PDA

View Full Version : নিরাপদ লেনদেন এর জন্য ফ্রি ভিপিএস হোস্টিং



Tofazzal Mia
2018-03-04, 05:38 PM
https://scontent.fdac2-1.fna.fbcdn.net/v/t1.0-9/26734150_649918978512019_5738378079314556142_n.jpg ?_nc_eui2=v1%3AAeGs11tYJaGwUvLICd_XahF5t9bmutHEC_Q-X1He02KVaEkX2SKkXRZQMmHQ0Yh96fbNcaqGDnvTFwa9sN5e6i eyvSMg2GZ18mLy41y34gSDcQ&oh=6e5893d14140de754cd8d7332da0c77c&oe=5B4DA16F
একজন ফরেক্স ট্রেডারের টাকা নিরাপদে ডিপোজিট এবং প্রফিট উত্তোলন একটি নির্দিষ্ট"ভিপিএস (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) হোস্টিং ব্যবহার করা উচিৎ, কেননা বর্তমানে ভিপিএস ( ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ) সেবা একটি প্রথম সারির সেবা যেখানে আপনি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহারের সুযোগ মাধ্যমে ফরেক্স মার্কেটে নির্দিষ্ট আইপপি ব্যবহারের পাশাপাশি পেমেন্ট প্রেসসর এ নিরাপদে পেমেন্ট কার্যক্রম করতে পারবেন। যদিও সব ফ্রি ভিপিএস হোস্টিং নিরাপদ নয়। আমি আপনাদের ফ্রি 'ভিপিএস হোস্টিং' এর একটি নির্ভর যোগ্য সেবা ঠিকানা দিচ্ছি। সেটা হল ইন্সটাফরেক্স তার গ্রাহকদের জন্য 'ভিপিএস হোস্টিং' সেবা দিয়ে গ্রাহকদের একটি ফিজিক্যাল সার্ভারের সকল সুযোগ - সুবিধা প্রদান করে। ফলে এই ভিপিএস হোস্টিং সেবার মাধ্যমে আপনার ট্রেডিং কর্ম কান্ড আরো নিরাপদে করতে পারবেন। দিন দিন এই সার্ভার আরও দ্রুততর এবং শক্তিশালী হয়ে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। যেমন বিল্ট-ইন ডাবল প্রসেসর কোরসমূহের সার্ভারও ব্যবহারের সুযোগ আছে! অবশ্য এর জন্য স্বল্প মুল্যে ভিপিএস ২৫৬ এবং ভিপিএস ৫১২ মূল্যের হোস্টিং এর অর্ডার দিয়ে, আপনি ২ কোর এর মাধ্যমে সরবরাহকৃত সার্ভার পেতে পারেন। ভিপিএস ১০২৪ আপনাকে ২ কোর এর পরিবর্তে ৪ কোর এর প্রসেসর প্রদান করে।
ক্লায়েন্ট ক্যাবিনেটের নির্বাচিত ভিপিএস হোস্টিং থেকে আপনি এই ফ্রি সেবাটি অর্ডার করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিপিএস হোস্টিং এর জন্য যে খরচ প্রদান করবেন সেটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আপনার ক্লাইন্ট ক্যাবিনেট আপনাকে সার্ভারে অর্ডার করলে, চলমান সময়ের ব্যালেন্স পরিসংখ্যান থেকে সেটা গ্রহণ করা তহবিলের পরিমাণ এবং আপনার অর্ডার স্ট্যাটাসকে দেখাবে।
অর্ডার করতে এবং বিস্তারিত জানতে ভিজিট করুন: https://goo.gl/oRWZCx

Montu Zaman
2018-04-16, 04:58 PM
ইন্সটাফরেক্স থেকে ১০ ডলারের বিনিময়ে VPS 256 মেগাবাইট (Vertual Private Server) ভিপিএস ব্যবহার করে থাকি। যেটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে হয়।
5759
এই ভিপিএস থেকে আমি সব আর্থিক লেনদেনে এর পাশাপাশি আমার সব ট্রেডিং করে থাকি। তাদের সার্ভারের প্রযুক্তিগত ক্ষমতা অনেক বেশি হবার ফলে আমি একটু বাড়তি সুবিধা পাই। যেমন ভিপিএস ২৫৬ এবং ভিপিএস ৫১২ মূল্যের হোস্টিং এর অর্ডার দিয়ে আপনি ২ কোর এর মাধ্যমে সরবরাহকৃত সার্ভার পেতে পারেন। ভিপিএস ১০২৪ আপনাকে ২ কোর এর পরিবর্তে ৪ কোর এর প্রসেসর প্রদান করে।

FXBD
2018-04-17, 05:16 PM
যে হারে ফরেক্স ট্রেডারদের অ্যকাউন্ হাকিং এর শিকার হচ্ছে তাতে নিরাপত্তার জন্য vps সেবা হল সব থেকে ভালো সমাধান। ভিপিএস হল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যা একটা ডেডিকেটেট সার্ভারকে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করে নোড তৈরী করা হয় আর ভিপিএস সার্ভারগুলো বেশিরভাগই লিনাক্স নির্ভর এবং এটা ব্যবহারের কারনে পেমেন্ট গেটওয়ে, ওয়েব হোস্টিং থেকে শুরু করে আপনার টেডিং কার্যক্রম সবকিছু থাকবে আপনার নিজের নিয়ন্ত্রণে।
যেমন কখনো যদি পিসি বন্ধ বা হ্যাং হয়ে যায় তখন কিন্তু রোবট আর কাজ করেনা। আর ভিসিএস কখনো হ্যাং করেনা, বন্ধ হয়না, এবং কখনো নেটওয়ার্ক চলে যায়না ফলে যে সকল ট্রেডাররা রোবট ব্যবহার করে থাকে তাদের জন্য সবসময় পিসি চালু রাখাটা সহজ।
এখানে আপনি সার্ভারে এক্সিকিউশন সাধারন ইন্টারনেট গতির থেকে অনেক দ্রুত হয়ে থাকে। যার ফলে স্লিপেজ বা রিকোট সমস্যা হয়না বললেই চলে।
যারা সিরিয়াস ট্রেডার এবং ea বা অটো স্ক্রীপ্ট ব্যবহার করে ট্রেডিং করে থাকেন তাদের জন্য কিন্তু ভিপিএস এর কোন বিকল্প নেই।

DhakaFX
2018-08-20, 03:57 PM
https://www.instaforex.com/i/img/vps3en.jpg
ওয়েব দুনিয়াতে এক এক হোস্টিং এর ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস এর সার্ভিস এক এক রকমের হলেও ইন্সটাফরেক্স এর ফ্রি ভিপিএস হোস্টিং খুবই ফাস্ট। এটা ব্যবহার করে অন্যদের থেকে আকাশ পাতাল তফাৎ দেখা যায়। ভিপিএস হোস্টিং আপনাকে একটি পুরোমাত্রায় নিবেদিত ভার্চুয়াল সার্ভারে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়াও ভিপিএস হোস্টিং এর এপ্লিকেশনটি আপনাকে একটি ফিজিক্যাল সার্ভারের সকল ধরনেরর সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই ভিপিএস এর সকল কার্যক্রম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ডাটা-সেন্টার থেকে পরিচালিত হয়ে থাকে।