Log in

View Full Version : ফ্ল্যাগ প্যাটার্ন স্ট্রাটেজি



habibi
2018-02-22, 12:20 PM
আমি খুব আকর্ষণীয় একটি স্ট্রাটেজি আপনারদের সাথে শেয়ার করব যা ফ্ল্যাগ গঠন ভিত্তিক।

ফ্ল্যাগ গঠন কি? এটি বড় আপওয়ার্ড/ডাউনওয়ার্ড মুভমেন্টের পরে এক ধরনের কনসোলিডেশন। কেন এটা এত ভাল? এটি ভাল কারণ আপনি সহজেই আপনার টার্গেট পরিমাপ করতে পারবেন। আমি বিশ্বাস করি যে ঠিক বর্তমান ট্রেন্ডের মাঝখানে এই ফ্ল্যাগ দেখা যায়।
দ্বিতীয় সুবিধা হচ্ছে এটি প্রতিটি চার্টে, প্রত্যেক টাইম ফ্রেমের উপর প্রায়ই প্রদর্শিত।

আমি আপনাকে দেখাব কিভাবে এটি কাজ করে
5260

maziz6989
2018-02-23, 10:53 AM
এটা খুবই ক্রিটিক্যাল একটা প্যাটার্ন। নিজে বাস্তবে কখনও এই প্যাটার্ন এর উপর বেইজ করে ট্রেড করেছেন? আমি নিজে করেছি এবং তার জন্য বেশ পরিমাণে মূল্যও দিয়েছি। আমার কাছে মনে হয়েছে সব থেকে ফালতু একটা প্যাটার্ন হল এই ফ্লাগ প্যাটার্ন। আমি মনে করি আর সব প্যাটার্নে ট্রেড করা যেতে পারে এটা বাদ দিয়ে। কারণ এটা এক প্রকার নিজেরে রিক্সে ফেলা ছাড়া আর কিছুই না।

habibi
2018-02-25, 02:27 PM
এটা খুবই ক্রিটিক্যাল একটা প্যাটার্ন। নিজে বাস্তবে কখনও এই প্যাটার্ন এর উপর বেইজ করে ট্রেড করেছেন? আমি নিজে করেছি এবং তার জন্য বেশ পরিমাণে মূল্যও দিয়েছি। আমার কাছে মনে হয়েছে সব থেকে ফালতু একটা প্যাটার্ন হল এই ফ্লাগ প্যাটার্ন। আমি মনে করি আর সব প্যাটার্নে ট্রেড করা যেতে পারে এটা বাদ দিয়ে। কারণ এটা এক প্রকার নিজেরে রিক্সে ফেলা ছাড়া আর কিছুই না।

হ্যাঁ আমি ফ্ল্যাগ প্যাটার্ন স্ট্রাটেজি দিয়ে কাজ করেছি। আমি আপনার সঙ্গে একমত যে এটা একটা খুবই ক্রিটিক্যাল একটা প্যাটার্ন। আসলে এই ধরনের প্যাটার্ন খুব কমই দেখা গঠন করে। আর যদি এটি গঠন করতে পারে তাহলে এটির পজেটিভ ফলাফল দেয়। আমি হয়ত আপনার প্যাটার্ন গঠনে ভুল ছিল। আর আমি আমার সব স্ট্রাটেজি ডেমো অ্যাকাউন্ট ট্রাই করার পর যদি পজেটিভ ফলাফল পায় শুধু মাত্র তখনই এটি লাইভ অ্যাকাউন্টে যুক্ত করি। তাই আমি আপনাকে বলব যে আগে যে স্ট্রাটেজি, ইনডিকেটর, রোবট যাই হোক না আগে ডেমোতে চেষ্টা করার পর লাইভে ট্রাই করুন। তাহলে আর লস পড়তে হবে না।