কিছু সংবাদ প্রকাশিত হয় যা অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিনিয়োগকারীদের অনুভুতিকে প্রভাবিত করে এবং ছোট ছোট খবরগুলোর মাধ্যমে কোন দেশের অর্থনৈতিক সূচক পরিবর্তন হয়, যা কোন দেশের কারেন্সি ছাড়াও কোন কোম্পানীর শেয়ারে সুক্ষভাবে প্রভাব পড়ে।
শীর্ষস্থানীয় সূচক হল সেগুলো যেগুলো অর্থনৈতিক পরিবর্তনের পূর্বে পরিবর্তিত হবে বলে বিবেচনা করা হয়, যা ট্রেডারকে প্রকৃত পরিবর্তনের আগে তার আনুমানিক অবস্থান সম্পর্কে জানিয়ে দিবে। সুতরাং কিছু কোইন্সিডেন্ট সূচক আছে যা সার্বিক অর্থনীতির সাথে পরিবর্তিত হয় এবং কিছু ল্যাগিং সূচক আছে যা সার্বিক অর্থনীতি পরিবর্তনের পর পরিবর্তিত হয়, এগুলো ভবিষ্যতবানী উপকরণ হিসাবে কম ব্যবহার করা হয়। সেই সাথে, ফেড ওয়াচে্র মত আরও অন্যান্য সূচক সুদের হার কি হতে পারে তা নির্দেশ করে। এই কারনে সূচক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। ইন্সটাফরেক্স প্রধান সূচকগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে এবং ট্রেডারকে সাম্প্রতিক তথ্য সম্পর্কে জানিয়ে দেয়।

নিউজ ফিডের সাহায্যে চলতি ঘটনা সম্পর্কে জানুন, তাহলে আপনি যে কোন অর্থনৈতিক ঘটনা এবং মার্কেটের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আমরা আশা করছি অর্থনৈতিক ক্যালেন্ডার প্রতিটি ট্রেডারকে সাহায্য করবে এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ফরেক্স ক্যালেন্ডার অনুসরন করে মার্কেট সম্পর্কে হালনাগাদ থাকতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন-
https://goo.gl/hevSvn

BDFOREX TRADER
2018-03-08, 05:17 PM
https://scontent-sin6-2.xx.fbcdn.net/v/t1.0-9/20727895_577869732383611_7633671939649672774_n.jpg ?oh=915b4b9ad8905346b1aad77a8b339100&oe=5B15D601
বৈশ্বিক আথিক মার্কেটে লেনদেনের জন্য সবসময় ট্রেডারকে চলমান ট্রেন্ড সম্পর্কে জানার পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আমেরিকার সবচেয়ে বড় আর্থিক কেন্দ্রগুলোর উপর নজর রাখতে হয়। কার্যত প্রতি সপ্তাহে কিছু সংবাদ প্রকাশিত হয় যা অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিনিয়োগকারীদের অনুভুতিকে প্রভাবিত করে এবং ছোট ছোট খবরগুলোর মাধ্যমে কোন দেশের অর্থনৈতিক সূচক পরিবর্তন হয়, যা কোন দেশের কারেন্সি ছাড়াও কোন কোম্পানীর শেয়ারে সুক্ষভাবে প্রভাব পড়ে।
শীর্ষস্থানীয় সূচক হল সেগুলো যেগুলো অর্থনৈতিক পরিবর্তনের পূর্বে পরিবর্তিত হবে বলে বিবেচনা করা হয়, যা ট্রেডারকে প্রকৃত পরিবর্তনের আগে তার আনুমানিক অবস্থান সম্পর্কে জানিয়ে দিবে। সুতরাং কিছু কোইন্সিডেন্ট সূচক আছে যা সার্বিক অর্থনীতির সাথে পরিবর্তিত হয় এবং কিছু ল্যাগিং সূচক আছে যা সার্বিক অর্থনীতি পরিবর্তনের পর পরিবর্তিত হয়, এগুলো ভবিষ্যতবানী উপকরণ হিসাবে কম ব্যবহার করা হয়। সেই সাথে, ফেড ওয়াচে্র মত আরও অন্যান্য সূচক সুদের হার কি হতে পারে তা নির্দেশ করে। এই কারনে সূচক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। ইন্সটাফরেক্স প্রধান সূচকগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করে এবং ট্রেডারকে সাম্প্রতিক তথ্য সম্পর্কে জানিয়ে দেয়।

নিউজ ফিডের সাহায্যে চলতি ঘটনা সম্পর্কে জানুন, তাহলে আপনি যে কোন অর্থনৈতিক ঘটনা এবং মার্কেটের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আমরা আশা করছি অর্থনৈতিক ক্যালেন্ডার প্রতিটি ট্রেডারকে সাহায্য করবে এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
ফরেক্স ক্যালেন্ডার অনুসরন করে মার্কেট সম্পর্কে হালনাগাদ থাকতে নিচের লিঙ্কটি অনুসরণ করুন-
https://goo.gl/hevSvn

ফরেক্স ক্যালেন্ডার হল সব দেশের দেশের আসন্ন ও চলমান ঘটনাবলির, বিষয় এবং তথ্যবলীর তালিকা। যা পুরো বিশ্যাবের আর্থিক মার্কেটকে প্রভাবিত করে। মার্কেট এর উঠানামা সবচেয়ে শক্তিশালী ইভেন্ট হিসাবে পরিচালিত। কেননা এগুলো একজন ট্রেডারের সিদ্ধান্ত সেবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তথ্যগুলো জানার পর ট্রেডার জানতে পারে কিভাবে তা মার্কেটকে প্রভাবিত করবে, ফলে সিন্ধান্ত নিতে পারে যেমন কখন একটি বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ড সেট করতে হবে। সুতরাং দেরী না করে আপনারা ইন্সটাফরেক্স নিউজ ফিডের সাহায্যে চলতি ঘটনা সম্পর্কে জানুন, তাহলে আপনি যে কোন অর্থনৈতিক ঘটনা এবং মার্কেটের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

Montu Zaman
2018-03-18, 04:49 PM
যদিও মার্কেটে সাপ্তাহিক ছুটি, তারপরও গত সপ্তাহে ১৬ই মার্চে বিল্ডিং পারমিট গুরতত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, যা নেতীবাচক ভুমিকায় আছে। সুতরাং এক্ষত্রে এই সম্পাতে ডলার দূর্বল হয়ে একটি গ্যাপ দিয়ে ওপেন হবার সম্ভাবনা রয়েছে।
5570
তাই আমার পরামর্শ ছোট অর্ডার খুলতে পারেন এবং দয়া করে একটি স্টপ-লস সেট করতে ভুলবেন না।

Montu Zaman
2018-03-19, 01:31 PM
আগামী সপ্তাহে ২২ শে মার্চ ২০১৮ইং তারিখে ফেড চেয়ারম্যান জারোমি পওয়েল এর প্রথম প্রিসাইড FOMC মিনিট মিটিং। সেখান থেকে তিনি একটা স্টেটমেন্ট দিবে এবং তখন ফেডারেল ফান্ড রেট ১.৫০% থেকে বেড়ে ১.৭৫% হতে পারে। যা ডলারের জন্য পজিটিভ, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তায় যা ম্যাক্রো অর্থনীতিতে এই তথ্য যেকোন মুহুর্তেই মুল্যহীন হয়ে যেতে পারে। সুতরাং eur-usd সাপ্তাহিক ক্লোজিং ১.২২৮৭ লেভেলে থাকতে পারে।
5576

Montu Zaman
2018-03-20, 03:03 PM
২০শে মার্চে, আজকে যে সকল গুরতত্বপূর্ণ ফরেক্স নিউজ প্রকাশিত হয়েছে সেগুলো হল,
5590
রিসার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া মিটিং থেকে আজ সুদের হারের তথ্য প্রকাশ করা হবে যা মার্কেটে অস্ট্রেলিয়ান ডলারে ব্যাপক প্রভাব ফেলবে। এছাড়া যুক্তরাজ্যে কনজিউমার প্রাইস ইনডেক্স এর তথ্য প্রকাশ করা হবে যা পাউন্ডে দর উঠানামা করতে পারে। গুরতত্বপূর্ণ এই নিউজ দুটি যদি নেতীবাচক হয় তাহলে ঐ কারেন্সী দূর্বল হবে।

Tofazzal Mia
2018-03-20, 03:14 PM
আগামী ২৩ থেকে ২৩ মার্চ ইউরো কনভেন্স বেক্সিট নিয়ে মিটিং কল করেছে, তারা বেক্সিট এর বিসয়টি দ্রুত সমাধান করতে চাচ্ছে। সুতরা ট্রেডাররা এখনি প্রফিটও করার জন্য প্রস্তুত হন।
5591

FXBD
2018-03-22, 04:42 PM
কোন কারেন্সীর ওঠানামা সম্পর্কে ধারনা করতে হলে অব্যশই ফরেক্স সংবাদ সম্পর্কে জানা আবশ্যক। আর ফরেক্স সংবাদগুলো জানতে অবশ্যই ফরেক্স ক্যালেন্ডারে চোখ রাখতে হবে। যদি ফরেক্স ক্যালেন্ডারে প্রকাশিত সংবাদ পূর্বাভাস থেকে সমসাময়িক সময়ে বিপরীতে যায়, তাহলে এটি কয়েক ঘন্টা ধরে মার্কেটে প্রভাব ফেলবে। অন্যদিকে, যদি পূর্বাভাস এর সমান হয়, তাহলে মার্কেটের অবস্থা ভালো থাকবে এবং সূচক উপরের দিকে উঠবে।

Montu Zaman
2018-03-28, 06:43 PM
গত সপ্তাহে অনেকগুলি ম্যাক্রো ইকোনোমিক ডাটা এবং পলিটিক্যাল ইসু থাকলেও মার্কেটে মেজর ইস্যু হল চীনের সাথে আমেরিকার ট্যারিফ এর ব্যাপারটা এবং আগামীতে কিছুটা প্রভাব ফেলবে মার্কেটে এছাড়া বিশাল আকারে মার্কেট মুভা হবার প্রধান করান হবে ডলার ও কানাডিয়ান ডলারের ফাইনাল gdp রিপোর্ট। যদিও আগামী সপ্তাহেও মেজর কোন নিউজ রিলিজ না হবার কারনে মার্কেট খুব একটা ভোলাটাইল থাকবে না।

Montu Zaman
2018-06-24, 04:50 PM
আগামী সপতাহে মার্কেট মুভার ডাটাগুলির মদ্ধে ডলারের ফাইনাল জিডিপি , ইউরোজনের সিপিআই এবং রিটেল সেলস গুলি ইম্পরট্যান্ট। অন্যদিকে গ্রিসের রিপেমেন্ট নিয়ে একটা শোনানি হইছে, ৯৬ বিলিয়ন ইউরো তারা পাবে যেটা ১০ বছরে শোধ করতে হবে যাতে করে গ্রিসের ইকোনোমি ঘুরে দাড়াতে পারে। ইয়েন থেকে মাস্ট সাবধানতা অবলম্বন করা উচিত। গত দুইদিনে ডলার বেশ দুর্বল হইছে, যেহুতু ফরেন পলিসি নিয়ে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করছে এবং ডলারের বেশ কিছু রিপোর্ট ও নেগেটিভ ছিল যে কারনে মার্কেটে ডলার বাই এর কিছু প্রফিট টেকিং হয়ে eurusd উঠেছে।

BDFOREX TRADER
2018-06-25, 12:35 PM
আমেরিকার রিপোর্ট এবং পলিটিক্যাল ইস্যুর খবর রেখে গোল্ড ট্রেড এখনোও সুন্দর করা যাচ্ছে, কিন্তু যেহুতু ফরেন পলিসি নিয়ে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করছে এবং ডলারের বেশ কিছু রিপোর্ট ও নেগেটিভ ছিল তাই গত দুইদিনে ডলার বেশ দুর্বল হয়েছে, যে কারনে eurusd পেয়ারে মার্কেটে ডলার বাই এর কিছু প্রফিট টেকিং হয়ে উঠেছে। অন্যদিকে গ্রিসের রিপেমেন্ট নিয়ে একটা শোনানি হইছে, ৯৬ বিলিয়ন ইউরো তারা পাবে যেটা ১০ বছরে শোধ করতে হবে যাতে করে গ্রিসের ইকোনোমি ঘুরে দাড়াতে পারে। তবে কোয়ালিশন গভমেন্ট নিয়ে ঝামেলা শুরু হইছে আবার জার্মানিতে। eu ফান্ডিং ইস্যুতে মরকেল এর সাথে অন্য জোটের কিছু মতভেদ দেখা দিছে। ডিল না হলে উভয় পক্ষই কোয়ালিশন ভেংগে দিতে পারে। আপাতত এই ইস্যু ছাড়া ইউরোর জন্য নীগটিভ তেমন কিছু নেই। গত সপ্তাহেই ফ্রান্সের ইকোনোমিক গ্রোথ পজিটিভ ফোরকাস্ট করেছে, এই প্রান্তিকে জার্মানির ঋন করছে প্রায় ৬০% এগুলি সবই পজিটভ ইউরোর জন্য। জার্মানির জোট সরকার ইস্যুই মুলত ভয়ের ইউরোর জন্য। তবে বেশ চান্স আছে ১.১৭২০ এরিয়া টেস্ট করার। তবে অবশ্যই কোয়ালিশন ইস্যু মাথায় রাখা উচিত।

Montu Zaman
2018-08-02, 06:36 PM
EUR/USD পেয়ারটিতে আগামী সপ্তাহে মার্কেটে ফান্ডামেন্টাল রিপোর্ট অনেক। তবে মার্কেটে হাই ইম্প্যাক্ট যে নিউজেগুলো রিলিজ হবে সেগুলো হল ইউরোপিয়ান ইউনিয়ন এর ২য় প্রান্তিকের জিডিপি , আমেরিকার পিসিই ইনফ্ল্যাশন রিপোর্ট, নর ফার্ম প্যারল, আর্নিং এবং ব্যাংক অব ইংল্যান্ড এর রেট ডিসিশন সহ আরো বেশ কিছু ইন্ডেক্স। সুতরাং ইন্টাফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডারে নিউজগুলোর উপর নজর রাখুন, আশাকরছি নিউজগুলোর ইম্পেক্ট দেখার পর আপনার ট্রেডিংয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায্য করবে।
https://www.instaforex.com/bd/forex_calendar

SaifulRahman
2019-07-18, 05:07 PM
ফরেক্স মার্কেটে ইমোশনের বা আবেগের কোন স্থান নাই, মার্কেট থেকে যদি নিয়মিত প্রফিট করতে চান তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট এর চলমান ট্রেন্ডগুলো জানতে হবে এবং এই কাজটা ভালভাবে করা যায় ফরেক্স ক্যালেন্ডার দেখে। মুলত প্রতি দিন কিছু ফ্যাক্ট এর ফোরকাস্ট দেওয়া থাকে যা ফরেক্স ক্যালেন্ডারে সহজেই পাওয়া যায়। যদি ফোরকাস্ট থেকে কোন ইনডেক্স বেশি হয় তাহলে ঐ দেশের অথনীতি ভাল এবং কারেন্সী শক্তিশালী হবে, আর যদি খারাপ হয় তাহলে কারেন্সী দূর্বল হবে। ফলে এই ফ্যাক্টগুলি সরাসরি কোন দেশের ইকোনমিতে প্রভাব ফেলার পাশাপাশী বিনিয়োগকারীদের সেন্টিমেন্টকে প্রভাবিত করে। ফলে কোন দেশের কারেন্সীর দামে ঐ ফ্যাক্টগুলির অনেক বেশি বা কম প্রভাব পড়ে থাকে এবং কারেন্সী শক্তিশালী না দূর্ব ল সেটা বোঝা যায়।
ইন্সটাফরেক্স ব্রেকারের প্লাটফর্মে এবং অফিশিয়াল সাইটে কোন ট্রেডার সহজেই ফরেক্স ক্যালেন্ডার দেখে দিতে পারে এবং মার্কেট এর বিভিন্ন কারেন্সী নিয়ে অনেক এনালাইসিস করতে পারে। আমি আশা করি একজন সচেতন ট্রেডার হিসাবে ফরেক্স ক্যালেন্ডারে এই ফ্যাক্টগুলি দেখবেন। ফরেক্স ক্যালেন্ডার অনুসরন করার জন্য লিঙ্কটি অনুসরণ করুন- https://goo.gl/hevSvn

Tofazzal Mia
2019-12-17, 05:11 PM
ইকনোমিক ক্যালেন্ডারের নিউজগুলো বোঝার কোন দেশের কতটুকু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা, যার কারনে দেশের কারেন্সি শক্তিশালী হবে। ট্রেডাররা এসকল অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির (পজিটিভ ইকনোমিক রিলিজ) দিকে চোখ রাখে কারন সেগুলো সাধারনত আপট্রেন্ডে ঝাঁপিয়ে পড়ার সুযোগ করে দেয়। বিপরীতে, অর্থনৈতিক রিপোর্ট যদি অর্থনৈতিক উন্নয়নে শিথিলতা দেখায় তাহলে তা দেশের কারেন্সিকে দুর্বল করে। তো, কারেন্সি ভবিষ্যতের ভ্যালু নির্ধারিত হয় আসল ডাটার সফলতা, ব্যার্থতা অথবা ফোরকাস্ট লেভেল ছাড়িয়ে যাওয়ার ওপরে।
ইকনোমিক ক্যালেন্ডার হচ্ছে ট্রেডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্যুল যাতে তারা কোন গুরুত্বপূর্ণ ইভেন্ট হাতছাড়া না করে। এর গঠন খুবই সোজা। ইকনোমিক ইনডিকেটরসমূহ তালিকা আকারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাজানো থাকে। নির্দিষ্ট কোন ইভেন্টের পাশে আপনি তিনটি ডাটা কলাম দেখতে পাবেনঃ পূর্বের ফলাফল, ফোরকাস্ট, এবং আসল ফলাফল। প্রকাশনার আগে, ক্যালেন্ডারে শুধু পূর্বের ফলাফল এবং ফোরকাস্ট থাকে। প্রকাশনার সময় হলে আসল ফলাফল দেখা যায়।
9580
ফোরকাস্ট হচ্ছে তথাকথিত "ঐক্যমত" অথবা, অন্য কোথায়, কিছু বিশেষজ্ঞও, মার্কেট অ্যানালিস্ট যাদের কাছ থেকে নির্দিষ্ট কোন প্রকাশনার জন্যভোট নেয়া হয়েছে তাদের গড়। প্রকাশিত ডাটা যদি ফোরকাস্টের চেয়ে ভালো হয়, তাহলে কারেন্সির ভ্যালু বাড়ে। প্রকাশিত ডাটা যদি আশার চেয়ে খারাপ হয়, তাহলে সাধারনত কারেন্সির ভ্যালু কমে। বেশিরভাগ ক্ষেত্রে, "ভালো" মানে হচ্ছে ফোরকাস্টের চেয়ে বেশী এবং "খারাপ" মানে হচ্ছে ফোরকাস্টের চেয়ে কম। কিন্তু, এসকল নিয়মে কিছু ব্যাতিক্রম রয়েছে, যেমন আনএমপ্লয়মেন্ট ক্লেইম এবং আনএমপ্লয়মেন্ট রেটঃ এই ইনডিকেটরগুলোর সংখ্যা যতো কম হবে, তা কারেন্সির জন্য ততো ভালো। আমাদের এই জিনিসটিও মাথায় রাখা উচিত যে প্রকাশিত সংখ্যা যদি ফোরকাস্ট করা লেভেলের কাছাকাছি হয়ে থাকে তাহলে তা কম প্রভাব ফেলবে। প্রকাশিত সংখ্যা এবং ফোরকাস্ট করা সংখ্যার মধ্যে পার্থক্য যতো বেশী হবে, মার্কেটে প্রভাব ততো বেশী পড়বে।

পূর্বের ফলাফল ফোরকাস্টের মতো এতো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু, পূর্বের ফলাফল মাঝেমধ্যে সংশোধিত হয়। এসকল সংশোধন তখন করা হয় যখন আসল ফলাফল প্রকাশের সময় হয়। সংশোধন কিন্তু গুরুত্বপূর্ণ, কারন এটা মার্কেটে নিউজের ওপর প্রভাব ফেলে।

SumonIslam
2020-05-31, 02:24 PM
11095
এ সপ্তাহের হাই ইমপ্যাক্ট নিউজ আপডেট।যারা নিউজ টাইম ট্রেড করে থাকেন তারা নোট করে রাখতেই পারেন। যেন কোনভাবেই নিউজের সুফল পাওয়া হতে বঞ্চিত হতে না হয়

BDFOREX TRADER
2020-06-11, 02:44 PM
11232
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬টা ৩০মিনিটে আমেরিকান ডলারের অন্যতম গুরুত্বপূর্ণ মাসিক সিপিআই এবং কোর সিপিআই নিউজ রিপোর্ট পাবলিশড হয়েছে। যদিও দেখাচ্ছে নিউজ রিপোর্ট নেগেটিভ এসেছে, তবে খেয়াল করলে দেখা যাচ্ছে তা গত মাসের তুলনায় বেশ ভালো।আজ দিন শেষে রাত ১২টাতে আমেরিকান ডলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ এফওএমসি এবং ফেডারেল রেট ডিসিশন নিউজ রিপোর্ট পাবলিশড হবে। যদিও রেট ফোরকাস্ট আনচেঞ্জড, তবে আজকের সিপিআই রিপোর্ট গতমাসের তুলনায় ভালো আসায় এফওএমসি নিউজকে সামনে রেখে মেজর পেয়ারগুলোতে আমেরিকান ডলার পজেটিভ মুভ করতে পারে।

SHARIFfx
2020-06-11, 02:54 PM
আসলে আমরা নতুনরা অনেকেই ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে জানি না ভালো করে। এটি আমাদের প্রয়োজন ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য। কারন কখন কি নিউজ প্রকাশ হবে আর নিউজ টি কতো টুকু শক্তিশালী এই বেপার গুলো ভালো করে ফরেক্স ক্যালেন্ডারে প্রকাশ হয়। অনলাইনে অনেক সাইড আছে এই নিউজ গুলো জানার জন্য।

Rassel Vuiya
2020-07-26, 05:29 PM
ইউরো জোনের ইকোনোমিক ক্যালেন্ডার অনুসারে গত শুক্রবার, ইতালিয়ান কনজিউমার কনফিডেন্স, ইতালিয়ান বিজনেস কনফিডেন্স, জার্মান সার্ভিস, কম্পোজিট ও ফ্রান্সের ম্যানুফ্যাকচারিং পিএমআই, সার্ভিস পিএমআই, মার্কিট কম্পোজিট পিএমআই, ম্যানুফ্যাকচারিং পিএমআই রিপোর্ট, সার্ভিস পিএমআই এবং কম্পোজিট পিএমআই রিপোর্টগুলো ফোরকাস্ট থেকে বেশ পজেটিভ ছিল এবং এই সপ্তাহে বিল্ডিং পারমিট ও বিসনেস কনফিডেন্স বাদে তেমন কোন নিউজ নেই। তাই আশা করা যাচ্ছে ইউরোর ইকোনোমিক্যাল রিপোর্টগুলো পজেটিভ আসার ফলে মেজর পেয়ারগুলোতে ইউরোর চলমান বুলিশ বুলিশ ট্রেন্ড আরো কিছুটা সময় অব্যাহত থাকবে। সেক্ষেত্রে মেজর পেয়ারগুলোতে সাপোর্ট/রেজিস্ট্যান্স বা ফিবো রিট্রেসমেন্ট এরিয়া থেকে ইউরোতে বাই মুডে থাকা যেতে পারে।
11708

Montu Zaman
2020-07-27, 06:30 PM
এই সপ্তাহে মার্কিন অর্থনীতি জন্য কিছু গুরুত্বপূর্ণ নিউজ অপেক্ষা করতে, সেগুলো হল
(১) *আগামী বৃঃপতিবার সব বিনিয়োগ কারিদের নজর থাকবে আসন্ন প্রকাশিত হতে যাওয়া দ্বিতীয় প্রন্তিকের মার্কিন gdp এর রিপোর্টের দিকে। মার্কিন অর্থনৈতিক উৎপাদনে রেকর্ড পরিমানে হ্রাস হবে বলে ধারনা করা যাচ্ছে। এবং হ্রাসের পরিমান ৩৫℅ বার্ষিক হার হিসেবে এনালাইসিস করা হয়েছে। প্রকারভেদে একটু কম বা বেশি হতে পারে। ইতিমধ্যে "সেইফ হ্যাভেন" এর কারনে মার্কিন ডলার নিন্মমূখী অবস্তায় আছে এবং মার্কিন ডলার সম্পূর্ণ একটি ঝুকিপুর্ন কারেন্সি হিসাবে বিরাজ করছে।
(২) বিরাট প্রমোদনা প্যকেজঃ *মার্কিন সরকার বেকারত্বে ভাতায় প্রায় ৩২ মিলিয়ন মার্কিন বেকার নাগরিকদের জন্য প্রতি সাপ্তাহে ৬০০ ডলার করে সহায়তা পাচ্ছে। মার্কিন ট্রেজারী সেক্রেটারি স্টিভেন মুনচিন গত শনিবার জানিয়েছে যে ট্রাম সরকার বেকারত্বদের ভাতা আরো লম্বা সময়ের জন্য জারি করতে চান যা চলোমান থাকবে এই বছরের শেষ পর্যন্ত।
(৩) আগামী fed রিজার্ভ মিটিংঃ *ফেডারেল রিজার্ভ আগামি ২৮/২৯ শে জুলাই নতুন করে বৈঠক বসতে যাচ্ছে। সেই বৈঠকে ইন্টারেস্ট রেট কমিয়ে শুন্যের দিকে নিয়ে যেতে পারে।

Montu Zaman
2020-09-14, 06:20 PM
EURUSD পেয়ারটি পেয়ারটিকে প্রভাবিত করার মতো এ সপ্তাহে পাঁচটি ইভেন্ট রয়েছে।
০১Industrial Production: সোমবার, বিকাল ০৩:০০। জুন মাসে ইন্ডাস্ট্রীয়াল প্রডাকশন ১২.৪% থেকে কমে ৯.১ এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, জুলাই মাসে প্রডাকশন কমে ২.৮% আসতে পারে।
০২.German ZEW Economic Sentiment: সোমবার, দুপুর ০২:৩০। গত মাসে জার্মান ইনভেস্টর কনফিডেন্স ৫৯.৩ থেকে বেড়ে ৭১.৫ পয়েন্ট এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, এবার ৭০ পয়েন্ট আসবে।
৩.Trade Balance: বুধবার, দুপুর ০৩:০০। জুন মাসে ইউরোজোন ট্রেড ব্যালেন্স উদ্বৃত্তি ৮.০ বিলিয়ন থেকে বেড়ে ১৭.১ বিলিয়ন এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, জুলাই মাসে ১৭.৩ বিলিয়ন আসতে পারে।
৪.Final CPI: বৃহস্পতিবার, বিকাল ০৩:০০। আগস্টে সিপিআই ০.২% কমলেও কোর সিপিআই ০.৪% বেড়েছিল। প্রত্যাশা করা হচ্ছে, এবারও ব্যতিক্রম হবে না।
৫.Current Account: শুক্রবার, দুপুর ০২:০০।

GBPUSD পেয়ারটির পেয়ারটিকে প্রভাবিত করার মতো এ সপ্তাহে চারটি ইভেন্ট রয়েছে
১.Employment Report: মঙ্গলবার, দুপুর ১২:০০। জুলাই মাসে ব্রিটিশ বেকারত্ব ৯৪ হাজারের উপরে এসেছিল। যদিও পূর্বের মাসে ২৮ হাজার কমেছিল। বর্তমানে আমরা আগস্ট মাসের রিপোর্টের অপেক্ষা করছি। জুন মাসে বেতন ১.২% কমেছিল। প্রত্যাশা করা হচ্ছে, জুলাই মাসে ১.৩% কমতে পারে।
২.Inflation: বুধবার, দুপুর ১২:০০। জুলাই মাসে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ০.৬% থেকে বেড়ে ১.০% এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, আগস্ট মাসে মুদ্রাস্ফীতি নমনীয় থাকবে এবং ০.১% বৃদ্ধি পেতে পারে।
৩.Bank of England Rate Decision: বৃহস্পতিবার, ভোর ০৪:০০। মার্চ মাস থেকে ব্যাংক অব ইংল্যান্ড ইন্টারেস্ট রেট ০.১০% অপরিবর্তনীয় রেখেছে। প্রত্যাশা করা হচ্ছে, এবারও ব্যতিক্রম হবে না। তবে নীতি নির্ধারকগণ প্রত্যাশা করছেন, ইন্টারেস্ট রেটের সাথে ১৪৫ বিলিয়ন্ পাউন্ডের ঘোষণা আসতে পারে। যা মার্কেটে মুভমেন্ট বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
৪.Retail Sales: শুক্রবার, দুপুর ১২:০০। গত দুমাস রিটেইল সেলস বৃদ্ধি পেলেও জুলাই মাসে ৩.৬% কমেছিল। প্রত্যাশা করা হচ্ছে, এবারও ডাউনট্রেন্ড অব্যাহত রেখে ০.৮% কমতে পারে।

SumonIslam
2021-09-23, 04:35 PM
15466
আজকের ২৩ সেপ্টেম্বর দিনটা ফরেক্স ট্রেডারদের জন্য বেশ ব্যস্ততার। বেশিরভাগ মেজর কারেন্সিগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্ট পাবলিশড হবে আজ।
ইতোমধ্যে বাংলাদেশ সময় রাত ১২ঃ০০ মিনিটে আমেরিকান ডলারের অন্যতম গুরুত্বপূর্ন নিউজ FOMC (FOMC Economic Projections, FOMC Statement এবং Federal Funds Rate) এবং রাত ১২ঃ৩০ মিনিটে FOMC Press Conference অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের শেয়ার করা প্রেডিকশন অনুযায়ী আমেরিকান ডলার প্রথমে কিছুটা কারেকশন শেষে পরে বেশ বুস্ট হয়েছে। যারা আমাদের শেয়ার করা এনালাইসিস অনুযায়ী ট্রেড নিয়েছিলেন আশা করি সকলে বেশ ভালো প্রোফিটে আছেন।
এদিকে আজ সন্ধ্যা ০৭ঃ৪৫ মিনিটে আমেরিকান Flash Manufacturing PMI এবং Flash Service PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
আজ সারাদিনে ইউরোর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশড হবে। তারমধ্যে বাংলাদেশ সময় দুপুর ০১ঃ১৫ মিনিটে ফ্রান্সের (Flash Manufacturing PMI এবং Flash Service PMI) রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ৩০ মিনিটে জার্মান (Flash Manufacturing PMI এবং Flash Service PMI) রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০২ঃ০০ মিনিটে ইউরোপীয়ান (Flash Manufacturing PMI এবং Flash Service PMI) এবং ইসিবি ইকোনোমিক বুলেটিন রিপোর্ট পাবলিশড হবে।
এ নিউজের ইফেক্টে মেজর পেয়ারগুলোতে ইউরোর ভোলাটিলিটি কিছুটা বেড়ে যেতে পারে।
গ্রেট ব্রিটেন পাউন্ডের জন্য আজকের নিউজগুলো বেশ গুরুত্বপূর্ণ। আজ বাংলাদেশ সময় দুপুর ০২ঃ৩০ মিনিটে ব্রিটেনের ( Flash Manufacturing PMI এবং Flash Service PMI ) রিপোর্ট পাবলিশড হবে। এবং বিকাল ০৫ঃ০০ মিনিটে ( Official Bank Rate , MPC Bank Rate Votes , Monetery Policy Summary, Asset Purchase Facility এবং Asset Purchase Facility Votes) রিপোর্ট পাবলিশড হবে। মনিটারি পলিসি এবং ব্যাংক রেটের মত গুরুত্বপূর্ণ নিউজের কারনে আজ মেজর পেয়ারগুলোতে পাউন্ডের ভোলাটিলিটি বেশি থাকতে পারে। তবে আমেরিকান ডলার এবং পাউন্ডের রেট ডিসিশনের মত গুরুত্বপূর্ণ নিউজ একই দিনে থাকায় GbpUsd এবং GnpJpy পেয়ারদুটিতে ভোলাটিলিটি একটু বেশি থাকতে পারে।
আজ সকালে অস্ট্রেলিয়ান ( Flash Manufacturing PMI এবং Flash Service PMI ) রিপোর্ট পাবলিশড হয়েছে, তবে এটার কারনে মার্কেট ভোলাটিলিটি ছিলো খুবই কম।
বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে কানাডিয়ান মাসিক ( Core Retail Sales এবং Retail Sales ) প্রকাশিত হবে। এটার কারনেও মার্কেট ভোলাটিলিটি খুব বেশি হবেনা বলে মনে করছি।
যেহেতু একই দিনে আমেরিকান ডলার এবং গ্রেট ব্রিটেন পাউন্ডের মত মেজর দুটি কারেন্সির মনিটারি পলিসি এবং ব্যাংক রেট ডিসিশনের মত গুরুত্বপূর্ণ দুটি নিউজ পাবলিশড হচ্ছে, তাই আজকের দিনে USD, Gbp, Jpy রিলেটেড পেয়ারগুলো এবং গোল্ডে ট্রেড করাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিৎ ।