View Full Version : মার্জিন ট্রেডিং এর উপর তৈরি ভিডিও
Rassel Vuiya
2018-02-28, 12:45 PM
https://www.youtube.com/watch?time_continue=11&v=w0Rq51JY0H0
এই ভিডিওটি মার্জিন ট্রেডিং নিয়ে তৈরি যা আপনাকে ফরেক্স মার্কেটের টেডিং এর জন্য অপরিহার্য একটি বিষয়। এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে একজন ট্রেডার বা বিনিয়োগকারী মার্জিন এর সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। আপনি আরও জানতে পারবেন, সবচেয়ে লাভজনক লেনদেন জন্য কিভাবে সঠিক লিভারেজ অনুপাত নির্ধারণ করতে হয়।
Montu Zaman
2018-03-19, 01:00 PM
যখন কোন ট্রেডার একটি কারেন্সি-পেয়ার বাই বা সেল করতে যায় তখন দেখতে পায় প্রত্যেক ব্রোকারে একটি নির্দিষ্ট মার্জিন রয়েছে। যখন কোন ট্রেডার কোন নতুন ট্রেডিং পজিশন নেয়, তখন ওই পরিমাণ মার্জিন সেই ট্রেডার এর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। আবার যখন সেই ট্রেডিং পজিশনটি বন্ধ করে দেয়, তখন আবার ট্রেডার এর অ্যাকাউন্টে সেই পরিমাণ মার্জিন ফেরত চলে আসে। চলুন উদাহরণ দিয়ে বুঝাই: ধরুন আপনি কোন একটি ব্রোকারে একটি মিনি অ্যাকাউন্ট খুলেছেন এবং তাতে $10 ডলার ডিপোজিট করলেন। এরপর যখন আপনি আপনার ট্রেডিং প্লাটফর্ম MT4 বা MT5 এ লগইন করবেন, লগইন করেই Account Information কলামে দেখতে পাবেন ইক্যুইটি “Equity” দেয়া রয়েছে $10.00, বা ব্যাল্যান্স-$10, Used Margin- $0, Free Margin-$10।
ফ্রি মার্জিন সব সময় ইক্যুইটি এবং Used Margin থেকে বাদ দেওয়ার পর সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টের ইক্যুইটি ব্যবহৃত মার্জিনের চাইতে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট বন্ধ হবার কোন ভয় নেই। যখনই ইকুইটি এবং ব্যবহৃত মার্জিন সমান হয়ে যাবে কিংবা তার নিচে চলে যাবে তখনই আপনার ব্রোকার আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সকল ট্রেড বন্ধ করে দেবে।
Tofazzal Mia
2018-05-30, 02:21 PM
যেহেতু কোন কারেন্সী বর্তমান মার্কেটে ফিক্সড রেটে থাকে না এবং এটা সবসময় মুভমেন্ট হতে থাকে তাই আমাদের ট্রেড এর একটি পজিশান ওপেন করার পর সেটা রানিং রাখার জন্য আপনার প্রয়োজনীয় ব্যালেন্স রাখতে হয় যেটাকে ফরেক্স মার্কেটে মার্জিন বলে। আর মার্জিন ট্রেডিং বলতে সাধারণত মুলধন ধার করাকে বুঝায়। যেমন আপনার ইউরো সেল (বিক্রয়) অথবা বাই (ক্রয়) করার জন্য ১ ডলার রয়েছে কিন্তু ১ ডলারের মাধমে আপনার কাঙ্খিত লটে ট্রেড করতে পারবেন না কেননা ফরেক্সে মাইক্রো/মিনি/স্ট্যান্ডার্ড লট হিসেবে বাই-সেল করা হয়ে থাকে।
DhakaFX
2018-07-26, 01:00 PM
একটি ওপেন করা ট্রেড পজিশন ধরে রাখার জন্য যে রানিং অর্থের প্রয়োজন হয় সেটাই মার্জিন ট্রেডিং। যদি ট্রেডারের পজিশন তার বিপক্ষে যায় তখন ব্রোকারের সিকিউরিটির জন্য এই মার্জিনের প্রয়োজন হয়। বেশিরভাব ফরেক্স ব্রোকাররা তাদের ক্লায়েন্টের জন্য নন্যতম একটা মার্জিন নির্ধারণ করে দেয়। সাধারনত মার্জিনের পরিমান ট্রেডের পজিশন সাইজের ১-২% শতাংশ হয়ে থাকে। মুলত লিভারেজ এর উপর মার্জিন এর পরিমান নিধারন করা হয়। এক্ষেত্রে ব্রোকার ব্রোকার মার্জিন কল নির্ধারণ করে দেয়, সাধারনত ব্রেকার ভেদে এটা ১০% থেকে ৩০% পর্যন্ত থেকে হয়ে থাকে। যদি মার্জিন কল লেভেল অতিক্রম করেন তখন ব্রোকারের ট্রেডারদের পজিশন ক্লোজ করার বা মার্জিন রানিং রাখতে ডিপোজিট এর মেসেজ দেয়। অন্যথায় তার ট্রেডটি ক্লোজ করে দেয়।
Rokibul7
2020-05-14, 08:32 PM
টেড পরিচালনা করতে মাজিন এর দিকে খেয়াল রাখতে হবে।সব টেডে মানি মন্যামেজমেন্ট ফলো রেখে টেড করতে হবে। মুলত লিভারেজ এর উপর মার্জিন এর পরিমান নিধারন করা হয়। এক্ষেত্রে ব্রোকার ব্রোকার মার্জিন কল নির্ধারণ করে দেয়, আর মার্জিন ট্রেডিং বলতে সাধারণত মুলধন ধার করাকে বুঝায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.