PDA

View Full Version : ফিলাডেলফিয়া ফেড সূচক ইনডিকেটর



habibi
2018-03-07, 12:51 PM
এই ইনডিকেটর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ জন উৎপাদনকারীর বিষয়ে জরিপ করে যা বর্তমান এবং আগামী ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে তাদের আচরণ নির্দেশ করে। এই ইনডিকেটর সংকেতের বৃদ্ধির তুলনায় ধীর গতিতে চলবে যদি এটা শূন্যের নিচে হয়। ৬ মাসে পর প্রকাশিতব্য আইএসএম সূচক (যোগান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সূচক) থেকে কি আশা করা যায় এই সূচক তা দেখিয়ে দেবে। এই সূচকটি দেখাতে পারে কিছু দিন পর প্রকাশিতব্য আইএসএম (ইন্সটিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট ইনডেক্স) সূচক থেকে আমরা কি আশা করতে পারি। এই ইনডিকেটর মার্কিন ডলার বৃদ্ধির ট্রিগার বৃদ্ধি করে

jasminbd
2018-05-17, 02:10 PM
আমি সকলকে অবহিত করছি যে আজ বাংলাদেশ সময় 6:30pm ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ফিলাডেলফিয়া ফিলাডেলফিয়া ফেড সূচক ইনডিকেটর নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে আংশিক প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 23.2 আর এই মাসে এর পূর্বাভাস হল 21.1। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।

shohanjacksion
2018-05-26, 12:22 PM
ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই গুরুত্বপূরন পোষ্টটিতে কিছু কমতি লক্ষনীয়। প্রয়োজনী কিছু গ্রাফিক্স বা চারট ব্যবহার করলে আমরা সকলেই স্পষ্টত বুঝতে পারতাম। এখানে ০ লাইনটি হচ্ছে অপেক্ষার সময় । এই ইনডিকেটরটি বাজারের ট্রেন্ড লাইন বুঝতে সহজ হয়। টেন্ড লাইন অনুযায়ী ট্রেডিং খুবই ফলদায়ক হয় । ধন্যবাদ।

Rokibul7
2020-05-13, 12:07 PM
ধন্যবাদ ভাই। এমন পোষ্ট আমাদের মত নতুন এর দের একধাপ সামনের দিকে এগিয়ে দিবে।ভাই আপনি আশা করি এ রকম পোস্ট করপ আমাদের মত নতুনদের অভিজ্ঞ করে তুলেবন,এবং ফরেক্স পিপাসা আরও বাড়য়ে দিবেন