PDA

View Full Version : অাপনার দৃষ্টিতে মার্কেট ট্রেন্ড



majeed
2018-03-03, 12:16 PM
আমরা দৃষ্টিতে হল মার্কেটের গতিবিধি। একটি মার্কেট কখনো স্ট্রেইট গতিতে চলে না। মার্কেট কখনো ঊর্ধ্বমুখী বা কখনো নিম্নমুখী এবং মাঝে মাঝে সমান্তরাল। যদি প্রত্যেক ক্রমানুযায়ী আপ মুভমেন্ট আগের নিম্নমুখী ট্রেন্ডের আরো নিচের দিকে মোড় নিতে শুরু করে তখন মার্কেট এর নিম্নক্রম প্রবনতা বলে ধরা যায়। আবার প্রত্যেক ক্রমানুযায়ী ডাউন মুভমেন্ট আগের ঊর্ধ্বমুখী ট্রেন্ডের আরো উপরের দিকে মোড় নিতে শুরু করে তখন মার্কেট এর ঊর্ধ্বমুখী প্রবণতা বলে ধরে নেওয়া হয়। ”কিন্তু আপনার দৃষ্টিতে মার্কেটের ট্রেন্ডের প্রকৃত চিত্র কি এমনটাই, নাকি আলাদা?”

iloveyou
2018-03-03, 08:49 PM
আসলে মার্কেটের ট্রেন্ড বলতে ফরেক্স মার্কেটের গতিবিধি পর্যবেক্ষণ করাকে বোঝায়। তাই এখানে বেশিরভাগ ট্রেডারই ট্রেন্ড দেখে আমরা মার্কেটের স্বাভাবিক একটা পরিস্কার ধারণা পাই, যেটা আমাদেরকে ট্রেডিং এ বিশেষ ভাবে সহায়তা প্রদান করে থাকে। সুতরাং এখানে আপনার মত আমারও দৃষ্টিতে মার্কেটের ট্রেন্ডের প্রকৃত চিত্র ঐ একই বলা যায় যে, মার্কেট কখনও সাইডওয়ে ট্রেন্ডে, কখনও ঊর্ধ্বমুখী, আবার কখনও দেখবেন নিম্নমুখী ট্রেন্ডের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।

Mamun13
2018-03-07, 10:11 PM
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে অবশ্যই সর্বপ্রথম সংশ্লিষ্ট পেয়ারের গতিবিধি বা trend নির্ধারণ করতে হবে৷এই ট্রেন্ডই বলে দিচ্ছে অতীতে সংশ্লিষ্ট পেয়ারের প্রাইস ভ্যালূ কেমন ছিল,এই মুহূর্তে কেমন অবস্থায় আছে এবং ভবিষ্যতে প্রাইস ভ্যালূ কেমন হতে পারে ? ফরেক্স মার্কেটে একটি কথা সার্বজনীন,সেটি হচ্ছে “trend is our friend”অর্থাৎ ট্রেন্ডের সাথে ট্রেড করা অপরিহার্য তাই ট্রেন্ডের সাথে সাথে ট্রেডে এন্ট্রী করতে হবে৷যেমন এই মুহূর্তে আমাদের ট্রেডিং চার্টে কোনো পেয়ারের ট্রেন্ড যদি uptrend হয় তাহলে কখনই Sell করা লাভজনক হবে না আর যদি ডাউনট্রেন্ড হয় তাহলে কখনই Buy করা লাভজনক হবে না৷ট্রেন্ড যেইদিকে থাকবে ঠিক সেই দিকেই এন্ট্রি করতে হবে৷তবেই প্রফিট হাতে আসবে-এটা খুবই সহজ কথা এবং ফরেক্স ট্রেডিং এর মূলমন্ত্র৷এই ট্রেন্ড কখনো আপট্রেন্ডে থাকবে আবার কখনো ডাউনট্রেন্ডে থাকবে এবং কখনো সাইডওয়ে ট্রেন্ডে থাকবে৷তাই ট্রেডের শুরুতে অবশ্যই সংশ্লিষ্ট পেয়ারের ট্রেন্ড নিশ্চিত হয়ে নিবেন৷আর সবাই মনে রাখবেন এই ট্রেন্ড কখনো retrace করবে এবং পুনরায় কন্টিনিউ করবে আবার মাঝে মাঝে reverse করবে-এটাই ট্রেন্ডের ধর্ম৷

riponinsta
2018-03-08, 11:45 AM
আমার কাছে মনে হয় আপনি যদি বুঝতে পারেন মার্কেট কোন দিকে মুভ করছে তাহলে আপনি খুব সহজ এ লাভ করতে পারবেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে ফরেক্স মার্কেট এ তারা মার্কেট থাকে বাই মুভ এ তারা ট্রেড করে সেল ট্রেড যারা কারন এ তারা লস করে আসলে ছোট টাইম এ ট্রেড করে বুঝা যায়না মার্কেট কোন ট্রেড এ আছে তাই ট্রেড করার আগে দেখে নিতে হবে

samun
2021-12-29, 03:01 PM
āĻŦāĻŋāĻļā§āĻŦ⧇āϰ āϏāĻ•āϞ āĻĻ⧇āĻļ⧇āϰ āĻ…āĻ°ā§āĻĨāύ⧈āϤāĻŋāĻ• āĻ…āĻŦāĻ¸ā§āĻĨāĻž āĻĒā§āϰāϤāĻŋāύāĻŋāϝāĻŧāϤāχ āωāĻ āĻžāύāĻžāĻŽāĻž āĻ•āϰāϤ⧇ āĻĨāĻžāϕ⧇ āĻ“āϰ āĻ“āĻĒāϰ āĻ­āĻŋāĻ¤ā§āϤāĻŋ āĻ•āϰ⧇āχ āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡āϰ āĻ•āĻžāϜ āϝ⧇āϗ⧁āϞ⧋ āĻ“āĻ āĻžāύāĻžāĻŽāĻž āĻ•āϰāϤ⧇ āĻĨāĻžāϕ⧇ āϝāĻžāϰ āύāĻŋāĻ°ā§āĻĻāĻŋāĻˇā§āϟ āĻ—āϤāĻŋāĻŦāĻŋāϧāĻŋ āĻ•āĻžāϰ⧋ āĻĒāĻ•ā§āώ⧇ āϏāĻŽā§āĻ­āĻŦ āύāϝāĻŧ āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡ āϏāĻžāϧāĻžāϰāĻŖāϤ āύāĻŋāωāϜ āĻĒā§āϰāĻ•āĻžāĻļāĻŋāϤ āĻšāĻ“āϝāĻŧāĻžāϰ āĻĒāϰāĻŦāĻ°ā§āϤ⧀ āϏāĻŽāϝāĻŧ⧇ āĻāϰ āĻ—āϤāĻŋāĻŦāĻŋāϧāĻŋ āϏāĻŽā§āĻĒāĻ°ā§āϕ⧇ āĻ•āĻŋāϛ⧁āϟāĻž āϧāĻžāϰāĻŖāĻž āϞāĻžāĻ­ āĻ•āϰāĻž āϝāĻžāϝāĻŧ

Mas26
2021-12-30, 04:16 PM
āφāϏāϞ⧇ āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ treand āϟāĻž āϖ⧁āĻŦāχ āĻ•āĻ āĻŋāύ āĻŽāύ⧇ āĻšāϝāĻŧ🔊 āφāϏāϞ⧇ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻŸā§āϰ⧇āύ āϟāĻž āĻŦ⧁āĻāϤ⧇ āĻĒāĻžāϰāϞ⧇ āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ profit āĻ•āϰāĻž āϏāĻŽā§āĻ­āĻŦ āĻ•āĻŋāĻ¨ā§āϤ⧁ āφāĻŽāĻŋ āĻāχ āϜāĻŋāύāĻŋāϏāϟāĻžāχ āĻŦ⧁āĻāϤ⧇ āĻĒāĻžāϰāĻŋ āύāĻž, āφāϏāϞ⧇ āφāĻŽāĻžāϰ āĻ•āĻžāϛ⧇ āĻ…āύ⧇āĻ• āĻ•āĻ āĻŋāύ āĻŽāύ⧇ āĻšāϝāĻŧ āĻ•āĻžāϰāĻŖ āφāĻŽāĻŋ āϝāĻ–āύāχ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻāĻ•āϟāĻŋ āĻŸā§āϰ⧇āύ āĻĢāϞ⧋ āĻ•āϰāĻŋ āϤāĻ–āύ āĻĻ⧇āĻ–āϤ⧇ āĻĒāĻžāϰāĻŋ āϝ⧇ āφāϏāϞ⧇ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻŸā§āϰ⧇āĻ¨ā§āĻĄ āĻāĻ•āĻĻāĻŋāϕ⧇ āφāϛ⧇ āĻ•āĻŋāĻ¨ā§āϤ⧁ āĻĒāϰāĻŦāĻ°ā§āϤ⧀āϤ⧇ āφāĻŦāĻžāϰ āϏ⧇āχ āĻŸā§āϰ⧇āύāϟāĻž āϏāĻ āĻŋāĻ•āĻ­āĻžāĻŦ⧇ āĻāĻ•āϟāĻž āϊāĻ°ā§āĻ§ā§āĻŦāĻŽā§āĻ–ā§€ āĻŸā§āϰ⧇āύ āĻĨāĻžāϕ⧇ āϏ⧇āĻ­āĻžāĻŦ⧇ āϚāϞ⧇ āύāĻž; āφāϏāϞ⧇ āĻŽāĻž(āĻ°ā§āĻ•āϟ āĻŸā§āϰ⧇āĻ¨ā§āĻĄ āϤāĻŋāύ āϧāϰāύ⧇āϰ āĻšāϝāĻŧ āϝ⧇āĻŽāύ up treand.āύāĻŋāĻŽā§āύāĻŽā§āĻ–ā§€.āĻāĻŦāĻ‚ āϏāĻŽāĻ¨ā§āϤāϰāĻžāϞ. āĻāχ āϤāĻŋāύāϟāĻž āφāϛ⧇ āϝāĻĻāĻŋ āφāĻŽāϰāĻž āϏāĻ āĻŋāĻ•āĻ­āĻžāĻŦ⧇ āĻŦ⧁āĻāϤ⧇ āĻĒāĻžāϰāĻŋ āϤāĻžāĻšāϞ⧇ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡ āĻĒā§āϰāĻĢāĻŋāϟ āĻ•āϰāĻž āϏāĻŽā§āĻ­āĻŦ,, āĻ•āĻŋāĻ¨ā§āϤ⧁ āφāϏāϞ⧇ āĻāϟāĻž āĻŦā§‹āĻāĻž āϖ⧁āĻŦāχ āĻ•āĻ āĻŋāύ āĻŦāϞ⧇ āφāĻŽāĻŋ āĻŽāύ⧇ āĻ•āϰāĻŋ āφāĻŽāĻžāϰ āĻŦā§āϝāĻ•ā§āϤāĻŋāĻ—āϤāĻ­āĻžāĻŦ⧇ āϝ⧇āϟāĻž āĻŽāύ⧇ āĻšāϝāĻŧ āφāϰāĻ•āĻŋ āĻ•āĻžāϰ āĻ•āĻžāϛ⧇ āϕ⧇āĻŽāύ āĻŽāύ⧇ āĻšāϝāĻŧ āφāĻŽāĻŋ āϜāĻžāύāĻŋ āύāĻž āĻ•āĻžāϰāĻŖ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻŸā§āϰ⧇āĻ¨ā§āĻĄ āϏāĻŦāϏāĻŽāϝāĻŧ āĻāĻ­āĻžāĻŦ⧇ āϚāϞ⧇ āύāĻž, āĻŦāĻŋāĻļā§āĻŦ⧇āϰ āϏāĻ•āϞ āĻĻ⧇āĻļ⧇āϰ āĻ…āĻ°ā§āĻĨāύ⧈āϤāĻŋāĻ• āĻ…āĻŦāĻ¸ā§āĻĨāĻž āĻĒā§āϰāϤāĻŋāύāĻŋāϝāĻŧāϤāχ āωāĻ āĻžāύāĻžāĻŽāĻž āĻ•āϰāϤ⧇ āĻĨāĻžāϕ⧇ āĻ“āϰ āĻ“āĻĒāϰ āĻ­āĻŋāĻ¤ā§āϤāĻŋ āĻ•āϰ⧇āχ āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡āϰ āĻ•āĻžāϜ āϝ⧇āϗ⧁āϞ⧋ āĻ“āĻ āĻžāύāĻžāĻŽāĻž āĻ•āϰāϤ⧇ āĻĨāĻžāϕ⧇ āϝāĻžāϰ āύāĻŋāĻ°ā§āĻĻāĻŋāĻˇā§āϟ āĻ—āϤāĻŋāĻŦāĻŋāϧāĻŋ āĻ•āĻžāϰ⧋ āĻĒāĻ•ā§āώ⧇ āϏāĻŽā§āĻ­āĻŦ āύāϝāĻŧ āĻĢāϰ⧇āĻ•ā§āϏ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āĻŸā§‡ āϏāĻžāϧāĻžāϰāĻŖāϤ āύāĻŋāωāϜ āĻĒā§āϰāĻ•āĻžāĻļāĻŋāϤ āĻšāĻ“āϝāĻŧāĻžāϰ āĻĒāϰāĻŦāĻ°ā§āϤ⧀ āϏāĻŽāϝāĻŧ⧇ āĻāϰ āĻ—āϤāĻŋāĻŦāĻŋāϧāĻŋ āϏāĻŽā§āĻĒāĻ°ā§āϕ⧇ āĻ•āĻŋāϛ⧁āϟāĻž āϧāĻžāϰāĻŖāĻž āϞāĻžāĻ­ āĻ•āϰāĻž āϝāĻžāϝāĻŧ!āφāϏāϞ⧇ āĻ…āύ⧇āĻ• āϏāĻŽāϝāĻŧ āĻ…āύ⧇āϕ⧇ āĻŸā§āϰ⧇āύ āĻŦāĻŋāĻĒāϰ⧀āϤāĻŽā§āĻ–ā§€ āĻŸā§āϰ⧇āύ āĻĨāĻžāĻ•āĻž āϏāĻ¤ā§āĻ¤ā§āĻŦ⧇āĻ“ āĻŽāĻžāĻ°ā§āϕ⧇āϟ āĻŸā§āϰ⧇āĻ¨ā§āĻĄ āύāĻŋāϜāĻ¸ā§āĻŦ āĻ—āϤāĻŋāϤ⧇ āϚāϞ⧇!