View Full Version : আপনি ১ঃ৩ নিচে রিস্ক রেওয়াড থাকলে ট্রেড করù
riponinsta
2018-02-26, 12:06 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ ২০ ডলার রিস্ক নিয়ে ১০ ডলার লাভ করে আমার কাছে এমন ট্রেড করা ভাল নয় আপনাকে এমন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করতে হবে আপনি একটা ট্রেড এ ১০ ডলার রিস্ক নিয়ে ৩০ ডলার লাভ করতে হবে । এই ভাবে ট্রেড করলে আপনি ১০টা ট্রেড এর মধ্য ৪ টা ট্রেড এ লাভ এ থাকলে আপনি লাভ এ থাকবেন
maziz6989
2018-02-26, 01:39 PM
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ ২০ ডলার রিস্ক নিয়ে ১০ ডলার লাভ করে আমার কাছে এমন ট্রেড করা ভাল নয় আপনাকে এমন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করতে হবে আপনি একটা ট্রেড এ ১০ ডলার রিস্ক নিয়ে ৩০ ডলার লাভ করতে হবে । এই ভাবে ট্রেড করলে আপনি ১০টা ট্রেড এর মধ্য ৪ টা ট্রেড এ লাভ এ থাকলে আপনি লাভ এ থাকবেন
১ঃ৩ হল প্রতি এক ডলারের বিপরীতে আপনি প্রফিট করতে চাচ্ছেন ৩ ডলার। এটা বলতে গেলে খুব যে টাফ তা কিন্তু না। আমার কন্সেপ্ট হল শতকরা শতভাগ ট্রেড প্রফিটে ক্লোজ করা। হোক তা ০.১০ ডলার। আমি সাধারণত ১ঃ২ রিক্সরিওয়ার্ড ব্যবহার করি কিন্তু যখনই কোন ট্রেড প্রফিটে আসে আমি স্টপ ব্রেক ইভেনে সেট করে দেই। একটু প্রফিটে গেলে প্রফিট বুক করে রেখে দেই। এর পরে সেট এন্ড ফরগেট থিওরী এপ্লাই করি।
iloveyou
2018-02-26, 08:41 PM
ভাই এভাবে ট্রেডিং পরিকল্পনা সাজালে হবে না। আপনাকে মানি ম্যানেজ ম্যান্টা আরও সঠিক ভাবে করতে হবে। এবং আপনার রিস্ক রেওয়ার্ড রেশিওটাও এই ক্ষেত্রে কমপক্ষে ১ঃ২ রাখলে ভাল হত। তবে পরবর্তি নিচের লাইনটিতে আপনি একটা ভাল কথা বলেছেন। কারন আমরা এখানে যা কিছুই ফলো করিনা কেন, মূল কথা হল রিস্ক ফ্রি ভাবে প্রফিট নিতে হবে।
Mamun13
2018-02-27, 08:46 AM
ফরেক্স মার্কেটে রিস্ক ফ্রী ভাবে কখোনোই ট্রেড করা সম্ভব নয়৷কারন আমরা যখনই কোনো ট্রেডে এন্ট্রী করছি ঠিক তখনই আমাদের পুঁজি বা ব্যালেন্স রিস্কের মধ্যে চলে আসছে৷এই রিস্কের পরিমান কমিয়ে রেখে প্রফিটের পরিমান বাড়িয়ে রাখার জন্যই এই রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও সেট করা অপরিহার্য৷আর এটাই হলো সঠিক মানি মেনেজমেন্টের প্রয়োগ৷তাই বিশ্বের অভিজ্ঞ ট্রেডারগণ 1:2,1:3,1:4,1;5 এইরকম r.r সেট করে ট্রেড করেন যেখানে রিস্ক থাকবেই৷
expkhaled
2018-02-27, 11:45 AM
আসলে ফরেক্স মার্কেট সম্পূর্ন রিস্কি মার্কেট সুতরাং এখানে লস হবেই সেটাই সত্য তবে লস যাতে কম হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই তো মানিম্যানেজমেন্ট ভালভাবে জানতে হবে এবং প্রয়োগ করতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে লাভবান হতে পারবেন। আর রিস্ক রিওয়ার্ড ও পজিশন বুঝে নিতে হবে। কোন কোন ট্রেড ১:২ বা কোনটায় আবার ১:৩ বা ১:৪ যাই বলেন না কেন। আসলে সব সময় রিস্ক রিওয়ার্ড ঠিক রাখা সম্ভব হয় না। তাই পজিশন বুঝে রিস্ক রিওয়ার্ড নিতে হবে তবে ১:২ এর নিচে রিস্ক নেওয়া ঠিক নয়।
samun
2021-12-25, 04:08 PM
ভাই আপনি যে পরিকল্পনাটা মূলত এখানে উপস্থাপন করেছেন তা আসলে সকলের জন্য বোধগম্য নয় বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য আসলে বিষয়টি খোলাসা ভাবে করে বলতে গেলে আমরা যদি প্রাথমিকভাবে ট্রেডিংয়ে এই পরিমাণ লাভের কথা চিন্তা করি তাহলে অধিকাংশ ট্রেডার খুব সহজেই ঝরে পড়বে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.