PDA

View Full Version : ফোরাম পোস্টিং এর নতুন নিয়ম



jasminbd
2018-03-05, 11:06 AM
সর্বশেষ আপডেটঃ ৪ মার্চ ২০১৮

১। Forex-Bangla.com ফোরামের প্রতিটি সদস্য স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী হয়ে যাবেন।

২। ফোরামে দুই ধরনের বোনাস রয়েছে:
পোস্টের জন্য বোনাসঃ এটি সকলের জন্য উন্মুক্ত, এমনকি নতুনদের জন্যও, তবে শুধুমাত্র প্রাসঙ্গিক এবং অর্থপূর্ণ পোস্টের জন্য দেওয়া হবে। একজন সদস্য দিনে ৫-১০ টির বেশি পোস্ট যোগ করতে পারেন না। বোনাসের পরিমান প্রতি পোস্ট ৩০ সেন্ট পর্যন্ত।

লাইক এর জন্য বোনাসঃ এটি একজন লেখক তার পোস্টে পাঠকের কাছ থেকে প্রাপ্ত লাইকের উপর বোনাস পাবেন। একটি পোস্টে লাইকের জন্য বোনাস ৫০ ডলারেরও বেশী হতে পারে।

৩। একজন অবদানকারীর মোট আয় প্রতি মাসে ২,০০০ ডলার পর্যন্ত হতে পারে।
২,০০০ ডলার হল মোট বোনাসের পরিমাণ যা এই ফোরাম থেকে আয় করতে পারবেন।


বন্ধুরা আপনারা কি লক্ষ করে করেছেন ফোরামের অ্যাডমিন পোস্টিং এর নতুন নিয়ম যুক্ত করেছে। আজ আমার এটি আমারা চোখে পড়েছে। জানিনা এটি আপনার লক্ষ করেছেন কিনা।
পরিবর্তন গুলো হল এখন থেকে আমরা প্রতি পোস্টের জন্য ৩০ সেন্ট করে পাব। আর দিনে ১০ টি পোস্টের বেশি পোস্ট করা যাবে না।

আরেকটি হল পোস্টের লাইকের উপর বোনাস। পোস্টের লাইক বেশি হল একটি পোস্ট থেকেই ৫০ ডলার পাওয়া সম্ভব। আর প্রতি মাসে ২০০০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব।
নিয়মটি আগের চেয়ে ভাল করেছে। তবে পোস্টের সংখ্যা কমানোতে একটু হতাশ হয়েছি।

আপনারদের মতামত কি এই ব্যপারে?
সম্পূর্ণ নিয়মটি এই থ্রেডে আছে http://forex-bangla.com/showthread.php?16772-

riponinsta
2018-03-05, 12:54 PM
আপনার পোস্ট পড়ে অনেক ভাল লাগলো আমি ফোরাম এর এই নতুন নিয়ম জানলাম এখন থেকে এই নিয়ম এ পোস্ট করবো আমি মনে করছি এই নিয়ম এ এই ফোরাম এ আরও ভাল ভাল পোস্ট পাবো আরও নতুন নতুন জিনিস ফোরাম থেকে শিখতে পারবো তা কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট এ আরও বেশি বেশি লাভ করতে পারবো বলে আশা করছি

শিমুলআক্তার
2018-03-05, 02:27 PM
আমি অনেকদিন পরে ফোরাম সাইটে বসলাম আসলে আমি যদিও টেড করার জন্য ক্যাশ ডিপোজিট কে বেশি প্রধান্য দিয়ে থাকি এবং বোনাস নিয়ে তেমন একটা মাথা ঘামায় না তবে অনেক সময় ফরেক্স ট্রেডার বন্ধুদের মুল্যবান মতামত গুলো দেখার জন্য ফরেক্স ফোরামে বসি আর নতুন নিয়ম গুলো পোস্ট করে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ

Mamun13
2018-03-07, 09:52 PM
পোষ্ট লেখার নতুন এই নিয়মের ফলে আশা করছি আমাদের ফোরামের অনেক সদস্যদের এলোমেলো, তথ্যহীন,ভুলে ভরা পোস্টগুলোর অবসান ঘটবে৷এখন আমরা সবাই একান্ত বাধ্য হয়েই চেষ্টা করব যথাযথ,সঠিক,কার্যকরী,বাস্তবসম্মত ও তথ্যবহুল পোষ্ট করার জন্য৷এর ফলে পোস্টের পরিমান অনেক কম হবে কিন্তু পোস্টগুলো যথার্থ উপকারী হবে৷এখন আমরা সবাই এসব নতুন পোস্ট থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবো৷এজন্য forum কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি৷আর নতুন সদস্যদেরকে অনুরোধ করছি আপনারা সবাই যথাযথ নিয়মগুলো মেনে পোষ্ট লিখবেন৷এতে ফোরামের পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে বজায় থাকবে৷যেহেতু পোষ্টের পরিমাণ মাত্র 10 টি তে সীমাবদ্ধ করে দেয়া হয়েছে তাই সিনিয়র সদস্যদের প্রতি অনুরোধ রইলো আপনারা কষ্ট করে হলেও প্রতিদিন একটু সময় দিয়ে আপনাদের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতার আলোকে তথ্যবহুল পোষ্ট লিখবেন৷এতে আমরা ফোরামের সদস্যরা সবাই উপকৃত হবো৷

marjahan
2018-03-07, 10:09 PM
নতুন নিয়মগুলো পড়ে সত্যিই অনেক ভালো লাগছে।আসলে আমরা অনেকেই আছি যারা নতুন অনেকেই অনেক ধরনের ভুল করেছি তবে নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন ৫ থেকে ১০ টি পোস্ট করলে আরো বেশি ভালো এবং তথ্যবহুল পোস্ট হবে বলে আশা করি।

alamsat
2018-03-10, 02:36 PM
খুব সুন্দর নিয়ম। সারাদিন ফালতু পোস্ট না করে ১০ টি সুন্দর পোস্ট করলে সবাই উপকৃত হবে. আর ১০ টি পোস্ট মানে কম ডলার না. এ ডলার দিয়া আমরা ভালো ভাবে ট্রেড করতে পারবো.

samun
2022-01-13, 10:38 AM
সম্প্রতি এ বিষয়টি আমি পরিলক্ষিত হয়েছে আসলে বর্তমানে বোনাস নিয়ে ব্রোকার কর্তৃক যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা খুব দ্রুত সমাধানের একটি প্রক্রিয়া বা কার্যক্রম সম্পাদন করা উচিত না হলে অদূর ভবিষ্যতে ফরেক্স মার্কেট থেকে অনেক লিডার হতাশ হয়ে চলে যাবে এজন্য অবশ্যই কর্তৃপক্ষের একটি সুন্দর ও শৃঙ্খলা পূর্ণ নিয়ম নীতির অন্তর্ভুক্ত করা উচিত