Log in

View Full Version : ক্যান্ডেলস্টিকের বিভিন্ন প্যাটার্ন # ০১



BDFOREX TRADER
2018-03-01, 04:06 PM
ফরেক্স দুনিয়াতে অসংখ্য প্যাটার্ন রয়েছে। কেননা বিভিন্ন সময়ে মাকেটে ট্রেন্ড ও বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে এসকল প্যাটার্নগুলো তৈরী হয় ব্যবহার করা হয়ে থাকে। যদিও সবগুলো ইন্ডকেটরের পরিচিতি দেওয়া সম্ভব নয় তাই নিচে কিছু ফরেক্স দুনিয়া বহুল প্রচলিত প্যাটার্নগুলো ও তাদের ব্যবহার চিত্রসহকারে প্রদান করা হল। পর্ব-০১
https://fxn.instaforex.com/i/img/indicators/harami_graph.jpg
হারামি: দুইটি ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে তৈরি হারামি একটি রিভার্সাল প্যাটার্ন: একটি ছোট ক্যান্ডেল এবং এর পূর্বে অপেক্ষাকৃত বড় একটি ক্যান্ডেল। এই প্যাটার্ন চার্টের যেকোনো জায়গায় দেখা যায় - উইকলি, ডেইলি, আওয়ারলি এবং এমনকি মিনিট টাইমফ্রেমে।
https://fxn.instaforex.com/i/img/indicators/hammerhand_graph.jpg
হামার এবং হ্যাঙ্গিং ম্যান হামার এবং হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন (কানাজুচি/টোনকাচি এবং কুবিটসুরি) উভয়েই একটি ক্যান্ডেলস্টিকের মাধ্যমে তৈরি। তাদের দীর্ঘ লোয়ার শ্যাডো এবং ছোট বডি থাকে, যা ডেইলি ট্রেডিং রেঞ্জের উপরে বা এর কাছাকাছি কোন স্থানে অবস্থান করে। মাঝে মাঝে এদেরকে টনবো/টাকুরি ক্যান্ডেলস্টিকের বিশেষ অবস্থা হিসবেও ধরা হয়।

https://fxn.instaforex.com/i/img/indicators/harami_cross_graph.jpg
হারামি ক্রোস: হারামি চার্টে বড় একটি ক্যান্ডেলস্টিক বডি থাকে এবং এর সাথে ছোট একটি ক্যান্ডেলস্টিক বডি থাকে। দুইটি ক্যান্ডেলস্টিকের তুলনামূলক এই আকৃতি হারামি চার্টকে একটি গুরুত্বপূর্ণ রিভার্সাল ফিগারে পরিণত করেছে। বিষয়টি লক্ষ্যনীয় যে, যখন ডোজি ক্যান্ডেল তৈরি হয় (যখন ওপেনিং এবং ক্লোজিং প্রাইস সমান) তখন মার্কেট মন্থর থাকে এবং এটা সিদ্ধান্তহীনতাকে নির্দেশ করে।

https://fxn.instaforex.com/i/img/indicators/doji_star_graph.jpg
ডোজি স্টার:ডোজি স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আবির্ভূত হয় ট্রেন্ড রিভার্সালের পূর্বে। প্রথমে বড় আকারের একটি ক্যান্ডেলস্টিক আবির্ভূত হয়। এর রঙ পূর্ববর্তী প্রবণতাকে নির্দেশ করে। কালো রঙ নিম্নমুখী এবং সাদা রঙ ঊর্ধ্বমুখী প্রবণতাকে নির্দেশ করে।

Montu Zaman
2018-03-07, 06:10 PM
Japanese Candlestick এর চর্চা করলে অসংখ বুলিশ ও বিয়ারিশ Reversal Pattern এর সম্পর্কে জানা যায়, সময়ের উপর নির্ভর করে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্যাটার্ন দেখা যায় এবং তাদের চরিত্র বিভিন্ন হয়ে থাকে | বর্তমান এই ব্লগে আমরা যে পাঁচটি Candlestick Reversal Patternনিয়ে আলোচনা করবো সেই গুলি হলো :
১. দোজি
https://blog.elearnmarkets.com/wp-content/uploads/2017/02/3.-SPINING-TOP-DOJI.jpg-1.png
দোজি একটি Candlestick Reversal Pattern যা ক্রস – প্লাস চিহ্নের সমসাময়িক দেখতে হয়ে থাকে | যখন ওপেন এবং ক্লোসিং প্রাইস প্রায় সমসাময়িক হয় তখন সাধারণত আলোচ্য প্যাটার্নকে দোজি প্যাটার্ন হিসাবে গণ্য করা হয়ে থাকে | দোজি প্যাটার্নকে প্রায়ই কোনো ট্রেন্ডের ওপরে বা নিচে দেখা যায় যা তৎকালীন বর্তমান ট্রেন্ডের রিভার্সালের সম্ভাবনার আগাম সংকেত বাহক | কিন্তু অনেকক্ষেত্রেই ট্রেন্ডের মাঝখানেও দোজি প্যাটার্ন দেখা গিয়ে থাকে যা তৎকালীন ট্রেন্ডের ধারাবাহিকতার সম্ভাবনার কথা প্রকাশ করে|
২. হ্যামার
https://blog.elearnmarkets.com/wp-content/uploads/2017/02/6.-HAMMER-1-435x236.jpg
Candlestick এর বিশ্লেষণে হ্যামারকে অন্যতম Reversal Pattern হিসাবে আলাদা স্থান দেওয়া হয়েছে | সাধারণত কোনো ডাউন ট্রেন্ডের বটম অঞ্চলে এই প্যাটার্নটিকে লক্ষ্য করা যায় | পুঁথিগত ভাবে যখন কোনো সিকিউরিটির ওপেন হাই একই হয় এবং এর আসে পাশেই ক্লোসিং দেখা যায় এবং নূন্যতম Candlestick বডির দ্বিগুন বা তার অধিক লোয়ার শ্যাডো তৈরী হয় তখন তাকে হ্যামার প্যাটার্ন বলা হয় | এই প্যাটার্নটি অনেকটা হাতুড়ির ন্যায় দেখতে হয়ে থাকে বলে এটিকে হ্যামার নামে অবিহিত করা হয়েছে |
৩. হ্যাঙ্গিং ম্যান
https://blog.elearnmarkets.com/wp-content/uploads/2017/02/7.-HANGING-MAN-435x244.jpg
হ্যামার এর মতো দেখতে হলেও গঠন হওয়ার স্থানের পরিবর্তনের সাথে সাথে মূল চরিত্রের মধ্যেও পরিবর্তন দেখা যায় | নাম থেকেই পরিষ্কার যে এটি একটি বিয়ারিশ reversal pattern| কোনো আপ ট্রেন্ডের সর্বোচ্চ স্তরের দিকে এই হ্যাঙ্গিং ম্যান Candlestick pattern মাঝে মধ্যে লক্ষ্য করা যায় | এটি দামের সম্ভাব্য দুর্বলতার সতর্কবার্তা সম্পর্কে ইঙ্গিত দিয়ে থাকে | এটি মনে রাখা খুবই জরুরি হ্যাংগিং ম্যান মানেই শর্ট পজিশনে এন্ট্রি নেওয়া একদমই উচিত নয় | এই প্যাটার্ন দুর্বলতার আগাম সতর্কবার্তা দিয়ে থাকে মাত্র |
৪. বুলিশ এনগাল্ফিং
https://blog.elearnmarkets.com/wp-content/uploads/2017/02/11.-BULLISH-ENGULFING-435x225.png
কোনো ডাউনট্রেন্ডের নিম্ন স্থানে অর্থাৎ বটমে দুটি ক্যান্ডেলের সমন্বয়ে এই বুলিশ এনগাল্ফিং প্যাটার্ন নির্মিত হতে দেখা গিয়ে থাকে
৫. বিয়ারিশ এনগাল্ফিং: কোনো প্রবল আপ ট্রেন্ডের উচ্চ স্থানে অর্থাৎ টপ অঞ্চলে দুটি ক্যান্ডেলের সমন্বয়ে এই বিয়ারিশ এনগাল্ফিং প্যাটার্ন নির্মিত হতে দেখা যায়

SumonIslam
2018-05-17, 12:19 PM
ABONDENED BABY BOTTOM: https://tradingsim.com/wp-content/uploads/2011/07/abandoned_baby.jpg
ডাউনট্রেন্ড মার্কেটে ৩টি কান্ডেলস্টিক নিয়ে যে রিভার্সাল ফর্মেশন গঠিত হয় সেটাই হল ABONDENED BABY BOTTOM.
১ম কান্ডেলস্টিকটি হবে বেয়ারিশ এবং ১ম কান্ডেলস্টিকটি থেকে গ্যাপ দিয়ে নিচে আর একটি ২য় কান্ডেলস্টিক হবে খুবই ছোট পরিসরে একটা ডজি বা ডজি আকৃতির কান্ডেলস্টিক। তারপর ৩য় কান্ডেলস্টিকটি হবে বুলিশ যা পূর্বের তৈরী করা গ্যাপ ছড়িয়ে উপর থেকে শুরু হবে অর্থাৎ ৩য় কান্ডেলস্টিকটি নিচে ডজি কে ছেড়ে দিয়ে একা ABONDENED করবে।

Montu Zaman
2018-05-22, 01:27 PM
ABONDENED BABY TOP এর পরিচিতি ও ফ্যাংশন
https://image.ibb.co/iSkKqo/02.jpg

FXBD
2018-05-29, 05:44 PM
https://image.ibb.co/npOp7d/03.jpg

Montu Zaman
2018-06-06, 05:58 PM
ইভেনিং স্টার প্যাটার্ন: ১ম ও ৩য় ক্যান্ডেলের মাঝে কিছুটা উপরে আকারে বেশ ছোট ক্যান্ডেলটিকে ইভেনিং স্টার প্যাটার্ন
5894
১ম ক্যান্ডেলটি ক্যান্ডেলষ্টিকটি বেশ বড় বুলিস ক্যান্ডেল হয়।
২য় ক্যান্ডেলটির প্রথম ক্যান্ডেলের তুলনায় সাইজ বেশ ছোট হয়ে থাকে এবং এই ছোট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে থাকে। এই ক্যান্ডেলটি বুলিশ অথবা বেয়াররিশ হতে পারে।
৩য় ক্যান্ডেলটি মার্কেটের ট্রেন্ড কি হবে সেটা নির্দেশ করে এবং ক্যান্ডেলটি মাঝের ক্যান্ডেল এর সাইজ থেকে অনেক বড় ও বিয়ারিশ হয়ে থাকে।
সাধারণত দেখা যায় শেষের ক্যান্ডেলের ওপেন প্রাইস মাঝের (২নং) ক্যান্ডেলের থেকে কিছুটা নিচের দিকে গ্যাপ দিয়ে বেয়ারিশ ট্রেন্ড এর হয়ে থাকে এবং ক্লোজিং প্রাইস ১ম বুলিশ ক্যান্ডেলটির ওপেন প্রাইসের কিছুটা উপরে হয়ে থাকে

Montu Zaman
2018-06-07, 06:18 PM
ডাবল টপ প্যাটার্ন: ডাবল টপ হল একটা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা বুলিশ মুভের পরে দেখা যায়। এটি ফরেক্স মার্কেটের বহুল জনপ্রিয় একটি প্যাটার্ন যা প্রায় সময় দেখা যায়। এটি খুব কমন এবং রিলায়এবল একটি ট্রেন্ড রিভার্স প্যাটার্ন যা খুব সহজে চিহ্নিত করা যায়। এই প্রকার প্যাটার্নটি ইংরেজি m সেইপ এর সাথে তুলনা করে ট্রেন্ড নিশ্চিত করতে পারা যায়। অর্থাৎ যখন আপট্রেন্ড মার্কেটে পাইস বাউনসিং এর মাধ্যমে মুভ করে একটি রেসিসটেনস লেভেল কে আরেকটি সাপোর্ট (নেক) লেভেল এর মাধ্যমে পুল ব্যাক করে দ্বিতীয় বার ওই রেসিসটেনস লেভেল কে সমানভাবে বা মোটামুটি সমান ভাবে হিট করে তখন ডাবল টপ শেইপ তৈরি হয়।
নিচের ছবিটি দেখুন...
5895

Montu Zaman
2018-06-10, 04:50 PM
মা ও বাচ্চা
5901

Tofazzal Mia
2018-06-18, 03:31 PM
Head and Shoulders Pattern
5937

BDFOREX TRADER
2018-07-29, 03:30 PM
ট্রায়াঙ্গেল প্যাটার্ন
https://fbs.com.bd/img/analyticguidebooks/207/1498824882-1167610aa17b0813233fe82d99403e41_1200x1200_q90v3.j pg
মার্কেটে তিন ধরনের ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে।
অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল:- এটি একটি বুলিশ প্যাটার্ন। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে দেখা যায় বুলরা শক্তিশালী হয় কারন এসময় প্রাইসকে একটু একটু করে উপরের দিকে নিয়ে যায়, এখানে বিয়াররা দুর্বল হয়ে প্রাইসকে উপরের দিকে ফর্ম হতে দেয়। এসময় রেজিস্ট্যান্স লাইন আপেক্ষিকভাবে সমতল অথবা সমান্তরাল হয়ে থাকে এবং সাপোর্ট লাইন উদ্ধগামী হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে তাই ট্রেডার রেজিস্ট্যান্স লাইনের ওপরে এবং হায়ার লোর নিচে অর্ডার এন্ট্রি নিতে পারে।
ডিসেনডিং ট্রায়াঙ্গেল:- এটি একটি বিয়ারিশ প্যাটার্ন। ডিসেনডিং ট্রায়াঙ্গেলে বিয়াররা শক্তিশালী হয় কারন এসময় প্রাইসকে একটু একটু করে নিচের দিকে নামতে থাকে, যেখানে বুলরা দুর্বল হয়ে আর প্রাইসকে লোয়ার হাইতে ফর্ম হতে দেয়। এসময় রেজিস্ট্যান্স লাইন নিম্নগামী হবে এবং সাপোর্ট লাইন আপেক্ষিকভাবে সমতল অথবা সমান্তরাল হবে। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস সাপোর্ট লেভেলকে ব্রেক করবে। তাই ট্রেডাররা সাপোর্ট লাইনের নিচে এবং লোয়ার হাইয়ের ওপরে দিকে অর্ডার এন্ট্রি পারে।
সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল: এটি একটি নিরপেক্ষ প্যাটার্ন। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, বুল অথবা বিয়ার কেউই মার্কেটকে আয়ত্তে আনতে পারেনা। সাপোর্ট লাইন উপরের দিকে যায় এবং রেজিস্ট্যান্স লাইন নিচের দিকে প্রায় একই গতিপথে। ব্রেকআউট যেকোনো ডায়রেকশনে হতে পারে। এখানে এই জিনিসটি নিশ্চিত যে ব্রেকআউট হবে। এরফলে, ট্রেডার লোয়ার হাইয়ের ওপরে এবং হায়ার লোয়ের নিচে এন্ট্রি অর্ডার দিতে পারে। যখন একটি অর্ডার চালু হবে, তখন অন্য অর্ডার বাতিল করে দিতে হবে।

SaifulRahman
2018-08-08, 06:20 PM
মারোবোজু
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457041156-38a6f60_xlarge.jpg
মারোবোজুর কোন শ্যাডো থাকে না। হাই এবং লো, ওপেন ও ক্লোজ প্রাইসের সমান থাকে।
বুলিশ মারোবোজু ওপেন = লো ক্লোজ = হাই এটি ইঙ্গিত করে যে বুলরা পুরো পিরিয়োডটায় রাজত্ব করেছে। এটি যখন দেখা যায় তখন বুলিশ ট্রেন্ড সম্প্রসারণ অথবা বুলিশ রিভার্সালের ইঙ্গিত দিয়ে থাকে।

DhakaFX
2018-08-09, 03:43 PM
ইভিনিং স্টার হল রিভার্সাল প্যাটার্ন। এগুলো নিম্নোক্ত বৈশিষ্ট্য দিয়ে চেনা যায়;
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457042860-5c73ada_xlarge.jpg
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457042924-366fa56_xlarge.jpg
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457042938-826659a_xlarge.jpg
ইভিনিং স্টার এর ১ম ক্যান্ডেলটা বুলিশ হবে যা সাম্প্রতিক আপট্রেন্ডের অংশ। ২য় ক্যান্ডেলটার ছোট বডি থাকবে যা মার্কেটে বুল ও বিয়ারের মধ্যে দ্বিধার সংকেত দেয়। এটি বুলিশ অথবা বিয়ারিশ যে কোন একটি হতে পারে। ৩য় ক্যান্ডেলটা বিয়ার ক্যান্ডেল যা ১ম ক্যান্ডেলের অর্ধেকের বেশি ছাড়িয়ে ক্লোজ হবে। এটি ট্রেন্ড রিভার্সালের কনফারমেশন হিসেবে কাজ করে।

DhakaFX
2018-08-09, 03:46 PM
মর্নিং স্টার হল রিভার্সাল প্যাটার্ন। এটা নিম্নোক্ত বৈশিষ্ট্য দিয়ে চেনা যায়;
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457043028-08c1d0c_xlarge.jpg
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457043040-98b851b_xlarge.jpg
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457043051-c729209_xlarge.jpg
মর্নিং স্টার এর ১ম ক্যান্ডেলটা বিয়ারিশ হবে যা সাম্প্রতিক ডাউনট্রেন্ডের অংশ। ২য় ক্যান্ডেলটার ছোট বডি থাকবে যা মার্কেটে বুল ও বিয়ারের মধ্যে দ্বিধার সংকেত দেয়। এটি বুলিশ অথবা বিয়ারিশ যে কোন একটি হতে পারে। ৩য় ক্যান্ডেলটা বুল ক্যান্ডেল যা ১ম ক্যান্ডেলের অর্ধেকের বেশি ছাড়িয়ে ক্লোজ হবে। এটি ট্রেন্ড রিভার্সালের কনফারমেশন হিসেবে কাজ করে।

DhakaFX
2018-08-28, 06:09 PM
সব ক্যান্ডেলস্টিক এর মধ্যে ওপেন, হাই, লো এবং ক্লোজ প্রাইস থাকে। এছাড়াও ক্যান্ডেলে চিকন ও প্রশস্ত অংশ আছে। চিকন অংশটাকে শ্যাডো বলে। শ্যাডো দেখলে বুঝে নিতে হবে যে, প্রাইস সেই পর্যায়ে গিয়ে ফেরত এসেছে। প্রশস্ত অংশটিকে বডি বলে। বডি দেখায় যে, প্রাইস কোথা থেকে শুরু হয়ে কোথায় যেয়ে থেমেছে।
ক্যান্ডেলস্টিক এর ছবিগুলো দেখুন
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457040803-8468ec4_xlarge.jpg
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457040816-ae3eecf_xlarge.jpg
http://s3.amazonaws.com/somewherein/pictures/arjansoul/arjansoul-1457040825-5c2ec38_xlarge.jpg
ক্যান্ডেলস্টিক বডির আচরণ: বডি যত লম্বা হয় লেনদেন ততোই ভালো হয়। এটির মাধ্যমে বুঝানো হয় এই পরিধিতে ট্রেডাররা ভালোই লেনদেন করছে। একইভাবে, একটা ছোট বডি বোঝায় যে, এই লেনদেন তেমন একটা ভাল হচ্ছে না। লম্বা সাদা বডি ক্যান্ডেলস্টিক ইঙ্গিত করে সাধারনত দাম বৃদ্ধি পাওয়াকে। আরা লম্বা কালো বডি ক্যান্ডেলস্টিক ইঙ্গিত করে সচরাচর দাম কমে যাওয়াকে।
ক্যান্ডেলস্টিক লেগ/শ্যাডো: নীচের শ্যাডো সেশান লো বোঝায়। উপরের শ্যাডো সেশান হাই বোঝায। লম্বা শ্যাডো ইঙ্গিত দেয় যে ট্রেড ওপেন এবং ক্লোজ হবার পূর্বে মাকের্টে প্রচুর পরিমাণে বাই ও সেল ছিলো। ছোট শ্যাডো ইঙ্গিত দেয় যে ট্রেড ওপেন এবং ক্লোজ হরার পূর্বে মাকের্টে কম পরিমাণে বাই ও সেল ছিলো।

Tofazzal Mia
2018-10-22, 05:16 PM
বেল্ট হোল্ড (ইউরিকি)
https://fxn.instaforex.com/i/img/indicators/belt_hold_graph.jpg
বেল্ট হোল্ড প্যাটার্ন হলো ওপেন প্রাইস নির্দেশিত শ্যাডো ছাড়া মারুবোজু ক্যান্ডেলস্টিক ওপেন করার মত।

মিটিং লাইনস
https://fxn.instaforex.com/i/img/indicators/meeting_lines_graph.jpg
যখন বিপরীত রঙের ক্যান্ডেলস্টিকগু ো একই ক্লোজিং প্রাইস তৈরি করে তখন মিটিং লাইনস প্যাটার্ন তৈরি হয়।

jakaria991
2018-10-23, 08:11 PM
আসসালামুয়ালাইকুম, সবাই অনেক ভাল ভাল কেন্দেল সিক্ট পেটা্ন এর বরননা দিয়েছেন, আসলে কি শুধু কেন্দেল সিক্ট পেটা্ন দেখে বাই অথবা সেল করব ? না, আমি মনে করি কেন্দেল সিক্ট পেটা্ন এর সাথে সাথে সাপোট' এবং রেসিট্নেেস ব্যবহার করব এবং কনফারম় হব । এ ছাড়া আপনি চাইলে যে কনো টেকনিক্যাল এনালাইসিস টুুলস ব্যবহার করে সিওর হতে পারেন পরে ট্রেড নিন। এ ভাবে ট্রেড নিলে ১০০% না হলেও কাছাকাছি যাবেন।

BDFOREX TRADER
2019-05-14, 04:10 PM
যারা ক্যান্ডেল প্যাটার্ন নিয়ে কাজ করেন, তাদের জন্য বেশ উপকারে আসতে পারে এই ছবিটাঃ 7952

Tofazzal Mia
2019-06-27, 11:42 AM
শেক আউট এর শুরু 8294 এবং শেক আউট এর শেষ প্রান্ত 8295 একটা হাই ভলিউম লম্বা আপ বা ডাউন ক্যান্ডেলের পরে যদি মারকেট থেকে যায়৷ টম উইলিয়াম এর VSA নিয়ম অনুযায়ি যা মুভমেন্টের শেষ৷ মুভমেণ্ট কন্টিনিউ রাখতে হলে অবশ্যই continuation লাগবে। মানে নেক্সট ক্যান্ডেল একই মুভমেন্ট থাকতে হবে।যদি একটা বড় ক্যান্ডেলের পরে মারকেট উলটা ক্যান্ডেল বানায় এর মানে মারকেট মেকাররা, ওই দিকে মারকেট নিবে না।যদি নিতে হয় তাহলে অবশ্যি অই দিকে মারকেটের সিমিলার মুভমেন্ট থাকতে হবে। মানে ২ নাম্বার ক্যান্ডেলে ও একই মুভিমেন্ট থাকতে হবে। বিশেষ করে নিউজের পরে এই ধরনের বড় মুভমেন্ট দেখা যায়।সে ক্ষেত্রে অব্যশই continuation লাগবে বড় ও লং ট্রাম ট্রেন্ড পেতে।
একটা বড় মুভমেন্টের পরেই মারকেট কিছু একটা করার চেষ্টা করে। হয় সে contimuation করবে অথবা reverse আসবে। সেক্ষত্রে বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেল অনেক কিছু বলে দিবে।
উদাহরন, আজ পাউন্ড দুপুরে বড় UP ক্যান্ডেল বানিয়ে ই পরের ক্যান্ড্বলে Down. ফলাফল সারা দিন ডাউন। এখানে যা ঘটেছে Strong holder to Weak holder পজিশন চেঞ্জ হয়েছে।
আবার গোল্ড সকালে বড় এক ক্যান্ডেলে Up দিয়ে পরের ক্যান্ডেলে সেল ডজি বানিয়েছে।
কিন্তু উপরের দুই ক্ষত্রে যদি মারকেট বুলিশ ক্যান্ডেল বানয়ে continue করত তাহলে VSA ধরে নিত লম্বা সময় আপ ট্রেন্ড বজায় থাকিবে। বিশেষ করে নিউজের shake out খুবি গুরুত্য। দেখা যায় নিউজে প্রথম ঘন্টায় স্পাইক দিয়েই মারকেট ডিরেকশন চেঞ্জ করে৷ ট্রেড নতুন না নিলেও বুঝে প্রফিট নিয়ে নেওয়া যায়। তবে মাদার ক্যান্ডেলের bollinger band ট্রেন্ড মিলিয়ে নেয়া ভাল। কেউ কিছু বুঝলেন কিছু?.

amreta
2020-01-25, 12:13 PM
প্রিয় ট্রেডার নিউজিল্যান্ড ডলার এবং আমেরিকান ডলার ফেরত নেমে যাচ্ছে ডাউনট্রেন্ড ক্যান্ডেলস্টিকসট শক্তিশালী ডাউনট্রেন্ড সিগন্যাল দেখায় এটি সাইড বর্তমান চার্ট বিশ্লেষণ 0,6633 বিক্রয়ের পক্ষে এটি খুব ভাল সুযোগ তবে বিক্রয় দিবসের 1 এবং সাপ্তাহিক ভিত্তিক সময়সীমা অনুসারে নিউজিল্যান্ড ডলার এবং আমেরিকান ডলার ক্রয় করার পক্ষে এবং আমার বিশ্লেষণ অনুসারে পরের সপ্তাহে নিউজিল্যান্ড ডলার এবং আমেরিকান ডলার সাইড কেনার পক্ষে এবং উপরের দিকে সরানোর পক্ষে

SumonIslam
2020-01-28, 12:05 PM
9929
হেড এন্ড সোল্ডার প্যার্টান মার্কেট এর টপে কাজ করে। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভার্সাল(Reversal) প্যাটার্ন হিসাবে গন্য করে থাকে। হেড এন্ড শোল্ডার টপ প্যাটার্ন অবশ্যই আপট্রেন্ড মার্কেটে তৈরি হতে হবে। মার্কেট আপট্রেন্ড এর শেষে যখন ট্রেন্ড রিভার্স করে তখন টপ এ এই প্যার্টান তৈরি হলে ভাল কাজ করার সম্ভবনা থাকে। ঠিক এর বিপরীত হচ্ছে ইনভার্স হেড এন্ড সোল্ডার। ইনভার্স হেড এন্ড সোল্ডার মার্কেট এর বটমে তৈরি হলে ভাল কাজ করে। ।

Fxxx
2020-01-28, 01:21 PM
সকলকেই ধন্যবাদ এত সুন্দর তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর অনেক গুরুত্ব রয়েছে এবং এখান থেকে বুঝে সেগুলো অনেকেই কাজে লাগাতে পারবে বলে আমার ধারনা।

FREEDOM
2020-04-23, 02:18 AM
ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমার তেমন একটা ভালো ধারনা নেই তবে এখানে আপনারা ক্যান্ডেলস্টিক এর কয়েকটি প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছেন যা দেখে অনেকই ভালো ধারনা নিতে পারবে এবং ট্রেডিং ক্ষেত্রে তা কাজেও লাগাতে পারবে। আমি অল্প কয়েকটি ক্যান্ডেলস্টিক সম্পর্কে অল্প ধারনা আগেই পেয়েছিলাম এখান থেকে ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমার জ্ঞান আগের থেকে কিছুটা হলেও বাড়বে বলে আমি মনে করি।

FX7
2020-04-23, 03:20 PM
ধন্যবাদ ভাই আপনাদের। খুবই দারুন একটা পোষ্ট শেয়ার করলেন। জানতাম না এগুলা আপনাদের মাধ্যমে এজ আর একটা নতুন কিছু শিখলাম।আশাকরি আপনারা এমন সকল পোষ্ট শেয়ার করে আমাদের মত নতুন দের সাহাজ্য করবেন।ধন্যবাদ

Rokibul7
2020-04-25, 10:03 PM
ফরেক্স মার্কেটে ট্রেড আছে যারা শুধু ক্যান্ডেলস্টিক এর উপরে টেড করে থাকে। পৃথিবীতে হাজারো টেডাররা শুধু ক্যান্ডেলস্টিক এর উপরে ট্রেড করে তারা নিয়মিত প্রফিট করে আসে তাই আমাদের সবারই উচিত ক্যান্ডেলস্টিক সম্পর্কে পরিচিত হওয়া ভাই আপনার এই পোষ্ট সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ শেয়ার করার জন্য

Rakib Hashan
2020-04-27, 07:04 PM
10764
মার্কেট বুলিশ(Uptrend), বেরিশ(Downtrend), এই চার্ট দেখে অনেকাংশে বলতে পারবেন।* ভালো লাগার মতো কিছু প্রাইস এ্যাকশন। ফরেক্সরার ভাইয়েরা সংগ্রহে রাখুন
10765

SUROZ Islam
2020-04-30, 01:54 PM
10814
মার্কেট বুলিশ(Uptrend), বেরিশ(Downtrend), এই চার্ট দেখে অনেকাংশে বলতে পারবেন।