View Full Version : একটি স্বচ্ছ ট্রেডিং স্ট্রাতেজি থাকতে হবে
majeed
2018-02-28, 12:41 PM
অনেক ফরেক্স ট্রেডার রয়েছে যারা ফরেক্স মার্কেটের দিকে ঝোঁকে দ্রুত প্রাচুর্যের আশায়। দুর্ভাগ্যবশত, এসকল ব্যাক্তিগনের বেশীরভাগই লক্ষণীয় পরিমানে লাভ করতে ব্যার্থ হয়ে থাকে। এটা এ কারনে যে ফরেক্স মার্কেটে সফলতা পেতে, আপনার একটি স্বচ্ছ ট্রেডিং স্ট্রাতেজি থাকতে হবে যা আপনার ব্যাক্তিত্তের সাথে মানায় এবং আপনার ট্রেডের লক্ষ্যের সাথেও।
majeed
2018-02-28, 12:46 PM
ফরেক্স ট্রেডাররা বিভিন্ন ধরনের স্ট্রাটেজি এবং কৌশল প্রয়োগ করে, যাতে তারা সেরা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট নির্ধারণ করতে পারে - এবং সময় - যখন কারেন্সি বাই এবং সেল করবে। মার্কেট অ্যানালিস্ট এবং ট্রেডাররা প্রতিনিয়ত নতুন কিছু প্রবর্তন এবং স্ট্রাটেজির উন্নয়ন করে থাকে যাতে তারা কারেন্সি মার্কেটের মুভমেন্টের নতুন অ্যানালিটিক্যাল মেথড উদ্ভাবন করতে পারে।
Mamun13
2018-02-28, 08:35 PM
এই স্বচ্ছ,সঠিক,কার্যকরী এবং বাস্তব সম্মত ট্রেডিং স্ট্র্যাটেজী খুঁজে খুঁজে বের করে নিশ্চিত হওয়ার জন্যই এতো দীর্ঘ সময় যাবৎ কঠোর কষ্ট করতে হয়৷আমরা কেউই কখোনোও এই কার্যকরী-স্বচ্ছ ট্রেডিং স্ট্র্যাটজী অল্প দিনেই তৈরি করে ফেলতে পারি না৷এখানে অসংখ্য ট্রেডারদের অসংখ্য মন মানষিকতার কারনে ট্রেডিং স্ট্র্যাটেজীও অসংখ্য ও বিভিন্ন রকমের হতে পারে৷যার যেই স্ট্র্যাটেজী ভালো লাগবে তিনি সেটাই ব্যাবহার করবেন৷নিজের ট্রেডিং স্ট্র্যাটেজী নিজেকেই সেট করতে হয়৷
maziz6989
2018-02-28, 10:12 PM
অতি দ্রুত ইনকামের আশায় যিনি বা যারাই আসবেন তত দ্রুতই তারা এখান থেকে বিদায় নিবেন। আমি সবাইকে একটা কথা সব সময় বলি - ”খান , রয়ে সয়ে”। এটা খুবই কার্যকরী এখানে ঠিকে থাকার জন্য। অতিদ্রুত কোন কিছুই ভাল নয় বলেই আমার বিশ্বাস। বাকীটা ব্যাক্তির উপর ছেড়ে দিন।
riponinsta
2018-03-01, 01:12 PM
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ এমন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করতে হবে যেই ট্রেডিং সিস্টেম এ তাকালেই বুঝা যাবে ট্রেড আছে কি না আর আপনার ট্রেডিং সিস্টেম এ যদি মাথা খাটিয়ে যদি ট্রেড বের করতে হয় তাহলে বলবো সেই ট্রেডিং সিস্টেম ভাল না আপনি ভুল ট্রেড করতে পারেন তাই সহজ ট্রেডিং সিস্টেম এ ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে
iloveyou
2018-03-02, 12:07 PM
হ্যা ভাই আপনি ঠিকি বলেছেন। আসলে প্রতিটি ট্রেডারের একটা স্বচ্ছ এবং র্নিভেজাল ট্রেডিং স্ট্রাটিজি থাকা আবশ্যক। এবং সেটা অবশ্যই তার ব্যাক্তিত্তের সাথে মেচ হতে হবে। যেটা তাকে উৎ*সাহ প্রদান করবে। একমাত্র
তাহলেই আপনি ফরেক্স মার্কেটের সব গ্লানিকে জয় করে, আপনার সকল ব্যার্থতাকে দূর করে, স্বচ্ছ ও সঠিক এবং কার্যকরী একটি স্বচ্ছ ট্রেডিং স্ট্রাটিজি থাকতে হবে আপনার ।
samun
2021-12-27, 12:14 PM
একজন ট্রেডারের ভালো একটি স্ট্রাটেজি করার জন্য অবশ্যই তাকে পূর্ববর্তী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে না হলে একটা স্ট্রাটেজি তৈরি করা কোনো সহজ কাজ নয় একজন দক্ষ ট্রেডার তার নিজের মত করে একটি স্ট্রেটেজি তৈরি করে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করে থাকে ফরেক্স মার্কেটে স্ট্রেটেজি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এতে করে নিজের এনালাইসিস এর ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.