PDA

View Full Version : ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে ?



riponinsta
2018-03-04, 11:38 AM
ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে ?

ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর । আমি ফরেক্স মার্কেট এ এমন মানুষ কেও দেখছি যারা ফরেক্স মার্কেট এ ৩ মাস ট্রেড করে তারপর থেকে সে ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করছে আবার আমি এমন মানুষ কেও দেখছি যারা ফরেক্স মার্কেট এ ৩ বছর ট্রেড করেও লাভ করতে পারে নাই । আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখে তা মার্কেট এ কাজে লাগাতে পারলে সফল হতে পারবেন খুভ তারা তারি ।

expkhaled
2018-03-04, 11:46 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে ধারাবাহিক ভাবে লাভবান হতে হলে সময় দিতে হবে শেখার বিষয়ে। আগে ভালভাবে ফরেক্স কে বুঝে যদি মার্কেট কাজ শুরু করা যায় তাহলে সফলতা তারাতারি আসে। তবে একজন মোটামুটি ট্রেডার হতে হলেও অন্তুত ২ থেকে ৩ বছর সময় দিতে হবে। তারপর আসলে ফরেক্স মার্কেট নির্ভর করে একেকজনের ধ্যানধারনার উপর। আপনি যত বেশী তারাতারি সফল হওয়ার চেষ্টা করবেন তত লস করবেন। সুতরাং ধৈর্য্য সহকারে মার্কেট এর পরিস্থিতি ভালভাবে বুঝে রিয়েল ট্রেড করতে হবে তাহলে আপনার লস হবে কম।

Nishpap Papi
2018-03-04, 04:11 PM
ফরেক্স এ সফল হওার জন্য সর্বপ্রথম প্রয়োজন ফরেক্স সম্পর্কে ভাল করে জানা, এবং শিখা। একজন যদি নিয়মিতভাবে তার ট্রেডিং পলিসি মেনে চলে ত্রেদ করে তবে সফলতা তার জন্য নিশ্চিত।

iloveyou
2018-03-04, 07:53 PM
ভাই এখানে পরিপূর্ণভাবে সফলতা পাবার জন্য আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। পরিশ্রম করতে হবে প্রচুর। জ্ঞান অর্জনের জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য। তারপর ট্রেডিং এ অনেক লস হবে, সেই লসগুলো থেকেও আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর ফরেক্স মার্কেট থেকে একটু করে আপনার ধারণা বাড়তে থাকবে, তারপর মাঝখানে আপনাকে অনেক ধৈর্য্য নিয়ে কমপক্ষে ৫ টা বছর টিকে থাকতে হবে এই মার্কেটে। এবং শেষ পর্যায়ে গিয়ে আপনি সফলতার মুখ দেখবেন।

Mamun13
2018-03-04, 07:56 PM
ফরেক্স মার্কেটে মূল সমস্যা হচ্ছে-দীর্ঘ সময় নিয়ে এখানে trading কলা কৌশল এবং খুঁটিনাটি সব বিষয়গুলো অত্যন্ত ধৈর্যের সাথে খুব ধীরে ধীরে একটু একটু করে শিখতে হবে এবং সে গুলোকে সঠিকভাবে প্রয়োগ করে করে নিশ্চিত হতে হবে৷এটা আমাদের মেধা-বুদ্ধি-সময়-ধৈর্য ও মন মানসিকতার ওপর নির্ভর করে৷কারন আমরা সবাই যেহেতু ভিন্ন রকমের মানুষ৷তাই ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে সুনির্দিষ্ট কোনো ধরাবাঁধা সময় নাই৷বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সময় প্রয়োজন হয়৷তবে আপনার একটি বাস্তব,সঠিক ও কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি setup করতেই সময় লেগে যাবে কমপক্ষে তিন বছর৷এটা সর্বনিম্ন সময় !!! অনেকেরই ৫/৬ বছর সময়ও লেগে যায়৷ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিয়ে অনুশীলন করবে সে তত বেশি অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠতে৷তাই এখানে প্রচুর সময় দিতে হয়৷

Grimm
2019-01-30, 03:56 PM
ফরেক্স মার্কেটে যে সফল হতে কত সময় লাগবে এটা কেউ নির্দিষ্ট করে আপনাকে বলতে পারবে না। কারণ এই বাজারটা হলো সাগরের মত। যার কোন শেষ নাই। আর শিক্ষাটাও তাই, আপনি যতই এই মার্কেটে ট্রেড করবেন ততই নতুন কিছু পাবেন। আর হ্যা আপনি যদি এই মার্কেট থেকে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলেই আপনি সফলতা পাবেন আর এর জন্য আপনাকে অনেক সময় দিতে হবে। মনে রাখবেন অল্প সময়ের মধ্যে সফলতা এই ব্যবসা হতে কোনদিনই সম্ভব নয়।

fxjaman
2019-01-30, 04:05 PM
ভাই এখানে পুরোপুরি সফলতার জন্য আপনার কমপক্ষে ৭ থেকে ৮ বছর সময় লেগে যাবে। তবে আপনি যদি বিভিন্ন সিস্টেমের পেছনে সময় নষ্ট না করেন, অর্থাৎ* মিস-ডিরেকশনে না চলেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। তাই চেষ্টা করে যান অবশ্যই সফলতা পাবেন, কিন্তু যথেষ্ট ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।

alamsat
2019-02-03, 11:50 AM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে নিয়মিত প্রাকটিস এর বিকল্প নেই। তবে আপনি যে নিয়মিত প্রফিট করতে পারবেন এর কোন গ্যারান্টি নেই। কারন আপনি যতই এ্যানালিসিস করেন না কেন ১০ টি ট্রেড করলে ৫ টি ট্রেড আপনার লস হবেই। তাই সব মিলিয়ে যদি আপনি কিছু প্রফিটে থাকতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি ফরেক্স এ সফল। কখনও আপনি ১০ টি ট্রেড এ ১০টি সফল হতে পারবেন না। যারা অনেকদিন ধরে ট্রেড করছে এমনকি ১০ বছর ধরেও ট্রেড করছে তারাও এখন পর্যন্ত লস করছে তাই ফরেক্স এ ১০০% সফল আপনি কখনও হতে পারবেন না।

samirarman
2019-02-03, 02:31 PM
আমি মনে করি ফরেক্স ব্যবসায় এ সফলতা পাবার জন্য আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। পরিশ্রম করতে হবে প্রচুর। জ্ঞান অর্জনের জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য। তারপর ট্রেডিং এ অনেক লস হবে, সেই লসগুলো থেকেও আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর ফরেক্স মার্কেট থেকে একটু করে আপনার ধারণা বাড়তে থাকবে, তারপর মাঝখানে আপনাকে অনেক ধৈর্য্য নিয়ে কমপক্ষে ৩/৫ টা বছর টিকে থাকতে হবে এই মার্কেটে। এবং শেষ পর্যায়ে গিয়ে আপনি সফলতার মুখ দেখবেন।

Ronesh186
2019-02-03, 09:19 PM
আমি মনে করি ফরেক্সে সফলতা নির্ভর করছে আপনার ওপর। আপনি যত দ্রুত ফরেক্সের কাজগুলি আয়ত্ত করে নিজেকে দক্ষ করে তুলতে পারবেন ততো দ্রুত এখান থেকে সফল হতে পারবেন। তবে কোন কাজে দ্রুত সফলতা আশা করা উচিৎ নয়। এতে নিষ্ফল হওয়ার আশংকা থাকে। ফরেক্সে কাজ শিখার জন্য প্রাথমিকভাবে একজন নতুন ফরেক্স মেম্বারকে ডেমো ট্রেডিং করতে হবে। ডেমো ট্রেডিং এর মাধ্যমে তারা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সেই ক্ষেত্রে একজন নতুন ফরেক্স মেম্বারকে মিনিমাম ৬ মাস থেকে ১ বছর ডেমো ট্রেডিং করা উচিত। তারপর দক্ষ হয়ে ফরেক্স ট্রেডিং এর সকল নিয়ম নীতি মেনে ট্রেড করতে হবে। প্রথম দিকে রিয়েল ট্রেড করতে গিয়ে কখনো কখনো লস হতেও পারে। কিন্তু তাই বলে এটাকে ব্যার্থতা হিসেবে নিলে চলবে না। এটা শিক্ষা হিসেবে গ্রহন করে তারপর সতর্ক হয়ে ট্রেড করতে হবে। এভাবে ট্রেড করতে করতে একসময় ট্রেড সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। ঠিক তখনিই আপনি সফল হবেন। এই ক্ষেত্রে সফল হতে মিনিমাম ২ থেকে ৩ বছর সময় লাগবে।

TanjirKhandokar1994
2019-02-17, 07:34 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ সফলতা নির্ভর করবে পুরোপুরি আপনার নিজের উপর। এখানে আপনি কতটা দক্ষ ও অবিজ্ঞ সেটা হলো মুল বিষয়। এখানে আপনি যতো বেশি দক্ষ ততই বেশি সফল হতে পারবেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই।দেখা যায় কারো মেধা অনেক বেশি আবার কারও মেধা কম। তবে আমি এটাই মনে করি ফরেক্স ট্রেডিং এদক্ষ হতে পারলে সফল হওয়ার পথ সহজ।

sumon918
2019-02-18, 12:47 AM
ফরেক্স এ সফল হতে হলে আপনি সময় না হিসাব করে আপনি নিজের কর্মদক্ষতার যদি হিসাব করেন তবেই মনে হয় ভাল করবেন কারন এখানে সফলতার জন্য প্রয়োজন আপনার দক্ষতা সময় কোন ফ্যাক্ট হতে পারে না এটাই আমার ধারনা,আমার এরকমটা মনে হওয়ার কারন হল আমি অনেককে দেখেছি যারা ফরেক্সে নিয়মিত অনেক সময় দিচ্ছে কিন্তু লাভবান হতে পারছে না আবার অনেককে দেখেছি যারা খুব বেশি সময় ফরেক্সে এ দেয় না কিন্তু ভাল প্রফিট করছে।একজন সিনিয়র ভাইকে জিগ্যেস করায় তার উত্তরটা এমন ছিল যে দক্ষতা সময় দিয়ে বিবেচনা করার বিষয় নয় এটা সম্পূর্ণ নিজের আয়ত্বের ব্যপার। যে যত অ্যানালাইসিস ভাল বুঝবে মানি ম্যানেজমেন্ট ভাল পারবে সে তত লাভবান হবে এতে কোন সন্দেহের অবকাশ নেই।

md mehedi hasan
2019-02-23, 08:07 AM
ফরেক্স মার্কেটে সফল হতে কত মাস বা বছর লাগবে আমি নিজেও জানিনা।কারন আমি চার বছর ধরে ফরেক্স মার্কেটে আছি কিন্তুু এখোনো সফলতার মুখ দেখতে পারিনি।আর তাই আমি কি ভাবে আপনাদের উপদেশ দিবো।তবেসাধারন ভাবে একটি কথা বলতে চাই ফরেক্স মার্কেটে কমপক্ষে ১ থেকে ২ বছর পর্জন্ত ডেমোপ্রাক্টিস করবেন।তারপর যদি আপনি নিজেকে রিয়েল ট্রেড করার উপযুক্ত মনে করেন তাহলে রিয়েল মার্কেটে প্রেবেশ করবেন।এরপর আপনি নিজেই বুঝতে পারবেন যে ফরেক্স মার্কেটে সফল হতে কত মাস বা বছর লাগবে।

SHARIFfx
2019-02-23, 12:52 PM
আসলে এটি সম্পুর্ণ আপনার দক্ষতার উপরে। আপনি যদি ডিমো ট্রেডিং এ ১ বছর সময় দিয়ে থাকেন তা হলে আপনি ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে পারবেন। আর এই দক্ষতা কাজে লাগিয়ে ধারাবাহিক ভাবে ট্রেড করতে পারেন। তাই সময় নিবর করে আপনার দক্ষতার উপরে। তাই আমার মতে আপনাকে লাগে থাকতে হবে। অন্তত ১-৩ বছরে আপনি সফলতার কাছাকাছি জেতে পারবেন বলে আমি মনে করি।

SAGOR_HALDER944
2019-02-23, 02:58 PM
ফরেক্সএ সফল হতে কত দিন লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না। কারন আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব এখানে প্রায় দুই থেকে তিন বছর ধরে কাজ করছে কিন্তু অনেকেই সফলতা লাভ করতে পারে নাই। তবে নিয়ম মেনে কাজ করলে অল্প কয়েক দিনের মধ্যে সফলতা আসতে পারে।আবার ভাগ্য খারাপ থাকলে অনেক সময় লেগে যেতে পারে। তবে হাল না ছেড়ে দিয়ে ধৈর্য ধরে কাজ করলে এক দিন না এক দিন সফলতা আসবেই বলে আমি মনে করি।

Grimm
2019-02-23, 03:44 PM
আমার মনে হয় না যে এই মার্কেটে অল্প সময়ে সফল হওয়া যাবে। কারণ এই মার্কেট খুবই ঝুকিপূর্ণ তাই আমার মতে এই মার্কেটে সফল হতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘ সময় ব্যয় করতে হবে। আপনি যদি দীর্ঘ সময় এই মার্কেটে সফলভাবে ব্যয় করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই মার্কেটে সফল হতে পারবেন কিন্তু আপনি যদি সেটা করতে না পারেন তাহলে যতই চেষ্টা করুন না কেন এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন না। তাই দীর্ঘ পরিকল্পনা করে এই মার্কেটে প্রবেশ করুন।

Md_MhorroM
2019-02-23, 07:39 PM
ফরেক্স মার্কেটে সফল হতে কত সময় লাগবে এটা নির্ভুলভাবে বলতে পারবে একমাত্র যারা এ মার্কেটে অন্তত ৫-৭ বছর সফলতার সাথে টিকে আছে তারা, এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। অনেকেই মনে করেন বিশেষ করে যারা নতুন ৫-৬ মাস প্রফিটেবল থাকলেই মনে করেন তারা সফল তবে আমার মতে এটা সম্পুর্ন ভুল ধারনা। মার্কেটে সফল হতে হলে নিয়মিত এনালাইসিস এর কোনো বিকল্প নাই।

Saykat5279
2019-02-23, 08:06 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে হলে,আপনাকে লেগে থাকতে হবে।যা আমরা অনেকেই পারি না। শিখার পাশাপাশি আপনাকে ডেমো তে প্র্যাক্টিস করতে হবে ৫-৬ মাস। বিভিন্ন ধরণের এনালাইসিস, টুলস, ইন্ডিকেটরস নিয়ে ভাল ধারনা থাকতে হবে। নিয়ম মেনে কাজ করলে আশা করি সফল হওয়া যাবে।

MdPiashHasan6080892
2019-02-25, 06:18 PM
ফরেক্স মার্কেটে আপনি কত দ্রুত সফলতা অর্জন করবেন
সেটা পুরপুরিই নির্ভর করে আপনার উপর।
আপনি যত দ্রুত সফলতা চান আপনাকে তত বেসি সময় দিতে হবে।
ফরেক্স মার্কেটে এ ভাল ভাবে অবিজ্ঞ হতে হবে।
যার জন্যে আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে। মানি মেনেজমেন্ট বুজতে হবে
ট্রেড করা জানতে হবে।
মোট কথা ফরেক্স সম্পর্কে সচ্ছ ধরনা থাকতে হবে
আর এই ধারণা বা অবিজ্ঞাত আপনি যত দ্রুত অর্জন করতে পারবেন। আপনি তত দ্রুত ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করবেন।

Hredy
2020-04-26, 08:24 AM
ফরেক্স এ সফল হওার জন্য সর্বপ্রথম প্রয়োজন ফরেক্স সম্পর্কে ভাল করে জানা, এবং শিখা। একজন যদি নিয়মিতভাবে তার ট্রেডিং পলিসি মেনে চলে ত্রেদ করে তবে সফলতা তার জন্য নিশ্চিত।

Kane
2020-04-26, 08:43 AM
ফরেক্স এ সফল হওার জন্য সর্বপ্রথম প্রয়োজন ফরেক্স সম্পর্কে ভাল করে জানা, এবং শিখা। একজন যদি নিয়মিতভাবে তার ট্রেডিং পলিসি মেনে চলে ত্রেদ করে তবে সফলতা তার জন্য নিশ্চিত।

XXXTentacion
2020-04-26, 08:43 AM
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জরণে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স নিয়ে এই বিজিনেস করা উচিত। ফোরামের রুল অনুযায়ী আমারা একটির বেশী অ্যাকাউন্ট খুলতে পারবনা। একই IP থেকে যদি একাধিক অ্যাকাউন্ট খোলা হয় তাহলে অ্যাকাউন্ট গুলো Ban হয়ে করে দেয়। আর কেন আমারদের একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন হবে? কেউ মনে করে একাধিক অ্যাকাউন্ট খুলে ডাবল বোনাস দিবে তাহলে

zakia
2020-04-26, 02:36 PM
আসলে ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর । ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে কিন্তু যদি এমন করতে না পারে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে বলে আমি মনে করি

rakib.r
2020-04-26, 03:41 PM
ফরেক্স মার্কেটে সফলতা এত দ্রুত সময় আসে না। ফরেক্স মার্কেটের সাথে লেগে থাকতে থাকতে এক সময় ফরেক্স এ সাফল্য আসে
ফরেক্সে আসলে ধৈর্য ধরে বসে থাকা লাগে। লোভ করা যাবে না ফরেক্সে। ফরেক্সে লোভ করলেই একদম সব শেষ হয়ে যাবে।
আপনার সব সাধনা সব কষ্ট একবারে নষ্ট হয়ে যাবে এক বারেই। তাই এক দেড় বছর ফরেক্সের সাথেই লেগে থাকুন

HASIBURRAHMAN
2020-05-24, 03:39 AM
ফরেক্সে সফল হতে কত সময় লাগবে এটা নির্ভর করে অনেক ক্ষেত্রেই আপনার নিজের উপর। অর্থাৎ আপনার মেধা যোগ্যতা এবং পরিশ্রম করার মানসিকতার উপর আর সেই সাথে আপনি কতটুকু শেখার আগ্রহ নিয়ে কতটুকু সময় দিচ্ছেন তার ওপর।

FATEMAKHATUN
2020-05-24, 03:50 AM
আপনি চাইলে এক থেকে দুই মাস ডেমো ট্রেড করার পর প্রয়োজনমতো ইনভেস্ট করে মানসম্মত ইনকাম করতে পারেন। আর তাই সফলতার জন্য কত সময় লাগবে এটা বলা খুবই কঠিন। আপনি কতটুকু গুরুত্বের সাথে কাজটি করতে চান তার ওপর নির্ভর করবে আপনার সফলতা বিফলতা।

uzzal05
2020-05-28, 01:14 PM
অনেকে বলেন ফরেক্স এ সফল হতে গেলে ৫ বছর সময় লাগে। আসলে অভিজ্ঞ হতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর সময় দিতে হবে। কিন্তু ফরেক্স শেখার পাশাপাশি আয় করতে পারলে এতে শেখার আগ্রহটা বাড়ে। আবার শুধু শিখা এতে কাজ শেখার তেমন আগ্রহ বাড়ে না। আমি ও প্রায় ১ বছর পর থেকে মোটামুটি লাভ করতে পারছি।

rakib.r
2020-05-28, 09:39 PM
ফরেক্স মার্কেটে অলমোস্ট ৯০% মানুষ লুজার হিসেবেই থেকে যায় আর ১০ % এর মত মানুষ শুধু ফরেক্স থেকে উইন বা গেইন করতে পারেন। এটা থেকে বুঝা যায় যে ফরেক্স আসলে সবার জন্য সফলতার জায়গা নয়। তাই আসলে কেও ই বলতে পারে না যে ফরেক্স থেকে সফলতা ঠিক কত দিনে আসবে বা আসতে পারে। অনেকে আছেন এক দেড় বছরে মুটামুটি কিছুটা দক্ষ হয়ে উঠেন আবার অনেকের দুই আড়াই বছর সময় ও লেগে যায়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আর ইচ্ছার উপর

konok
2020-08-23, 01:15 PM
ফরেক্স ট্রেডিং এ সফলতা নির্ভর করবে পুরোপুরি আপনার নিজের উপর। এখানে আপনি কতটা দক্ষ ও অবিজ্ঞ সেটা হলো মুল বিষয়। এখানে আপনি যতো বেশি দক্ষ ততই বেশি সফল হতে পারবেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই। শিখার পাশাপাশি আপনাকে ডেমো তে প্র্যাক্টিস করতে হবে ৫-৬ মাস। বিভিন্ন ধরণের এনালাইসিস, টুলস, ইন্ডিকেটরস নিয়ে ভাল ধারনা থাকতে হবে। নিয়ম মেনে কাজ করলে আশা করি সফল হওয়া যাবে।

IFXmehedi
2020-08-23, 07:29 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে ?

ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর । আমি ফরেক্স মার্কেট এ এমন মানুষ কেও দেখছি যারা ফরেক্স মার্কেট এ ৩ মাস ট্রেড করে তারপর থেকে সে ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করছে আবার আমি এমন মানুষ কেও দেখছি যারা ফরেক্স মার্কেট এ ৩ বছর ট্রেড করেও লাভ করতে পারে নাই । আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখে তা মার্কেট এ কাজে লাগাতে পারলে সফল হতে পারবেন খুভ তারা তারি ।

ভাই যে কোন কাজেই আপনি যদি সফল হতে চান তাহলে এর পেছনে আপনাকে পরিশ্রম এবং অবশ্যই প্রচুর সময় দিতে হবে । একটা কথা খুবই ভালভাবে মনে রাখবেন সফলতা কখনোই একদিনে আসেনা যে কোন কিছুতেই সফল হতে হলে আপনাকে ধৈর্য সহিত অপেক্ষা করতে হবে । সফলতার পেছনে অনেক অসফলতার গল্প থাকে । তাই আমি মনে করি যদি আপনি ফরেক্স মার্কেটের সফল হতে চান তাহলে মনোযোগ দিয়ে ফরেক্স ট্রেডিং শিখে ধৈর্য ধরে ট্রেডিং করতে থাকুন ধীরে ধীরে নিজেকে সফলতা শিখরে আপনি নিয়ে যেতে পারবেন ।

Md.shohag
2020-08-23, 07:41 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে ধারাবাহিক ভাবে লাভবান হতে হলে সময় দিতে হবে শেখার বিষয়ে। ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর । আপনি যত দ্রুত ফরেক্সের কাজগুলি আয়ত্ত করে নিজেকে দক্ষ করে তুলতে পারবেন ততো দ্রুত এখান থেকে সফল হতে পারবেন। এরপর ফরেক্স মার্কেট থেকে একটু করে আপনার ধারণা বাড়তে থাকবে, তারপর মাঝখানে আপনাকে অনেক ধৈর্য্য নিয়ে কমপক্ষে ৩/৫ টা বছর টিকে থাকতে হবে এই মার্কেটে। এবং শেষ পর্যায়ে গিয়ে আপনি সফলতার মুখ দেখবেন।

Sid
2020-08-23, 07:45 PM
ভাই এখানে পুরোপুরি সফলতার জন্য আপনার কমপক্ষে ৭ থেকে ৮ বছর সময় লেগে যাবে। তবে আপনি যদি বিভিন্ন সিস্টেমের পেছনে সময় নষ্ট না করেন, অর্থাৎ* মিস-ডিরেকশনে না চলেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। তাই চেষ্টা করে যান অবশ্যই সফলতা পাবেন, কিন্তু যথেষ্ট ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।

forexmastersharif
2020-08-23, 08:13 PM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জনের জন্য যথেষ্ট পরিমান সময় দিতে হবে। ধীরে ধীরে ফরেক্স মার্কেট থেকে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স মার্কেট করতে করতে আপনার এত অভিজ্ঞতা হয়ে যাবে যে,তারপরে আপনি যে ট্রেডই ওপেন করেন শুধু ইনকাম আর ইনকাম। ফরেক্স এ সফলতার জন্য চাই ধৈর্য।

forexmastersharif
2020-08-23, 08:24 PM
আমি একজন নতুন ট্রেডার হিসাবে বলতে চাই সফলতা নির্ভর করে নিজের উপর। যে যত তারাতারি ফরেক্স এর সকল নিয়ম,কানুন সঠিক পদ্ধতিতে আয়ত্ত করতে পারবেন সফলতা তত তারাতারি আপনাকে সাড়া দিবে। ফরেক্স মার্কেটে সফল হবার জন্য কোন নির্দিষ্ট টাইম নাই। তবে আমার ধারনা আপনি যদি ২ থেকে ৩ বছর পরিশ্রমের সাথে ফরেক্স মার্কেট করেন তাহলে নিশ্চিত আপনি সফল হবেন।

sss21
2020-08-23, 09:09 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ সফলতা নির্ভর করবে পুরোপুরি আপনার নিজের উপর। এখানে আপনি কতটা দক্ষ ও অবিজ্ঞ সেটা হলো মুল বিষয়। এখানে আপনি যতো বেশি দক্ষ ততই বেশি সফল হতে পারবেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই।দেখা যায় কারো মেধা অনেক বেশি আবার কারও মেধা কম। তবে আমি এটাই মনে করি ফরেক্স ট্রেডিং এদক্ষ হতে পারলে সফল হওয়ার পথ সহজ।

Smd
2020-08-23, 09:12 PM
ফরেক্স কে বুঝে যদি মার্কেট কাজ শুরু করা যায় তাহলে সফলতা তারাতারি আসে। তবে একজন মোটামুটি ট্রেডার হতে হলেও অন্তুত ২ থেকে ৩ মাস সময় দিতে হবে। তারপর আসলে ফরেক্স মার্কেট নির্ভর করে একেকজনের ধ্যানধারনার উপর। আপনি যত বেশী তারাতারি সফল হওয়ার চেষ্টা করবেন তত লস করবেন। তাই সব মিলিয়ে যদি আপনি কিছু প্রফিটে থাকতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনি ফরেক্স এ সফল। কখনও আপনি ১০ টি ট্রেড এ ১০টি সফল হতে পারবেন না।

Fahmida1
2020-08-23, 09:32 PM
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেক সময়ের ব্যাপার। জীবনের যে কোন পেশায় সফল হওয়ার ইচ্ছা থাকলে অনেক ধৈর্য ধারণ করতে হয়। সুতরাং ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য যে সকল নিয়ম কানুন অনুসরণ করতে হয় সেগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।

ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হবে। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হিসেবে স ফল হওয়া যাবে ।

Starship
2020-08-23, 09:53 PM
ফরেক্স মার্কেট থেকে সফল হওয়ার জন্য কয়েকটি স্টেপ অতিক্রম করতে হয়। তার মধ্যে হল প্রথমে স্টেপে ফরেক্স সম্পর্কে স্টাডি করা ও জ্ঞান অর্জন করা। দ্বিতীয় স্টেপে ডেমো একাউন্টে এ অনুশীলন করা। ডেমো অ্যাকাউন্ট ন্যূনতম ছয় থেকে আট মাস অনুশীলন করতে হবে।

পরবর্তীতে ফরেক্স ফোরাম এ পোস্টের মাধ্যমে অরিজিত বোনাস দিয়ে ট্রেড করতে হবে রিয়েল অ্যাকাউন্টে। মার্কেট এনালাইসিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।
সাপোর্টার ও রেসিস্ট্যান্ট করতে হবে। ফরেক্স নিউজ এর দিকে নজর রেখে ট্রেড করতে হবে। এই সকল নিয়ম কানুন মেনে যখন আপনি ফরেস্ট মার্কেট থেকে প্রফিট করতে পারবেন তখনই নিজেকে সফল মনে করতে হবে।

ABDUSSALAM2020
2020-08-23, 10:06 PM
ফরেক্স মার্কেটের সফলতা আসতে সময় লাগে না 24 ঘন্টা করে কাজ করা যায় এবং 24 ঘন্টা যেকোন সময়ে ফরেক্স মার্কেটে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আসতে পারে তাই ফরেক্সের কখন লাভ হবে কখন হবে এটা কেউ বলতে পারেনা তবে সে যেমন ভাবে কাজ করবে সেটা মন ভাবে লাভবান হবে তবে তার বিনিয়োগের পরিমাণ এর উপর লাভের পরিমাণ আসবে।

FREEDOM
2020-08-23, 10:07 PM
ফরেক্স মার্কেটে সফল হতে কত মাস বা বছর লাগবে আমি নিজেও জানিনা।কারন আমি চার বছর ধরে ফরেক্স মার্কেটে আছি কিন্তুু এখোনো সফলতার মুখ দেখতে পারিনি।আর তাই আমি কি ভাবে আপনাদের উপদেশ দিবো।তবেসাধারন ভাবে একটি কথা বলতে চাই ফরেক্স মার্কেটে কমপক্ষে ১ থেকে ২ বছর পর্জন্ত ডেমোপ্রাক্টিস করবেন।তারপর যদি আপনি নিজেকে রিয়েল ট্রেড করার উপযুক্ত মনে করেন তাহলে রিয়েল মার্কেটে প্রেবেশ করবেন।এরপর আপনি নিজেই বুঝতে পারবেন যে ফরেক্স মার্কেটে সফল হতে কত মাস বা বছর লাগবে।

Soh1952
2020-08-23, 11:32 PM
পুরোপুরি সফলতার জন্য আপনার কমপক্ষে ৭ থেকে ৮ বছর সময় লেগে যাবে। তবে আপনি যদি বিভিন্ন সিস্টেমের পেছনে সময় নষ্ট না করেন, অর্থাৎ* মিস-ডিরেকশনে না চলেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। তাই চেষ্টা করে যান অবশ্যই সফলতা পাবেন, কিন্তু যথেষ্ট ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে।প্রথম দিকে রিয়েল ট্রেড করতে গিয়ে কখনো কখনো লস হতেও পারে। কিন্তু তাই বলে এটাকে ব্যার্থতা হিসেবে নিলে চলবে না। এটা শিক্ষা হিসেবে গ্রহন করে তারপর সতর্ক হয়ে ট্রেড করতে হবে। এভাবে ট্রেড করতে করতে একসময় ট্রেড সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। ঠিক তখনিই আপনি সফল হবেন। এই ক্ষেত্রে সফল হতে মিনিমাম ২ থেকে ৩ বছর সময় লাগবে।

muslima
2020-08-23, 11:56 PM
আপনি যতো বেশি দক্ষ ততই বেশি সফল হতে পারবেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই।দেখা যায় কারো মেধা অনেক বেশি আবার কারও মেধা কম। তবে আমি এটাই মনে করি ফরেক্স ট্রেডিং এদক্ষ হতে পারলে সফল হওয়ার পথ সহজ। ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে কিন্তু যদি এমন করতে না পারে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে বলে আমি মনে করি ।

milu
2020-08-24, 06:35 PM
আসলে ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর । ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে।কিন্তু ফরেক্স শেখার পাশাপাশি আয় করতে পারলে এতে শেখার আগ্রহটা বাড়ে। আবার শুধু শিখা এতে কাজ শেখার তেমন আগ্রহ বাড়ে না। আমি ও প্রায় ১ বছর পর থেকে মোটামুটি লাভ করতে পারছি।

jimislam
2020-09-04, 04:17 PM
আমার জানা নেই যে কইটা একাউন্ট থাকা উওম,আমি মনে করি একটা একাউন্ট উওম ফরেক্স বিজিনেস এর জরণে উওম,আপনি যদি ভাল মান এর ট্রেডার হনন তাহলে একটি একাউন্ট দিয়ে আপনি যথেষ্ট আয় করতে পারবেন,বেশি একাউন্ট না করে একটি একাউন্ট ভালো ব্যালেন্স, পাশাপাশি আয় করতে পারলে এতে শেখার আগ্রহটা বাড়ে। আবার শুধু শিখা এতে কাজ শেখার তেমন আগ্রহ বাড়ে না। আমি ও প্রায় ১ বছর পর থেকে মোটামুটি লাভ করতে পারছি।

KAZIMAJHARULISLAM
2020-09-04, 04:28 PM
আসলে ফরেক্স মার্কেটে সফলতা পেতে, কতটা সময় লাগে, তার সম্পূর্ণটাই নির্ভর করে একজন ট্রেডারের উপর।কেননা ফরেক্স নিয়ে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন,আপনি তত বেশি অভিজ্ঞ ও দক্ষ হবেন।এবং আপনি শেখার আগ্রহ এবং জানার মানসিকতা নিয়ে যদি, একমাস ডেমো ট্রেডিং এবং নিয়মিত ফোরাম ফলো করেন, তাহলেই আপনি ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞানী ও দক্ষ হয়ে উঠবেন।এবং আরো কিছুদিন পর আপনি নিজেই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন,এবং বুঝবেন যে এখনই সময় রিয়েল ট্রেডিং করার।এছাড়াও ফরেক্স ট্রেডিংয়ে একজন ট্রেডার এর দক্ষতা অভিজ্ঞতার সাথে, ওই ট্রেডারের আইকিউ বা চৌকস মেধা ও কাজ করে। কেননা একজন চৌকস ট্রেডার, যতটা সহজে মার্কেট এনালাইসিস করতে পারে, একজন সাধারণ ব্যক্তি তত সহজে পারেনা। তাই এই সম্পূর্ণ বিষয়টাই একজন ট্রেডারের উপর নির্ভর করে।

arifmunshi
2020-09-04, 04:29 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে যত সময় লাগবে :-
সফলতার ব্যপারটা নির্ভর করবে আপনার দক্ষতা ও কঠোর চেষ্টার উপর। চাইলেই ফরেক্সে সফল হওয়া যায় না। সফল হতে দরকার অভিজ্ঞতা পরিশ্রম আর অনুশীলন। এখানে ট্রেড করার আগে আপনাকে বেশ ধারনা নিয়ে নামতে হবে। তবে ঠিক মতো মনোযোগ দিয়ে ট্রেড শিখে ফরেক্স ট্রেড করলে খুব শিগ্রই সফলতা পাবেন।

FRK75
2020-12-17, 02:51 PM
ফরেক্স ট্রেডিং এ সফলতা নির্ভর করবে পুরোপুরি আপনার নিজের উপর। এখানে আপনি কতটা দক্ষ ও অবিজ্ঞ সেটা হলো মুল বিষয়। এখানে আপনি যতো বেশি দক্ষ ততই বেশি সফল হতে পারবেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই।দেখা যায় কারো মেধা অনেক বেশি আবার কারও মেধা কম। তবে আমি এটাই মনে করি ফরেক্স ট্রেডিং এদক্ষ হতে পারলে সফল হওয়ার পথ সহজ।ফরেক্স সম্পর্কে সচ্ছ ধরনা থাকতে হবে
আর এই ধারণা বা অবিজ্ঞাত আপনি যত দ্রুত অর্জন করতে পারবেন। আপনি তত দ্রুত ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করবেন।

micky1212
2020-12-17, 03:12 PM
ভাইবোন, পুরোপুরি কার্যকর হওয়ার জন্য আপনার এখানে পর্যাপ্ত শক্তি বিনিয়োগ করতে হবে। কঠিন কাজ করার গাদা। তথ্য সুরক্ষিত করতে, প্রবণতা প্রসারিত করতে। এই মুহুর্তে বিনিময় করার ক্ষেত্রে প্রচুর দুর্ভাগ্য হবে, আপনার সেই দুর্ভাগ্যগুলি থেকে লাভ করা দরকার। এই মুহূর্তে আপনার চিন্তাটি ফরেক্স বাজার থেকে একটি স্মিডজেন বাড়িয়ে রাখবে, কেন্দ্রে যে বিন্দুতে আপনাকে এই বাজারে এক টন অধ্যবসায়ের সাথে 5 বছরের জন্য কোনও হারে পাওয়া উচিত। এছাড়াও, শেষ পর্যায়ে আপনি অগ্রগতির সারাংশ দেখতে পাবেন।

KF84
2020-12-28, 09:02 PM
আসলে সফলতার সংজ্ঞা একেক ট্রেডারের কাছে একেক রকম যেমন একজন ট্রেডার ভাববেন যে ফরেক্স থেকে প্রতিমাসে একটি নির্দিষ্ট এমাউন্ট ইনকাম করতে পারলেই সে সফল । আবার আমি মনে করি যে ফরেক্স এ টিকে থাকাটাই হল আসল সফলতা । যে কোন বিষয়েই আগে শেখার দিকে মনযোগী হয়ে আমরা যদি শ্রম দিতে থাকি তাহলে সফলতা আমাদের কাছে ধরা দিতে বাধ্য । আপনি যদি প্রতিদিন শেখার পেছনে সময় দেন এবং সেই শেখাটাকে ফরেক্স এ কাজে লাগান তাহলে আপনি ১ থেকে ২ বছরের মধ্যেই একজন ভাল ট্রেডার হবেন এবং ভাল ইনকাম করতে পারবেন ।

FRK75
2021-06-05, 05:38 PM
ফরেক্স ট্রেডিং এ সফলতা নির্ভর করবে পুরোপুরি আপনার নিজের উপর। এখানে আপনি কতটা দক্ষ ও অবিজ্ঞ সেটা হলো মুল বিষয়। এখানে আপনি যতো বেশি দক্ষ ততই বেশি সফল হতে পারবেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই।দেখা যায় কারো মেধা অনেক বেশি আবার কারও মেধা কম। তবে আমি এটাই মনে করি ফরেক্স ট্রেডিং এদক্ষ হতে পারলে সফল হওয়ার পথ সহজ।

EmonFX
2021-06-05, 08:14 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে ?

ফরেক্স মার্কেট এ সফল হতে কত সময় লাগবে এটা নির্ভর করছে আপনার উপর । আমি ফরেক্স মার্কেট এ এমন মানুষ কেও দেখছি যারা ফরেক্স মার্কেট এ ৩ মাস ট্রেড করে তারপর থেকে সে ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করছে আবার আমি এমন মানুষ কেও দেখছি যারা ফরেক্স মার্কেট এ ৩ বছর ট্রেড করেও লাভ করতে পারে নাই । আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখে তা মার্কেট এ কাজে লাগাতে পারলে সফল হতে পারবেন খুভ তারা তারি ।

ফরেক্স মার্কেটে সফল হতে একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। দেখা গেলো কেউ হয়তো ছয় মাসের মধ্যে অনেক দক্ষ হয়ে উঠলো আবার কেউ হয়তো ছয় বছরেও তেমন কিছু শিখতে পারল না। ফরেক্স মার্কেটে সফলতার জন্য দরকার কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, সময়নিষ্ঠ এবং ধৈর্যশীলতা। পাশাপাশি অতিরিক্ত লোভ ফরেক্স মার্কেটে সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর সময় লোভ নিয়ন্ত্রণ করে ট্রেডিং করতে হবে। ফরেক্স মার্কেটে যে যতো বেশি পরিশ্রমী সে ততো বেশি সফলকামী। কথায় আছে পরিশ্রম সফলতার চাবিকাঠি। ফরেক্স সফলতার জন্য ধৈর্য ধরে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মার্কেটে টিকে থাকার অনুশীলন করতে হবে। বেশি তাড়াহুড়ো না করে মার্কেটে টিকে থাকার অনুশীলন করুন, সফলতা একদিন অবশ্যই আসবে।

প্রতিদিন সময় করে রুটিনমাফিক মার্কেটে সময় দিয়ে মার্কেট এনালাইসিস করে নিজের ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়াতে হবে। ফরেক্স ট্রেডিং এর সময় লোভের বশবর্তী হয়ে উচ্চাভিলাষী চিন্তাভাবনা নিয়ে ট্রেড করে লস করা যাবে না। ফরেক্স মার্কেট থেকে 90 শতাংশ ট্রেডার ঝরে যায় শুধুমাত্র অতিরিক্ত লোভ এবং অধৈর্যতার কারণে। তাই ধৈর্য্য ধরে লোভ নিয়ন্ত্রণ করে ফরেক্স ট্রেডিং করতে হবে। ধৈর্য ধরুন, মূলধন রক্ষা করুন এবং মার্কেটে টিকে থাকুন, সফলতা আজ কিংবা কাল অবশ্যই।

Mas26
2021-06-05, 08:24 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে খুব একটা কষ্ট করার প্রয়োজন হয় না। কারণ আপনি যদি মানি ম্যানেজমেন্ট টা ঠিক রেখে ট্রেড করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করা সম্ভব।ফরেক্স এ সফল হওার জন্য সর্বপ্রথম প্রয়োজন ফরেক্স সম্পর্কে ভাল করে জানা এবং শিখা। একজন যদি নিয়মিতভাবে তার ট্রেডিং পলিসি মেনে চলে ট্রেড করে তবে সফলতা তার জন্য নিশ্চিত।

FRK75
2021-08-05, 09:11 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর । ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে কিন্তু যদি এমন করতে না পারে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে বলে আমি মনে করি

Sakib42
2021-08-05, 09:16 PM
ফরেক্স মার্কেটের সফল হতে কতদিন সময় লাগবে তার নিশ্চয়তা দিয়ে বলা যায় না তবুও অনুমান করা যায় যে আপনি যদি সঠিকভাবে দুই থেকে তিন মাস পরিশ্রম করেন এবং অধ্যয়ন করেন ফরেক্স এর যাবতীয় বিষয়গুলি সম্পর্কে তাহলে মোটামুটি ভাবে বলা যায় যে আপনি অনেকটা বেশি অভিজ্ঞ হয়ে উঠবেন এবং সবকিছু সম্পর্কে জানতে পারবেন।
ফরেক্স শিখার জন্য সবচেয়ে ভাল মাধ্যম হিসেবে কাজ করে সোসিয়াল মিডিয়া এবং এর পাশাপাশি আপনি যদি সোশ্যাল মিডিয়ার থেকে আহরিত জ্ঞান ডেমো অ্যাকাউনটে প্র্যাকটিস করেন তাহলে খুব শীঘ্রই আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবেন। আপনি দিনে কতটুকু সময় দিবেন তার ওপর নির্ভর করে অনেক সময় অভিজ্ঞ হওয়ার ব্যাপারটি দেখা যায় যদি বেশি সময় দিতে পারেন তাহলে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে আর যদি কোন সময় দেন তাহলে সেই সময়টি 6 থেকে 1 বছর হতে পারে।

FRK75
2021-10-10, 11:17 AM
ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর । ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে কিন্তু যদি এমন করতে না পারে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে

IFXmehedi
2021-10-11, 12:01 PM
ফরেক্স মার্কেটে সফল হতে কত মাস বা বছর লাগবে আমি নিজেও জানিনা।কারন আমি চার বছর ধরে ফরেক্স মার্কেটে আছি কিন্তুু এখোনো সফলতার মুখ দেখতে পারিনি।আর তাই আমি কি ভাবে আপনাদের উপদেশ দিবো।তবেসাধারন ভাবে একটি কথা বলতে চাই ফরেক্স মার্কেটে কমপক্ষে ১ থেকে ২ বছর পর্জন্ত ডেমোপ্রাক্টিস করবেন। ফরেক্স মার্কেটে সফল হতে কত সময় লাগবে এটা নির্ভুলভাবে বলতে পারবে একমাত্র যারা এ মার্কেটে অন্তত ৫-৭ বছর সফলতার সাথে টিকে আছে তারা, এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। অনেকেই মনে করেন বিশেষ করে যারা নতুন ৫-৬ মাস প্রফিটেবল থাকলেই মনে করেন তারা সফল তবে আমার মতে এটা সম্পুর্ন ভুল ধারনা। মার্কেটে সফল হতে হলে নিয়মিত এনালাইসিস এর কোনো বিকল্প নাই।

samun
2021-10-13, 11:46 AM
ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর । ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে। ফরেক্স আসলে সবার জন্য সফলতার জায়গা নয়। তাই আসলে কেও ই বলতে পারে না যে ফরেক্স থেকে সফলতা ঠিক কত দিনে আসবে বা আসতে পারে। অনেকে আছেন এক দেড় বছরে মুটামুটি কিছুটা দক্ষ হয়ে উঠেন আবার অনেকের দুই আড়াই বছর সময় ও লেগে যায়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আর ইচ্ছার উপর

IFXmehedi
2021-10-13, 08:18 PM
আসলে ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর । ট্রেডার যদি বিচক্ষণতার সাথে কাজ করে খুব অল্প দিনেই ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে তাহলে খুব অল্প দিনেই সফল হওয়া সম্ভব হবে কিন্তু যদি এমন করতে না পারে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে বলে আমি মনে করি এটা থেকে বুঝা যায় যে ফরেক্স আসলে সবার জন্য সফলতার জায়গা নয়। তাই আসলে কেও ই বলতে পারে না যে ফরেক্স থেকে সফলতা ঠিক কত দিনে আসবে বা আসতে পারে। অনেকে আছেন এক দেড় বছরে মুটামুটি কিছুটা দক্ষ হয়ে উঠেন আবার অনেকের দুই আড়াই বছর সময় ও লেগে যায়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আর ইচ্ছার উপর

Smd
2022-01-21, 04:05 PM
একজন ট্রেডার ভাববেন যে ফরেক্স থেকে প্রতিমাসে একটি নির্দিষ্ট এমাউন্ট ইনকাম করতে পারলেই সে সফল । আবার আমি মনে করি যে ফরেক্স এ টিকে থাকাটাই হল আসল সফলতা । যে কোন বিষয়েই আগে শেখার দিকে মনযোগী হয়ে আমরা যদি শ্রম দিতে থাকি তাহলে সফলতা আমাদের কাছে ধরা দিতে বাধ্য । আপনি যদি প্রতিদিন শেখার পেছনে সময় দেন। আমি মনে করি সকল মানুষের সমান মেধা নেই।দেখা যায় কারো মেধা অনেক বেশি আবার কারও মেধা কম। তবে আমি এটাই মনে করি ফরেক্স ট্রেডিং এদক্ষ হতে পারলে সফল হওয়ার পথ সহজ।ফরেক্স সম্পর্কে সচ্ছ ধরনা থাকতে হবে।

samun
2022-06-05, 02:24 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে ঠিক কত সময় লাগবে এটা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না । কারন সফলতা লাভ করতে কত সময় লাগতে পারে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন ট্রেডারের উপর। ফরেক্স থেকে সফলতা ঠিক কত দিনে আসবে বা আসতে পারে। অনেকে আছেন এক দেড় বছরে মুটামুটি কিছুটা দক্ষ হয়ে উঠেন আবার অনেকের দুই আড়াই বছর সময় ও লেগে যায়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আর ইচ্ছার উপর

FRK75
2023-03-02, 09:21 AM
ফরেক্স এ সফল হতে গেলে ৫ বছর সময় লাগে। আসলে অভিজ্ঞ হতে গেলে আপনাকে অবশ্যই প্রচুর সময় দিতে হবে। কিন্তু ফরেক্স শেখার পাশাপাশি আয় করতে পারলে এতে শেখার আগ্রহটা বাড়ে। আবার শুধু শিখা এতে কাজ শেখার তেমন আগ্রহ বাড়ে না। আমি ও প্রায় ১ বছর পর থেকে মোটামুটি লাভ করতে পারছি।আপনাকে পরিশ্রম এবং অবশ্যই প্রচুর সময় দিতে হবে । একটা কথা খুবই ভালভাবে মনে রাখবেন সফলতা কখনোই একদিনে আসেনা যে কোন কিছুতেই সফল হতে হলে আপনাকে ধৈর্য সহিত অপেক্ষা করতে হবে । সফলতার পেছনে অনেক অসফলতার গল্প থাকে । তাই আমি মনে করি যদি আপনি ফরেক্স মার্কেটের সফল হতে চান তাহলে মনোযোগ দিয়ে ফরেক্স ট্রেডিং শিখে ধৈর্য ধরে ট্রেডিং করতে থাকুন ধীরে ধীরে নিজেকে সফলতা শিখরে আপনি নিয়ে যেতে পারবেন ।ফরেক্স আসলে সবার জন্য সফলতার জায়গা নয়। তাই আসলে কেও ই বলতে পারে না যে ফরেক্স থেকে সফলতা ঠিক কত দিনে আসবে বা আসতে পারে। অনেকে আছেন এক দেড় বছরে মুটামুটি কিছুটা দক্ষ হয়ে উঠেন আবার অনেকের দুই আড়াই বছর সময় ও লেগে যায়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য আর ইচ্ছার উপর

Mas26
2023-03-02, 01:59 PM
ফরেক্স মার্কেটে মূল সমস্যা হচ্ছে-দীর্ঘ সময় নিয়ে এখানে trading কলা কৌশল এবং খুঁটিনাটি সব বিষয়গুলো অত্যন্ত ধৈর্যের সাথে খুব ধীরে ধীরে একটু একটু করে শিখতে হবে এবং সে গুলোকে সঠিকভাবে প্রয়োগ করে করে নিশ্চিত হতে হবে৷এটা আমাদের মেধা-বুদ্ধি-সময়-ধৈর্য ও মন মানসিকতার ওপর নির্ভর করে৷কারন আমরা সবাই যেহেতু ভিন্ন রকমের মানুষ৷তাই ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে সুনির্দিষ্ট কোনো ধরাবাঁধা সময় নাই৷বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সময় প্রয়োজন হয়৷তবে আপনার একটি বাস্তব,সঠিক ও কার্যকরী ট্রেডিং স্ট্রাটেজি setup করতেই সময় লেগে যাবে কমপক্ষে তিন বছর৷এটা সর্বনিম্ন সময়! অনেকেরই ৫/৬ বছর সময়ও লেগে যায়৷ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিয়ে অনুশীলন করবে সে তত বেশি অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠতে৷তাই এখানে প্রচুর সময় দিতে হয়৷ফরেক্স মার্কেট এ ট্রেড করে ধারাবাহিক ভাবে লাভবান হতে হলে সময় দিতে হবে শেখার বিষয়ে। আগে ভালভাবে ফরেক্স কে বুঝে যদি মার্কেট কাজ শুরু করা যায় তাহলে সফলতা তারাতারি আসে। তবে একজন মোটামুটি ট্রেডার হতে হলেও অন্তুত ২ থেকে ৩ বছর সময় দিতে হবে। তারপর আসলে ফরেক্স মার্কেট নির্ভর করে একেকজনের ধ্যানধারনার উপর। আপনি যত বেশী তারাতারি সফল হওয়ার চেষ্টা করবেন তত লস করবেন। সুতরাং ধৈর্য্য সহকারে মার্কেট এর পরিস্থিতি ভালভাবে বুঝে রিয়েল ট্রেড করতে হবে তাহলে আপনার লস হবে কম।