PDA

View Full Version : হেড এবং সৌল্ডার প্যাটার্ন



habibi
2018-02-22, 12:34 PM
আমি দেখেছি হেড এবং সৌল্ডার প্যাটার্ন খুব চমৎকার কাজ করে। এছাড়া আমি দেখেছি যে প্যাটার্ন প্রায় সময় ভালভাবে কাজ করে। এটি h4 টাইম চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে হেড এবং সৌল্ডার প্যাটার্ন নিচের ছবিতে দেখিয়েছেছি । আশা করছি একটি আপনাদের কাজে আসবে .

5261

maziz6989
2018-02-23, 10:50 AM
সবই তো ঠিক আছে কিন্তু এখানে কিভাবে ট্রেড এন্ট্রি নিতে হবে বা এক্সিট পয়েন্ট কোথায় হবে এগুলোও তো আলোচনা করতে হয়। এর সাথে আরও কিছু জিনিস এড করতে হয় ট্রেড করার জন্য। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বস্তু হল ফিবো লেভেল। প্রাকটিস করতে থাকেন শিখতে পারবেন। তবে শিখার আগ্রহও কিন্তু থাকতে হবে নতুবা কোন কাজে আসবে না। হ্যাপি ট্রেডিং

FREEDOM
2020-04-21, 02:08 AM
আপনার ছবিটা এখানে আসলে দেখা যাচ্ছে না তবে যে বিষয়ে বুঝাতে চেয়েছেন তা বুঝতে পেরছি মোটামুটি। হেড এন্ড সোল্ডার মুলত টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংশ মার্কেটে অনেক সময় এ ধরনের প্যাটার্ন দেখতে পাওয়া যায়। আমিও অনেক সময় এ দরনের প্যাটার্নে ট্রেড করেছি এবং তা বেশ ভালো কাজেও দিয়েছে। মুলত এ ধরনের প্যাটার্নে আমরা মাঝখানে একটা হেড দেখতে পাই তার সাথে লেফট একটি সাপোর্ট বডি এর সমান্তরালে রাইট সাইটে একটি সাপোর্ট বডি দেখতে পাই এবং কনফার্মেশন পেলে তখনই ট্রেডে এন্ট্রি নিতে পারি।

Rokibul7
2020-05-03, 10:51 AM
আপনার ছবিটা দেখা যাচ্ছে না।দেখা গেলে এই প্যাটান সম্পর্কে হয়তো কিছুটা বুঝতে পারতাম।যাই হোক আমি ফরেক্স এ নতুন,তেমন কিছু বুঝি না।এ সব আমার বোঝার দরকার,আমার আগ্রহ আছে ফরেক্স শেখার,ধন্যবাদ