PDA

View Full Version : শেয়ালের মত ধূর্ত হোন!



maziz6989
2018-02-23, 09:16 AM
আমরা সবাই চাই প্রফিট। কেউ এখানে লস করতে আসি নাই। আমাদের সময়ের ও দাম আছে। কিন্তু এই মার্কেট এর নিয়ত একটা সত্য হল বেশির ভাগই এখানে লুজার। তার মানে কি দাড়াল? এখান থেকে প্রফিট করা কঠিনই নয়, অসম্ভব! অনেকের কাছে হতাশজনক হয়ে গেল ব্যাপারটা! আসলে সত্য একটু তিক্তই হয়। যাই হোক আমাদের হেডিং এর সাথে মিলিয়ে দুটো কথা লিখেই শেষ করি। আপনাকে এখানে প্রফিট করার জন্য তিন জনের সাথে কম্পিট করতে হয়।
১। স্মার্ট মানি
২। ব্রোকার
৩। অন্য ট্রেডার
মনে রাখবেন সার্ভাইলভাল ইজ দ্যা ফিটেস্ট।

iloveyou
2018-02-23, 06:53 PM
আসলে এই জায়গাটাতে অর্থাৎ* ফরেক্স মার্কেটে একজন ট্রেডার যদি সেরকম চালাক না হয় তাহলে সে সহজে সামনে এগুতে পারবে না। কারন এখানে একজন ট্রেডারকে সব সময় একটু এডভান্স লেবেলের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এ্যানালাইসিস সমূহ ঠিকমত করতে হবে। অর্থাৎ* শেয়ালের মত চালাক হতে হবে তাকে।

maziz6989
2018-02-24, 02:52 PM
আসলে এই জায়গাটাতে অর্থাৎ* ফরেক্স মার্কেটে একজন ট্রেডার যদি সেরকম চালাক না হয় তাহলে সে সহজে সামনে এগুতে পারবে না। কারন এখানে একজন ট্রেডারকে সব সময় একটু এডভান্স লেবেলের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এ্যানালাইসিস সমূহ ঠিকমত করতে হবে। অর্থাৎ* শেয়ালের মত চালাক হতে হবে তাকে।

এডভান্স লেভেলের চিন্তা এবং সঠিক এনালাইসিস বলতে আপনি ঠিক কি বুঝাতে চেয়েছেন তা একটু পরিষ্কার ধারণা দিলে উপকার হত। আমি নিজে বুঝতে চেষ্টা করেছি নিজে নিজে কিন্তু এখনও ধরতে পারি নি ঠিক কি করতে হবে বুঝার জন্য। যা বলবেন খোলাশা করে বলবেন।

riponinsta
2018-02-24, 03:26 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে হলে আপনাকে সঠিক সময় এ সঠিক ট্রেড টি করতে হবে আবার ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে জানতে হবে কখন ট্রেড করতে হবে আবার কখন ট্রেড করতে হবে না অনেক সময় মার্কেট এ ট্রেড থাকে না তখন ট্রেড করা থেকে বিরত থেকে সঠিক ট্রেড এর জন্য অপেক্ষা করতে হবে ট্রেড পেলেই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে

Mamun13
2018-03-05, 08:56 AM
জীবনের প্রত্যেকটা পদক্ষেপই রয়েছে প্রতিযোগিতা৷সেই প্রতিযোগিতায় যারা টিকে রইল তারাই সফলতা পায়৷আর যারা টিকতে পারেনা তারা ব্যর্থ হয়ে পালিয়ে বেড়ায়৷ফরেক্স ট্রেডেও ঠিক সেইরকম-একদিকে রয়েছে বিশ্বের smart money ও broker এবং অন্যান্য সকল trader৷ আর তাদের বিপরীতে রয়েছি আমার মত অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র trader৷আমাকে তাদের সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করেই profit বের করে নিতে হয়৷এজন্যই দীর্ঘদিন যাবৎ trading কলা-কৌশলগুলো ভালোভাবে শিখে আয়ত্ত করে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে নিতে হবে৷অভিজ্ঞতা ও দক্ষতা না থাকলে ফরেক্স মার্কেটে টিকে থাকা কখনোই সম্ভব হবে না৷ফরেক্স মার্কেটে profit নিতে হলে কুমির যেমন তার শিকার ধরে,শেয়াল যেমন ওত পেতে শিকার ধরে,বাঘ যেমন ঝোপের আড়ালে ওত পেতে বসে থেকে শিকার ধরে... ঠিক তেমনি ভাবে আমাদেরকেউ মার্কেটে ওত পেতে বসে থেকে profit নিতে হবে৷