PDA

View Full Version : প্রোদের জন্য!



maziz6989
2018-02-26, 02:42 PM
এখানে সবাই খালি পোস্ট করে নতুনদের জন্য। যারা একটু সিনিয়র বা দিশেহারা লুজার তাদের জন্য কোন পোস্ট নেই। এই পোস্টটা তাদের জন্য যারা আমার মত খালি লস করেই যাচ্ছেন। আসল কথায় আসি। আপনার লসের কারণ অনুসন্ধান করেন - স্টাডি করেন - রিমেডি খুজে বের করেন। লসও ট্রেডের অংশ এই থিউরীকে আজই ডিলিট করেন।
সবাই যেভাবে চিন্তা করে তার ব্যতিক্রম চিন্তা করতে শিখুন ( অবশ্যই জোর করে নয়)। লজিক্যাল ভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করুন।

iloveyou
2018-02-26, 07:46 PM
হ্যা ভাই ফরেক্সে আপনাকে সবকিছু লজিক দিয়ে চিন্তা করতে হবে। প্রচুর স্টাডি ও অধ্যবসায়ের প্রয়োজন এখানে। তাই আপনার লস গুলোকে কমিয়ে আনার জন্য আপনার সিস্টেমের ঘাটতি গুলো অনুসন্ধান করে, সেটাকে দ্রুত মোডিফাই করতে হবে। যেহেতু লসও ট্রেডের একটা অংশ, তাই এটাকে মানি ম্যানেজ ম্যান্ট করে তুলনামূলক ভাবে কমিয়ে আনার চেষ্টা করতে হবে।

Mamun13
2018-02-27, 09:00 AM
আজিজ ভাই,আমরা ফোরামে যারা নিয়মিত পোষ্ট লেখি সবাই কিন্তু লাইভ ট্রেডে লুজার-ঘরপোড়া-মুখপোড়া৷কারন হচ্ছে এখানে আমরা প্রায় সবাই কিছু বোনাস ডলার বা একস্ট্রা পুঁজি নেওয়ার জন্যই আসি এবং একান্ত বাধ্য হয়েই পোষ্ট লিখি৷আমরা নিজেরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে সঠিক, কার্যকরী ও বাস্তব সম্মত তথ্য কতটুকুই বা জানি-বুঝি ? আসলে আমরা সবাই এখানে ছোটবেলার সেই -'কানাদের হাতি দর্শন' গল্পের মতোই ফরেক্স মার্কেটে ট্রেড করা নিয়ে আলোচনা করি৷তাই নতুনদের জন্য ঘুরেফিরে বেসিক কয়েকটা কথা বলি আর বোনাস সংগ্রহ করি...৷

riponinsta
2018-02-27, 03:18 PM
নতুন দের নিয়ে পোস্ট করা হয় কারন যাতে করে নতুরা এসে লস না করে আর ফরেক্স মার্কেট এ এখন পুরনো বেশির ভাগ ট্রেডার এখন লাভ এ আছে তারা ফরেক্স মার্কেট এ এখন নিয়মিত লাভ করে তাই যারা ফরেক্স মার্কেট এ নিয়মিত লস করছেন তারা লস এর কারন খুজে বের করে সেই ভুল গুল আর বারবার করবেন না দেখবেন আপনি ও লাভ এ থাকবেন ফরেক্স মার্কেট এ

expkhaled
2018-02-27, 04:36 PM
আসলে ফোরামটা নতুনদের জন্যই তৈরী করা যাতে একজন নতুন ট্রেডার ফোরাম থেকে প্রাথমিক যে বাস্তবতা সেটা বুঝতে পারেন। আর যারা সিনিয়র তারা তো জানেন কিভাবে কোন ইনফর্মেশন পাওয়া যাবে সুতরাং সিনিয়রদের জন্য ফোরাম প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে হ্যা ট্রেডিং এর কিছু কৌশল আছে সেগুলো যদি ধারাবাহিক ভাবে প্রকাশ করা যায় তাহলে আমার মনে হয় সিনিয়র জুনিয়র সবাই উপকৃত হবেন।

Montu Zaman
2018-02-27, 04:43 PM
এখানে সবাই খালি পোস্ট করে নতুনদের জন্য। যারা একটু সিনিয়র বা দিশেহারা লুজার তাদের জন্য কোন পোস্ট নেই। এই পোস্টটা তাদের জন্য যারা আমার মত খালি লস করেই যাচ্ছেন। আসল কথায় আসি। আপনার লসের কারণ অনুসন্ধান করেন - স্টাডি করেন - রিমেডি খুজে বের করেন। লসও ট্রেডের অংশ এই থিউরীকে আজই ডিলিট করেন।
সবাই যেভাবে চিন্তা করে তার ব্যতিক্রম চিন্তা করতে শিখুন ( অবশ্যই জোর করে নয়)। লজিক্যাল ভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করুন।

মুলত এই ফোরামটি শুধু নতুনদের জ্ঞান প্রদান না করে বরং আপনার ট্রেডিং স্টাটেজি ও অভিজ্ঞতাগুলো তুলে ধরা উচিৎ। যেমন আপনি কোন চার্ট বা ইন্ডিকেটরগুলো ব্যবহার করেন এবং কি রকম ফলাফল পেয়েছেন। কিংবা অন্য কারো অভিজ্ঞতা জানতে চান।
মুলত ফরেক্স ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ তাই আর একজনকে সাহায্য করুন। এই ফোরামটি হতে পারে আমাদের একটি ট্রেডিং লাইফের অন্যতম অনুসঙ্গ বা প্লাটফর্ম। সুতরাং আমাদের বারই একটু কমবেশি সচেতন হওয়া অবশ্যক।

samun
2021-12-25, 04:32 PM
ফরেক্স মার্কেট এ তো অবশ্যই লস করবেন যদি আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগাতে না পারেন ফরেক্স মার্কেটে অবশ্যই আপনার ট্রেডিং এর শুরুতে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতাকে বৃদ্ধি করতে হবে সকল ধরনের এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বেশি বেশি করে নিউজ দেখতে হবে এবং সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি একজন ভাল ট্রেডার হিসেবে গড়ে উঠতে পারেন

Mas26
2021-12-25, 09:08 PM
আাপনার ব্যালেন্সকে কিভাবে এখানে রক্ষণাবেক্ষণ করবেন, কিভাবে এর পরিচালনা করবেন এবং আপনার ব্যালেন্স থেকে আপনি একটা ট্রেডে সর্বোচ্চ কতটুকু লস করতে চান সেটার পূর্ব নিধারণ করার প্রক্রিয়াই হলো এখানে মানি ম্যানেজম্যান্ট। ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করতে হলে অবশ্যই সঠিক মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে৷একটা ভালো ও সঠিক মানি মেনেজমেন্টই আপনার ব্যাবসায়িক উন্নতির উত্তম নিয়ামক।কারনটা হল আপনাকে এখানে ব্যবসা করে বা ট্রেড করে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে।একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।সুতরাং আমাদের ব্যালেন্সের নিরাপত্তার জন্যই এটা সাধারণত করা হয়ে থাকে।