PDA

View Full Version : কারেন্ট অ্যাকাউন্ট



habibi
2018-03-06, 12:49 PM
কারেন্ট অ্যাকাউন্ট এর নিউজ কোন দেশের কারেন্সিকে শক্তিশালী বা দুর্বল করতে পারে। কারেন্ট অ্যাকাউন্ট এর নিউজ প্রকাশের পর উক্ত কারেন্সি পেয়ারে মোটামুটি মধ্যম মানে ভোলাটিলিটি হতে পারে।
কারেন্ট অ্যাকাউন্ট হল ব্যালেন্স (যেমন: মোট রপ্তানি আয় থেকে আমদানি খরচ বাদ দিয়ে পাওয়া যায়), ফ্যাক্টর ইনকাম (বিদেশী বিনিয়োগ জনিত আয় থেকে বিদেশী বিনিয়োগ জনিত ব্যয় বাদ দিয়ে পাওয়া যায়) এবং নগদ স্থানান্তরের সমষ্টি। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হল কোন দেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি বোঝার মূল পরিমাপক। চলতি অ্যাকাউন্টের উদ্বৃত্ত কোন দেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি বোঝার জন্য প্রধান দুইটি উপাদানের মধ্যে একটি (আরেকটি হল নেট মূলধনের অতিরিক্ত)। চলতি অ্যাকাউন্টের উদ্বৃত্ত কোন দেশের মোট বৈদেশিক সম্পদের পরিমাণ বাড়িয়ে দেয় এবং কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি তার ব্যতিক্রমটি ঘটায়। সরকারি এবং বেসরকারি উভয় প্রকার পরিশোধই এই গণনার অন্তর্ভুক্ত। এটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলা হয় কারণ পণ্য এবং সেবা সাধারণত চলতি সময়কালেই নিঃশেষ হয়।

5430

riponinsta
2018-03-11, 09:43 AM
আমি ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করে আসছি কিন্তু কখনো এই কারেন্ট অ্যাকাউন্ট এর নিউজ এ ট্রেড করি নাই তবে আপনার এই পোস্ট পড়ে বুঝলাম অনেক কিছু এর পর থেকে যদি কারেন্ট অ্যাকাউন্ট এর নিউজ কোন ট্রেড পাই তাহলে করবো আর যদি ট্রেড নাও করতে পারি তাহলে দেখব মার্কেট কেমন মুভ করে তাহলে সামনে ট্রেড করতে আরও সুবিধা হবে আমার

jasminbd
2018-03-29, 01:51 PM
আজ গ্রেট বৃটেন কারেন্ট অ্যাকাউন্টের নিউজ প্রকাশ করবে বাংলাদেশ সময় 2:30pm তে। যারা নিউজ ট্রেডার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর GBP ট্রেড সুবিধা জনক হতে পারে। কারন এর আগে রিডিং ছিল -22.8B এখন ফোরকাস্ট হচ্ছে -24.0B। তার মানে এটি ভাল হয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নিউজ ট্রেডার রয়েছেন তারা আপনার টাইম সেট করে নিন।

habibi
2018-06-20, 05:34 PM
যারা মার্কিন ডলারে ট্রেড করেন তাদেরকে অবগত করছি আজ ২০শে জুন বাংলাদেশের লোকাল টাইম সন্ধ্যা ৬.৩০ মাকিন কারেন্ট অ্যাকাউন্ট এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট -129b হবে। আগে মাসে এটি ছিল -128b। যদি কারেন্ট অ্যাকাউন্ট এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর কম হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলার করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।

jasminbd
2018-06-28, 01:51 PM
আগামী ২৯ শে জুন রোজ শুক্রবার বৃটেন এর জাতীয় পরিসংখ্যান অফিস বাংলাদেশ সময় সন্ধ্যা 2:30pm এ GBP জন্য হাই ইমপ্যাক্টের নিউজ কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর GBP উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -18.4B আর এই মাসে এর পূর্বাভাস হল -18.0B। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে বেশি হয় তাহলে এটি GBP শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা ফরকাস্ট এর চেয়ে কম হয় তাহলে তা GBP দুর্বল করবে। তাই আগেভাগে এই এই কারেন্সিতে আপনার ট্রেডিং স্ট্রেটেজি সেট করে নিন।

rafiuqlislam
2018-06-28, 05:06 PM
কোন দেশের কারেন্সি/মুদ্রাকে দূর্বল অথবা শক্তিশালী করতে পারে কারেন্ট এ্যাকাউন্ট এর নিউজ।

Rokibul7
2020-05-14, 08:58 PM
কারেন্ট নিউজ,usd কারেন্সির এই নিউজ কত তারিখে প্রকাসিত হয়। কেও জানাবেন। আমি নিউজ এনালাইসিস করতে চাই তাই কোন নিউজ কত তারিখ প্রকাশিত হয় এটা জানা দরকার।