View Full Version : ভোক্তা আস্থা
habibi
2018-03-04, 07:04 PM
ভোক্তা আস্থার কোন দেশের কারেন্সিকে প্রভাবিত করে। এই ধরনের নিউজ প্রকাসের পর মার্কেটে উক্ত কারেন্সি পেয়ার ভোলাটিলিটি দেখা দেয়।
ভোক্তার আস্থাকে অর্থনৈতিক চিত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতিবেদনটি মূলত কোন দেশের জাতীয় অর্থনীতির উপর ভোক্তাদের আত্মবিশ্বাস এবং খরচ করার প্রবণতাকে পরিমাপ করে দেখায়। জাতীয় অর্থনীতি এবং ভোক্তাদের খরচের সক্ষমতা তারা যে কত আত্মবিশ্বাসের সাথে অনুভব করে তা এই প্রতিবেদনের মাধ্যমে পরিমাপ করা যায়। এই ধারণাটা এমন যে, মানুষ তাদের উপার্জনের নিশ্চয়তায় যত বেশি আত্মবিশ্বাসী হবে তত বেশি তারা ক্রয়ে উৎসাহিত হয়। এই ভোক্তার নির্ভরতা সূচক তৈরির জন্য ৫০০০ বাড়ির মানুষকে নমুনা জনসংখ্যা হিসেবে গ্রহণ করা যায় এবং শ্রম বাজার পরিস্থিতি নিয়ে সংবাদপত্রের বিজ্ঞাপন সংখ্যাকে বিবেচনা করা হয়। অনেক বিশ্লেষক বিশ্বাস করে যে গ্রাহকের উচ্চ আত্মবিশ্বাস অর্থনীতির জন্য ক্ষতিকর অনেক কিছুরই সমাধান তৈরি করে। যখন অধিকাংশ তথ্য একটি অতিমন্দার অর্থনীতিকে চিহ্নিত করে তখন গ্রাহকের উচ্চ আত্মবিশ্বাস এবং খরচের গতি ক্ষতিপূরণ করতে সহায়তা করে।
5406
jasminbd
2018-04-24, 12:40 PM
আমি সকলকে অবহিত করছি যে আজ বাংলাদেশ সময় 8:00pm মার্কিন কনফারেন্স বোর্ড ইনকর্পোরেটেড সিবি ভোক্তা আস্থা CB Consumer Confidence এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে আংশিক প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 127.7 আর এই মাসে এর পূর্বাভাস হল 126.0। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
habibi
2018-05-29, 02:19 PM
আজকের দিনে যারা মার্কিন ডলারে তে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম রাত ৮.০০ টায় মার্কিন কনফারেন্স বোর্ড সিবি ভোক্তা আস্থা এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই সিবি ভোক্তা আস্থা 128.2 হবে। আগে মাসে এটি ছিল 128.7। যদি সিবি ভোক্তা আস্থা এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
jasminbd
2018-06-25, 12:34 PM
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল ২৬শে জুন বাংলাদেশ সময় 8:00pm মার্কিন কনফারেন্স বোর্ড ইনকর্পোরেটেড সিবি ভোক্তা আস্থা CB Consumer Confidence এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে আংশিক প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 128.0 আর এই মাসে এর পূর্বাভাস হল 127.6। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
habibi
2018-08-26, 05:32 PM
আগামীকাল ২৭শে অগাস্ট যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম রাত ৮.০০ টায় মার্কিন কনফারেন্স বোর্ড সিবি ভোক্তা আস্থা এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই সিবি ভোক্তা আস্থা ১২৬.৬ হবে। আগে মাসে এটি ছিল ১২৭.৪। যদি সিবি ভোক্তা আস্থা এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
jasminbd
2018-09-25, 06:35 PM
আমি সকলকে অবহিত করছি যে আজ ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় 8:00pm মার্কিন কনফারেন্স বোর্ড ইনকর্পোরেটেড সিবি ভোক্তা আস্থা CB Consumer Confidence এর ইকনোমিক নিউজ প্রকাশ করবে। এটি মার্কিন ডলারকে মোটামুটি ভাল প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 133.4 আর এই মাসে এর পূর্বাভাস হল 132.2। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
Rokibul7
2020-05-13, 08:39 PM
ফরেক্স এর লোড দিন দিন শাকা প্রশাখা তৈরি হচ্চে ব্রেন এ।দিন যত যাচ্চে ফরেক্স তত বিশাল ঝুকি হিন মনে হচ্চে।এখন দেখছি শুধু টেকনিক্যাল এনালাইসিস নয়,ফান্ডামেন্টাল এনালাইসিস ও জরুরি।আর ধয তো হবেই,আমি চিন্তা করেছি যেহুতো আমি নতুন সেহুতো শুধু মেজর পেয়ার গুলোতে হাই ইম্প্যাক্ট নিউজ গুলো এনালাইসিস করবো।আর ব্যালেন্স নিয়ে সুজোগ এর অপেক্ষায় বসে থাকবো।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.