PDA

View Full Version : সবাই খালি নতুনদের টিপস দেয়!



maziz6989
2018-02-22, 06:49 AM
এই ফোরামে একটা জিনিস খেয়াল করেছি - যে সবাই খালি নতুনদের জ্ঞান দেয়। একজন ও প্রো ট্রেডারদের কোন জ্ঞান দেয় না। বিষয়টা কেমন যেন হয়ে গেল না? প্রো রা কি দুনিয়ার তাবৎ জিনিস জানে নাকি। কেউ ভাই মাস্টারদের ও মাস্টার থাকে - তারা একটু আওয়াজ দেন। খালি নতুনদের নয় - আমার মত আংশিক বুড়ারে ও একটু জ্ঞান দেন। সবাইকে ধন্যবাদ।

riponinsta
2018-02-22, 11:42 AM
ফরেক্স মার্কেট এ নতুন অনেক ট্রেডার ডিপোজিট করে না বুঝে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে বা বড় একটা লস করে তারপর তারা বলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল না তাই সবাই নতুন দের টিপস দেই যাতে করে নতুন রাও ফরেক্স মার্কেট এ ভাল করতে পারে অ্যাকাউন্ট ধরে রেখে ট্রেড করে যেন মাস বা সপ্তাহ শেষ এ টাকা তুলতে পারে তাই সবাই নতুনরা ভাল করে এটা চাই

iloveyou
2018-02-22, 12:02 PM
হ্যা ভাই আপনি ভাল কথাই বলেছেন। মানুষ হিসেবে এবং ট্রেডার হিসেবে আমরা সবাই এখানে সমান। কারন এই মার্কেটকে পুরোপুরি বোঝার বা আয়ত্ব করার ক্ষমতা কারও নেই। কেননা এখানে এই মার্কেটে ব্যবসা করতে হলে, সিনিয়র বলেন আর নতুন ট্রেডার বলেন, সকলকেই কিন্তু অতীত, বর্তমান এবং ভবিষ্যতেও ট্রেডিং এ লাভ এবং লসের মধ্য দিয়েই আমাদেরকে সারাজীবন চলতে হবে। এটা একটা চরম সত্য। এটা আমাদের সকলকেই মেনে নিয়ে এখানে ব্যবসা করতে হবে। তাই নতুন ট্রেডারদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকেও আমাদের অনেক কিছু জানার আছে। তাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি, তারা যেটা জানে হয়তোবা আমি সেটা জানিনা। কাজেই উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের ভবিষ্যতকে সুন্দর করতে পারব, সফলতা অর্জন করতে পারব।

Mamun13
2018-02-28, 08:50 AM
এখানে আমরা সবাই তেমন একটা ট্রেডিং অভিজ্ঞ ও দক্ষ নই৷আমরা যারা এখানে নিয়মিত লেখাপড়া করি তারা সবাই তো কম/বেশী শিক্ষার্থী ট্রেডার৷কেউ হয়তো একটু নতুন শিক্ষার্থী আর কেউ হয়তো একটু পুরোনো...৷ফোরামে আমরা সবাই শিখছি একে অন্যের কাছ থেকে৷এখানে ট্রেডিং মাষ্টার কেউ নাই আর থাকবেই বা কেন ? ট্রেডিং মাষ্টার বা ফরেক্স বস তো থাকবেন-লন্ডন-নিউইর্য়ক-টোকিও-সিডনীতে...৷আমি অধম লুজার ট্রেডার এখানে নতুন কিছু শিখতে ও কিছু বোনাস পুঁজির জন্য পড়ে আছি এবং থাকবো৷আমার কাছ থেকে আর কী আশা করতে পারবেন ?? আমি নিজেই তো ফরেক্স "ব-কলম" এবং "লুজার ট্রেডার" !!!

expkhaled
2018-05-21, 04:01 PM
আসলে ফরেক্স মার্কেট এ যারা নতুন আছে তারাই বেশী লস করেন। আর যারা সিনিয়র তাদের আর কি বলবো তারা সব কিছু জেনেই ট্রেড করছেন। তবে যারা সিনিয়র বা অনেক দিন যাবত ট্রেড করছেন এবং লস করেছেন তাহলে বুঝতে হবে আপনার ট্রেডিং সিস্টেম এ দুর্বলতা আছে। আসলে সুধু যে চার্ট দেখে এনলালাইসিস করে ট্রেড নিলেই তো আর হলো না সাথে কিছু সাইকোলজিক্যাল ব্যপার আছে সেগুলোও তো দেখতে হবে। আমাদের সব সময় ঠান্ডা মাথায় ট্রেড নেওয়ার চেষ্টা করতে হবে। আর বেশী অহংকার করলে হবে না, যে আমি অনেক বেশী বুঝি। সব সময় নরমাল থাকার চেষ্টা করতে হবে। তাহলে আশা করা যায় যে, নতুন পুরাতন সবাই উপকৃত হবেন।

uzzal05
2018-05-22, 02:39 PM
ফোরাম পোস্টিং মূলত শেখার জন্যই ব্যবহার করা হয়। আপনি এখানে আপনার অজানা বিষয়গুলো শেয়ার করে জেনে নিতে পারেন। কিন্তু এখানে সবাই সবকিছু জানে তা কিন্তু নয়। সবাই কম বা বেশি জ্ঞান নিয়েই ফরেক্স ট্রেড করছে। তাবে আমরা যারা কম জানি তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে ট্রেড চালিয়ে যেতে পারি।

alamsat
2018-05-22, 02:50 PM
সবাই খালি নতুনদের উপদেশ দেয় কারণ. এখানে যারা নতুন আর যারা পুরাতন সবাই উপদেশ দেয় নতুন দের সম্পর্কে কারণ নতুন ট্রেডার রা ট্রেডিং করতে অনেক ভুল ট্রেড করে ফেলে. তাই সবাই নতুনদের শেখানোর চেষ্টা করে. আর যারা পুরাতন তারা তো অনেক কিছু জানে তাদের আর কি উপদেশ দিবে. কারণ ফোরাম এ প্রায় সবাই নতুন পুরাতন খুব কম এ জন্য একজন নতুন ট্রেডের কিভাবে পুরাতনদের উপদেশ দিবে.

souravkumarhazra6763
2018-05-22, 04:44 PM
আমি আপনার কথাই একমত প্রদান করছি,ফরেক্স বিজিনেস বেশিভাগ ট্রেডারগন নতুন দের টিপস প্রদান করে থাকে,ভুল ধরে কিন্তু কেউ শিখাতে চাইনা,এই কারণে আমার নতুন রা লস করি আমাদের ব্যালেন্স শূণ্য করে ফেলি,তাই টিপস প্রদান থেকে বিরত থেকে আমাদের মত নতুনদের ট্রেড শিখতে সহয়তা করুন।

edottc
2019-03-28, 09:27 AM
ফরেক্সে সবাই নতুনদের জন্য টিপস দেয় ।আমি মনে করি এটা ঠিক আছে কারন নতুনরা ফরেক্সে এসে অনেক সমস্যায় পড়ে আর এই থেকে পরিত্যান পাওয়ার জন্য নতুন দের টিপস দিয়ে থাকে ।

bdunity
2019-03-28, 12:16 PM
ফরেক্স এ শিক্ষার কোন শেষ নাই তাই শুধু নতুনদের না যারা ফরেক্স এ মার্কেটে আছেন তাদের সবাই এই টিপস নেওয়া ভালো একজন নতুন ট্রেডার ও একটা ভালো ট্রেড সম্পর্কে জানতে পারে আবার যে অভিজ্ঞ ট্রেডার সে আবার নাও জানতে পারে তাই আমার মতে ফরেক্স ফোরামে পোস্ট দেওয়া ভালো যে যা জানে সে তাই পোস্ট দিলে নতুন পুরানো সবাই অভিজ্ঞতা অর্জন করতে পারে।