PDA

View Full Version : রিস্ক ম্যানেজমেন্ট কনসেপ্ট



habibi
2018-02-20, 04:39 PM
আপনি কি প্রতিনিয়ত প্রফিট করতে সক্ষম?

আপনি যদি অধিকাংশ ট্রেডে প্রফিট করতে পারেন তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন বিদ্যমান করতে সক্ষম।

মনে করুন, যদি আপনি ৩০ পিপ্স স্টপ লস আর ২০ পিপ্স ট্রেক প্রফিট ব্যবহার করেন এবং আপনার ১০ টি ট্রেডার মধ্যে ৭টি প্রফিট করে তাহলে আপনি সর্বনিম্ম ৫০ পিপ্স প্রফিট করতে পারবেন।

তার মানে ১০ টি ট্রেডের মধ্যে
৭ টি সফল ট্রেড হল ৭x২০= ১৪০ পিপ্স
৩টি অসফল ট্রেড হল ৩x৩০=৯০ পিপ্স
দিন শেষ আপনি (১৪০-৯০)= ৫০ পিপ্স প্রফিট করতে পারবেন।

maziz6989
2018-02-20, 09:50 PM
আপনি কি প্রতিনিয়ত প্রফিট করতে সক্ষম?

আপনি যদি অধিকাংশ ট্রেডে প্রফিট করতে পারেন তাহলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন বিদ্যমান করতে সক্ষম।

মনে করুন, যদি আপনি ৩০ পিপ্স স্টপ লস আর ২০ পিপ্স ট্রেক প্রফিট ব্যবহার করেন এবং আপনার ১০ টি ট্রেডার মধ্যে ৭টি প্রফিট করে তাহলে আপনি সর্বনিম্ম ৫০ পিপ্স প্রফিট করতে পারবেন।

তার মানে ১০ টি ট্রেডের মধ্যে
৭ টি সফল ট্রেড হল ৭x২০= ১৪০ পিপ্স
৩টি অসফল ট্রেড হল ৩x৩০=৯০ পিপ্স
দিন শেষ আপনি (১৪০-৯০)= ৫০ পিপ্স প্রফিট করতে পারবেন।


একটা সত্যি কথা বলি - লসের হিসেব টা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নতুবা আখেরে শুধু পস্তাবেন। আমরা আগেই লসের হিসেব করে রাখি। অনেকটা এমন - যুদ্ধে যাবার আগেই হারলে কি করব তার প্রস্তুতি। আমি বলব - লস শব্দটা আজ থেকে আপনার ডিকশনারীতে থাকবে না। যদি এটা মেনটেইন করতে পারেন তবেই গেইনার।

iloveyou
2018-02-21, 12:57 PM
হ্যা ভাই আপনি আসলেই অনেক ভাল একটা কথা বলেছেন এখানে আপনার এই প্রসেসে খুব সহজেই একজন ট্রেডার তার রিস্ক ম্যানেজ ম্যান্ট প্রক্রিয়াকে অব্যহত রেখে ট্রেডিং এ সফলতা পেতে পারেন। এটা আসলেই খুব সুন্দর একটা কনসেপ্ট। সুতরাং আমাদের সকলকে এর ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে পারলে আশা করা যায় আমরা সব সময় প্রফিটেই থাকব।

Mamun13
2018-02-25, 09:07 PM
এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা একদম নতুন অনভিজ্ঞ ট্রেডার তারা কোথায় ও কী ভাবে স্টপলস/টেকপ্রফিট সেট করবে ? আবার লিখছেন "স্টপলস ৩০ পিপস+টেকপ্রফিট ২০ পিপস"-এটা কোনো ভালো ও সঠিক রিস্ক রিওয়ার্ড রেশিও নয়,100% ভূল মানি মেনেজমেন্ট কনসেপ্ট৷দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগন সর্বদা রিস্ক রিওয়ার্ড রেশিও - 1:3 বা 1:4 বা 1:5 নিয়ে ট্রেড করেন৷অর্থাৎ স্টপলস ২০ পিপস+টেকপ্রফিট ৬০/৮০/১০০ পিপস সেট করতে হবে৷সঠিক মানি মেনেজমেন্ট কনসেপ্ট পরিষ্কার বুঝতে হলে প্রথমে আপনার ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিনতে হবে-বুঝতে হবে৷

Grimm
2018-02-25, 11:33 PM
আসলে বিভিন্ন ধরনের ট্রেডাররা বিভিন্ন টাইপের রিক্স ম্যানেজমেন্ট অনুসরণ করে। কেউ কেউ ১:২ আবার কেউ কেউ ১:৩ অনুসরণ করে থাকে, কিন্তু আমি চেষ্টা করি ১:১ অনুসরণ করতে, কারণ আমার বেশি একটা ধৈর্য্য নেই। আমি দেখেছি বেশি পরিমাণের পিপস ধরার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন পডে। আপনার যদি কম ধৈর্য্য থাকে তাহলে আপনিও বেশি পিপস ধরতে পারবেন না। তাই আগে নিজের ধৈর্য্য বাড়ান তারপর এই ধরনের রেশিও অনুসরণ করেন।

riponinsta
2018-02-26, 10:12 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট জানতে হবে কারন এটা পারে আপনাকে ফরেক্স মার্কেট এ সফল করতে আপনি আপনার টাকা যত ভাল করে ব্যবহার করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন তত আপনি ফরেক্স মার্কেট এ ভাল করবেন রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে শিক্ষাই দিয়ে থাকে তাই এটা আপনাকে কাজে লাগতে হবে ফরেক্স মার্কেট এ

expkhaled
2018-02-26, 12:35 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডার হিসাবে বেচে থাকতে হলে সঠিক মানি ম্যানেজমেন্ট ব্যবহার করা জানতে হবে। আসলে মানিম্যানেজমেন্ট প্রয়োগ করতে হয় মার্কেট এর অবস্থার উপর বিবেচনা করে। এক এক পেয়ারে এক এক সিস্টেম এ প্রয়োগ করতে হয়। কারন সব পেয়ারের ভোলাটালিটি এক নয়। পেয়ারের ভোলাটিলিটি পর্যবেক্ষন করে সব সময় মানিম্যানেজমেন্ট করতে হয়। তবে মোটামুটি সবাই যেটা ফলো করে সেটি হলো ১:২ বা ১:৩। তবে নতুন অবস্থায় ১:২ ব্যবহার করা উচিত তাহলে বেশী পরিমানে প্রফিট হিট করবে।

saraa
2020-03-16, 01:24 PM
যাই ঘটুক না কেন, ফরেক্সে আমাদের কঠোর পরিশ্রম বন্ধ করা উচিত নয় আমরা যদি ফরেক্সে আরও কঠোর পরিশ্রম করি তবে আমরা আরও উপার্জন পেতে পারি আমাদের ভাল ফরেক্সে প্রবেশ করা দরকার ভাল জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে ভাল অভিজ্ঞতা এবং ভাল জ্ঞান একটি সফল ব্যবসায়ীকে সফল ব্যবসায়ী অর্জন করতে পারে সাফল্য সর্বাধিক লাভ উপার্জন দ্বারা এই পদ্ধতিতে আমাদের ফরেক্সে কঠোর পরিশ্রম করা বন্ধ করা উচিত নয় ফরেক্সে নন স্টপ কাজ করবেন না