PDA

View Full Version : কেমন লাগবে!



maziz6989
2018-02-26, 07:09 PM
মনে করি আপনি ৫০ ডলারের একটা একাউন্ট নিয়ে ট্রেডিং শুরু করলেন। অনেক বেশি পরিমাণ রিক্স নিয়ে ট্রেড করে সেটাকে তিন থেকে চার মাসের মাথায় ৩০০ ডলারে উন্নিত করলেন। কিন্তু এই পর্যায়ে এসে আপনি এমন কিছু ভূল করলেন যে আপনার একাউন্ট জিরো হয়ে গেল। ঠিক এই সময় আপনার অনুভূতি কেমন হবে একটু শেয়ার করেন আমাদের সাথে।

Mamun13
2018-02-27, 05:51 PM
ধরে নিলাম-আমি নিয়মিত(?) ট্রেডার ৫০ ডলার নিয়ে ৩/৪ মাস টিকে থেকে এতো ভালো প্রফিট করে ফেলতে পারব আর এই রকম মারাত্নক ভূল হবে আবার পুরো ব্যালেন্সটাই একবারে শুন্য হয়ে যাবে-সত্যিই খুব খারাপ লাগবে৷তবে যেহেতু আমি ৩/৪ মাস এই ৫০ ডলার নিয়ে অনেক অনেক ভালো প্রফিট করতে পারছি-এটাই বিশাল কিছু৷আমার ভূল এন্ট্রীর জন্য ব্যালেন্স হঠাৎ করে শুন্য করে ফেলবো-এই ভূলের কারন কী ? তাহলে কী শিখে ট্রেড করি ? আর বাস্তবে আমি তো আমার ট্রেডিং লাইফের প্রথম দিকে মাত্র ৩ দিনও টিকে থাকতে পারি নাই৷ব্যালেন্স শুন্য করে ফেলেছি অসংখ্যবার৷আর এভাবেই ব্যালেন্স শুন্য করতে করতে এখন পাড়ে এসে ভিড়েছি৷

iloveyou
2018-02-27, 07:49 PM
ভাই ৫০ ডলার ইনভেস্টে আপনি যদি ৩০০ ডলার প্রফিটে থাকার পরও সেটাকে পুরোপুরি লস করতে হয়, তাহলে সেটা হবে চরম বোকামি। কারন একদিক থেকে আপনি রিস্ক বেশি নিচ্ছেন, তবে মানি ম্যানেজম্যান্ট সঠিকভাবে হচ্ছে না, এবং আপনার রিস্ক রেওয়ার্ড রেসিওটাও অনেক বেশি রাখছেন। কাজেই এটা হল আপনার নিজের ভুল, সুতরাং এটাকে মেনে নিতে হবে।

expkhaled
2018-05-19, 02:40 PM
কেমন আবার লাগবে! যিনি রিস্ক নেন তিনি বুঝেই রিস্ক নেওয়ার কথা, যেকোন সময় লস হয়ে যেতে পারে। আসলে গ্যাম্বলিং এবং ট্রেডিং এক বিষয় নয়। গ্যাম্বলিং হলো ৫০/৫০ চান্স। আর ট্রেডিং হলো সঠিক মানিম্যানেজমেন্ট করা অর্থাত আপনার লস হলেও যাতে পরবর্তীতে ট্রেড শুরু করার মত কিছু অবশিষ্ট থাকে। সুতরাং আমার মনে হয় সঠিক ট্রেডিং করার জন্য সঠিক মাইন্ড সেট দরকার। অযথা লস করার চেয়ে ধীরে ধীরে অল্প পরিমানে লাভ করতে হবে আর সুযোগ গুলোকে কাজে লাগাতে। আর সুযোগ গুলো কি? সেটাতো আপনারই বুঝতে হবে।

souravkumarhazra6763
2018-05-19, 07:38 PM
৫০ ডলার দিয়ে যদি ৩০০ ডলার প্রফিট করার পর যদি তা সম্পূর্ণ লস করেন তাহলে এই টা খুব কস্টের হয়,অনেক ট্রেডার আসে ব্যালেন্স বড় করে ও সম্পূর্ণ ডলার লস করে ফেলে,আসলে অনেক ট্রেডার লোভ করে মানি ম্যানেজমেন্ট ঠিক না করে অতিরিক্ত এন্ট্রি নেই তাতেই এই ধরনের লস এর শিকার হয় আর ব্যালেন্স হারানো খুব কস্টের।

uzzal05
2018-05-23, 09:27 PM
আসলে মার্কেট বড় রিস্ক নিয়ে আমরা ভাবি যে একটিা ট্রেড করেই আর ফরেক্স করব না। কারন আমি বিগ লটে ট্রেড দিয়েছ্ এখন আর ট্রেড না দিলেই চলবে। ফরেক্স এ ১০০% বলতে কিছু নেই। বড় লটে ট্রেড দিলেই বরং আরও লস। ফলে একাউন্ট শূণ্য হয়েও যায় অনেক সময়।

hasem79
2018-05-23, 10:22 PM
এই দশা আমার কম বেশি সব সময়ই হয়। মাঝে মধ্যে মনে হয় আসলেই ব্রেক নেওয়া উচিত মার্কেট থেকে। যাই হোক যদি সত্যি সত্যি এরকম হয় তবে আপনার জন্য সমবেদনা ছাড়া আর কিছু জ্ঞাপন করার ভাষা নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Ronaldray
2023-05-29, 04:29 PM
উল্লেখযোগ্য অগ্রগতির পরে সম্পূর্ণ ক্ষতির সম্মুখীন হওয়া হতাশাজনক হতে পারে। ভুলগুলো প্রতিফলিত করুন, সেগুলো থেকে শিখুন এবং আত্ম-উন্নতির দিকে মনোনিবেশ করুন। ইতিবাচক থাকুন, ট্রেডিং সম্প্রদায়ের কাছ থেকে পরামর্শ নিন এবং এই ধাক্কাটিকে বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা বিকাশের সুযোগ হিসাবে ব্যবহার করুন। যাত্রাকে আলিঙ্গন করুন, বিপত্তি থেকে শিখুন এবং ভবিষ্যতের সাফল্যের জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকুন।