PDA

View Full Version : একটু ভিন্ন ভাবে চিন্তা করতে শিখুন!



maziz6989
2018-03-01, 10:39 PM
যদি এই মার্কেট থেকে লং টার্মে প্রফিটে থাকতে চান তবে একটা জিনিস খুবই নিষ্ঠার সাথে করতে হবে। তা হল একটু ভিন্ন ধাচের চিন্তার জ্ঞান অর্জন করতেই হবে। আপনি যদি তা করতে না পারেন তবে আপনাকে অনেক বেশি মূন্য দিতে হবে। আপনি যে ভাবে চিন্তা করেন এভাবে যদি মেজরিটি ট্রেডার চিন্তা করে তবে মনে রাখবেন আপনি আল্টিমেটলি লুজার। আপনাকে চিন্তা করতে হবে আপনার মত করে কিন্তু লজিক্যাল।

iloveyou
2018-03-02, 08:13 PM
আপনি বেশ ভাল কথাই বলেছেন। ফরেক্সে মার্কেটে অবস্থানরত সময় একটা ভাল প্রফিটের চিন্তা ভাবনা নিয়েই আমরা ট্রেডে অংশগ্রহণ করে থাকি। তবে বেশিরভাগ সময় আমাদের অসাবধানতার কারনে কিংবা সচেতনতার অভাবে, আমরা মার্কেটের সাইকোলোজি বুঝতে না পারার কারনে, অনেক সময় লুজারে পরিণত হয়ে থাকি। এর মূল কারনটা হল আমরা মার্কেটের ধাঁচ বুঝিনা, ট্রেন্ড বুঝিনা এছাড়াও আরও অনেক কিছু যেগুলো আমাদের ধারণার বাইরে রয়ে যায়, আর সে কারনেই আমাদেরকে এখানে চরম মূল্য দিতে হয়।

riponinsta
2018-03-03, 10:41 AM
ফরেক্স মার্কেট এ লং টাইম এ লাভ করতে চাইলে ভাল একটা ট্রেডিং সিস্টেম থাকতে হবে আর লং টাইম এ যারা ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারে একটা ট্রেড করার সময় অনেক বুঝে ট্রেড করতে করে কারন আপনি ভুল ট্রেড করলে আপনার লস হতে পারে তাই অনেক বুঝে ট্রেড করতে হবে আর লাভ করতে হবে ফরেক্স মার্কেট এ

Mamun13
2018-03-04, 07:28 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবো তখন অবশ্যই সঠিকভাবে এবং যুক্তি সহকারে এনালাইসিস করে নিশ্চিত হয়েই ট্রেডে এন্ট্রি করব৷প্রত্যেকটা এন্ট্রি করার পেছনে অবশ্যই পর্যাপ্ত logic থাকা অত্যাবশ্যক৷কেন আমরা Buy এন্ট্রী করবো ? অথবা কেন আমরা Sell এন্ট্রী করবো ? অথবা কেন আমরা এই মুহূর্তে ট্রেড করবো না ? এজন্য আমাদের একই সাথে fundamental analysis,technical analysis এবং market সেন্টিমেন্ট সঠিকভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত হতে হবে৷এগুলোর প্রত্যেকটি বিষয়ের পিছনে একটি সুনির্দিষ্ট logic থাকতে হবে৷অবশ্যই ট্রেড করবো logically৷তাহলে Profit আসবে- এটা নিশ্চিত৷

samun
2021-12-27, 07:36 PM
একটা ভালো ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে না পারলে ট্রেডিংয়ে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় তবে আমি নতুন হিসেবে একটু ভিন্নভাবে ট্রেড করার চেষ্টা করি সাধারণত আমি বেশিরভাগ সময় স্ক্যাল্পিং করে থাকি এটি সাধারণত কারেন্ট নিউজ প্রকাশিত হওয়ার পরপরই আমি মার্কেটের মুভমেন্ট অর্থাৎ গতি দেখে ট্রেড করে থাকে এতে করে সাময়িক সময়ের ভেতরে আমার একটি পজিটিভ রেজাল্ট আশা করা যায় এভাবেই আমি আমার নিজের স্ট্র্যাটেজি কে সাজিয়েছি

Mas26
2021-12-27, 11:32 PM
ফরেক্স মার্কেট এ লং টাইম এ লাভ করতে চাইলে ভাল একটা ট্রেডিং সিস্টেম থাকতে হবে আর লং টাইম এ যারা ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারে একটা ট্রেড করার সময় অনেক বুঝে ট্রেড করতে করে কারন আপনি ভুল ট্রেড করলে আপনার লস হতে পারে তাই অনেক বুঝে ট্রেড করতে হবে আর লাভ করতে হবে ফরেক্স.. এই মার্কেট থেকে লং টার্মে প্রফিটে থাকতে চান তবে একটা জিনিস খুবই নিষ্ঠার সাথে করতে হবে। তা হল একটু ভিন্ন ধাচের চিন্তার জ্ঞান অর্জন করতেই হবে। আপনি যদি তা করতে না পারেন তবে আপনাকে অনেক বেশি মূন্য দিতে হবে। এই মার্কেট থেকে লং টার্মে প্রফিটে থাকতে চান তবে একটা জিনিস খুবই নিষ্ঠার সাথে করতে হবে। তা হল একটু ভিন্ন ধাচের চিন্তার জ্ঞান অর্জন করতেই হবে। আপনি যদি তা করতে না পারেন তবে আপনাকে অনেক বেশি মূন্য দিতে হবে।