Log in

View Full Version : কতদিন ধরে মার্কেট এ আছেন?



maziz6989
2018-02-26, 01:45 PM
এটা খুবই লজিক্যাল একটা প্রশ্ন - আপনি কত দিন ধরে এই মার্কেট এ আছেন? আমি এই বস্তুর পেছনে আছি গত -২০১৩ সাল থেকে। এখন পর্যন্ত সেরকম কোন লাভের মুখ দেখি নি। লেগেই আছি - এটাই বড় সাফল্য। জানি না লাভ নিয়ে বের হতে পারব কিনা। তবে হাল ছাড়ি নাই - ছাড়ব ও না। ধন্যবাদ।

iloveyou
2018-02-26, 08:19 PM
ভাই একদম হতাশ হবেন না। যেহেতু এই মার্কেটে আপনি ২০১৩ সাল থেকে আছেন, সেহেতু আপনাকে একজন সাকসেস- ফুল ট্রেডার বলা যায়। আর যেহেতু এখনও আপনি হাল ছাড়েন নি, তাই আপনাকে আরেকবার স্বাগতম জানাই। কারন এখানে ধৈর্য্য নিয়ে টিকে থাকাটাই হলো প্রধান কাজ একজন প্রফেশনাল ট্রেডারের। তাই আপনার মানি ম্যানেজ ম্যান্টকে ঠিক রেখে, আর আপনি যে সিস্টেম দিয়ে ট্রেড করছেন সেটাকে একটু মোডিফাই করলেই আপনাকে আর চিন্তা করতে হবে না।

hasem79
2018-02-27, 06:12 AM
ভাই ঠিকে থাকাই চরম সার্তকতা। লেগে থাকুন সাকসেস আসবেই। আমি যদিও এখনও লাইভে আসি নি। হয়তবা আগামী মাস বা তার পরের মাসে আসব। গত ডিসেম্বর থেকে ডেমোতে ট্রেড শুরু করি। বর্তমানে ফোরামে আছি। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। ধন্যবাদ।

Mamun13
2018-02-27, 07:48 AM
আমি অধম এই ফরেক্স মার্কেটে ২০১৩ সালের ১৩ই সেপ্টেম্বার প্রথম একটি লাইভ একাউন্ট করার মাধ্যমে শুধুমাত্র সময় কাটানোর জন্য এসেছিলাম৷কম্পিউটার ম্যাগাজিন পত্রিকায় চট্টগ্রামের রিপন ভাইয়ের একটা বিজ্ঞাপন পড়েছিলাম-তাতে ধারাবাহিক ইন্সটা ফরেক্সের ট্রেডিং সিষ্টেম প্রকাশিত হতো৷ঐ বিজ্ঞাপন দেখেই ভাবলাম হয়তো ফরেক্স নিয়ে সময় কাটানো যেতে পারে৷কারন তখন ফরেক্স সম্পর্কে আমার কোনো ধারণাই ছিলনা এবং নতুন বিষয়ের কারনে লাভ/লস কিছুই তখন পাত্তা দেই নাই৷শুধু ভেবেছিলাম সময় আছে দেখি এই ফরেক্স মার্কেট আসলে কী ? সেই থেকে শুরু এবং এখন নিয়মিত ট্রেড করি এবং এটাই আমার স্হায়ী পেশা৷

riponinsta
2018-02-27, 11:06 AM
আমি ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করছি ২০১২ সাল থেকে আমার ফরেক্স মার্কেট এ লাভ করতে পারছি প্রাই ৩ বছর পর কারন আমি একটা ছোট কথা জানতাম না ফরেক্স মার্কেট এ ট্রেড করতে বেশি কিছু লাগে না একটা ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করলে ফরেক্স মার্কেট সফল হওয়া যাই তখন থেকে আমি একটা ট্রেডিং সিস্টেম এ ট্রেড করে লাভ করে আসছি ফরেক্স মার্কেট এ এখন ফরেক্স মার্কেট এ আমি নিয়মিত লাভ করতে পারি

expkhaled
2018-02-28, 10:27 AM
আমি গত বছর ২০১৭ সালের ফেব্রুয়ারী মাস থেকে ফরেক্স শেখা শুরু করছি ডেমো ট্রেড করছি সাথে একটি ফোরাম বোনাস একাউন্ট ও আছে। আমি যখন জানতে পারলাম যে, যেকোন একটি ট্রেডিং সিস্টেম নিয়ে ট্রেড করতে হবে তখন থেকে আমি একটি ট্রেডিং সিস্টেম নিয়ে চর্চা করে যাচ্ছি আমার সিস্টেম হলো প্রাইজ একশন। আমার সিস্টেম আমার কাছে ভাল লাগে তাই এইটা নিয়ে আমি সবসময় কাজ করে যাচ্ছি। আমি আশা করছি যে এই সিস্টেম দিয়েই আমি আমার ট্রেডিং ক্যারিয়ার গড়তে পারবো।

Nishpap Papi
2018-02-28, 11:08 AM
আমি ২০১৫ এর শেষের দিকে ফরেক্স সম্পর্কে জানতে পেরে অ্যাকাউন্ট ওপেন করি। ঈন্সতাফরেক্স আ জইন করি ২০১৭ এর সেপ্টেম্বর। আগে অন্য একটা ব্রোকার আ ট্রেড করতাম, ওটাতে স্প্রেড বেশি তাই ছেরে দিছি।

Sakib42
2021-09-18, 10:42 PM
2022 সাল আসলে তিন বছর পার হয়ে যাবে আমি ফরেক্স সাথে সংযুক্ত রয়েছি। এবং আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট এবং মূল লাভের মুখ দেখেছি ফরেক্স করে। তিন বছর অতিক্রম হতে যাচ্ছে আশা করি যতদিন বেঁচে থাকবো ততদিন যদি ফরেক্স থাকে তাহলে ফরেক্স নিয়মিত করে যাব। আপনি তেমন সাফল্য পাননি তার জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। ফরেক্স এমন একটি ব্যবসা যেটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে একসময় না একসময় যেয়ে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। মার্কেটে টিকে থাকার চেষ্টা করুন যদি মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে খুব দ্রুত লাভের মুখ দেখতে পারবেন। ধৈর্য ধারণ করে থাকুন দেখবেন একদিন সফলতা অবশ্যই আসবে।

Starship
2021-09-19, 08:27 AM
ফরেক্সে কে কত দিন থেকে টিকে রয়েছে সেটার উপর নির্ভর করে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রকাশ পায়। কেউ যখন দীর্ঘ সময় ফরেক্সে সঙ্গে লেগে থাকেন তার মানে ফরেক্স এর সফলতার অনেক ধাপ এগিয়ে যায় এবং একজন সফল ট্রেডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি প্রাইভেট হোম তিন বছর ধরে ফরেক্সের সঙ্গে লেগে রয়েছি। আশা করি একসময় আমি সকল নিয়মাবলী জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং উহার যথাযথ প্রয়োগের মাধ্যমে সফল ট্রেডার হতে পারে। এজন্য অনুশীলনের কোন বিকল্প অপশন দেখছিনা।