PDA

View Full Version : ফরেক্স মার্কেট ও স্টক মার্কেটের পার্থক্য



Tofazzal Mia
2018-02-22, 04:22 PM
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট (স্টক এবং সিকিউরিটি মার্কেট) হল দুইটি স্বাধীন মার্কেট যেগুলোর নিজেদের মধ্যে কোন সম্পর্ক নেই। তারা তাদের ট্রেডের উপাদানসমূহে আলাদা যেমন ফরেক্স মার্কেটের জন্য মুদ্রা এবং স্টক মার্কেটের জন্য শেয়ার।
স্টক মার্কেট সাধারনত অবস্থিত হয় স্টক এক্সচেঞ্জে। সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জগুলো অবস্থিত নিউ ইয়র্ক, লন্ডন এবং টোকিওতে।
ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে আরেকটা পার্থক্য হল ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ। একটি স্টক মার্কেট থেকে শেয়ার কিনতে একজনের প্রয়োজন হবে বেশ বড় অঙ্কের অর্থ, ১০ হাজার মার্কিন ডলার থেকে ১০০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।
একটি স্টক মার্কেটে ট্রেডিং হল নিয়ন্ত্রিত এবং স্থির যা ফরেক্স মার্কেটের মত নয় যেখানে একজন অল্প সময়ের ব্যাবধানে খুব বড় অঙ্কের মুনাফা বা লোকসান করতে পারে। কিছু ট্রেডার যারা ফরেক্স মার্কেটে ভাগ্য গড়ে এবং পরবর্তীতে স্টক মার্কেটে যায়। এক্ষেত্রে, স্টক মার্কেট প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ভাগে বিভক্ত।
প্রাইমারি ষ্টক মার্কেট একটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে: এটার অগ্রগতির মাত্রা এবং প্রভাব প্রাইমারি মার্কেটের উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করে। প্রাইমারি মার্কেটে কোম্পানিগুলো সাধারণত তাদের ipo প্রবর্তন করে। নিয়মানুসারে, এই মার্কেটে সিকিউরিটিজের ক্রেতারা ব্যাক্তিগত বা প্রতিষ্ঠানিক (বিনিয়োগ তহবিল, বিমা প্রতিষ্ঠানসমূহ, ইত্যাদি) বিনিয়োগকারী। প্রাইমারি মার্কেটের সিকিউরিটি বিবেচিত হয় সরাসরি বা মধ্যস্ততাকারিদের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে আবর্তনের মাধ্যমে। সেকেন্ডারি স্টক মার্কেটের মধ্যে থাকে ওভার দ্য কাউন্টার মার্কেট এবং স্টক এক্সচেঞ্জ। এখানে গ্রাহকরা অন্য বিনিয়োগকারীদের নিকট তাদের ইতোমধ্যে এমিটেড শেয়ারগুলো পুনরায় বিক্রি করে। প্রাইমারির মত না হয়ে সেকেন্ডারি মার্কেট রাষ্ট্রের বিনিয়োগ প্রবাহের পরিমাণকে কোন ভাবে প্রভাবিত করে না। এই মার্কেটের মূল অংশগ্রহণকারীরা হল ফটকাবাজ যারা কম মূল্যে কিনে এবং বেশি মূল্যে বিক্রি করে।
একটি স্টকমার্কেটের প্রধান নিয়ন্ত্রকদের মধ্যে একটি হল মূল্য। এটা গঠিত হয় ফটকাবাজ, এমিটারস, মধ্যস্ততাকারি এবং বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণে। একটি মার্কেটের মূল্যসমূহ গঠিত হয় বিভিন্ন নীতির মাধ্যমে : উদৃত সিকিউরিটিজ, সেগুলোর অনুমোদনকারী, চাহিদা, বাজার পরিস্থিতি। এই নীতিগুলো বিবেচিত হয় স্টক মার্কেটে মূল্য গঠনের মাধ্যমে, প্রাথমিক সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল্য নির্ধারণে, বিক্রয় থেকে দ্রুত মুনাফা অর্জনে, মার্কেটে প্রবেশে, এবং মার্কেটের একটি অংশবিশেষ অধিকার করতে। স্টক ট্রেডারদের বিভিন্ন প্রকার লক্ষ্য থাকে: স্টক হারের পার্থক্য থেকে মুনাফা অর্জন, ডেভিডেন্ট অর্জন, ইত্যাদি। স্টক মার্কেটে স্থবরতা এবং নিরাপত্তা সত্ত্বেও এটাতে ট্রেডিং এর পূর্বে যেকাউকে ঝুঁকি কমাতে মার্কেট বিশ্লেষণ করার পরামর্শ দেয়া হয়।

Tofazzal Mia
2018-04-22, 04:53 PM
ফরেক্স মার্কেট ও শেয়ার মার্কেট দুটি পুরোপুরি আলাদা এবং স্বাধীন মার্কেট। প্রতিটা মার্কেটের উপকরন আলাদা ফরেক্স মাকেটে লেনদেন হয় বিভিন্ন দেশের কারেন্সী নিয়ে আর শেয়ার মার্কেটে লেনদেন হয় বিভিন্ন কোম্পনীর শেয়ার ও সিকিউরিটিজ নিয়ে। যদিও ফরেক্স মার্কেটে আপনি কোন কারেন্সী বাই বা সেল উভয়ই করে লাভবান হতে পারবেন কিন্তু স্টক মার্কেটে আপনি শুধু বাই করতে পারবেন। তাই ফরেক্স মার্কেটে বিনিয়োগ করা শেয়ার মার্কেট থেকে অনেক সহজ , মুনাফা বেশি ও ঝুঁকি অনেক কম। আর এই কারনেই ​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​এই মার্কেটে ​​​​​​​​​​​​​​দৈনিক​​প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেনের করা হয়। যা ​​​​​পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার মার্কেটে (আমেরিকার স্টক এক্সচেঞ্জ) থেকে প্রায় ৩০ গুনেরও বেশি লেনদেনের হয়।

fxjaman
2018-12-11, 06:28 PM
ঘটনা হলো ফরেক্স মার্কেটে আপনি স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন। এছাড়াও এখানে সময় অর্থাৎ* অনেকগুলো টাইমফ্রেমের ব্যবহার পাচ্ছেন, লিভারেজ রয়েছে আর সবচেয়ে বড় সুবিধা হলো স্টপ লস সেট করতে পারবেন, এমনকি এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার ট্রেডগুলো ক্লোজও করতে পারবেন ইত্যাদি আরও অনেক সুবিধা। কিন্তু স্টক মার্কেটে আপনার ট্রেড ম্যাচুয়েড হতেই দুদিন সময় লাগবে। ফরেক্সের মত সুবিধা আপনি অন্য কোন ব্যবসাতে পাবেন না। এই হলো পার্থক্য।

habibi
2019-02-10, 05:59 PM
ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেটের অনেকটা একই হলে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে-এই পার্থক্য গুলো হল

১। ফরেক্স মার্কেটে পেয়ারের দাম বৃদ্ধি বা হ্রাসের উভয়ে ট্রেড করে প্রফিট করা যায়। শেয়ার মার্কেট শুধুমাত্র শেয়ার দাম বাড়ার থেকে প্রফিট করা যায়।
২। ফরেক্স মার্কেট ২৪/৫ ট্রেড করা যায়। আর শেয়ার মার্কেট বিভিন্ন স্টক এক্সচেঞ্জের সময় অনুযায়ী ট্রেড হয়।
৩। সাধারনত শেয়ার ব্যবসা একটি দশেরে মধ্যে সীমাবদ্ধ। ফরক্সে ব্যবসা নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বব্যাপী।
৪। ফরেক্স মার্কেটে ব্রোকার গ্রাহকেরদের ১:৩০০০ লিভারেজ দিয়ে থাকে। আর শেয়ার মার্কেটে লিভারেজ হয় ১:১ বা তার কম।
৫। লিভারেজ বেশি পাওয়ার কারনে ফরেক্স মার্কেটে ১ ডলার ইনভেস্ট করে ট্রেডিং শুরু করা করা যায়। আর শেয়ার মার্কেটে প্রায় তুলনা মূলক বেশি ইনভেস্ট করতে হয়।
৬। ফরেক্স মার্কেটের প্রতিদিনের টার্নওভার ৩ ট্রিলিয়ন।

SUROZ Islam
2019-03-18, 01:02 PM
ফরেক্স এবং স্টক মার্কেট দুটি সর্ম্পুণ আলাদা দুটি মার্কেট, যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন
১. ক. আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
খ. স্টক মার্কেটেও এই প্রতিযোগিতাটা বেরেছে কিন্তু একটি নির্দিস্ট দেশের মধ্যেই কেবল সম্ভব।

২. ক. মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
খ. স্টক মার্কেটে ১ ডলারের সমপরিমান টাকা দিয়ে বিজ করবেন, এমনটা ভাবাও যায় না। আর ডেমো করে নিজেকে পরিপক্ষ করার কোন অপশন তো নাই ই।

৩. ক. ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
খ. আর আমাদের স্টক মার্কেট ম্যানিপুলেটশন ছাড়া কোন শেয়ারের প্রাইচ আপই হয় না। এখানে অর্থনৈতিকের বালাই নাই। মামুরা চাইলে প্রাইচ আট না চাইলে জিবন শেষ।

৪. ক. ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।
খ. স্বল্প পুজির বিনিয়োগকারীরা তো লোনের কথা ভাবতেই পারে না। বড় পিএফের মালিকরা ছাড়া। আবার লোন পাইলেও শেয়ারের মুভমেন্ট না হলে লসে মেরে এডজাস্ট করতে হয়।

৫. ক. স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
খ. স্টক মার্কেটে ম্যাচুরিউডই হয় ৩ দিনে তাই এমন ট্রেড করার কোন চান্সই নাই।

৬. ক. ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
খ. স্টক মার্কেটও সপ্তাহে ৫ দিন খোলা কিন্তু মাত্র ৪ ঘন্টা।

৭. ক. ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
খ. বর্তমানে স্টক বিজও বাসায় বসেই করা যায়। তবে উল্টা পাল্টা আপ ডাউনে দফারফা হয়ে যাচ্ছে আমাদের।

৮. ক. ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
খ. স্টক মার্কেটে ট্রেড করতে অন লাইন লাগে না কিন্তু একাউন্ট অপেন করতে কমপক্ষে ২-৩ দিন সময় লাগে।

৯. ক. আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।
খ. এই প্রক্রিয়াটা স্টক মার্কেটে প্রচল আছে কিন্তু ভিন্ন উপায়ে সেটাকে পেইড ধান্ধা বলে। কিন্তু ফরেক্সে ব্রোকারের মাধ্যমেই পেতে পারেন।

১০. ক. সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
খ. স্টক মার্কেটে আপনি যতই দক্ষ হোন না কেন আপনি মামু ছাড়া প্রচুর ইনকাম করতে পারবেন না।

১১. ক. একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
খ. স্টক মার্কেটে যদি কোন মামু থাকে তবে কোন পড়াশুনা ছাড়াই আপনি সফল হতে পারবেন। আর এটার চেয়ে অনেক বেশী চেলেজিং ফরেক্স মার্কেট।

১২. ক. ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।
খ. স্টক মার্কেটে তো মন্দা ছাড়া কথাই নাই। একমাত্র বাই করেই লাভ করা যায় এখানে সেল করার কোন অপশন নাই।

১৩. ক. ফরেক্সে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করে লাভ করা যায়।
খ. স্টক মার্কেট শুধু মাত্র কোন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করে লাভ করা যায়।

১৪. ক. ফরেক্স মার্কেট অনেক ভাইব্রেশনের কারনে আপনার একটা ভুল ট্রেড আপনাকে ফকির করে দিতে পারে পক্ষান্তরে একটা ভাল ট্রেড আপনাকে কটিপতি বানিয়ে দিতে পারে।
খ. স্টক মার্কেটে ফকির হবেন না কিন্তু কটিপতি হতেও পারবেন না।

১৫. ক. ফরেক্স মার্কেটেই একমাত্র এফএ, টিএ ও নিউজের ইফেক্ট খুব ভাল করে কাজ করে।
খ. আমাদের স্টক মার্কেটে এগুলি তেমন ভাল কাজ করে না।

এমন আরো অনেক দিক আছে যে গুলি স্টক মার্কেট থেকে ফরেক্স মার্কেটকে আলাদা করেছে। তবে মনে রাখতে হবে দুটি মার্কেটই বিনিয়োগ নির্ভর এবং চেলেন্জিং। এখানে শিক্ষা, দক্ষতা, অভিজ্ঞতার উপড় আর কিছু নাই।

BDFOREX TRADER
2019-04-08, 04:18 PM
সব হিসাব-নিকাশ করে ভালো কিছু শেয়ারে বিনিয়োগ করলেন কিংবা এক বছর মেয়াদি একটি বড় প্রকল্পের কাজে হাত দিলেন। ছয় মাস পর সব হিসাব-নিকাশ পাল্টে দিল আপনার মুদ্রার বিনিময় হার। প্রতি বছর বিশ্বে এমন কোটি কোটি গল্প তৈরি হচ্ছে। বিনিময় হার এ যুগে আর্থিক বিশ্লেষণের অবিচ্ছেদ্য অংশ। বিনিময় হার নির্ধারণে সবচেয়ে বড় নিয়ামক দেশের অর্থনীতি ও কেন্দ্রীয় ব্যাংক। তবে বৈদেশিক মুদ্রার আন্তর্জাতিক বাজার বা ফরেন এক্সচেঞ্জও (ফরেক্স) বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নিজের শক্তিমত্তা দেখিয়ে চলেছে। গণমাধ্যম বা সাধারণ্যের আলোচনায় পুঁজিবাজারের মতো এত বেশি ঘুরে-ফিরে আসে না বিশ্বের সবচেয়ে বড় ও লিকুইড আর্থিক বাজার ফরেক্স। ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটলমেন্টের ২০১৬ সালের এক হিসাবে দেখা যায়, প্রতিদিন গড়ে সারা পৃথিবীতে ৫ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যমানের মুদ্রা কেনাবেচা হয়। এ বাজারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন সক্রিয়, তেমনি সক্রিয় আন্তর্জাতিক পরিসরে ব্যবসা করা বড় বড় সব আর্থিক প্রতিষ্ঠানও। বৈদেশিক বাণিজ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা করপোরেশনগুলোর জন্যও ফরেক্স খুব গুরুত্বপূর্ণ বাজার। ইন্টারনেটের প্রসারের পর তাদের সঙ্গে যোগ দিয়েছেন কোটি কোটি খুচরা ট্রেডার। ইন্টারনেটের প্রসারের পর ক্রয়মূল্য আর বিক্রয়মূল্যের মধ্যে কিছু ব্যবধান রেখে মুনাফা গোনা ফরেক্স ব্রোকাররা মুদ্রা কেনাবেচাকে নিছক একটি ক্লিকের ব্যাপারে পরিণত করেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১ সেকেন্ডের জন্যও ঘুমায় না বৈদেশিক মুদ্রার বৈশ্বিক বাজার ফরেক্স। বাড়তি মুনাফার জন্য ২৪ ঘণ্টা লেনদেন চলা এ বাজারে স্পেকুলেটররাও কম সক্রিয় নন.

BDFOREX TRADER
2020-07-02, 02:58 PM
শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) করে প্রফিট করা যায়। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। ফরেক্স ট্রেডিং একটা গ্লোবাল ও বিশ্বব্যাপি আন্তর্জাতিক মুদ্রাবাজার। ফরেক্স মার্কেট এ প্রতিদনথ ৫ থেকে ৭ ট্রিলিওয়ন ডলার লেনদেন হয়ে থাকে।এই বৃহৎ মূদ্রাবাজারে আপনি আপনার ঘরে বসেই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন এবং টাকা ডিপোজিট করা থেকে টাকা উত্তোলন বস কিছু করতে পাড়বেন মুহুরতের মধ্যেই।এই মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।এ বাজারে মুদ্রার দাম বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিজেই পরিবর্তন হয় । তাছাড়া মুদ্রার উর্ধগতি ও নিম্নগতি উভয় ক্ষেত্রেই প্রফিট করা যায়।

Mahmud1984fx
2020-07-10, 10:37 AM
ফরেক্স মার্কেট ও স্টক মার্কেটের মধ্যে পার্থক্য : ফরেক্স মার্কেটের পণ্য হলো মুদ্রা আর স্টক মার্কেটের পণ্য হলো শেয়ার, ফরেক্স মার্কেটে ক্রয় এবং বিক্রয় উভয় সিস্টেমে প্রফিট করা যায় আর স্টক মার্কেটে শুধুমাত্র বিক্রয় করার মাধ্যমে লাভ করা যায়, ফরেক্স ব্যবসাটা বিশ্বব্যাপী আর শেয়ার মার্কেট সাধারণত: প্রত্যেক দেশের আভ্যন্তরীণ ব্যবসা, ফরেক্স মার্কেটে ব্রোকাররা লিভারেজ ১:৩০০০ পর্যন্ত দিয়ে থাকে আর শেয়ার মার্কেটে সর্বোচ্চ ১:১ বা তার চেয়েও কম দেয়া হয় ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন পার্থক্য আছে।

EmonFX
2020-12-25, 03:08 PM
যদিও ফরেক্স অনেকটা স্টক মার্কেটের মতো তবে পুরোপুরি স্টক মার্কেট নয়। এদের মধ্যে যেমন রয়েছে সাদৃশ্য তেমনি বৈসাদৃশ্যও রয়েছে অনেক। ফরেক্সে বিভিন্ন দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয় আর শেয়ারে কোন কম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। শেয়ার মার্কেটে আপনাকে বিজনেস করতে হলে অবশ্যেই ক্যাপিটালের দরকার হবে কিন্ত ফরেক্স মার্কেটে আপনি ক্যাপিটাল ছাড়াও বিজনেস করতে পারেন। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ সহ একটি ডেক্সটপ, ল্যাপটপ অথবা একটি স্মার্ট ফোন হলেই যে কেউ এখানে ট্রেড করতে পারে, মে কোনো স্থানে বসেই ট্রেঢ করতে পারেন।
তাছাড়া শেয়ার বিজনেস করতে হলে আপনাকে কোথাও না কোথাও যেতে হবে আর ফরেক্সে ট্রেড করতে আপনার যাবতীয় কার্যক্রম বাসায় বসে অনলাইনের মাধ্যমেই করতে পারেন। একাউন্ট করা থেকে শুরু করে ট্রেড করা, টাকা উত্তোলন সব কিছু বাসায় বসেই করা সম্ভব, যেটা শেয়ার বাজারে সম্ভব নয়।

Montu Zaman
2021-07-04, 04:59 PM
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। উদহারণসরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।
14812
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবরতনশিল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্চে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।
হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেট এ, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।
ফরেক্স ট্রেড করার সুবিধাঃ
- আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
- মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভভ। তাছারা প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দেবে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
- ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভভ না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
- ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।
- স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য খোলা ট্রেড। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন করে এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
- ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
- ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
- আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।
- সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।

SumonIslam
2021-11-10, 11:15 AM
Forex শব্দটি মুলত foreign exchange শব্দটির সংক্ষিপ্তরূপ। ফরেক্স মার্কেটে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার একটি নির্ধারিত মূল্যের হারে বিনিময় হয়ে থাকে। ফরেক্স হল অন্যান্য ব্যবসার মত একটি ব্যবসা। যার মাধ্যমে আপনি এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার বিনিময় বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে প্রফিট বা মুনাফা লাভ করতে পারবেন। অপরদিকে এই ব্যবসার ঝুঁকিও অনেক। সেজন্য আপনার সঠিক দক্ষতা ও জ্ঞানার্জন করা আবশ্যক। 15913

Mas26
2022-03-26, 10:43 AM
ফরেক্স মার্কেট ও স্টক মার্কেটের মধ্যে পার্থক্যঃ ফরেক্স মার্কেটের পণ্য হলো মুদ্রা আর স্টক মার্কেটের পণ্য হলো শেয়ার, তবে বৈদেশিক মুদ্রার আন্তর্জাতিক বাজার বা ফরেন এক্সচেঞ্জও (ফরেক্স) বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নিজের শক্তিমত্তা দেখিয়ে চলেছে। গণমাধ্যম বা সাধারণ্যের আলোচনায় পুঁজিবাজারের মতো এত বেশি ঘুরে-ফিরে আসে না বিশ্বের সবচেয়ে বড় ও লিকুইড আর্থিক বাজার ফরেক্স। ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটলমেন্টের ২০১৬ সালের এক হিসাবে দেখা যায়, প্রতিদিন গড়ে সারা পৃথিবীতে ৫ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যমানের মুদ্রা কেনাবেচা হয়। এ বাজারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন সক্রিয়, তেমনি সক্রিয় আন্তর্জাতিক পরিসরে ব্যবসা করা বড় বড় সব আর্থিক প্রতিষ্ঠানও। বৈদেশিক বাণিজ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা করপোরেশনগুলোর জন্যও ফরেক্স খুব গুরুত্বপূর্ণ বাজার।ফরেক্স মার্কেটে ক্রয় এবং বিক্রয় উভয় সিস্টেমে প্রফিট করা যায় আর স্টক মার্কেটে শুধুমাত্র বিক্রয় করার মাধ্যমে লাভ করা যায়, ফরেক্স ব্যবসাটা বিশ্বব্যাপী আর শেয়ার মার্কেট সাধারণত: প্রত্যেক দেশের আভ্যন্তরীণ ব্যবসা, ফরেক্স মার্কেটে ব্রোকাররা লিভারেজ 1ঃ13000 পর্যন্ত দিয়ে থাকে আর শেয়ার মার্কেটে সর্বোচ্চ 1ঃ1 বা তার চেয়েও কম দেয়া হয় ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন পার্থক্য আছে।উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই।

Montu Zaman
2022-07-17, 04:25 PM
17920
সপ্তাহের পাঁচ দিন পাঁচ রাত ব্যবসা চলছে 🤗 রাতদিন যেকোনো সময় ট্রেড করার সুযোগ আছে।সপ্তাহের সোম থেকে শুক্র বার এই পাঁচ দিন যেকোনো সময় যেকোনো কারেন্সি পেয়ার ক্রয় করা যায়-বিক্রয় করা যায়। আর বাকি দুই দিন বিশ্রামে থাকতে হয়।
📌 ফরেক্স মার্কেট সারা বিশ্বব্যাপী, সর্বাধুনিক অনলাইন ভিত্তিক, সর্ববৃহৎ, সর্বাধিক স্মার্ট, সাংঘাতিক ঝুঁকিপূর্ণ, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ভরপুর এক দুর্দান্ত কঠিন এবং লাভজনক বাণিজ্যিক প্ল্যাটফর্ম 🤔🤯
📌 মার্কেটে প্রতিদিন গড়ে প্রায় ৬ ট্রিলিয়ন US $ লেনদেন হচ্ছে। বিশ্বের যেকোনও প্রান্ত থেকে যে কেউ যেকোনো সময় যেকোনো পেয়ার ট্রেড করতে পারেন। এখানে সবকিছুই আছে .... বিভিন্ন কারেন্সি পেয়ার সহ স্বর্ণ-রুপা...তেল-গ্যাস... আটা চিনি.... থেকে শুরু করে বড় বড় কোম্পানির শেয়ার... সবকিছুই প্রতিনিয়ত ক্রয়-বিক্রয় হচ্ছে🙄
📌 উন্নত দেশগুলোর বড় বড় সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক,এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি ইন্সুরেন্স কোম্পানি, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ বড় বড় ফান্ড প্রতিনিয়ত এই মার্কেটে লেনদেন করছে, ব্যবসা পরিচালনা করছে... যাকে আমরা স্মার্ট মানি বলি। এই স্মার্ট মানি ফরেক্স মার্কেটের মূল চালিকাশক্তি, মূল ভূমিকা তাদেরই 🤔
📌 বিশ্বব্যাপী এই সুবিশাল ফরেক্স মার্কেটে শক্তিশালী কারেন্সি US $ একাই 70% প্রতিনিধিত্ব করছে। বিশ্বব্যাপী দাপুটে কারেন্সি এই US ডলারের বিপরীতে সকল দেশের সকল কিছুই লেনদেন হচ্ছে 🤔 যখন কোনো কিছু ক্রয়-বিক্রয় করছি, অধিকাংশই এই US $ এর বিপরীতেই ক্রয়-বিক্রয় করছি 🙄 বিশ্বব্যাপী শক্তিশালী কারেন্সি এই US $ এর বিপরীতে সারা বিশ্বের অর্থনীতি...বাণিজ্য.. . ব্যবসা... প্রায় সবকিছুই উঠানামা করছে 🔥🙄
📌ফরেক্স মার্কেটের মূল চালিকা শক্তি US $ কারেন্সি ছাড়াও অন্যান্য শক্তিশালী কারেন্সি তেমন - EURO,GBP,JPY,CAD,CHF,AUD,NZD... পর্যাক্রমে বেশ ভালো ভূমিকা রাখছে। এইসব শক্তিশালী কারেন্সি পেয়ার গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস সব সময় নজরে রাখতে হয়। বিভিন্ন সাইটে Forexfactory com, Investing com, Bloomberg news... এসব শক্তিশালী কারেন্সি পেয়ার গুলোর বিভিন্ন নিউজ এবং নিউজ ইম্প্যাক্ট প্রতিনিয়ত লক্ষ করা জরুরি 🤔
📌 আমেরিকার অর্থনীতি, ব্রিটিশ অর্থনীতি, ইউরোপের অর্থনীতি, এশিয়া তথা জাপান-চীনের অর্থনীতি, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-কানাডার অর্থনীতি... সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে স্টাডি করা উচিত 🙄 বিবিসি- সিএনএন... ইত্যাদি টিভি চ্যানেল থেকে উন্নত দেশগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক... বিষয়গুলো ফরেক্স ব্যবসায়ীদের প্রতিনিয়ত খেয়াল রাখা জরুরী 🤔 এসব কারেন্সি গুলোর মূল্যস্ফীতি- মূল্য হ্রাস সব সময় স্টাডি করা প্রয়োজন 🤯
📌 ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেবল ব্যবসা করা মানেই এসব উন্নত দেশগুলোর কারেন্সির গতিবিধি লক্ষ রাখা জরুরী 🤔 প্রত্যেকটি পেশাদার ও প্রতিষ্ঠিত ফরেক্স ট্রেডারের নিত্যদিনের নিত্য কাজ