PDA

View Full Version : ট্রেডিং সিস্টেম টেস্ট



riponinsta
2018-03-03, 12:22 PM
আমারা যখন ফরেক্স মার্কেট এ নতুন একটা ট্রেডিং সিস্টেম দেখি বা টেস্ট করি তখন আমরা শুধু আগের লাভ লাভ ট্রেড কয়টা হয়ছে সেইটা দেখি লস ট্রেড গুল দেখি না এর ফলে কি হয় যখন আমারা সেই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করি তখন অনেক লস করতে হয় তাই আমারা যখন একটা নতুন ট্রেডিং সিস্টেম দেখব তখন আমারা তার লস ট্রেড গুলও দেখব

iloveyou
2018-03-03, 08:24 PM
হ্যা ভাই আপনি ঠিকি বলেছেন। কারন ফরেক্সে যখন কোন ট্রেডার ব্যবসা শুরু করেন, তখন সে একটা সিস্টেমে থাকতে থাকতে লাভ লসের পরিপূর্ণ হিসাব না করেই বিভিন্ন রকম সিস্টেম ঘাটাঘাটি করে থাকেন। কাজেই আপনার উচিত হবে, আপনি যে সিস্টেমে ট্রেড করছেন সেটাতে মাসে আপনার কতগুলো ট্রেড প্রফিটে যাচ্ছে। তার পর আপনি আপরনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।

Mamun13
2018-03-04, 07:07 PM
আসলে এটা হচ্ছে আমাদের দুর্বল মন-মানসিকতার পরিচয়৷আমরা সব সময় চাই নিয়মিত সর্বদা যেন আমাদের profit আসে এমন একটি জাদু মার্কা trading strategy যাকে অনেকেই holy grail বলে থাকে৷প্রকৃতপক্ষে আমরা যখন কোন ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করব বা trading কৌশলগুলোকে টেস্ট করব তখন অবশ্যই এই কৌশলগুলোর লাভ+লস প্রত্যেকটি বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করে নিব৷তাহলে আমাদের trading strategy মজবুত হবে এবং নিয়মিত কমবেশি প্রফিটের আশা করা যাবে৷যেকোনো একটি strategy ধৈর্য ধরে কমপক্ষে 6 মাস যাচাই-বাছাই করতে হবে৷প্রথম প্রথম কিছু লস হলেও পরবর্তীতে অবশ্যই কমবেশি profit আসতে থাকবে৷তাই ধৈর্য্য হারা হয়ে ঘন ঘন strategy বা trading system পরিবর্তন করবেন না৷

samun
2021-12-28, 10:43 AM
ট্রেডিং টেস্টের বিষয়ে আমি ডেমোতে প্রচুর মানে এ বিষয়গুলো বাস্তবিক ভাবে পরীক্ষা করে দেখি এছাড়াও আমি নিজের কিছু স্ট্রেটেজি তৈরি করার চেষ্টা করি জানো সেটা আমাকে কিছুটা স্বস্তি দায়ক ট্রেডিং দেয় বিশেষত আমি বিভিন্ন কারণের ওপর প্রকাশিত নিউজ এর পরবর্তী সময়ে ট্রেড করে বেশি লাভ করে থাকি (বিশেষ দ্রষ্টব্য অনেক সময় নষ্ট হয়) এক্ষেত্রে আমার ট্রেডিং স্ট্রাটেজি টা বেশ ভালই হয় তাছাড়া স্ক্যাল্পিং এর ক্ষেত্রে সাময়িক সময়ের মধ্যেই সবকিছু হয়ে থাকে