PDA

View Full Version : নিজের গুণ আবিষ্কার করেন!



maziz6989
2018-02-23, 09:46 AM
সব মানুষের এক বা একাধিক ইউনিক গুণ থাকে যেটা আর দশজনের সমান হয় না। আপনি যেহেতু এই মার্কেট এ এসেছেন এখানে আপনার বেস্ট গুণটা আবিষ্কার করেন । আপনি যদি নিজের বিশেষ কোন গুণ এখানে এপ্লাই করতে পারেন হয়ত বা তা থেকে আপনি বেশ বড় মাপের লাভবান হতে পারবেন। আমি বলছি - আপনার নিজেকে নিজে জানুন। মার্কেট থেকে লাভ তুলুন - সময়ের মুল্য দিতে শিখুন। হ্যাপি ট্রেডিং।

iloveyou
2018-02-23, 06:46 PM
হ্যা ভাই আপনি একদম ঠিকই বলেছেন। এখানে এই মার্কেটে টিকে থেকে প্রফিট নিতে হলে আগে আপনার নিজেকে জানতে হবে, কারন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভাল দিক অর্থাৎ* একটা ভাল গুণ থাকে। আর সেটাকে মোডিফাই করে ফরেক্সে আপনার সামনের যাত্রাকে পূর্ণাঙ্গ রুপ দিতে হবে। তাই আপনার সময়কে এখানে যদি সঠিক ভাবে মূল্যায়ন করে কাজে লাগাতে পারেন, তবেই আসবে সফলতা।

maziz6989
2018-02-24, 02:53 PM
হ্যা ভাই আপনি একদম ঠিকই বলেছেন। এখানে এই মার্কেটে টিকে থেকে প্রফিট নিতে হলে আগে আপনার নিজেকে জানতে হবে, কারন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভাল দিক অর্থাৎ* একটা ভাল গুণ থাকে। আর সেটাকে মোডিফাই করে ফরেক্সে আপনার সামনের যাত্রাকে পূর্ণাঙ্গ রুপ দিতে হবে। তাই আপনার সময়কে এখানে যদি সঠিক ভাবে মূল্যায়ন করে কাজে লাগাতে পারেন, তবেই আসবে সফলতা।


সহমত আপনার সাথে।
সাথেই থাকেন।

riponinsta
2018-02-24, 03:33 PM
আপনি অনেক ভাল পোস্ট করছেন প্রতিটি মানুষের গুন থাকে আর ফরেক্স মার্কেট এ সেই গুন যদি কাজে লাগাতে পারে তাহলে সে ফরেক্স মার্কেট এ অনেক দূর যেতে পারবে মানে অনেক অনেক লাভ করতে পারবে এই কারন এ আমি সব সময় বলি আপনার সাথে যায় এমন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করুন ভাল করবেন এই কথা সবাইকে বলি এতে করে বেশি বেশি লাভ করা সম্ভব

Mamun13
2018-03-05, 08:47 AM
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমাদের নিজেদের ভেতরের চেহারাগুলো পরিষ্কারভাবে দেখতে পারি৷আমাদের মাঝে অসম্ভব রকমের লোভ লুকিয়ে থাকে এবং অসম্ভব অস্থিরতা লুকিয়ে থাকে৷যখন কম পুঁজি নিয়ে এবং নতুন অবস্থাতেই প্রচুর প্রফিট করার জন্য লেগে যাই তখন ওভার ট্রেড করতে থাকি,বড় বড় লটে এন্ট্রি করতে থাকি৷তখন স্বাভাবিকভাবেই লসের পর লস আসতে থাকে...একসময় পুরো balance টাই শূন্য হয়ে যায়৷ ঠিক তখনই বুঝতে পারি-”আমি কে এবং আমি ফরেক্স মার্কেটে কতটুকু ব্যর্থ-অযোগ্য trader” তাই ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে প্রথমে নিজেকে জয় করতে হবে৷নিজের ভেতরের প্রতিভাগুলোকে-গুণগুলোকে বিকশিত করতে হবে৷লোভকে নিয়ন্ত্রণ করতে হবে,ধৈর্য্যকে দৃঢ় মজবুত করতে হবে,পেশাগত দক্ষতা সৃষ্টি করতে হবে৷