Log in

View Full Version : ট্রেড কোথায় এন্ট্রি নিবেন এবং কখন বের হবে÷



majeed
2018-02-28, 04:06 PM
এটা নির্ভর করবে আপনার ট্রেডিং সিস্টেমের উপর। কিছু ট্রেডার আছে যারা দ্রুত তাদের ইনডিকেটর থেকে ভাল সিগন্যাল পায় অথচ ক্যান্ডেল ক্লোজ হয়নি। অপরদিকে, কিছু ট্রেডার রয়েছে যারা সঠিক সিগন্যাল এবং ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করে। যখন বের হবেন তখন ট্রেইলিং স্টপ ব্যবহার করতে অথবা টার্গেট সেট করতে পারবেন। এটা আপনার ইচ্ছা। কিছু ট্রেডার টার্গেট হিসেবে নিকটবর্তি সাপোর্ট, রেসিস্টেন্ট লেভেল সেট করে। কিন্তু আপনার ঝুঁকি/ রিওয়ার্ড রেশিও ১, ১/২, ১/৩ অথবা আরোও কম রাখা উচিৎ হবে।

Mamun13
2018-02-28, 07:47 PM
আমাদের প্রত্যেকের নিজ নিজ ট্রেডিং চার্টের ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে বুঝে ট্রেডে এন্ট্রী করতে হবে৷প্রাইস যখন কোনো সাপোর্ট লেভেলে আবস্হান করবে এবং বিভিন্ন প্যাটার্ণের ইনডিসিশন কেন্ডেল তৈরি করবে অর্থাৎ মার্কেট প্রাইস ঐ লেভেলকে যখন পরিষ্কার ভাবে রিজেক্ট করবে ঠিক তখনই Buy এন্ট্রী করতে হবে৷আবার প্রাইস যখন কোনো রেসিসট্যান্স লেভেলে আবস্হান করবে এবং বিভিন্ন প্যাটার্ণের ইনডিসিশন কেন্ডেল তৈরি করবে অর্থাৎ মার্কেট প্রাইস ঐ লেভেলকে যখন পরিষ্কার ভাবে রিজেক্ট করবে ঠিক তখনই Sell এন্ট্রী করতে হবে৷আর কোনো Buy এন্ট্রী করলে অবশ্যই তা নিকটবর্তী রেসিসট্যান্স লেভেলে ক্লোজ করে দিতে হবে এবং কোনো Sell এন্ট্রী করলে অবশ্যই তা নিকটবর্তী সাপোর্ট লেভেলে ক্লোজ করে দিতে হবে৷এভাবে বিষয়টা বলে দেওয়া খুবই সহজ কিন্তু সেভাবে কাজ করাটা খুবই কঠিন !!!

expkhaled
2018-05-23, 08:27 PM
আমি প্রাইজ একশন ফলো করি তাই প্রাইজ একশনের ভাষায় বলি। এন্ট্রি আমরা দুই ভাবে করতে পারি যেমন : ১/ ব্রেকআউট এন্ট্রি ২/পুলব্যাক এন্ট্রি। ব্রেকআউট এন্ট্রি নিতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন স্ট্রং সাপোর্ট এন রেজিস্ট্যান্স কে ব্রেক করে প্রাইজ নিচে বা উপরে গেছে তখন আমাদের কনফার্মেশ পেলে এন্ট্রি নিতে হবে এবং পরবর্তী সাপোর্ট এন রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট নিতে পারি এখন রেশিও দেখতে হবে যদি নিরাপদ ভাবে ১:২ হয় ভাল আর স্টপলস হবে সার্পোট এন রেজিস্ট্যিান্স এর আগে। আর পুলব্যক এর জন্য আমাদের প্রাইজ কি অবস্থায় আছে সেটা দেখতে হবে যদি ক্যান্ডেল গুলো ছোট এবং পিনবারের উপস্থিতি দেখা যায় কোন স্ট্রং সাপোর্ট এন রেজিস্ট্যান্স এর কাছে তখন কনফার্মেশন পেলে এন্ট্রি নিতে পারেন এবং ব্যক করে মার্কেট যে সাপোর্ট এন রেজিস্ট্যান্স ব্রেক করে এসেছে সেই পর্যন্ত নিতে পারেন। আর স্টপলস হবে যেখান থেকে মার্কেট ব্যক করেছে তারপর উপর। তবে এই সব নিয়ম ভালভাবে ডেমোতে প্র্যাকটিস করে নিতে হবে।

uzzal05
2018-05-27, 09:52 AM
কখন আমরা ট্রেড এ ঢুকবো আর কখন বের হবো এটা খুবই জরুরী বিষয়। কারন এটাই হচ্চে মার্কেট এ টিকে থাকার চাবিকাঠি। কেননা আপনি ট্রেড নিলেন তারপর কখন বা কোথায় এক্সিট করবেন সেটা যদি না বুঝেন তাহলে কিভাবে আপনার লাভ টিকিয়ে রাখবেন।

iloveyou
2018-08-25, 03:14 PM
ভাই একজন ট্রেডারকে তার ট্রেডিং সিস্টেমের উপর, ট্রেডিং প্রিয়ডের উপর, তার নির্ধারিত টাইমফ্রেমের উপর নির্ভর করবে তার ট্রেডিং এন্ট্রি। কারন এটা সম্পূর্ণ ভাবে স্বাধীন একটা ব্যবসা। এখন একজন ট্রেডার কখন ট্রেড নিবে এবং কখন ট্রেড ক্লোজ করবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তার ইচ্ছার উপর।

Mamun13
2018-11-26, 05:49 PM
সহজভাবে বলতে গেলে বলা যায় যে- আপনি যদি আপনার ট্রেডিং চার্টের কোনো সাপোর্ট লেভেলে Buy এন্ট্রি করে থাকেন তাহলে অবশ্যই নিকটবর্তী রেজিস্টেন্স লেভেলে অপেনিং ট্রেড ক্লোজ করে দিবেন৷আবার যদি আপনি কোনো রেজিস্ট্যান্স লেভেলে Sell এন্ট্রি করেছেন তাহলে অবশ্যই নিকটবর্তী সাপোর্ট লেভেল গুলোতে প্রাইস আসার সাথে সাথেই রানিং ট্রেডগুলো ক্লোজ করে দিবেন৷কোথায় ট্রেডে এন্ট্রি করবেন ? এবং কোথায় সেগুলো ক্লোজ করবেন ? তা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনাদের নিজ নিজ ট্রেডিং চার্ট অনুযায়ী সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলো অত্তন্ত নিখুঁত ভাবে দেখতে হবে ও বুঝতে হবে৷নইলে সঠিক সময়ে ট্রেডে এন্ট্রি করতে পারবেন না এবং সঠিক সময়ে রানিং ট্রেডগুলো ক্লোজও করতে পারবেন না৷

FREEDOM
2020-04-03, 04:56 PM
এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিকভাবে ট্রেডে এন্ট্রি এবং এক্সিট করতে না পারলে আসলে টিকে থাকা সম্ভব হবে না। এজন্য আমি মনে করি নিজস্ব এনালাইসিস এর মাধ্যমে একটি টার্গেট রাখা উচিত কত পিপস প্রফিট নিবেন আর কত পিপস স্টপ লস দিবেন। এতে করে নিকটস্হ সাপোর্ট রেজিস্টান্স দেখে ট্রেডে এন্ট্রি ও এক্সিট করতে পারেন।

K.K.BABY
2020-04-03, 06:06 PM
ট্রেড কোথায় নিবো এই টা সম্পুর্ন নির্ভর করবে আমার ট্রেডিং দক্ষতার উপর।কারন ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ কারন এই মার্কেটে কখন কোন দিকে মুভ করবে তা আপনি কোথায় ও লেখা পাবেন না শুধুমাত্র আপনার দক্ষতা দ্বারা নির্বাচন করতে পারবেন আপনি এখন কি করবেন।তবে আমি যেই টা বুজেছি তা হলো কোন চার্টের এন্ট্রি নেওয়ার আগে টেকনিক্যাল এনালাইসিস করে দেখতে হবে যে এখন আমার বায় ট্রেড করা উচিত না কি সেল ট্রেড এন্ট্রি নেওয়া উচিত সেই অনুযায়ী ট্রেড এন্ট্রি নিতে হবে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সেট করতে হবে ১:২ হলে সব থেকে ভাল হয় তবে এর থেকে বেশি নেওয়া যেতে পারে তবে রিস্ক হতে পারে।আর যদি দেখি মার্কেট রিজেক্ট করতেছে বায় ক্যান্ডেলকে অর্থাৎ বায়ার মার্কেট ছেড়ে চলে যাচ্ছে এবং সেলার মার্কেটে প্রবেশ করতেছে আর তখন সেল ট্রেড এন্ট্রি দিতে হবে।

rakib.r
2020-04-04, 12:48 PM
ট্রেড শুরু করার ব্যাপার টা আমরা অনেকেই আসলে বুঝি ই না। মার্কেট তো সারাদিন ই মুভ করতে থাকে তাই বলে কি সারা দিন ই ট্রেডের জন্য উপযোগি সময় ? আপনি যে স্টাইলে ট্রেড করেন সে স্টাইল হিসেবে আপনার জন্য ও একটা সুন্দর সময় আসবে যেখান থেকে আপনি কিছু কনফার্মেশন ও পাবেন যাতে আপনার লসের পরিমান ও কমে আসবে। ট্রেন্ড লাইন , সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলার উপর একটু বেশি জোর দিবেন

XXXTentacion
2020-04-10, 05:27 PM
ব্যাংক এর মাধ্যমে একাউন্টে ডলার জমা করা যায়। এটা খুব ব্যায়বহুল .ব্যাংক এর মাধ্যমে ১০০ ডলার ডিপোজিট করলে আপনার ট্রেডিং একাউন্টে ৭০ ডলার মত জমা হবে। আর বাকিটা ব্যাংক কেটে নিবে। তাই ব্যাংক এর মাধ্যমে ডিপোজিট না করাই ভাল। ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেকগুলো বিবেচ্য বিষয় আছে যার অধিকাংশ আপনারা আলোচনা করেছেন। আমি কিছুটা সংযোজন করছি। ফরেক্সের প্রতি প্রচন্ড ভালবাসা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।জানার অদম্য আগ্রহ থাকতে হবে। ফরেক্সের মূল অস্ত্র হলো অভিজ্ঞতা আর সেটা অর্জন করতে টাকা খরচ না করে দীর্ঘদিন ডেমো চর্চা করুন। আর নিজস্ব স্বকীয় একটি ট্রেডিং কৌশল আবিস্কার করতে না পারলে কখনোই ফরেক্সে ভাল করতে পারবেন না।