PDA

View Full Version : একজন ট্রেডারের সম্পূর্ণ অর্থনীতিতে প্রভ&



majeed
2018-02-28, 01:05 PM
ফরেন এক্সচেঞ্জে বড় ট্রেড সাধারনত অজানা থাকে কারন স্বতন্ত্র ট্রেড চিনহিত করার তুলনায় মার্কেট অনেক বড়। এছাড়াও, একজন ট্রেডার সম্পূর্ণ অর্থনীতির ওপর প্রভাব ফেলবে তার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু, জর্জ সোরোস হচ্ছেন ব্যাতিক্রম। তাকে ইতিহাসের সবচেয়ে সফল ট্রেডার এবং "দ্যা ম্যান হু ব্রোক দ্যা ব্যাংক অফ ইংল্যান্ড" হিসেবে ডাকা হয়। তিনি gbpdem ট্রেড করে কারেন্সি পেয়ারে $১ বিলিয়ন আয় করেছিলেন।

Mamun13
2018-03-03, 10:50 PM
অবশ্যই তিনি একজন বিখ্যাত সফল trader৷ ফরেক্স মার্কেটে বর্তমানে দৈনিক 5 trillion usd লেনদেন হয়৷এখানে আমরা সাধারণ Trader অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র লেনদেন করে থাকি যা ফরেক্স মার্কেটে তেমন কোনো প্রভাব ফেলেনা৷এখানে মূলত সারা বিশ্বের বড় বড় super ব্যাংক, commercial bank,export import company,বড় বড় insurance company,বড় বড় financial investment company এবং বড় বড় private fund সবাই মিলে একই সাথে লেনদেন করে৷তাই এখানে কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা এই মার্কেটে কোন প্রকার প্রভাব সৃষ্টি করা কখনোই সম্ভব হয় না৷

riponinsta
2018-03-04, 11:21 AM
ফরেক্স মার্কেট অনেক বড় একটা মার্কেট । ফরেক্স মার্কেট এ যত লেনদেন হয় তার মধ্য আমরা যারা ছোট ট্রেডার আছি তাদের ইনভেস্ট ফরেক্স মার্কেট এ ৪% ও না তাই আমারা ফরেক্স মার্কেট এ ট্রেড করলে তার প্রভাব ফরেক্স মার্কেট এ পরে না বললেই চলে তবে বড় বড় কম্পানি যখন ট্রেড করে তার প্রভাব ফরেক্স মার্কেট এ পরে তাই মার্কেট ট্রেড বুঝে ট্রেড করা লাগে ফরেক্স মার্কেট এ

Tofazzal Mia
2018-03-04, 06:13 PM
https://scontent.fdac2-1.fna.fbcdn.net/v/t1.0-9/23517922_619271331576784_3016914641707714362_n.jpg ?_nc_eui2=v1%3AAeFUpSHO7Ss09Ip80e2evgTFdR02Q-TWH_Nx2YF0SLVK2UL-XGsByQK6KQQehboOuYJh2S-Mn5cNqlYCRhv6vXoJnDRx78f6ZIvqWo4cd_ycUg&oh=50c809fec766ce8e628ebc90889f0232&oe=5B0CDD30
ফরেক্স মার্কেটে বিশাল তাই একজন ট্রেডারকে সবসময় চলমান ট্রেন্ড সম্পর্কে জানার পাশাপাশি ইউরোপ, এশিয়া ও আমেরিকার সবচেয়ে বড় মার্কেটগুলোর প্রতি নজর রাখতে হয়। কেননা কোন দেশের কারেন্সি বা মুদ্রা মান পরিবর্তন হলে তা সর্বত্র প্রভাব ফেলে। বিশেষ করে মার্কিন ডলার।
আগে থেকে সর্তক থাকার জন্য একজন ট্রেডারকে সবসময় মার্কে টের সর্বশেষ শীর্ষস্থানীয় খবর পর্যালোচনা, কালেন্ডার সম্পের্কে হালনাগাদ থাকতে হবে। ফলে মার্কেটকে স্পষ্টভাবে অনুমান করে সবসময় আপডেট থাকুন: http://bit.ly/2rp9SFH

iloveyou
2018-03-04, 08:05 PM
হ্যা ভাই যেহেতু এই মার্কেটটা অর্থনীতির ইকোনোমিক্যাল কন্ডিশনের উপর বেস করে চলে, সেহেতু আমাদের সকলকে এর পরিপূর্ণ জ্ঞান ও ধারনা থাকা অনেক বেশি জরুরী বলে আমি মনে করি। আর যেহেতু এই মার্কেটটি অনেক বড় তাই আমরা আমাদের স্বপ্ন পূরণে, আমাদের প্রতিটি সময়কে সঠিক মূল্যায়নের মাধ্যমে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেরকম বড় হতে না পারলেও কাছাকাছি যেতে পারব। এই প্রত্যাশা নিয়েই আমাদেরকে এখানে টিকে থাকতে হবে।

samun
2021-12-28, 10:39 AM
আসলে এ বিষয়টি দুইটি দিক আমাদের দেখিয়ে দেয় প্রথমটি হল যদি আমরা সে ব্যক্তির মতন হতে চাই অবশ্যই আমাদেরকে একাধিক জ্ঞান ধৈর্য দক্ষতা পরিশ্রম সকল কিছুর সমন্বয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে তবে আমরা এমন একটি সফলতা পাব আরেকটি বিষয় হল যদি আমরা একই বিষয়ে লোভের বশবর্তী হয়ে করি তাহলে আমরা খুব দ্রুত ধ্বংস হয়ে যাব তাই আমি মনে করি যেকোনো গুণী ব্যক্তির গুণগুলো নিজের মাঝে নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব

samun
2021-12-28, 10:40 AM
আসলে এ বিষয়টি দুইটি দিক আমাদের দেখিয়ে দেয় প্রথমটি হল যদি আমরা সে ব্যক্তির মতন হতে চাই অবশ্যই আমাদেরকে একাধিক জ্ঞান ধৈর্য দক্ষতা পরিশ্রম সকল কিছুর সমন্বয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে তবে আমরা এমন একটি সফলতা পাব আরেকটি বিষয় হল যদি আমরা একই বিষয়ে লোভের বশবর্তী হয়ে করি তাহলে আমরা খুব দ্রুত ধ্বংস হয়ে যাব তাই আমি মনে করি যেকোনো গুণী ব্যক্তির গুণগুলো নিজের মাঝে নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। এজন্য নিজের মধ্যে জ্ঞানকে উজ্জীবিত করতে হবে ।

Mas26
2021-12-28, 07:01 PM
আসলে এ বিষয়টি দুইটি দিক আমাদের দেখিয়ে দেয় প্রথমটি হল যদি আমরা সে ব্যক্তির মতন হতে চাই অবশ্যই আমাদেরকে একাধিক জ্ঞান ধৈর্য দক্ষতা পরিশ্রম সকল কিছুর সমন্বয়ে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে তবে আমরা এমন একটি সফলতা পাবlসেহেতু আমাদের সকলকে এর পরিপূর্ণ জ্ঞান ও ধারনা থাকা অনেক বেশি জরুরী বলে আমি মনে করিl আর যেহেতু এই মার্কেটটি অনেক বড় তাই আমরা আমাদের স্বপ্ন পূরণে, আমাদের প্রতিটি সময়কে সঠিক মূল্যায়নের মাধ্যমে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেরকম বড় হতে না পারলেও কাছাকাছি যেতে পারব এই প্রত্যাশা নিয়েই আমাদেরকে এখানে টিকে থাকতে হবেl আরেকটি বিষয় হল যদি আমরা একই বিষয়ে লোভের বশবর্তী হয়ে করি তাহলে আমরা খুব দ্রুত ধ্বংস হয়ে যাব তাই আমি মনে করি যেকোনো গুণী ব্যক্তির গুণগুলো নিজের মাঝে নিয়ে কাজ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবl

Starship
2021-12-28, 11:15 PM
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক এবং বিস্তৃত মার্কেট। এখানে একজন ব্যক্তি দ্বারা কখনো অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে না। ফরেক্স মার্কেটে অর্থনৈতিকভাবে চালিত করার ক্ষেত্রে অবশ্যই বিশাল সংখ্যক প্রয়োজন হয়। যার জন্য বিশ্বে ফরেক্সের কার্যক্রম চালিত থাকে। এছাড়াও ফরেক্স মার্কেট সম্পর্কে পরিপূর্ণভাবে সুস্পষ্ট ধারণা না থাকায় বিশ্বব্যাপী মার্কেটে বিনিয়োগ করে অনেকে প্রফিট করে থাকেন। আবার অভিজ্ঞতার অভাবে অনেকে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন।