PDA

View Full Version : মার্কিন ডলার ইনডেক্স বা গ্রিনব্যাক রেট



FXBD
2018-02-20, 04:06 PM
বিভিন্ন দেশের আন্তর্জাতিক রিজার্ভে প্রধান মুদ্রা হল মার্কিন ডলার। তাই অন্য বৈদেশিক মুদ্রাগুলোর বিপক্ষে মার্কিন ডলার ইনডেক্স গ্রিনব্যাক হার প্রতিফলিত করে। কয়েক ধরণের মার্কিন ডলার সূচক রয়েছে যা হিসাব করা হয় বিভিন্ন সূত্রের মাধ্যমে। ক্লাসিক মার্কিন ডলার সূচক ছয়টি প্রধান মুদ্রার বিপক্ষে গ্রিনব্যাকের অবস্থান প্রদর্শন করে, এগুলো হল ইউরো, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক। ১৯৭৩ থেকে মার্কিন ডলারের মূল্য ১০০% ধরা হয়।

Tofazzal Mia
2018-04-18, 12:23 PM
সহজভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কারেন্সী usd বা ডলারকে 'গ্রীন বাক' বলা হয়, আর এই কারেন্সী অন্য কারেন্সীগুলোর গড় মুল্য বা হারকে মার্কিন ডলার ইনডেক্স বা গ্রিনব্যাক রেট বলা হল। এই রেট বা ইনডেক্স নিধারন করাটা খুবই জরুরী। কেনান ডলার বর্তমানে বিশ্বের সর্বাধিক লেনদেন করা কারেন্সী। যা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কিছু দেশ ডলারকে তাদের সরকারীমুদ্রা হিসাবে ব্যবহারের পাশাপাশী মার্কিন ডলারের আন্তর্জাতিক দেনা-পাওনার হিসাব মেটানোর জন্য ব্যবহার করা হয় এবং এটিকে রিজার্ভ করা হয়।

SUROZ Islam
2019-04-11, 03:06 PM
ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে সচল মুদ্রা হিসেবে শীর্ষে আছে মার্কিন ডলার। এই মুদ্রা এতটাই লেনদেন হয়ে থাকে যে এর ধারেকাছে কেউ নেই। প্রতিদিন বৈশ্বিক মুদ্রাবাজারে ৮৭ দশমিক ৬২ শতাংশ লেনদেন করা হয় মার্কিন ডলারে। কারণ বৈশ্বিক বাজারের সব গুরুত্বপূর্ণ পণ্য বেচাকেনা হয় মার্কিন ডলারে। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ ও বেশিরভাগ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তহবিলের মুদ্রা হিসেবে মার্কিন ডলারের আধিপত্য সবচেয়ে বেশি। কিন্তু মজার বিষয় হল, ১৯১৩ সালে ফেডারেল রিজার্ভ পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত খোদ আমেরিকাতেই কয়েকটি মুদ্রার চল ছিল লেনদেন ও বিনিময়ের জন্য। বিভিন্ন দেশ এবং সংস্থার মধ্যে আন্তর্জাতিক লেনদেনের বেশির ভাগই এ মুদ্রায় পরিচালিত হয়, তাই এই মুদ্রায় হার পরিবর্তন হলে অন্য মুদ্রাগুলোর হারের সাথে একটি হার ঠিক করতে হয়, সেটাকেই গ্রীন ব্যাক রেট বলে।

DhakaFX
2019-12-09, 01:13 PM
9531
ডলার হইল ফরেক্স মার্কেটের কিং মানে রাজা। এরা একাই ৬২-৬৮%। এর কারন কি? এর কারন বেশ কয়েকটি।
১) পৃথিবীর বড় বড় ইনভেষ্টর, বিজনেজ ম্যান এবং বড় সেন্ট্রাল ব্যাংক ডলারের সাথে থাকে।
২) আমেরিকার ইকোনমি পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি।
৩) পৃথিবীতে ডলার ই হচ্ছে একমাত্র রির্জাভ কারেন্সী।
৪) পৃথিবীর সবচেয়ে বড় তরল মুদ্রা বাজার শুধুমাত্র আরেরিকাতেই আছে যার ধারের কাছেই কেউ নেই।
৫) পৃথিবীল একমাত্র আমেরিকার ই সুপার ষ্টেবল সিষ্টেমের পলিটিকস আছে।
৬) পুথিবীর সবচেয়ে বেশী সামরিক শক্তি আছে এবং সে যে কোন মুহুর্তে ২০ বছর পর্যন্ত একসাথে ১০টি দেশের সাথে যুদ্ধ করার সাহস রাখতে পারে। (বিদ্র: পৃথিরীর সকল সামরিক শক্তি মিলেও তার সমান হবে না)
৭) গোল্ড এবং তেল কেনা বেচা করতে ডলার আগে কিনে তারপর আন্তর্জাতিক বাজারে কেনাবেচা করতে হয়।
তাহলে বুজতেই পারছেন যে, ডলারের উপর অনেক কিছুরই প্রভাব আছে।

Rassel Vuiya
2019-12-23, 02:41 PM
ফেডারেল রিজার্ভ (fed) এর নিয়ন্ত্রনে ডলারের মান নির্ধারিত হয় স্বর্ণ বা মুল্যবান ধাতুর বিপরীতে, যা ১৯৭১ সালে ১ আউন্স গােল্ডের বিপরীতে ডলারের মান ধরা হয়েছিলাে ৩৫ ডলার। সেই স্ট্যান্ডার্ড হিসেবের উপর বেইজ করে এখন পর্যন্ত ডলারের মান গােল্ডের বিপরীতেই নির্ধারিত হচ্ছে। আর মেজর কারেন্সিগুলি মেটাল বেইজ ভ্যালু রুলস ফলাে করেই ডলারের বিপরীতে একচেঞ্জ এর সুযােগ পায়। মুলত মেজর কারেকশিগুলি গােল্ডের সাথে কনভার্ট হবার প্রসেস কে বলা হয় ফিক্সড একচেঞ্জ রেট প্রসেস। ডলার ইন্ডেক্সের বিপরীতে বেসিক্যালি মেজর কারেন্সিগুলির মান বির্ধারিত হচ্ছে। ফিক্সড একচেঞ্জ রেট প্রসেসটা কাজ করতেছে মুলত ডলার ইনডেক্স হিসেবে ফরেক্স মার্কেটে। আর ডলার ইনডেক্সের মেজারমেন্ট করা হয় আমেরিকার ব্যাবসায়িক পার্টনার দেশসমুহের কারেন্সির বিপরীতে। যেমন ইউরােজোনের eur, জাপানের jpy, ইংল্যান্ডের gbp, কানাডার cad, সুইডেনের sek, সুইজারল্যান্ডের chf এর বিপরীতে। আর এখন পর্যন্ত aud, nzd এর বিপরীতেও ডলার ইনডেক্সের মান নির্ধারিত হয় না। যেহুতু এই দুটি কমােডীটি কারেন্সি।
9646
আমেরিকান ডলার রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যাবহার হয়ে আসছে। সেন্ট্রাল ব্যাংকগুলি গােল্ড, সিলভার এবং কপারের পাশাপাশি ডলারকেও রিজার্ভ হিসেবে ব্যাবহার করতেছে। ইউরােপ , এশিয়া এবং আফ্রিকার বেশীরভাগ দেশই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনে ডলারের রিজার্ভ ব্যাবহার করছে। যার যত রিজার্ভ আছে ডলারের বিপরীতে তার কারেন্সি তত শক্তিশালী অবস্থান ধরে রাখতেছে এবং ইনফ্ল্যাশন নিয়ন্ত্রণ করতে পারতেছে।
ডলার রিজার্ভ দিয়ে ইনফ্ল্যাশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক ফ্যাক্টরই কাজ করে, এই জন্য ডলারের ফেয়ার ভ্যালু স্ট্যাবিলিটি খুবই গুরুত্বপুর্ন। অন্যদেশগুলির কারেন্সির মত আমেরিকান ডলার কখনই খুব বেশী দুর্বল হবে না যতদিন রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার ব্যাবহার করা হবে, আমেরিকাতে হাইপার ইনফ্ল্যাশন ঘটার সম্ভবনা নেই বললেই চলে ঋণের কারনে। যেকারনে ডলার ফাইনান্সিয়াল মার্কেট কে ডমিনেট করে এবং কমােডিটি লেনদেনের ক্ষেত্রে ডলার ব্যাবহার করা হয়।