PDA

View Full Version : হাই ভলিউম ট্রেডিং এবং লো ভলিউম ট্রেডিং কী?



Mike_Wah
2018-02-21, 12:53 AM
সবার সাহায্য কামনা করছি হাই ভলিউম এবং লো ভলিউম ট্রেডিং টা একটু ব্যাখ্যা করবেন ।

KF84
2019-07-25, 08:53 PM
হাই ভলিউম ট্রেডিং মানে হচ্ছে হাই লট সাইজ ট্রেড ওপেন করা । ভলিউম ট্রেডিং বুঝতে হলে লট সাইজ বুঝতে হবে । ১ লট সাইজ মানে হল ১$ এর ট্রেড ওপেন করা । আরও সহজ করে বললে এই দাড়ায় যে ১ পিপ্সের দাম হচ্ছে ১$ । এখন আপনি যদি ট্রেড করে ১০ পিপ্স লাভ করেন তাহলে আপনি ১০$ লাভ করবেন । আর যদি .১ লট সাইজ ট্রেড ওপেন করেন তাহলে প্রতি পিপ্সের মূল্য দাঁড়াবে ১০ সেন্ট । সর্বোপরি হাই ভলিউম ট্রেডিং মানে হল বড় লটের ট্রেড ওপেন করা আর লো ভলিউম ট্রেডিং মানে হল ছত লটের ট্রেড ওপেন করা ।

FREEDOM
2020-04-15, 03:02 PM
সবার সাহায্য কামনা করছি হাই ভলিউম এবং লো ভলিউম ট্রেডিং টা একটু ব্যাখ্যা করবেন ।

ভলিউম বলতে বুঝায় মুলত লট সাইজ। আপনি ট্রেড ওপেন করতে গেলে আপনাকেই ঠিক করতে হবে কত লটে ট্রেড ওপেন করবেন। হাই লট বলতে মুলত বেশি লটে ট্রেড বুঝায় আর লো লট বলতে মুলত কম লটে ট্রেড করাকে বুঝায়। বেশি লটে ট্রেড করাটা আসলে বেশি রিস্কি তাই কম লটে ট্রেড করাটাই ভালো। কম লট যেমন ০.০১ থেকে ০.০৫ সেন্টের ট্রেড আমি বেশিরভাগ সময়ই করে থাকি।