PDA

View Full Version : গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা



majeed
2018-03-03, 12:20 PM
টেকনিকেল এনালাইসিস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মৌলিক ধারণা হল সাপোর্ট এবং রেসিসটেনস। অর্থনীতির ভাষায় মার্কেটের চাহিদা এবং যোগানের দুটি মিলিত পয়েন্ট হচ্ছে এই সাপোর্ট এবং রেসিসটেনস । ফরেক্স মার্কেট যেহেতু অর্থনির্ভর একটি মার্কেট তাই এই ধারণাটি এখানে বেশ মূল্যবান। সঠিক সাপোর্ট এবং রেসিস্টেন্স নির্ধারণ এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন ট্রেডে ডুকবেন এবং কখন ট্রেড থেকে বের হবেন এবং কি পরিমান লাভ করবেন কিংবা লস হলেও তা কি পরিমান। অর্থাৎ ট্রেন্ড এনালাইসিস এর মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেনস লেভেল নির্ধারণের মাধ্যমে সঠিক সময়ে ট্রেড ওপেন এবং ট্রেড ক্লোজ করা যায়।

iloveyou
2018-03-03, 08:36 PM
হ্যা ভাই ফরেক্সে টেকনিক্যাল এ্যানালাইসিসের মধ্যে সাপোর্ট ও রিজিসটেন্স ধরে ট্রেড করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এই দুটি মৌলিক বিষয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা অত্যন্ত আবশ্যক এবং অতি প্রয়োজনীয়। সুতরাং সঠিক সাপোর্ট ও রিজিসটেন্স নির্ধারণ, টেকনিক্যাল এ্যানালাইসিসের এবং আপনার ট্রেডিং এর প্রপার নিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

riponinsta
2018-03-05, 10:24 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে বেসিক্ল কিছু জিনিস শিখে নিতে হবে কারন ফরেক্স মার্কেট এ আপনি বেসিক যদি না জানেন তাহলে আপনি অনেক ভুল ট্রেড করতে পারেন এই বেসিক জিনিস গুলোর মধ্য সাপোর্ট এবং রেসিসটেনস অনেক গুরুত্ব পূর্ণ একটা জিনিস কারন সাপোর্ট এবং রেসিসটেনস ট্রেড করার সময় অনেক কাজে লাগে যেমন ট্রেড খুজে বের করতে আবার স্টপ লস আর টিপি সেট করতে কাজে লাগে

Mamun13
2018-03-05, 09:56 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন profitable ট্রেডের জন্য total অ্যানালাইসিসের 20% analys নির্ভর করে technical অ্যানালাইসিসের ওপর৷টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদের trading চার্টে trend এবং support/resistance লেভেল গুলি পরিষ্কারভাবে চিনতে হবে,বুঝতে হবে,জানতে হবে৷ট্রেন্ডের মাধ্যমে আমরা দেখতে পারি নির্দিষ্ট পেয়ারটি ঊর্ধ্বগতি বা নিম্নগতিতে ধাবমান আছে কিনা৷আর সাপোর্ট লেভেল গুলোতে সাধারণত ঐ নির্দিষ্ট পেয়ারের priceএর একটা Demand তৈরি হয় এবং রেসিসটেন্স লেভেল গুলোতে ঐ নির্দিষ্ট পেয়ারের priceএর একটা supply তৈরি হয়৷তাই trend এবং সাপোর্ট/ রেসিসটেন্স লেভেল গুলোই টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয়বস্তু৷

samun
2021-12-29, 02:16 PM
আসলে আমাদের জ্ঞানগুলো এমনই যা আমরা জানা সত্বেও পরবর্তীতে তা ভুলে যায় কিন্তু কারোর মাধ্যমে যদি সেটা না হয় তাহলে পুনরায় সেটি আবার নিজের ভিতর উদযাপিত হয় তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জ্ঞান মূলক বিষয়টি উপস্থাপন করার জন্য যেটি আমার ভিতর সুপ্ত অবস্থায় ছিল এবং সেটি নতুন করে আবার উজ্জীবিত করার জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি