PDA

View Full Version : ব্যর্থ ট্রেডারের ডায়েরী-৩



maziz6989
2018-02-21, 01:49 PM
(পূর্ব প্রকাশিত এর পর থেকে)
বার বার লস খেতে খেতে এক সময় মনে হতে শুরু করল আসলেই এখান থেকে ইনকাম করা সম্ভব নয়। তাই বেশ কিছুদিন মার্কেট থেকে ছুটি। আসলে - আবার ইনভেস্ট করার মত মনের জোর আসতে ছিল না। ইনভেস্ট করার মত ফান্ড ও ছিল না। তার উপরে ঢাকার বাহিরে অবস্থান করার কারণে ডলার ম্যানেজ করাও বেশ কঠিন ছিল। সব কিছু মিলিয়ে বেশ লম্বা ছুটি। অনেক বার মনে হতে লাগল - এই সময়টা যেটা নষ্ট করেছি এই মার্কেট এর পেছনে ঘাটাঘাটি করে তা যদি অন্য কোন কাজে লাগাতাম নির্ঘাত সাফল্য নিশ্চিত। ( চলমান )

iloveyou
2018-02-21, 06:16 PM
ভাই লস থেকেই আপনার শিক্ষা নিতে হবে। এটা ফরেক্সের একটা গোপন তত্ব। তাই আপনাকে আগে লসের কারনগুলো চিহ্নিত করে, সেই জায়গাগুলোতে যাতে আর দ্বিতীয় বার ভুল না করেন সেই চেষ্টা সব সময় করে যেতে হবে। আর এভাবেই এক সময় আপনার লসের পরিমাণটাও দেখবেন যে বহুগুণে কমে এসেছে। কেননা ফরেক্স মার্কেটে লস হল লাভের পূর্ব শর্ত। সুতরাং মার্কেটের পেছনে লেগে থাকুন একদিন অবশ্যই সাফল্য পাবেন।

Mamun13
2018-02-25, 09:21 PM
আজিজ ভাই,এই ডায়েরী টা শুধু আপনারই একার নয় বরং আমাদের সবারই বাস্তব ট্রেডিং হিস্টোরী এটা৷আমরা সবাই কিন্তু এই মার্কেটে এই ভাবে লস দিয়ে দিয়ে একটু বিশ্রাম নেই আবার নতুন উদ্যোম নিয়ে নতুন ভাবে শুরু করি৷এভাবেই তো কয়েক বছর চলে যায়৷কারন এই মার্কেটে আমরা কেউই খুব তারাতারি সব কিছু শিখে ফেলতে পারি না৷অনেকগুলো সোর্স থেকে অনেক সময় নিয়ে খুব ধীরে আস্তে শিখতে হয়৷তাছাড়া কোনো বাস্তব অভিজ্ঞ ও দক্ষ ট্রেইনার পাওয়া যায় না বলেই এই ভাবে হোচট খেয়ে খেয়ে শিখতে হয়৷সম্ভবত এটাই ফরেক্স লার্নিং সিস্টেম৷

maziz6989
2018-02-26, 02:00 PM
আজিজ ভাই,এই ডায়েরী টা শুধু আপনারই একার নয় বরং আমাদের সবারই বাস্তব ট্রেডিং হিস্টোরী এটা৷আমরা সবাই কিন্তু এই মার্কেটে এই ভাবে লস দিয়ে দিয়ে একটু বিশ্রাম নেই আবার নতুন উদ্যোম নিয়ে নতুন ভাবে শুরু করি৷এভাবেই তো কয়েক বছর চলে যায়৷কারন এই মার্কেটে আমরা কেউই খুব তারাতারি সব কিছু শিখে ফেলতে পারি না৷অনেকগুলো সোর্স থেকে অনেক সময় নিয়ে খুব ধীরে আস্তে শিখতে হয়৷তাছাড়া কোনো বাস্তব অভিজ্ঞ ও দক্ষ ট্রেইনার পাওয়া যায় না বলেই এই ভাবে হোচট খেয়ে খেয়ে শিখতে হয়৷সম্ভবত এটাই ফরেক্স লার্নিং সিস্টেম৷

সহমত আপনার সাথে। কিন্তু এর মাঝে আরও কিছু বিষয় জড়িত আছে। তা হল আমরা খুব তাড়াতাড়ি ভূলে যাই গত কাল ঠিক কি কারণে লস করলাম। এটা যদি আমাদের মাথায় সব সময় রাখতে পারতাম তবেই তো আজকে আমরা সেই লেভেলের গেইনার থাকতাম।

expkhaled
2018-02-26, 06:58 PM
আসলে ফরেক্স এ ট্রেড করতে হলে প্রথম থেকেই ট্রেড নিয়ে ডাইরি মেইনটেইন করতে হবে তার মধ্যে প্রতিটি ট্রেড এর সব বর্ননা লিখে রাখতে হবে। তাহলে পরবর্তীতে আপনি ট্রেড গুলো চেক করতে পারবেন কোথায় আপনার ভূল ছিল বা সঠিক কিভাবে হলো। তাহলে ধীরে ধীরে সমস্যা গুলো আপনি সমাধান করতে পারবেন। ফরেক্স মার্কেট পুরোটা সাইকোলজিক্যাল ব্যপার এখানে ট্রেডিং এ অভ্যস্ত হতে পারলে আপনি লাভবান হতে পারবেন আর লং টাইম ট্রেড এ সবচেয়ে বেশী ভাল ফলাফল পাওয়া যায়।

maziz6989
2018-02-26, 07:01 PM
আসলে ফরেক্স এ ট্রেড করতে হলে প্রথম থেকেই ট্রেড নিয়ে ডাইরি মেইনটেইন করতে হবে তার মধ্যে প্রতিটি ট্রেড এর সব বর্ননা লিখে রাখতে হবে। তাহলে পরবর্তীতে আপনি ট্রেড গুলো চেক করতে পারবেন কোথায় আপনার ভূল ছিল বা সঠিক কিভাবে হলো। তাহলে ধীরে ধীরে সমস্যা গুলো আপনি সমাধান করতে পারবেন। ফরেক্স মার্কেট পুরোটা সাইকোলজিক্যাল ব্যপার এখানে ট্রেডিং এ অভ্যস্ত হতে পারলে আপনি লাভবান হতে পারবেন আর লং টাইম ট্রেড এ সবচেয়ে বেশী ভাল ফলাফল পাওয়া যায়।

সহমত আপনার সাথে। আসলে বাস্তবতা হল আপনি একদিন দুই দিন বা এক সপ্তাহ নিজের ট্রেড ডায়েরি রাখবেন কিন্তু এর পরে আর ইচ্ছাই করবে না অযথা প্যারা নিতে। তাই আমার সাজেশন হল ট্রেড ডায়েরী থেকেও বড় জিনিস হল অযথা এন্ট্রি না নেওয়া।

samun
2021-12-27, 12:48 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে অবশ্যই ব্যর্থতাকে মেনে নিতে হবে তবে ব্যর্থতার ওপর ভিত্তি করে যদি আপনি নিজেকে অবহেলা করেন তাহলে হয়তো আপনি আর কখনোই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন না সফলতা ব্যর্থতা এই দুটি ভাই যে যেমন তার সাথে ঠিক সেভাবেই এই জিনিসগুলো সমৃদ্ধ হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ধৈর্য ধারণ করে যদি পরিশ্রম এর সাথে কাজ করা যায় এবং নিজের মনকে খরচের মধ্যে ঢোকানো যায় তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতার প্লাটফর্ম তৈরি করা সম্ভব

samun
2021-12-27, 12:49 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে অবশ্যই ব্যর্থতাকে মেনে নিতে হবে তবে ব্যর্থতার ওপর ভিত্তি করে যদি আপনি নিজেকে অবহেলা করেন তাহলে হয়তো আপনি আর কখনোই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন না সফলতা ব্যর্থতা এই দুটি ভাই যে যেমন তার সাথে ঠিক সেভাবেই এই জিনিসগুলো সমৃদ্ধ হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ধৈর্য ধারণ করে যদি পরিশ্রম এর সাথে কাজ করা যায় এবং নিজের মনকে খরচের মধ্যে ঢোকানো যায় তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতার প্লাটফর্ম তৈরি করা সম্ভব।

Mas26
2021-12-27, 11:06 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে অবশ্যই ব্যর্থতাকে মেনে নিতে হবে তবে ব্যর্থতার ওপর ভিত্তি করে যদি আপনি নিজেকে অবহেলা করেন তাহলে হয়তো আপনি আর কখনোই ফরেক্স মার্কেটে কাজ করতে পারবেন না সফলতা ব্যর্থতা এই দুটি ভাই যে যেমন তার সাথে ঠিক সেভাবেই এই জিনিসগুলো সমৃদ্ধ হবে তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ধৈর্য ধারণ করে যদি পরিশ্রম এর সাথে কাজ করা যায়,,আমরা সবাই কিন্তু এই মার্কেটে এই ভাবে লস দিয়ে দিয়ে একটু বিশ্রাম নেই আবার নতুন উদ্যোম নিয়ে নতুন ভাবে শুরু করি৷এভাবেই তো কয়েক বছর চলে যায়৷কারন এই মার্কেটে আমরা কেউই খুব তারাতারি সব কিছু শিখে ফেলতে পারি না৷এবং নিজের মনকে খরচের মধ্যে ঢোকানো যায় তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে সফলতার প্লাটফর্ম তৈরি করা সম্ভবlআর এভাবেই এক সময় আপনার লসের পরিমাণটাও দেখবেন যে বহুগুণে কমে এসেছে।কেননা ফরেক্স মার্কেটে লস হল লাভের পূর্ব শর্ত। সুতরাং মার্কেটের পেছনে লেগে থাকুন একদিন অবশ্যই সাফল্য পাবেন।