PDA

View Full Version : ভুল থেকে শিক্ষা গ্রহণ



majeed
2018-02-28, 11:54 AM
লস ট্রেডগুলো নিয়ে এনালাইসিস শুরু করেন, ভুলটা কোথায় ছিল বা কেনো ঠিক কাজ করেনি। যথাযথ কারন বের করে ভুল গুলো শুদ্ধরে পরবর্তী ট্রেডে অগ্রসর করুন।

Mamun13
2018-03-03, 11:10 PM
মার্কেটে যেহেতু নতুন শিক্ষানবিশ ট্রেডার হিসাবে এসেছি তাই আমাদের ভুল হবে,লস হবে এটাই স্বাভাবিক৷তাই প্রতিনিয়ত এই মার্কেটে শিখতে হবে,লেখাপড়া করে দীর্ঘদিন যাবৎ এগুলো প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত প্রয়োগ করতে হবে৷এজন্য একটি নির্ভরযোগ্য trading strategy সঠিকভাবে তৈরি করতে হবে৷নিয়মিত প্রফিটেবল tradeএর জন্য অবশ্যই trading কৌশল গুলো প্রয়োগ করে করে trading strategy মজবুত করে নিতে হয়৷আর এগুলো শিখতে হবে মূলত ডেমো trading থেকে৷যখন ডেমো ট্রেডিংয়ে নিয়মিত profit আসতে শুরু করবে তখনই real account এ ট্রেড করা উচিত৷ডেমো অ্যাকাউন্টে যে ধরনের ভুল হবে সেই ভুলগুলো থেকে প্রতিনিয়তই শিখতে হবে৷ আর যতই শিখবেন ততই অভিজ্ঞ ও দক্ষ হবেন৷

riponinsta
2018-03-04, 11:25 AM
ফরেক্স মার্কেট এ নিজের ভুল এর কারন এ বেশি লস হয় তাই ফরেক্স মার্কেট এ ভুল না করে ট্রেড করতে হবে আপনি যত ভুল করবেন তত আপনার সেই ভুল গুল লিখে রাখতে হবে আর সেই ভুল গুল যেন বার বার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করতে পারবেন আর লেগে থাকলে ফরেক্স মার্কেট সফলতা আসবেই

Nishpap Papi
2018-03-04, 04:37 PM
একটা ভুল ট্রেড একজন কে সফল ট্রেডের নতুন দার খুলে দেয় যদি সে ভুল ট্রেডটি থেকে শিক্ষা নিতে পারে। তাই যে ট্রেডটা আমার লস হয় আমি চেস্তা করি লসের কারন গুলু খোঁজে বের করে পরবর্তী ট্রেডে এন্ট্রি নেওার জন্য।

iloveyou
2018-03-04, 06:21 PM
আসলে ফরেক্সে সকলেই কোথাও না কোথাও ভুল করবেন, এটা স্বাভাবিক একটা বিষয়। তবে এই মার্কেট প্লেসে,ফরেক্স ব্যাবসাতে আপনাকে উন্নতি করতে হলে, আপনার ভুলগুলো থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আপনার লস ট্রেডগুলোতে কোথায় এবং কিভাবে ভুল হল, নাকি রং পজিশনে ট্রেড ওপেন করেছিলেন সেটাও আপনাকে জানতে হবে, চিহ্নিত করতে হবে আপনার এ্যানালাইসিসে কোন ঘাটতি ছিল কি না এবং আপনি আপনার ট্রেডগুলোতে রিস্ক রেওয়ার্ড রেসিও কতটুকু রাখছেন সেটাও এখানে আপনাকে দেখতে হবে।

Sakib42
2021-09-18, 09:41 PM
আমরা যদি বেশি দিন ফরেক্সে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি ভুল থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে একই ভুল বারবার করব এবং একটু সময় যে আমাদের চিরতরে ফরেক্স থেকে বিদায় নিতে হবে। এখানে যারা কর্মরত রয়েছে আমার মনে হয় না এমন কেউ আছে যে সে চায় বারবার ভুল করতে এবং ফরেক্স থেকে চিরতরে চলে যেতে। আমরা মানুষ ভুল হওয়া স্বাভাবিক কিন্তু সেই ভুলের উপর যদি আমরা বসে থাকি তখন সেটি কখনো আমাদের কে সাফল্যর কাছে নিয়ে যাবে না। আমরা যদি সাফল্য অর্জন করতে চাই সে ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে একই ভুল যেন বারবার না করে সেদিকে লক্ষ রাখতে হবে।

Starship
2021-09-21, 08:26 AM
ফরেক্সে ভুল করাটাই স্বাভাবিক বিষয় কেননা এখানে নির্ভুলভাবে কেউ ট্রেড করতে পারে না। ভুল করে ট্রেড করার ফলে আমরা যে অতৃপ্ত স্বাদ অর্জন করি তা থেকে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করেন পরবর্তীতে সেই ভুল সংশোধন করে ট্রেড করেন তাহলে প্রফিট করতে পারবেন। ফরেক্সে প্রতিনিয়ত ভুল থেকে আপনাকে অভিজ্ঞতা অর্জন করার মন-মানসিকতা অর্জন করতে হবে। ফরেক্সে তারা সফল যারা ভুল করে লস করে ট্রেড করে পরবর্তীতে সেই ভুল সংশোধন করার মাধ্যমে ট্রেড করতে পারেন। ফরেক্সের লস করলে আমরা যদি হাল ছেড়ে দেয় তাহলে কখনো ফরেক্সে সফল হওয়া যাবেনা লেগে থাকতে হবে তাহলেই একসময় সফল হওয়া সম্ভব।