PDA

View Full Version : বড় লট এ ট্রেড করবো না ছোট লট এ ট্রেড করবো



riponinsta
2018-02-22, 10:50 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অনেকে এটা নিয়ে চিন্তাই থাকে বড় লট এ ট্রেড করবো না ছোট লট এ ট্রেড করবো । আমি বলব আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে ১ % রিস্ক নিয়ে ট্রেড করবেন আর যখন নিয়মিত লাভ করা শুরু করবেন তখন আপনি ২ % রিস্ক নিয়ে ট্রেড করবেন এতে করে আপনার অ্যাকাউন্ট বেচে থাকবে আপনি ফরেক্স মার্কেট এ লাভ করবেন ।

alamsat
2018-02-22, 04:13 PM
ছোট লট নিয়ে ট্রেড করলে লাভ কম হয়. কিন্তু অল্প পুঁজি দিয়া ট্রেড করা যাই. তাই আমি বলবো ট্রেড মার্কেট এ টিকে থাকতে হলে কম লট দিয়া ট্রেড করা অনেক ভালো.

iloveyou
2018-02-22, 07:39 PM
ভাই এখানে লর্ট সাইজ নির্ধারণ হবে আপনি একটা ট্রেডে কতটুকু রিস্ক নিতে চান সেটার বেসিসে। তবে আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে আপনি হায়েস্ট ২% রিস্ক নিতে পারেন। তাই এখানে রিস্ক বেশি নেওয়াটা বড় কথা নয়, কথা হলো আপনার মানি ম্যানেজ ম্যান্ট যদি প্রপারলী ঠিক থাকে, আর মার্কেটের উপর যদি আপনার দক্ষতা ভাল থাকে, ইভেনকি আপনি যদি মার্কেটের সাইকোলোজিক্যাল বিষয়গুলো ভাল বোঝেন, তাহলে আপনি হাই ভলিওমেও ট্রেড করে প্রফিট করতে পারবেন।

maziz6989
2018-02-22, 10:11 PM
এটা এক প্রকারের অবান্তর প্রশ্ন ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি - মানি ম্যানেজমেন্ট এর প্রথম পাটই হল আপনার ব্যালান্স অনুযায়ী ট্রেড করা। আপনার যদি এত এত ডলার থাকে তবে আপনার লট সাইজ হবে এত। আর যদি এত থাকে তবে তা হবে এত। এখানে এত এত ত্যানা পেছানোর কি আছে বুঝি না।

Grimm
2018-02-22, 11:26 PM
অাপনি যদি এই ব্যবসায় সফলভাবে টিকে থাকতে চান তাহলে বড় লট কখনই ব্যবহার করবেন না। কারণ আপনি যদি বড় লট ব্যবহার করেন তাহলে আপনি তাড়াতাড়ি লস করে দিতে পারেন আর বড় লট সবসময় বড় ধরনের লস বয়ে আনে আর সেটা রিকোভার করা এতটা সহজ হয় না। তাই সবসময় ছোট লট ব্যবহার করুন এতে আপনি যেমন খুব সহজেই আপনার লস রিকোভার করতে পারবেন তেমনি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে ট্রেড করতে পারবেন।

maziz6989
2018-02-23, 08:25 AM
এটা এক প্রকারের অবান্তর প্রশ্ন ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি - মানি ম্যানেজমেন্ট এর প্রথম পাটই হল আপনার ব্যালান্স অনুযায়ী ট্রেড করা। আপনার যদি এত এত ডলার থাকে তবে আপনার লট সাইজ হবে এত। আর যদি এত থাকে তবে তা হবে এত। এখানে এত এত ত্যানা পেছানোর কি আছে বুঝি না।

Mamun13
2018-02-28, 08:00 AM
এই ফরেক্স মার্কেটে যারা একদম নতুন এসেছেন তাদের পুঁজি বা ব্যালেন্স যথেষ্ট ভালো হওয়া সত্তেও ছোট ছোট লটে ট্রেড করা উচিৎ৷যখন কোন পেয়ারে এন্ট্রী করবেন তখন অবশ্যই 0.01 সাইজের ভলিয়মে ট্রেড করবেন৷যেহেতু আপনি অনভিজ্ঞ নতুন ট্রেডার৷তাই আপনি নিশ্চয় মানি মেনেজমেন্ট সঠিক ভাবে বুঝতে পারবেন না৷ফলে প্রচুর লস হওয়ার সম্ভাবনা থাকবে৷এজন্য সর্বনিম্ন লটে ট্রেড করা ভালো৷

majeed
2018-02-28, 11:02 AM
লট ছেট হবে নাকি বড় হবে এটা ভাবার আগে দেখতে হবে আপনার ব্যলেন্স কত? যদি 100 ডলার হয় তাহলে .01 লট এর একটি ট্রেড নেওয়া ভাল এই ভাবে আপনার ব্যলেন্সে সঙ্গে ক্যালকুলেশন করে ট্রেড করলে রিস্ক কম থাকে।

expkhaled
2018-02-28, 12:57 PM
প্রাথমিক অবস্থায় যত ছোট লটে ট্রেড করবেন তত বেশি দিন মার্কেটে টিকতে পারবেন। কারণ আপনি প্রথম দিকে মার্কেট এর গতিবিধি বুঝতে পারবেন না সঠিক ভাবে তাই লস হওয়াটা স্বাভাবিক। তাই যত কম লস করবেন ততবেশি দিন মার্কেট এ ট্রেড করতে পারবেন এবং শিখতে পারবেন। আর যদি লস করে ফেলেন পুরোটা বড় লটে ট্রেড করে তাহলে ট্রেড করবেন কি দিয়ে? সুতরাং ছোট লটই নিরাপদ। আর যদি লাভ করতে পারেন ধারাবাহিক ভাবে তাহলে লটের সাইজ আস্তে আস্তে বাড়াবেন।

Sakib42
2021-09-18, 10:12 PM
প্রথম অবস্থায় অবশ্যই ছোট লোটে ট্রেডিং করতে হবে। এবং আপনি যখন আস্তে আস্তে অভিজ্ঞ হবেন তখন চাইলে বড় এমাউন্টের লট নিয়ে ট্রেডিং করতে পারেন। আপনি ছোট কিংবা বড় লটে ট্রেডিং করবেন কিনা এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপর। আপনি যদি ফরেক্স বোঝেন সে ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে চাইলে বড় এমাউন্টের ট্রেডিং করতে পারেন। আর যদি মনে হয় যে আপনি এখনো শিখছেন তখন ছোট লোটে ট্রেডিং করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন অভিজ্ঞ হওয়ার জন্য।

Starship
2021-09-19, 08:37 AM
ফরেক্সে যে সকল ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট ফলো করা ব্যতীত বড় লটে ট্রেড করেছেন তারাই নিজেদের ব্যালেন্স জিরো করেছেন যার প্রমান আমি নিজেই। ফরেক্সে মানি ম্যানেজমেন্ট ফলো করা ব্যতীত কেউ সফল হতে পারে নাই। হয়তো বা অতিরিক্ত লটে আপনার ২ থেকে ৪ টি ট্রেড প্রফিট হবে কিন্তু পরবর্তীতে ঠিকই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। এর জন্য আমি চেষ্টা করি অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করে যথাযথ মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করার জন্য। কেননা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে না পারলে আপনি কখনই ফরেক্সে প্রফিট করতে পারবেন না

FRK75
2021-12-14, 10:02 PM
লর্ট সাইজ নির্ধারণ হবে আপনি একটা ট্রেডে কতটুকু রিস্ক নিতে চান সেটার বেসিসে। তবে আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে আপনি হায়েস্ট ২% রিস্ক নিতে পারেন। তাই এখানে রিস্ক বেশি নেওয়াটা বড় কথা নয়, কথা হলো আপনার মানি ম্যানেজ ম্যান্ট যদি প্রপারলী ঠিক থাকে, আর মার্কেটের উপর যদি আপনার দক্ষতা ভাল থাকে, ইভেনকি আপনি যদি মার্কেটের সাইকোলোজিক্যাল বিষয়গুলো ভাল বোঝেন, তাহলে আপনি হাই ভলিওমেও ট্রেড করে প্রফিট করতে পারবেন।