PDA

View Full Version : Eurusd ট্রেড সেটআপ ৫ মার্চ থেকে ৯ মার্চ ২০১৮ পর্



Nishpap Papi
2018-03-05, 11:26 AM
5409
গত সপ্তাহের ট্রেড সেটআপ কমেন্টেরিতে (গত সপ্তাহেরটা দেখতে এখানে ক্লিক করুন) আমি বলেছিলাম ১.২২০০ থেকে ১.২১৭০ পয়েন্ট আমরা একটা স্পষ্ট বুলিশ/বাই সিগন্যালের জন্য অপেক্ষা করতে পারি। পরিশেষে ৩ মার্চ আমরা মূল সাপোর্ট এরিয়াতে একটা বুলিস এনগালফিং প্যাটার্ন প্রিন্ট হতে দেখি। মার্কেট তার মূল সাপোর্ট এরিয়া থেকে রিভার্স করে উপরের দিকে যাচ্ছে আমি মনে করি এটা এই সপ্তাহে উপরের দিকেই থাকবে।যারা এখনো ট্রেড এন্ট্রি নিতে পারিনি তারা ১ ঘণ্টা/৪ ঘণ্টা/৫ ঘণ্টার চার্ট দেখে ট্রেড এন্ট্রি নিতে পারি। ৫ ঘণ্টার চার্ট দেখতে এখানে ক্লিক (http://fxnoman.blogspot.com/p/chart-live-forex-chart-with-signal.html) করুন। AUDUSD, GBPUSD, USDJPY, NZDUSD এর সাপ্তাহিক কমেন্টেরি পড়তে এখানে ক্লিক (http://fxnoman.blogspot.com/search/label/Forex%20Commentary) করুন।
ট্রেড সেটআপ এর ভিডিও দেখতে এখানে ক্লিক (https://youtu.be/xbb2GOxe6t4) করুন। :rules:
এই ট্রেড আইডিয়াটি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। মার্কেট যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে তাই মার্কেট ভিন্ন আচরন করলে আমি দায়ী নই।

riponinsta
2018-03-05, 12:44 PM
আপনি অনেক ভাল পোস্ট করছেন নতুররা এই পোস্ট পরে অনেক কিছু শিখতে পারবে কারন খালি চাট এ ট্রেড করা অনেক কঠিন তবে শিখতে পারলে ট্রেড করে অনেক মজা পাওয়া যায় আমার মতে কেও যদি খালি চাট এ ট্রেড করতে চাই তাহলে তার ডেমো ৩ মাস ট্রেড করার পর সে যদি ভাল করতে পারে তাহলে রিয়েল ট্রেড করা উচিত

শিমুলআক্তার
2018-03-05, 02:36 PM
ধন্যবাদ বন্ধু eur/usd আপনার মু্ল্যবান মতামত পোস্ট করার জন্য আমরা দীর্ঘদিন ফরেক্স মার্কেটে ট্রেড করছি বাট সফলতার ধরের কাছেও আসতে পারিনি ফরেক্স ট্রেডিং কে নিজের জন্য একটা পরফেক্ট পেশা বানাতে পারিনি তার একটাই কারন আমরা জা জানি তা বিজ্ঞতার সাথে প্রয়োগ করার ধর্য রাখিনি বা জেনে বুঝেই করিনি। ধন্যবাদ

iloveyou
2018-03-10, 01:59 PM
ফরেক্স মার্কেট এর গোপন সত্যতা হলো, এখানে কেউ অ্যানালাইসিস করতে পারবে না। কারণ আগামী ৫ মিনিট পরের অবস্থা আপনি বলতে পারবেন না। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি কখনই মার্কেট সম্পর্কে পূর্বানুমান করতে পারবেন না, তখনই আপনি প্রফেশনাল ট্রেডার হবেন। তাই কোন সিগ্ন্যাল অনুসরণ না করে মানি ম্যানেজমেন্ট এর উপর গুরুত্বদিন। কারণ ফরেক্স মার্কেট এর স্ট্রেটেজি একটাই আর তা হলো মানি ম্যানেজমেন্ট

samun
2022-01-13, 10:39 AM
এমন গুরুত্বপূর্ণ কিছু থ্রেড আমাদের ফোরামে আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক সময়ে বোনাস প্রদানে ব্যাহত ও সঠিক সময়ে বোনাস না দেওয়ার কারণে আমাদের মাঝ থেকে অনেক জ্ঞানী ও অভিজ্ঞ ট্রেডার সরে গেছে যার ফলে নতুন ট্রেডারদের জন্য এটি একটি সমস্যা তাই আমি মনে করি সঠিকভাবে ফোরামের সকল নিয়ম-নীতি পরিপালন পূর্বক কর্তৃপক্ষ যদি সঠিক সময়ে বোনাস প্রদান করে তাহলে এখানে অনেকেই কাজ করে নিজের জ্ঞানকে সম্প্রসারিত করতে পারবে এবং অনেকেই নিজের জ্ঞানকে এখানে প্রকাশ করতে পারবে