View Full Version : ক্যান্ডেলস্টিকের বিভিন্ন প্যাটার্ন # ০৩
BDFOREX TRADER
2018-03-01, 04:10 PM
ফরেক্স দুনিয়াতে অসংখ্য প্যাটার্ন রয়েছে। কেননা বিভিন্ন সময়ে মাকেটে ট্রেন্ড ও বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে এসকল প্যাটার্নগুলো তৈরী হয় ব্যবহার করা হয়ে থাকে। যদিও সবগুলো ইন্ডকেটরের পরিচিতি দেওয়া সম্ভব নয় তাই নিচে কিছু ফরেক্স দুনিয়া বহুল প্রচলিত প্যাটার্নগুলো ও তাদের ব্যবহার চিত্রসহকারে প্রদান করা হল। পর্ব-০৩
https://fxn.instaforex.com/i/img/indicators/identical_three_crows_graph.jpg আইডেন্টিক্যাল থ্রি ক্রোস (ডোজি সানবা গ্যারাসু): আইডেন্টিক্যাল থ্রি ক্রোস হলো বিয়ারিশ রিভার্সাল নির্দেশক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা থ্রি ব্লাক ক্রোস প্যাটার্নের একটি বিশেষ রূপ। পার্থক্য হলো আইডেন্টিক্যাল থ্রি ক্রোস এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ব্লাক ডে পূর্বের দিনের ক্লোজিং লেভেলে ওপেন হয়। এখানে মার্জিনাল গ্যাপ থাকতে পারে।
https://fxn.instaforex.com/i/img/indicators/three_black_crows_graph.jpg থ্রি ব্লাক ক্রোস (সানবা গ্যারাসু): থ্রি ব্লাক ক্রোস হলো বিয়ারিশ রিভার্সাল নির্দেশক জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা ঊর্ধ্বমুখী প্রবণতার সময় ঘটে থাকে এবং দীর্ঘ ব্লাক ডেইস এর একটি সিঁড়ি তৈরি করে। পূর্বের দিনের ক্লোজ থেকে প্রতিদিন একটু উপরে ওপেন হয়। তারপর প্রাইস এর নিম্নমুখী রিভার্স হয় এবং নিচের দিকে চলমান থাকে। এটাকে ট্রেন্ড রিভার্সাল ট্রেডিং সিগন্যাল হিসাবে গণ্য করা যায়। এসময় মূল্য খুব দ্রুত পতন হয়, ফলে বটম থেকে যেনো অ্যাসেট কিনতে না হয় সেটা লক্ষ্য রাখুন।
https://fxn.instaforex.com/i/img/indicators/three_white_soldiers_graph.jpg থ্রি হোয়াইট সোলজারস (একা সানপেই): থ্রি হোয়াইট সোলজারস হলো কয়েকটি লম্বা সাদা ক্যান্ডেলের তৈরি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নের প্রতিটি ক্লোজিং প্রাইস পূর্বের বডির ক্লোজ থেকে উপরে থাকে। যখন প্রতিটি ট্রেডিং সেশন পূর্বের দিনের (ক্যান্ডেলস্টিক বডি) মাঝামাঝি থেকে শুরু হয়, তখন প্যাটার্ন স্পষ্ট হয়। সুতরাং, প্যাটার্ন দেখতে সিঁড়ির মত হয় এবং সম্ভাব্য বুলিশ প্রবণতাকে নির্দেশ করে।
https://fxn.instaforex.com/i/img/indicators/belt_hold_graph.jpg বেল্ট হোল্ড (ইউরিকি): বেল্ট হোল্ড প্যাটার্ন হলো ওপেন প্রাইস নির্দেশিত শ্যাডো ছাড়া মারুবোজু ক্যান্ডেলস্টিক ওপেন করার মত।
DhakaFX
2018-07-26, 12:36 PM
ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাসিস একটি নির্ভরযোগ্য স্ট্যাটেজি। ১ ঘণ্টা এবং ৪ ঘণ্টার চার্টে ক্যান্ডেলস্টিক তেমন কাজ না করলেও সাপ্তাহিক এবং মাসিক চার্ট দেখে অনুমান অনেকটাই সফল হয়।
শুটিং স্টার https://fbs.com.bd/img/analyticguidebooks/207/1498823149-4a47a0db6e60853dedfcfdf08a5ca249_1200x1200_q90v3.p ng, ইভিনিং স্টারhttps://fbs.com.bd/img/analyticguidebooks/207/1498823161-fb5c81ed3a220004b71069645f112867_1200x1200_q90v3.p ng, ইভিনিং দজি স্টারhttps://fbs.com.bd/img/analyticguidebooks/207/1498823191-10fb15c77258a991b0028080a64fb42d_1200x1200_q90v3.p ng, হ্যাঙ্গিং ম্যান একটি ১-ক্যান্ডেল প্যাটার্নhttps://fbs.com.bd/img/analyticguidebooks/207/1498823231-8f173d0eaffc4b90c0c0361b8f37cc17_1200x1200_q90v3.g if, ডার্ক ক্লাউড কভার , বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন , বিয়ারিশ হেরামি , বিয়ারিশ হেরামি ক্রস , থ্রি ব্ল্যাক ক্রোস হল বিয়ারিশ প্যাটার্ন এর কিছু ক্যান্ডেলস্টিক। এছাড়াও বুলিশ প্যাটার্ন ও রিভার্সাল চার্ট প্যাটার্ন অনেক ক্যান্ডেলস্টিক রয়েছে।
rafiuqlislam
2018-07-26, 04:57 PM
ফরেক্সের বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে কিছুটা ধারনা পেলাম্ ।আরও একটু বিস্তারিত জানার জন্য নিবেদন করলাম।
DhakaFX
2018-08-12, 04:23 PM
ক্যান্ডেলস্টিক হলো ফরেক্স এর সবচেয়ে গুরুত্তপুর্ন বিষয়। কেননা ক্যান্ডেলস্টিক এর ব্যবহার ছাড়া কোন ট্রেডার ফরেক্সে মার্কেটে ব বেশিদিন টিকে থাকতে পারবে না। আর ক্যান্ডেল ফর্মেশন বুঝার জন্যে আপনি ১ মিনিট টাইম ফ্রেম এ লাইভ মার্কেট আপ ডাউন দেখতে পারেন। এতে আপনার কম সময়ে মার্কেট গতিবিধি ও ক্যান্ডেল ফরমেশন সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। মার্কেটে কোন পেয়ারে যখন ক্রেতাদের সংখ্যা যখন বেড়ে যায় তখন সেই পেয়ারটি উপরের দিকে উঠতে থাকে আবার যখন বায়ার তাদের ট্রেড ক্লোজ করে দেয় এবং তখন মার্কেট এ সেলার দের আধিক্য বেড়ে যায় ফলে চার্ট এ ক্যান্ডেল গুলো নিচের দিকে নামতে থাকে। মুলত কোন পেয়ারের এই সামগ্রিক লেনদেনগুলো আমরা চার্টে ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে দেখতে পারি।
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ8IUhEurefGIKT2QjhRTbtUTuVa9YlH-BOhVqPmMsPK4s4UDAe
Montu Zaman
2018-09-09, 03:15 PM
https://moneymakingrobots.files.wordpress.com/2013/07/2bb88-picture5.jpg?w=253
ফলস ব্রেক আউটঃ
রিয়েল টাইম চার্ট দেখার সময় অনেক সময় মনে হবে সাপোর্ট অথবা রেজিস্টেন্স ভেঙ্গে গেছে কারণ আপনি দেখতে পাচ্ছেন, প্রাইজ সাপোর্ট বা রেজিস্টেন্স ভেদ করে নীচে বা উপরে চলে যাচ্ছে বা গেছে। অথচ কিছু সময় পরে চার্টের দিকে তাকালে দেখি, প্রাইজ ক্লোজ হয়েছে, সাপোর্ট (বা রেজিস্টেন্স)-এর উপরে (বা নীচে)। অর্থাৎ আসলে সাপোর্ট বা রেজিস্টেন্স সত্যিকার অর্থে ভাঙ্গেনি। একে ফলস ব্রেক আউট বলে। অনেকেই এরকম ফলস ব্রেক আউটে ট্রেড নিয়ে বিপদে পড়েন। এই পরিস্থিতি বহুলাংশে (৮০% সময়) এড়ানো যাবে যদি ক্যান্ডেলস্টিক চার্টের সাথে সাথে আপনি লাইন চার্টে সাপোর্ট ও রেজিস্টেন্স লাইন গুলি হোল্ড করছে কিনা সেটি পরীক্ষা করে দেখেন। প্লিজ নোট করুন যে এটি খুব কাজে দেয়, এক সেকেন্ডের একটি ক্লিকে আপনি এটি দেখে নিতে পারেন। অথচ, ক্যান্ডেলস্টিক চার্ট নিয়ে বেশীরভাগ ট্রেডারেরা এত ব্যস্ত থাকে যে এই সামান্য কাজটি করে ‘লাইন চার্টে’ সাপোর্ট ও রেজিস্টেন্স হোল্ড করছে কিনা সেটা দেখতে ভুলে যায়।
etrader951
2018-09-10, 11:59 AM
I think no theory, strategy will work out for retail trader, just remember one thing, as we retail trader, we are as sheep, all Brokerage firm are bunch of wolves,so how can
a retail trader make profit? that's why all over world 95% of retail trader losing money, that is truth,so many trader lost money and started to claim themself so called as Expert, but
there is always way to go against wolves, that's the only tricky way to make money against Broker, who ever the name of firm, go to find, how they been accused of dirty tricks,
if any one like to share his experiences , can be knocked me, Regards,
SaifulRahman
2018-09-16, 06:36 PM
6348
বাউন্স ট্রেডিং পদ্ধতি অনুসারে মূল্য সাপোর্ট বা রেজিস্টেন্স থেকে বাউন্স করলে ট্রেড এন্ট্রি নেয়া হয়। ঠিক সাপোর্ট বা রেজিস্টেন্স লাইনে ট্রেড নেওয়ার চেয়ে এখানে সুবিধা হলো যে, এটা জানা যাচ্ছে যে সাপোর্ট বা রেজিস্টেন্স হোল্ড করছে (অর্থাৎ কিছুটা কনফার্মেশনের পরে যে, এ যাত্রায়ও সাপোর্ট বা রেজিস্টেন্স টিকে গেলো)। অবশ্য লাইন-এ কিনলে যে প্রাইজ়ে পাওয়া যেত, তার চেয়ে কিছুটা খারাপ প্রাইজে ট্রেড এন্ট্রি হবে। বাউন্স দেখে ট্রেড নিলে সেই প্রতিকূল সময়গুলি অতিক্রম করা যাবে যখন প্রাইজ খুব দ্রুত মুভ করে এবং একটানে সাপোর্ট বা রেজিস্টেন্স ভেঙ্গে চলে যায়। একচুয়ালি ফরেক্সে একটা প্রবাদই আছে- নেভার ট্রাই টু ক্যাচ আ ফলিং নাইফ (পড়ন্ত ছুরি ধরার চেষ্টা কোরনা)। প্রাইজ তীব্রবেগে নীচে যাওয়ার সময় সুস্থির না হওয়া পর্যন্ত বাই না করােই ভাল।
Rassel Vuiya
2018-12-03, 01:52 PM
জাপানের হোমা মুনেহিসা ক্যান্ডেলস্টিক এর জন্ম দিয়েছে। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে মার্কেটে কোন কিছুর ওপেন, হাই, লো আর ক্লোজ— এ চারটি প্রাইস ডাটার উপর ভিত্তি করে মার্কেটের গতিবিধি অনুমান করেন এবং এখন পর্যন্ত এই ক্যান্ডেলস্টিক চার্ট সবচেয়ে বেশি ব্যবহূত বিশ্লেষন টুল। ক্যান্ডেলস্টিকগু ো আমাদের বলে, ওপেনিং প্রাইসের চেয়ে ক্লোজিং প্রাইস কম হলে সেশনটি বিয়ারিশ অর্থাৎ বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি সক্রিয় ও আগ্রাসী। উল্টো ক্ষেত্রে সেশনটি বুলিশ। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের মূল দর্শনগুলো মেনে প্রাইস ইতিহাসের যত পেছনে যাওয়া যায়, টেকনিক্যাল বিশ্লেষণ ততই শক্তিশালী হয়।
md mehedi hasan
2018-12-06, 01:03 PM
ফরেক্স মার্কেটে আমি মূলত তিন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করে থাকি।একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হল পিনবার দ্বিতীয়টি হল ইনাইডবার এবং ততৃতীয়টি হচ্ছে ফ্যাকী সেটাপ।এই তিন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা ট্রেন্ড ও সাপোর্ট লেভেল এবং রেসিস্টেন্স লেভেলের সাথে সংজ্ঞতি রেখে ট্রেড এন্টি নিতে হয়।অন্যাথা আপনি যে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা ট্রেড করেন না কেন ট্রেডটি আপনার পক্ষে থাকবেনা।
FREEDOM
2020-04-22, 12:57 AM
ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুজতে পারলে ট্রেড করা অনেক ইজি হয়ে যায়।আমি যদিও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখনো ভালো বুঝি না তবে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি যতটুকু বুঝিয়েছেন যদি পিক সহকারে বুঝিয়ে দিতেন তাহলে আরো ভালো বুজতে পারতাম। তবে ক্যান্ডেলস্টিক এর বেসিক কয়েকটি প্যাটার্ন মোটামুটি বুজতে শিখেছি যেমন ডোজি, বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল যা আমার ট্রেড করতে অনেকটা সহায়তাও করছে।
Rokibul7
2020-05-03, 11:04 AM
ধন্যবাদ ভাই আপনাদের, ক্যান্ডেল স্টিক প্যাটান সম্পর্কে ধারনা পেলাম।এ রকম পোষ্ট আমাদের মত নতুনদের শিক্ষনিয় পোষ্ট।এ সব থেকে ফরেক্স মাকেট সম্পকে ধারনা পাওয়া যায়।ধন্যবাদ
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.