View Full Version : পোস্টিং বোনাস সম্পর্কে জানতে চাই
Nishpap Papi
2018-03-04, 04:16 PM
যখনই অ্যাকাউন্ট এ ডিপোজিট করার প্রয়োজন হই তখনি সর্বপ্রথম আমাদের এই ফোরামের কথা মনে পড়ে। এখানে ফরেক্স সম্পর্কে পোস্ট করে বোনাস পেতে হলে প্রতিটি পোস্ট বা কমেন্ট সর্বনিম্ন কত শব্দের হতে হবে? অভিজ্ঞ ভাইয়েরা আনসার দিবেন আশা করি।
iloveyou
2018-03-04, 07:34 PM
ভাই আসলে এই ফোরামটা হল এখানে সকল ট্রেডারদের জন্য আলোচনার একটা মন্চ। এবং এর মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে বিকশিত করতে পারবেন। তাই আমরা সকলে মূলত এখানে আমাদের জ্ঞান চর্চা করে থাকি। যে যেটা জানিনা, সে এখান থেকে সেটা জানতে পারবেন। আর পোস্টিং এর জন্য যে বোনাসটা আমাদেরকে প্রদান করা হয় সেটা হচ্ছে উপহার স্বরূপ। তাই পোস্ট করার জন্য আপনাকে নিম্নে ২ লাইন করে লিখতে হবে, এটা সর্বনিম্ন এর উপরেও আপনি লিখতে পারেন।
Mamun13
2018-03-04, 08:28 PM
সবচেয়ে ভাল হবে আপনি যদি ফোরামে posting লেখা সংক্রান্ত নিয়ম-কানুনগুলো ভালোভাবে পড়েন এবং ভালভাবে বুঝে তারপরে পোস্ট লিখেন৷মনে রাখবেন অন্যের পোস্ট বা অন্য কোন সাইটে কারো লেখা থেকে কপি করে সেগুলো বানিয়ে সাজিয়ে নিজে পেস্ট করবেন না৷কমপক্ষে তিনটি লাইন দিয়ে একটি তথ্যবহুল এবং উপকারী এবং সঠিক বানান সহ পোষ্ট লিখবেন যেন আমরা সব সদস্য আপনার লেখাগুলো পড়তে পারি,কিছু নতুন তথ্য পেতে পারি এবং আমাদের সকলের জন্য কিছু উপকার হয়৷04-03-2018 তারিখের নতুন বোনাস আপডেট অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ 10টি পোস্ট লিখতে পারবেন৷লক্ষ রাখবেন যেন আপনার পোষ্টগুলি নির্দিষ্ট থ্রেডের বিষয়বস্তু অনুসারে লেখা হয়৷আর বোনাস পাওয়ার জন্য কখনোই পোস্ট লেখার চিন্তা করবেন না৷যদি ভালো লেখা নিয়মিত লিখতে পারেন তাহলে bonus সহজেই একাউন্টে জমা হতে থাকবে৷এ নিয়ে চিন্তার কোন কারন নাই৷
Nishpap Papi
2018-03-05, 11:18 AM
ধন্যবাদ ভাই। আমি নিয়ম গুলো পরেছিলাম এখন আপনাদের কমেন্ট থেকে আর কিছু বিসয় স্পষ্ট হল।
jasminbd
2018-03-05, 11:36 AM
সবচেয়ে ভাল হবে আপনি যদি ফোরামে posting লেখা সংক্রান্ত নিয়ম-কানুনগুলো ভালোভাবে পড়েন এবং ভালভাবে বুঝে তারপরে পোস্ট লিখেন৷মনে রাখবেন অন্যের পোস্ট বা অন্য কোন সাইটে কারো লেখা থেকে কপি করে সেগুলো বানিয়ে সাজিয়ে নিজে পেস্ট করবেন না৷কমপক্ষে তিনটি লাইন দিয়ে একটি তথ্যবহুল এবং উপকারী এবং সঠিক বানান সহ পোষ্ট লিখবেন যেন আমরা সব সদস্য আপনার লেখাগুলো পড়তে পারি,কিছু নতুন তথ্য পেতে পারি এবং আমাদের সকলের জন্য কিছু উপকার হয়৷প্রতিদিন সর্বোচ্চ 40টি পোস্ট লিখতে পারবেন৷লক্ষ রাখবেন যেন আপনার পোষ্টগুলি নির্দিষ্ট থ্রেডের বিষয়বস্তু অনুসারে লেখা হয়৷আর বোনাস পাওয়ার জন্য কখনোই পোস্ট লেখার চিন্তা করবেন না৷যদি ভালো লেখা নিয়মিত লিখতে পারেন তাহলে bonus সহজেই একাউন্টে জমা হতে থাকবে৷এ নিয়ে চিন্তার কোন কারন নাই৷
৪ মার্চ ফোরাম অ্যাডমিন বোনাস রুল পরিবর্তন করেছে।
দিনে ১০ টি পোস্টের বেশি পোস্ট করা যাবে না। আর প্রতি পোস্টের জন্য ৩০ সেন্ট করে পাব।
আরেকটি হল পোস্টের লাইকের উপর বোনাস। পোস্টের লাইক বেশি হল একটি পোস্ট থেকেই ৫০ ডলার পাওয়া সম্ভব। আর প্রতি মাসে ২০০০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব।
সম্পূর্ণ নিয়মটি এই থ্রেডে আছে http://forex-bangla.com/showthread.php?16772-
expkhaled
2018-03-05, 12:06 PM
ফরেক্স বাংলা ফোরাম আমাদের জন্য আর্শিবাদ শরুপ। এখানে আমরা যেমন জ্ঞান চর্চা করতে পারি এবং সাথে কিছু বোনাস পাই যা দিয়ে একজন নবাগত ট্রেড সহজেই রিয়েল ট্রেড শুরু করতে পারেন। তবে আমরা যদি শুধু বোনাস পাওয়ার উদ্দেশ্যে যদি এখানে পোষ্ট করতে থাকি তাহলে হবে না। আমরা বিষয়ে ভাল জানি এবং বুঝি সে বিষয়ে লিখবো যাতে এই ফোরামের মাধ্যমে নতুন যারা ট্রেডিং শিখছেন তারা উপকৃত হয়। ভাল একটি পোষ্ট লিখতে হলে সংশ্লিষ্ট বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে এবং বানান শুদ্ধ সহকারে ২ পূর্ন করে পোষ্ট লিখতে হবে তাহলে বোনাসের জন্য চিন্তা করতে হবে না।
samun
2021-12-28, 10:37 AM
ফরেক্স মার্কেটে ইনভেস্ট এর পরিবর্তে যদি আপনি ব্রোকার কর্তৃক বোনাস ইনভেস্ট করে প্রফিট অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফোরামে পোস্ট করতে হবে আর ফোরামে পোস্ট করার বেশ কিছু নিয়মাবলী রয়েছে যেমন ফোরামে অবশ্যই কমপক্ষে পোস্ট চার লাইন হতে হবে ফোরামে কোন প্রকার কপি করা যাবে না এছাড়াও ফোরামে পোস্টগুলো লাইক এর জন্য বোনাস প্রদান করা হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই মান বজায় রাখতে হবে না হলে ফোরামের নিয়মবহির্ভূত হলে একাউন্ট ব্লক হয়ে যেতে পারে
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.