PDA

View Full Version : কথা কিন্তু সত্য!



maziz6989
2018-02-20, 10:00 PM
আজকে একটা নীতি কথা বেশ নজর কাড়ল - ”গোপনে কঠোর পরিশ্রম করে যাও, তোমার সাফল্যই গর্জন করবে”। আমার কাছে মনে হল ট্রেডারদের এভাবেই কাজ করা উচিত। আমি নোট করে নিয়েছি - আর গালগল্প করব না। খালি কাজ আর কাজই নিয়ে পড়ে থাকব।

iloveyou
2018-02-21, 11:17 AM
হ্যা ভাই কঠোর পরিশ্রম কখনও বিফলে যায় না। কারন পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। আপনি যত পরিশ্রম করবেন আপনার কাজগুলো ততই আপনার কাছে সহজ হতে থাকবে। তবে আপনার পরিশ্রমটা যেন সঠিক প্রসেসে হয় তা না হলে পরিশ্রম করে কোন লাভ হবে না। সুতরাং সঠিক উপায়ে পরিশ্রম করুন, ফরেক্স মার্কেটে উর্পাজন করুন।

Mamun13
2018-02-25, 08:13 PM
আমি আমার ফরেক্স ট্রেডের শুরুতে অর্থাৎ গত ৪ বছর আগে ভাবতাম যদি ট্রেডিং কৌশলগুলো সঠিক,বাস্তবসম্মত ও কার্যকরী রূপে পেয়ে যেতাম তাহলে অনেক সহজ হতো৷এগুলো খুঁজে বের করতেই তো আমার অনেক সময়,কষ্ট,মেধা,ধৈর্য্য,শ্রম ও লস দিতে হয়েছে৷আমি সম্পূর্ণ একা একা এই বিশাল মার্কেটে দীর্ঘ সময় ধরে "নিরবে-গোপনে নিয়মিত কঠোর পরিশ্রম করছি...তাই আজ ফরেক্স ট্রেড আমার কাছে সহজই মনে হচ্ছে"৷কারন এরই মধ্যে নিজের অনেক সাফল্য দেখেছি যা শুরুতে অসম্ভব ছিল৷

expkhaled
2018-05-15, 02:17 PM
আসলে প্রত্যেকটি সম্ভব শুরু হয় অসম্ভব থেকে। আমরা ভবিষ্যত দেখতে পারি না কিন্তু তারপরও আমরা ভবিষ্যত এর জন্য কাজ করে যাই এটাই বাস্তবতা। আসলে আমাদের উচিত কাজ করে যাওয়া ফল পাওয়ার মত উপযুক্ত হলে ফল অবশ্যই পাওয়া যাবে। তাই আমাদের উচিত নয় ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে কথা না বলা, শুধু বর্তমানে কাজ করে যেতে হবে নীরবে নিভৃতে তাহলে ফলাফল প্রকাশিত হবেই একসময়। সফল ব্যক্তিরা আগেই কখনও বলেন নাই যে, আমি ওমুক টা করবো, বরং তারা যখন করতে সমর্থ হয়েছেন আমরা সেটা দেখতে পেয়েছি।

uzzal05
2018-05-25, 07:34 AM
ফরেক্স এ একবারে পরিশ্রম ছাড়া সফল হওয়া কখনোই সম্ভব না। কারন মার্কেট এ অভিজ্ঞতা যাদের বেশি তারাই ভালো কিছু করতে পারছে। ফরেক্স নিয়ে প্রচুর স্টাডি করা দরকার। বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করতে হবে।

expkhaled
2018-05-25, 02:26 PM
কথায় আছে “যে নদীর গভীরতা যত বেশী, তার বয়ে যাওয়ার শব্দ তত কম”। আমাদের কাজ করার সময় আসলে কাজের ধ্যানে থাকতে হবে তাহলে কাজে আসবে গতি এবং কাজ হবে সঠিক। ফরেক্স ট্রেড করা সময় আমাদের কি যেন হয়ে যায় একটু ডেমোতে লাভ হলেই মনে করি যে, অনেক বেশী বুঝে গেছি। আবার অল্প কিছু লাভ করতে পারলে রিয়েল ট্রেডে তাহলে আর কথাই নেই কাকে এই লাভ দেখানো যাবে সেইটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। আসলে এগুলো আসে আমাদের ভেতরে লুকানো অহংকার থেকে। আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে এবং ঠান্তা মস্তিস্ক নিয়ে কাজ করতে হবে।

souravkumarhazra6763
2018-05-25, 10:28 PM
হ্যা আমি আপনার কথাই একমত,পরিশ্রম সাফল্যর চাবিকাঠি,পরিশ্রমী ব্যাক্তি কখনোই বিফল এ জায়না,তাই ফরেক্স এ সফলতা পেতে হলে আপনাকে অব্যশই কঠোর পরিশ্রমী হতে হবে,অন্যথা সফলতা সম্ভব নয়,তাই পরিশ্রম করে জান সফলতা আসবেয়।

shohedullaearn
2023-07-27, 04:19 PM
āĻĒāϰāĻŋāĻļā§āϰāĻŽ āĻ•āϰāϞ⧇ āĻĢāϞ āĻĒāĻžāĻ“āϝāĻŧāĻž āϝāĻžāĻŦ⧇ āĻāϟāĻž āφāϏāϞ⧇ āϏāĻ¤ā§āϝāĻŋ āĻ•āĻĨāĻžāĨ¤ āϝāĻĻāĻŋ āφāĻĒāύāĻŋ āĻĒāϰāĻŋāĻļā§āϰāĻŽ āĻ•āϰāϤ⧇ āĻĒāĻžāϰ⧇āύ āĻĢāϞ āφāĻļāĻž āĻ•āϰāĻŋ āĻĒāĻžāĻŦ⧇āύ āχāύāĻļāĻžāĻ˛ā§āϞāĻžāĻšāĨ¤ āĻāχ āϜāĻ¨ā§āϝ āφāĻŽāĻžāĻĻ⧇āϰ āϏāĻ•āϞ⧇āϰ āĻ…āϧāĻŋāĻ• āĻĒāϰāĻŋāĻļā§āϰāĻŽ āĻ•āϰāĻž āĻāĻŦāĻ‚ āϧ⧈āĻ°ā§āϝāĻļā§€āϞ āĻšāĻ“āϝāĻŧāĻž āϝāĻžāϤ⧇ āĻĢāϞ āφāϏāĻž āĻĒāĻ°ā§āϝāĻ¨ā§āϤ āφāĻŽāϰāĻž āϧ⧈āĻ°ā§āϝ āϧāϰ⧇ āϰāĻžāĻ–āϤ⧇ āĻĒāĻžāϰāĻŋ āĻāĻŦāĻ‚ āĻĒā§āϰāĻĢāĻŋāϟ āύāĻŋāϤ⧇ āĻĒāĻžāϰāĻŋāĨ¤

Luckyboy
2023-07-28, 02:43 PM
āϏāĻŦāĻ•āĻŋāϛ⧁āϰ āĻāĻ•āϟāĻŋ āĻĒā§āϰāϝāĻŧā§‹āϜāύ āϰāϝāĻŧ⧇āϛ⧇ āϝ⧇āĻŽāύ āϏāĻŦāĻžāϰ āϏāĻžāĻĨ⧇ āϏāĻ‚āϝ⧋āĻ— āϰāĻžāĻ–āĻž āĻāĻŦāĻ‚ āϏāĻŦāĻžāχ āĻŽāĻŋāϞ⧇ āĻ•āĻžāϜāĻ“ āĻ•āϰāĻž āĻāĻ•āĻž āĻļ⧁āϧ⧁ āĻ•āĻžāϜ āĻ•āϰāϞ⧇āχ āφāĻĒāύāĻŋ āĻāĻ—ā§‹āĻŦ⧇āύ āύāĻž āϏāĻŦāĻžāχ āĻŽāĻŋāϞ⧇ āĻ•āĻžāϜ āĻ•āϰāϞ⧇āχ āφāĻĒāύāĻŋ āĻĒāĻžāĻŦ⧇āύ āϤāĻžāχ āφāĻŽāĻŋ āĻŽāύ⧇ āĻ•āϰāĻŋ āϏāĻŦāĻžāχ āĻāĻ•āϏāĻžāĻĨ⧇ āĻ•āĻžāϜ āĻ•āϰāĻž āωāϚāĻŋāϤ āϏāĻŦāĻžāϰ āϏāĻŽāĻ¸ā§āϝāĻžāϰ āϏāĻŽāĻžāϧāĻžāύ āĻ•āϰāĻž āωāϚāĻŋāϤ āϏāĻŦāĻžāϰ āĻ–ā§‹āρāϜ āĻ–āĻŦāϰ āϰāĻžāĻ–āĻž āωāϚāĻŋāϤ āĻĢāϰāĻŽā§‡āϰ āĻāχ āĻāĻ•āϟāĻžāχ āύ⧀āϤāĻŋ āϝ⧇ āϏāĻŦāĻžāχ āϏāĻŦāĻžāϰ āϜāĻ¨ā§āϝ āωāĻĒāĻ•ā§ƒāϤ āĻšā§‹āĻ•āĨ¤