PDA

View Full Version : কর্মসংস্থান সূচক



habibi
2018-03-01, 01:04 PM
কর্মসংস্থান সূচক কারেন্সি পেয়ারকে অনেক বেশি প্রভাবিত করে। কোন দেশের কর্মসংস্থান বাড়লে তা সে দেশের অর্থনীতির জন্য ভাল হয়, ফলে উক্ত দেশের কারেন্সি শক্তিশালী হয়। কর্মসংস্থান সূচক নিউজে উক্ত কারেন্সি পেয়ারের উঠানামা অনেক বেশি হয়। নিউজ ট্রেডাররা এমন নিউজের উপর ভিত্তি করে মার্কেটে প্রবেশ করে

সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান ইনডিকেটর হল বেকারত্বের হার যা সমস্ত শ্রমশক্তির তুলনায় ১৮ বছরের বেশি বয়স্ক বেকারের সংখ্যার শতকরা হারকে নির্দেশ করে। এটা এলোমেলো পদ্ধতিতে আনুমানিক ৬০,০০০ গৃহস্থালি, ৩৭৫,০০০ প্লান্টের নমুনার ভিত্তিতে জরিপ করা হয়। বেকারত্বের হার গণনা করা হয় বেকার এবং স্বাবলম্বী জনসংখ্যার যোগফলকে বেকারের সংখ্যা দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগফলের ভিত্তিতে। বেকারত্বের স্বাভাবিক হার বিবেচনা করা হয় মোট জনশক্তির ৪-৫%। বেতন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেকারত্বের স্বল্পতার কারণে বেতন দ্রুত বৃদ্ধি পায় বিশেষ করে যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায়।
এছাড়াও এজাতীয় আরও অনেক প্রতিবেদন আছে যেমন- গড় কর্মসপ্তাহ এবং ঘণ্টাপ্রতি গড় উপার্জন। এটা মনে রাখা জরুরী যে কর্মজীবি মানুষই সমগ্র জনসংখ্যা নয়; এরা মোট জনসংখ্যার একটি অংশ যারা নিদিষ্ট একটি শ্রেণীর আওতাধীন। যেহেতু ঘণ্টা প্রতি গড় আয় মুদ্রাস্ফীতিতে প্রভাব ফেলে সেহেতু বেকারত্বের চিত্র হল অর্থনীতির একটি অন্যতম বিবেচক।
অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থান পরিবর্তন হিসেবে পরিচিত অপ্রাতিষ্ঠানিক মজুরি হল প্রধান ইনডিকেটর যা গত মাসে যুক্ত হওয়া কাজ পরিমাপ করে। এই প্রতিবেদনটি প্রাতিষ্ঠানিক কাজের বাইরে কারণ তারা কোন সাধারণ বেতনভুক্ত কর্মী নয়, তারা মৌসুমি কর্মচারী।
এসব আদর্শ প্রতিবেদনের সাথে মার্কিন পরিসংখ্যান প্রথমবারের মত বেকার ভাতা গ্রহণকারী জনসংখ্যার একটি সাপ্তাহিক প্রতিবেদন দাখিল করে। এই সংখ্যা চাকরির বাজারের অবস্থা বুঝতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হল এডিপি জাতীয় কর্মসংস্থান প্রতিবেদন যা স্বয়ংক্রিয় তথ্যকেন্দ্র (এডিপি) এর মাধ্যমে ৫০০,০০০ এর বেশি সংখ্যক প্রতিষ্ঠানের বেতন সংক্রান্ত তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের পরিবর্তনকে পরিমাপ করে। এই তথ্য সামষ্টিক অর্থনীতির পরামর্শক, এলএলসি সংগ্রহ করে প্রতিবেদন তৈরির মাধ্যমে মোট সংখ্যা প্রদর্শনের পাশাপাশি কোম্পানির আকার, পণ্য বা সেবা, উৎপাদনশীল বা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরি করে।
5379

jasminbd
2018-04-05, 12:42 PM
হাই ইমপ্যাক্ট নিউজ ।
আগামী ৬ই এপ্রিল রোজ শুরুবার মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ এ ডলারে জন্য হাই ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 4.1% আর এই মাসে এর পূর্বাভাস হল 4.0% এর মানে বেকারত্বের হার কমার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

jasminbd
2018-05-28, 12:49 PM
আগামী ২৯শে মে রোজ মঙ্গলবার জাপানের শ্রম পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় ভোর 5:30am এ JPY জন্য হাই ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর ইয়েনের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.5% আর এই মাসে এর পূর্বাভাস হল 2.5% এর মানে বেকারত্বের হার একই থাকার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি JPY শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা JPY দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

habibi
2018-06-07, 01:11 PM
যারা কানাডিয়ান ডলারে ট্রেড করেন তাদেরকে অবগত করছি যে আগামীকাল ৮ই জুন বাংলাদেশের লোকাল টাইম সকাল ৬.৩০ কানাডার কর্মসংস্থান পরিবর্তন এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে কর্মসংস্থান পরিবর্তন 19.1k হবে। আগে মাসে এটি ছিল -1.1k। যদি কর্মসংস্থান পরিবর্তন এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে পাউন্ড বাই করতে পারেন আর যদি বিপরিত হয় তাহলে সেল দিতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারের ভোলাটিলিটি বাড়তে পারে।

jasminbd
2018-10-07, 06:53 PM
আগামী ৮ই অক্টোবর রোজ সোমবার সুইস অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী সচিবালয় বাংলাদেশ সময় 11:45am এ CHF জন্য হাই ইমপ্যাক্টের নিউজ বেকারত্বের হার( Unemployment Rate) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর CHF উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.6% আর এই মাসে এর পূর্বাভাস হল 2.5% এর মানে বেকারত্বের হার একই কমার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি CHF শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা CHF দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

Rokibul7
2020-05-13, 08:22 PM
আপনাদের এই সকল পোষ্ট পরে নিউজ সম্পকে ধারনা বা নিদেশনা পাচ্চি।এতদিন আমি বোনাস নিয়ে ভেড়ার পাল এর মতো ছুটেছি,সামনেও ছুটবো তবে নিউজ এনালাইসিস এ। এতদিনে মনে হচ্চে নিজের ভেতর কোন একটা স্ট্রটেজি তৈরি হতে যাচ্ছে।