View Full Version : কতগুলো পেয়ারে ট্রেড করবেন!
maziz6989
2018-02-23, 11:00 AM
ফরেক্স মার্কেট এ নবীন প্রবীন সব ট্রেডারের একটা প্রশ্ন থাকেই থাকে - কতগুলো পেয়ারে ট্রেড করব! সিনিয়র ( মোটামুটি সাকসেসফূল) ট্রেডারদের ভাষ্য হল যদি সম্ভব হয় একটা পেয়ারে লং টাইমের জন্য ট্রেড করেন। আপনার মন কি বলে - একটা পেয়ারে ট্রেড করে পোষাবে? আমার উত্তর হল, না। কোন ভাবেই আপনি একটা পেয়ারে ট্রেড করে পোষাতে পারবেন না। আপনাকে কম পক্ষে এক ই সাথে তিনটা পেয়ার চার্টে রাখতেই হবে। তবে কো- রিলেশন এর পেয়ার না রাখাই ভাল।
কেন এত গুলো পেয়ার রাখব?
লজিক-১। সব সময় সব পেয়ারে মুভমেন্ট থাকে না বা থাকবেও না। প্যাটার্নও সব সময় সঠিক ভাবে পাবেন না। তাই একাধিক।
লজিক-২। একাধিক পেয়ারে ট্রেড করলে আপনি আপনার টার্গেট খুব সহজেই ফিলআপ করতে পারবেন।
লজিক-৩। যে কোন পরিস্থিতিতেও প্রফিট এর নিশ্চয়তার জন্য একাধিক পেয়ার।
বাকীটা আসছে, সাথে থাকুন।
iloveyou
2018-02-23, 12:16 PM
ভাই এখানে ট্রেড করার জন্য যে কোন একটা কারেন্সি পেয়ার বেঁছে নিন, যেটা আপনাক কাছে সবচেয়ে বেশি পছন্দের মনে হবে। কারন একাধিক পেয়ার নিয়ে এখানে মার্কেট এ্যানালাইসিস করা এবং সঠিক পজিশন গুলোতে ট্রেড ধরা কখনই সম্ভব না। এরকম করলে আপনি কোনটাতেই সিকুয়েন্স মেলাতে পারবেন না, মনোযোগী হতে পারবেন না, এট্রাকশন থাকবে না। কারন ১০ টা পেয়ারে আপনি যা উপার্জন করতে চাইছেন সেটা আপনি ঐ ১ টা থেকেই করতে পারবেন।
Mamun13
2018-03-10, 08:48 PM
ফরেক্স মার্কেটে যারা মোটামুটি অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎ নিয়মিত ফরেক্স মার্কেটে ট্রেড করছেন,লাভ ও লস দুটোই করছেন তাদের জন্য মূলত একাধিক পেয়ারে ট্রেড করা সঠিক হবে৷অভিজ্ঞতার কারণে তাদের একাধিক মেজর কারেন্সী EUR/USD, GBP/USD, USD/JPY পেয়ারগুলোতে অ্যানালাইসিস করার মত যোগ্যতা ও সামর্থ্য ইতিমধ্যেই অর্জন হয়ে যায়৷তাই একাধিক পেয়ারে অ্যানালাইসিস করা তাদের জন্য সহজ হয়ে যায়৷এজন্য একইসাথে কয়েকটি মেজর পেয়ার নিয়ে ট্রেড করলে profit একটু ভালোই পাবেন বলে আশা করা যায়৷আর যারা একদম নতুন এসেছেন তাদের জন্য চোখ বুজে একটিমাত্র কারেন্সি পেয়ারে ট্রেড করাই নিরাপদ হবে৷যেমন EUR/USD পেয়ারে ট্রেড করার জন্য নবাগত শিক্ষানবিশদের স্বাগতম জানাই৷
hasem79
2018-03-10, 09:08 PM
আমরা নতুনরা কোথায় যাব বলেন? কেই বলে একটা পেয়ারে ট্রেড করতে, আপনি বলছেন একাধিক পেয়ারে ট্রেড করতে। আমাদের হয়েছে যত জ্বালা। শ্যাম রাখি না কূল রাখি অবস্থা। তবে আমি আর যাই বলেন একটা পেয়ারে ট্রেড করার পক্ষপাতি কারণ আমার সব থেকে বড় লজিক হল সেটা আমি বেশ ভাল ভাবে বুঝতে পারব।
samun
2022-01-13, 10:57 AM
সাধারণত ফরেক্স মার্কেটে আমি একটি পেয়ারে ট্রেড করে থাকি এটি আমার জন্য অনেকটাই ঝুঁকিমুক্ত থাকি এমনকি অনেক দুশ্চিন্তা মুক্ত থাকে কারণ একাধিক পেয়ারে ট্রেড করলে অসংখ্য চিন্তা নিয়ে ঘুরতে হয় অল্প সময়ের মধ্যে একাধিক পেয়ার এনালাইসিস করা ও বেশ কষ্টকর তাই আমি মনে করি নতুন ট্রেডার এর জন্য একটি নির্দিষ্ট পেয়ারে ট্রেড করা গুরুত্বপূর্ণ
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.