View Full Version : কৌশল ব্যবহার করতে হলে আমাদের শিক্ষা থাকতú
majeed
2018-03-03, 12:30 AM
আমার মতে নির্ভরশীল কোনো কৌশল ব্যবহার করতে হলে আমাদের শিক্ষা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আমি সবসময় FreshForex ব্রোকার এর ফ্রি ডেমো এক্যাউন্টে অনুশীলন করি। তাদের আরো রয়েছে অসাধারণ শিক্ষনীয় বিষয় যাহা সবকিছু ভাল ভাবে শেখাতে সাহায্য করে এবং যখন একজন শিক্ষা লাভ করে তখন ভাল কৌশল তৈরি করা কঠিন ব্যাপার না।
riponinsta
2018-03-03, 10:37 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লাভ করতে চাইলে একটা ট্রেডিং সিস্টেম থাকতে হবে আপনি যদি সেই ট্রেডিং সিস্টেম এর সব কিছু ঠিক মত বুঝতে পারেন আর সেই ট্রেডিং সিস্টেম এ লেগে থাকেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারবেন আর সেই লাভ ধরে রাখতে পারবেন এই কারন যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাদের সবার ভাল একটা ট্রেডিং সিস্টেম থাকে
iloveyou
2018-03-03, 11:05 AM
আসলে কোন বিষয়ে আপনার যদি প্রপার শিক্ষা থাকে, তাহলে সেটাকে অবলম্বন করে সে একটা ভাল কৌশল বানাতে সক্ষম। আর ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের জন্য তার জ্ঞান, দক্ষতা কিংবা অভিজ্ঞতাই এখানে যথেষ্ট নয়, তাকে একটা কৌশল তৈরি করে ফরেক্স মার্কেটের সাথে সাথে ভাসতে হবে, তাল মিলিয়ে চলতে হবে। তাই ফরেক্সের জরুরী বিষয়গুলোকে সর্বাধিক মূল্যায়ন করে সঠিক কৌশল তৈরি করুন।
expkhaled
2018-03-03, 04:39 PM
ফরেক্স ব্যবসা পুরোটাই কৌশল নির্ভর সুতরাং যিনি যত কৌশল প্র্যাকটিস করবেন তিনি তত বেশী পরিমানে লাভবান হবেন। আর কৌশল গুলো জানার জন্য প্রচুর স্টাডি করতে হবে ছোট ছোট অনেক বিষয় আছে যে গুলোর ব্যপারে স্টাডি করতে হবে এবং সেগুলো ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আসলে যত বেশী কৌশল নিয়ে গবেষনা করা হবে তত বেশী ফরেক্স এর চার্ট পরিস্কার জানা যাবে। যেমন : সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একটি কৌশল যা দিয়ে ট্রেডিং এর অনেক কিছু বোঝা যায় আবার মানিম্যানেজমেন্ট ও ট্রেডিং এর একটি কৌশল।
Mamun13
2018-03-03, 11:37 PM
ফরেক্স মার্কেটে profitable ট্রেড করতে হলে অনেক ধরনের কলা কৌশল শিখতে হবে,জানতে হবে এবং সেগুলোর সঠিক প্রয়োগ করতে হবে৷এভাবেই সঠিক,বাস্তবসম্মত ও কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি তৈরি হয়৷পেশাদার এবং দক্ষ ট্রেডারদের প্রথম শর্তই হচ্ছে ভালো একটি trading strategy থাকা৷ইন্সটাফরেক্স ব্রোকারেই বিভিন্ন ভিডিও trading tutorial রয়েছে যেগুলো থেকে সবকিছু সহজে শিখতে পারেন৷আমি মনে করি হাজার হাজার ব্রোকারের মাঝে ইনস্টা ফরেক্স ব্রোকারে সর্বাধিক Trading কলা কৌশল রয়েছে৷আর এর বাইরে আমাদের এই ফোরাম থেকেই শিক্ষা নেওয়া উত্তম মনে করি৷অন্য কোন ব্রোকারের advertise এখানে না করাই বাঞ্ছনীয়৷
Sakib42
2021-09-18, 09:46 PM
আমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষা এবং অভিজ্ঞতার না থাকে ফরেক্স সম্পর্কে তাহলে আমরা কখনই কোন কৌশল ব্যবহার করতে পারব না এবং কোন সময় কোন ট্রেডিং প্ল্যান অনুযায়ী চলতে হবে তা আমরা নির্ধারণ করতে পারবোনা। যখন একজন ট্রেডার অভিজ্ঞতা সম্পন্ন হয় তখন সে তার সুবিধামত কৌশল বানিয়ে নেয়। তার শিক্ষা দিয়ে সে কঠিন চিন্তাভাবনা কে সহজ করে তোলে এবং সাফল্য অর্জন করে। আপনি যদি কৌশল অবলম্বন করে ফরেক্সের কাছ থেকে প্রফিট অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে ফরেক্স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনার অভিজ্ঞতা থাকতে হবে। কৌশল অবলম্বন তারাই করতে পারে যাদের যথেষ্ট পরিমান জ্ঞান ও ধারণা রয়েছে ফরেক্স ফরেক্স মার্কেটের প্রতিটি বিষয়ের উপর।
Starship
2021-09-21, 08:21 AM
ফরেক্স এ ট্রেড করে সেই বেশি প্রফিট করতে পারে যাহার পর্যাপ্ত কৌশল আয়ত্ত রয়েছে এবং সেই কৌশল যথাযথভাবে প্রয়োগ করার মাধ্যমে ট্রেড করতে পারেন পাশাপাশি নিজের যার যত বেশি অভিজ্ঞতা রয়েছে। কেননা আন্তর্জাতিক মার্কেটে টিকে থাকার জন্য নিজের কৌশল ব্যবহার করা ব্যতীত আপনি টিকে থাকতে পারবেন না। এছাড়াও তুলনামূলক কম ব্যালান্স নিয়ে ফরেক্সে টিকে থাকা অনেকটা যুদ্ধের ন্যায়। তাই নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করার ক্ষেত্রে এবং নিয়মাবলী মেনে চলা ট্রেড করার ক্ষেত্রে কোনো বিকল্প অপশন নেই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.